Friday, 25 July 2025

মিথ্যা মামলা দিয়ে জোড়পূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে জান্নাতুল ফেরদৌর বন্যার বিরুদ্ধে

 শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM 

মিথ্যা মামলা দিয়ে জোড়পূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে  জান্নাতুল ফেরদৌর বন্যার বিরুদ্ধে

স্টাফ রিপোর্টারঃ

জামালপুর পৌর শহরের ৮নং ওয়ার্ড শাহাপুর রেলওয়ে স্টেশনের পাশে আন্জুর গলি নামে পরিচিত স্টেশন এলাকার  ব্যবসায়ী   জাহাঙ্গীরের  মেয়ে জান্নাতুল ফেরদৌস বন্যা ও তা মায়ের বিরুদ্ধে চাঁদাবাজিসহ জোড়পূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে৷ 

জান্নাতুল ফেরদৌস বন্যা  জামালপুর জেনারেল হাসপাতালের  চিকিৎসক ইকরামুল  তালুকদার হিটলুর ছোট ভাই নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তার স্ত্রী৷ 

স্বামীর ক্ষমতার দাপটে যা ইচ্ছে তাই করে যাচ্ছেন এই নারী ,ইতিমধ্যে অডেল  সম্পদের মালিক হয়েছেন, তুচ্ছতাছিল্ল করছেন সাধারন মানুষকে পুলিশি ভয় দেখিয়ে জিম্মি করে জোড়পূর্বক বাড়িঘড় দখলের অভিযোগ আছে৷ সম্প্রতি শাহাপুর গ্রামের আরিফ আহমেদ চিকুর ক্রয়কৃত ১,৩৭ শতাংশ জমিতে পড়েছে এদের কুনজর জোড়পূর্বক দখল নিতে কৌশল অবলম্বন করে গোপনে ইট বালি সিমেন্ট ও মিস্ত্রির যোগান দিয়ে মালার মাধ্যমে আরিফ আহমেদের জমি বেদখলের চেষ্টা করছেন৷ আরিফ কাজে বাঁধা দিলে পুলিশি ভয় দেখিয়ে একলক্ষ বিশ হাজার টাকা চাঁদাদাবী করেন৷  পরে ভিবিন্ন কৌশলে আরিফকে চাপ প্রয়োগ করে চাঁদার টাকাটা বুঝে নেন মালা জনসম্মুখে৷ 

মালা আরিফ কে জমি বুঝিয়ে দিয়ে অনন্ত্র সড়ে যান,তখন আরিফ তার জমিতে বাউন্ডারি কাজ শুরু করলে শুরু হয় আরেক বিপত্তি কাজে বাধা দেয় বন্যার ভাই ফাহিম ও তার মা ফেন্সি বেগম দাবী করেন এই জমি বন্যার এখানে কাজ করা যাবেনা যে পর্যন্ত বন্যা জামালপুর না আসবে৷ এদিকে ফাহিম সাঙ্গপাঙ্গ দিয়ে বাউন্ডারী দেয়ালটি ভেঙ্গে গুড়িয়ে দেয়৷ 

ফেন্সি বেগম বন্যাকে ফোনে রেখে বারবার বলতে থাকে পুলিশ পাঠাও পুলিশ পাঠাও এগুলা শুনে মিস্তিরা ভয়ে চলে যায়৷ কয়েকদিন পর আবার কাজ শুরু করলে কাজের ঠিক একদিন পরে বন্যা নিজে এসে এটা তার জমি দাবী করে আবার  দেয়ালগুলা ঘুড়িয়ে দেয়৷ 

এমতাবস্থায় এই ভূমিদস্যু নারী একটি মিথ্যা ঘটনা সাজিয়ে আরিফ আহমেদ সহ কয়েজনকে আসামী করে মামলা রুজু করে জামালপুর সদর থানায়৷ 

সদর থানা সেই মামলাটির সুষ্ঠ তদন্ত না করেই রুজু করে দেন৷ আর এতেই সাধারন ব্যবসায়ী আরিফসহ অনেকেই অপরাধ না করেও অপরাধী হয়ে যান৷ আরিফ মাহমুদ বলেছেন যদি বন্যা ও তার মা ফেন্সি বেগম এই জমির কোন কাগজ উপস্থাপন করতে পারে তাহলে আমি তাদের জমি দিয়ে দিবো৷ এই জমি নিয়ে অনেকবার বসা হয়ছে কিন্তু তারা কোন কাগজ দেখাতে পারে নাই৷ উল্টো মিথ্যা মামলা দিয়ে আমার জমি বেদখলের পায়তারা করছে তারা৷