Wednesday, 22 January 2025

চোরাই গরুর মাংস ভূড়িভোজ খবরে গ্রামীণব্যাংক থেকে মুক্তার বদলী।। চাকুরী ও ইশা বহুমুখী কল্যাণ সমিতির নামে গচ্ছিত অর্থ আত্মসাতের অভিযোগে ফোঁসে উঠেছে এলাকাবাসী

                     শুধু দেশ  জনগণের পক্ষে

চোরাই গরুর মাংস ভূড়িভোজ খবরে গ্রামীণব্যাংক থেকে মুক্তার বদলী।। চাকুরী ও ইশা বহুমুখী কল্যাণ সমিতির নামে গচ্ছিত  অর্থ আত্মসাতের অভিযোগে ফোঁসে উঠেছে এলাকাবাসী

স্টাফ রিপোর্টারঃ

চোরাই গরুর মাংস দিয়ে ভূড়িভোজ করানোর খবরে রাজনীতি থেকে বহিষ্কারের পর এবার কর্মস্থল থেকে বদলী হলেন মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা। শেরপুর থেকে সোজা পিরোজপুরে বদলী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বদলীর বিষয়টি নিশ্চিত করেছেন। 

গত বৃহস্পতিবার, গ্রামীণ ব্যাংক ভেলুয়া শাখা ব্যবস্থাপক মোঃ মাহমুদুল হাসান চৌধুরী মুক্তাকে পিরোজপুর জেলার পাথরঘাটা শাখা ব্যবস্থাপক হিসেবে বদলী করা হয়েছে।

এ বিষয়ে গ্রামীণ ব্যাংক ভেলুয়া শাখার অতিরিক্ত ব্যবস্থাপক, প্রোগ্রাম অফিসার, মোঃ নাছির উদ্দীন জানান, স্থানীয় বিএনপির পদ পদবীকে কেন্দ্র করে চোরাই গরুর মাংস দিয়ে ভূড়িভোজ করানোর ঘটনায় মামলা ও প্রকাশিত খবর দেশবাসীর ন্যায় গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের নজরেও এসেছে। ফলে জনমনে ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই, তাকে এ বদলীর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে তিনি পিরোজপুর জোনের পাথরঘাটা শাখা ব্যবস্থাপক হিসেবে যোগদান করেছেন।

অপরদিকে মুক্তা গ্রামীণ ব্যাংকে চাকরির সুবাদে এলাকার মোঃ মোখলেছুর রহমানের ছেলে ফিরোজকে গ্রামীণ ব্যাংকে চাকরি দেওয়ার কথা বলে ৩ বছর আগে ২ লাখ টাকা নিয়েছেন অথচ এখনও তার চাকরি অথবা টাকা কোনোটাই ফিরে পায়নি ফিরোজ। এছাড়া মুক্তা চৌধুরী তার গ্রামের বাড়ি পাটাদহে ইশা বহুমুখী কল্যাণ সমিতির নামে একটি সমিতি করে হাফিজুর রহমানসহ বহু লোকের গচ্ছিত ও সঞ্চিত অর্থ প্রায় কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

এব্যাপারে মোঃ মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা বলেন, আমি স্থানীয় রাজনৈতিক প্রতিহিংসার ও ষড়যন্ত্রের শিকার। আমাকে আর মারবেন না।

উল্লেখ্য যে অতি সম্প্রতি মুক্তা চৌধুরীর স্ত্রীকে মহিলা দলের নেত্রী সম্মেলন উপলক্ষে একটি কৃষকের গরু চুরি করে সম্মেলন করায় ঘটনাটি ফাঁস ফেলে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।