Tuesday, 9 May 2023

জামালপুরের আলোচিত হাশেম চুরার বাড়িতে পুলিশের অভিযান ও তল্লাশি

জামালপুরের আলোচিত হাশেম চুরার বাড়িতে পুলিশের অভিযান ও তল্লাশি

স্টাফ রিপোর্টারঃ 

জামালপুর পৌর শহরের সাহাপুর গ্রামের মৃত নজর আলির ছেলে হাশেম ওরফে হাশেম চুরার বাড়িতে জামালপুর ও ইসলামপুর পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়।

উল্লেখ্য কিছুমাস আগে ইসলামপুরে দুর্ধর্ষ চুরির ঘটনায় আটক আসামিদের জবানবন্দিতে চুরির মাস্টারমাইন্ড মুলহুতার নাম আসে হাশেম ও তার ছেলে রবিউল এর।বিপুল পরিমাণ স্বর্ণ ও অন্যান্য মালামাল চুরি হয় ইসলামপুরে, চুরির এই সমস্ত মালামাল উদ্ধার ও চোরের গডফাদার হাশেম ও রবিউল কে আটক করার জন্য পুলিশ হাশেম এর বাড়িতে অভিযান পরিচালনা করে।কিন্তু বরিউল কে বাড়িতে পাওয়া যাই নি।জনগণের জানমাল নিরাপত্তায় পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যহত থাকবে বলে যানান জামালপুর পুলিশ সদস্যরা।

জামালপুরের ইসলামপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জামালপুরের ইসলামপুরে পুকুরের পানিতে  ডুবে দুই শিশুর মৃত্যু

শরিফ মিয়া,,   

জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের  সিরাজাবাদ গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৮ মে)দুপুরে নির্মাণাধীন মুক্তিযুদ্ধ জাদুঘরের পাশের পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় তারা। পরে তাদের উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুর পানিতে ডুবে মৃত ঘোষণা করেন। 

মৃতশিশু সীমান্ত (৭) সিরাজাবাদ গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে এবং  মিনাল (৮) শুক্কুর আলীর ছেলে বলে জানা গেছে। 

পলাবান্দা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ডিহিদার (কমল) বিষয়টি নিশ্চিত করেছেন। 

পানিতে ডুবে একসাথে দুই শিশুর মৃত্যুতে সিরাজাবাদ এলাকায় নেমে এসেছে।  শোকের ছায়া।

দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে ৮০০ পিচ ইয়াবাসহ ১জন গ্রেফতার

দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে ৮০০ পিচ ইয়াবাসহ ১জন গ্রেফতার

মোঃ ফরহাদ রেজা স্টাফ রিপোর্টারঃ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর  হতে ৮০০পিচ ইয়াবা সহ এক জনকে গ্রেফতার করা হয়। 

পুলিশ সুত্রে জানা যায়, ৮মে  সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী পিআইসির ইনচার্জ আব্দুর রহিম, এস আই রায়হান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ডাংধরা ইউনিয়নের পাথরেরচর টোল ঘরের সামনে  চেকপোস্ট  বসিয়ে রৌমারি থেকে ছেড়ে আসা ঢাকাগামী পলি বাস তল্লাশি করেন।

এসময় মোঃ সলিম (৪০),  পিতাঃ মৃত্যুঃ আব্দুস সামাদ, গ্রামঃ পূর্ব কাওয়ারচর,  পোঃ দাঁতভাঙ্গা, থানাঃ রৌমারী, জেলাঃ কুড়িগ্রামকে ৮০০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করেন।

অপর পলাতক আসামী মোঃ মজনু মিয়া ( ৩৫) , পিতাঃ শহিবর আলী, গ্রামঃ বালিয়া মারি নয়াপাড়া, উপজেলাঃ  রাজিবপুর , জেলাঃ কুড়িগ্রাম। 

আসামিকে  গ্রেফতার করে সানন্দবাড়ী পিআইসি'তে আনা হয়। ৯ মে মঙ্গলবার দেওয়ানগঞ্জ মডেল থানায় প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তথ্য নিশ্চিত করেন সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক আব্দুর রহিম।

Monday, 8 May 2023

জামালপুরের দেওয়ানগঞ্জে ডোবায় থেকে ভাস্যমান লাশ উদ্ধার করেছেন পুলিশ।

জামালপুরের দেওয়ানগঞ্জে ডোবায় থেকে  ভাস্যমান লাশ উদ্ধার করেছেন পুলিশ।

মোঃ ফরহাদ রেজা স্টাফ রিপোর্টারঃ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পিআইসির আওতাধীন ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ী (সানন্দবাড়ী বাজারের উত্তর পাশে) মোক্তারের ডোবায় ভাস্যমান লাশ পাওয়া যায়। ৮ মে সোমবার আনুমানিক সকাল ৯টার দিকে এলাকাবাসী মোক্তারের ডোবায় একটি লাশ ভাস্যমান অবস্থায় দেখতে পেয়ে সানন্দবাড়ী পিআইসিতে সংবাদ দিলে ঘটনা স্থলে পুলিশ গিয়ে লাশটা উদ্ধার করেন। লাশের আত্মীয় স্বজনরা এসে লাশটি সনাক্ত করেন।

নিহত রুবেল (১৮) সানন্দবাড়ী পশ্চিম পাড়া (হঠাৎ পাড়া) গ্রামের মৃত আব্দুল শেখ এর ছেলে। এলাকাবাসী সুত্রে ও নিহতের আত্মীয় স্বজনদের ভাষ্যমতে নিহত রুবেল মানসিক ভারসাম্যহীন, প্রতিবন্ধী ও মৃগী রোগী ছিলেন।

দেওয়ানগঞ্জ এর এএসপি সুমন কান্তি ও দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল চন্দ্র ধর ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এলাকাবাসীর সুপারিশ ও পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

দেওয়ানগঞ্জ এর সার্কেল এএসপি সুমন কান্তি বলেন- লাশের আত্মীয় স্বজন ও এলাকাবাসীর বক্তব্য এবং তথ্য অনুযায়ী নিহত রুবেল (১৮) একজন মানসিক ভারসাম্যহীন, প্রতিবন্ধী ও মৃগী রোগী ছিলো, এটা একটা অপমৃত্যু। পরিবারের পক্ষে আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উত্তরবঙ্গের রাজশাহী সিটিতে কাউন্সিলর পদে লড়বেন তৃতীয় লিঙ্গের সাগরিকা:

উত্তরবঙ্গের রাজশাহী সিটিতে কাউন্সিলর পদে লড়বেন তৃতীয় লিঙ্গের সাগরিকা:

এম, শামসুল আলম।
 রাজশাহী জেলা প্রতিনিধি:

বাংলাদেশের সৌন্দর্যের প্রতীক উত্তরবঙ্গের রাজশাহী সিটিতে এবার সংরক্ষিত নারী আসনে কাউন্সিলর পদে লড়তে চলেছেন তৃতীয় লিঙ্গের সাগরিকা।

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির "সুলতানা আহমেদ" (সাগরিকা।)

সাগরিকার বাড়ী রাজশাহী নগরের শাহমখদুম থানাধীন শিল্পীপাড়া এলাকায়। বাবা-মায়ের চার সন্তানের মধ্যে তিনি একজন।

তার বাবা মারা গেছেন। বর্তমানে মা-বোনের কাছেই থাকেন।

তার তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির সান্বিদ্ধে থাকলেও- তিনি মাঝে-মধ্যে বাড়ীতে যান। মা-বোনের ভরণপোষণের দ্বায়ীত্ব পালন করছেন।

তিনি জোন-৭ ( ১৯, ২০ ও ২১) আসনে লড়বেন। ফরম উত্তোলনের সময় তাঁর সঙ্গে ছিলেন দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা শরীফ সুমন, বিভাগীয় হিজড়া গুরু রিনা খান, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা ও কোষাধ্যক্ষ জুলি।

ফরম উত্তোলন শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় সাগরিকা বলেন; আমি তৃতীয় লিঙ্গের মানুষ হওয়ায় নবম শ্রেণীতে ওঠার পরে আর স্কুলে টিকতে পারেনি। সহপাঠীদের নানা টিপ্পনির কারণে আমি স্কুল ছাড়তে বাধ্য হই। শুধু তাই নয়; সমাজের ও পারিপার্শ্বিক জনগণের লাগাতার অত্যাচার ও আমার পরিবারকে প্রতিনিয়ত হেয়প্রতিপন্ন করায় এক সময় আমাকে নিজ বাড়ী ও বাবা-মাকে ছাড়তে হয়েছে। এরপর শুরু হয় আমার সংগ্রামী জীবন!

আমার রয়েছে নানা তিক্ততা ও অভিজ্ঞতা! আমাদের মতো তৃতীয় লিঙ্গের সন্তানেরা অন্য কোন গ্রহের মানুষ নয়। আমরা এই পরিবার, সমাজ তথা দেশেরই নাগরিক। আমরাও কোন কোন বাবা-মায়ের মাধ্যমে এই পৃথিবীতে এসেছি। কিন্তু পরিতাপের বিষয়; এক শ্রেণীর মানুষ আমাদেরকে মানুষ হিসেবে মানতে চায় না! অথচ সরকার আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। সরকারের এই স্বীকৃতি ও ভোটার হওয়ার কারণে আমি আজ অন্যান্যদের সাথে নির্চাচনে অংশগ্রহণ করতে পারছি।

এজন্য আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

সমাজের সকল বাঁধা-বিপত্তি অতিক্রম করে আমি এখন জনগণের সেবা করতে চায়। তৃতীয় লিঙ্গের মানুষও যে স্বাভাবিক সকলের ন্যায় মানুষকে ভালবাসতে পারে এবং জনগণের সেবা করতে পারে- আমি তা পরোক্ষ ও প্রত্যাক্ষভাবে দেখানোর জন্যই সমাজ সেবায় আসতে চাচ্ছি। আর এই সুযোগটা করে দেয়ার জন্য অত্র ওয়ার্ডবাসীর নিকট দোয়া ও ভোট প্রার্থনা করে চলেছি।

তিনি আরো বলেন; মূলতঃ সমাজের নেতীবাচক দৃষ্টি পরিবর্তন করে- একটা ইতিবাচক প্ল্যাটফর্ম তৈরীর জন্য কাজ করে চলেছি। যেখানে দাঁড়িয়ে আমি জনসাধারণের ও আমার সম্প্রদায়ের মানুষের অধিকারের কথা বলতে পারবো। মাঠপর্যায়ে প্রতিদিনই মানুষের সঙ্গে কথা বলছি নানা বিষয়ে। মানুষ ভিন্ন ধরনের নেতৃত্ব চায়।

হিজড়াদের যোগাযোগ ক্ষমতা অন্যদের চেয়ে অনেক গুণে বেশী। নারী কাউন্সিলররা রাত-বিরাতে চলতে পারেন না। পুরুষেরাও নারীদের নিয়ে কাজ করতে দ্বিধা-দ্বন্দে ভোগেন। কিন্তু হিজড়াদের বেড়ে ওঠাটাই অন্যদের থেকে আলাদা ও ভিন্ন।  তাই আমরা যেকোনো সময় যে কোন মানুষের বিপদ-আপদে দাঁড়াতে পারবো।

ভোটের মাঠে চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে সাগরিকা বলেন; ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নানা কথা ছড়াচ্ছেন।

তারা বলছেন; হিজড়া জনপ্রতিনিধি হলে সমাজে তাদের আরও অত্যাচার বেড়ে যাবে। অথচ হিজড়াদের সম্পর্কে আগে যে ভ্রান্ত ধ্যানধারণা ছিল; তা সামনে আনার চেষ্টা করে তার ইতিবাচক সমাধান করার প্রচেষ্টা  করছেন তাঁরা।

তবে জনগণ তাঁদেরও ভালোবাসতে শিখে গেছে।

অনেক জায়গায় তাঁদের সম্প্রদায়ের জনপ্রতিনিধিরা ভালোভাবেই জনপ্রতিনিধি হিসেবে ভালো কাজ করছেন। তিনিও সব বাঁধা অতিক্রম করে ভালো কাজ করবেন। আর এই সুযোগটা করে দেবেন অত্র ওয়ার্ড সমূহের ভোটারগণ; এটা তার দৃঢ় আত্মবিশ্বাস।

জামালপুরে ব্র্যাকের কৈশব বান্ধব বিদ্যালয় বাস্তবায়ন কার্যক্রম অনুষ্ঠান

জামালপুরে ব্র্যাকের কৈশব বান্ধব বিদ্যালয় বাস্তবায়ন কার্যক্রম অনুষ্ঠান

জামালপুর প্রতিনিধিঃ

কৈশব বান্ধব বিদ্যালয় বাস্তবায়নে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে  ব্র্যাক অধিকার এখানে, এখনই প্রকল্পের ২৩ টি জেলায়  কিশোর কিশোরীদের যৌন ও প্রজনন  স্বাস্থ্য ও অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে ,রাইট হিয়ার রাইট নাও প্রকল্প।

প্রারম্ভিক জরিপের ভিত্তিতে তরুণ- শিক্ষার্থীদের  যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি বেসরকারি কর্মকর্তা, শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক ও কমিউনিটির সদস্যদের যার যার অবস্থান থেকে সক্রিয় ও উদ্যোগী ভূমিকা পালন করা । কৈশোর বান্ধব যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরী এবং শিক্ষা প্রতিষ্ঠানে এ বিষয় একটি সহায়ক পরিবেশ সৃষ্টি করে।

সোমবার  দুপুরে   ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের উদ্যোগে শহরের পৌরসভার ইজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয়ের হলরুমে সভার আয়োজন করা হয়।ইজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক  মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা মনিয়া মুস্তারী ইভা। বিশেষ অতিথির বক্তব্য দেন  ব্র্যাকের রাই হিয়ার রাইট নাও প্রকল্পের-২ এর এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান ও প্রজেক্ট কো- অর্ডিনেটর তাসনিমা ইকবাল । স্বাগত বক্তব্য রাখেন  ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ মুনীর হুসাইন খান।এসময় উপস্থিত ছিলেন 

জেলা ব্যবস্থাপক হাফিজা খানম। অনুষ্ঠানের সহযোগীতা করেন ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের-২ এর ডিওয়াইএম কাকলী  আক্তার । অনুষ্ঠানে সঞ্চালয়না করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুর রহমান। বিদ্যালয়ে সহকারী শিক্ষক (ইসলাম শিক্ষা)  মোঃ হাবিবুল্লাহ কুরআন তেলাওয়াত করেন।

প্রতিষ্ঠানের সেবা গ্রহনের জন্য উৎসাহ প্রদান করা হয়।   বিজ্ঞাপন, পর্নো পত্রিকা, ইন্টারনেট, টিভি ইত্যাদির এড়িয়ে  চলার জন্য বলা হয়।

Friday, 5 May 2023

রাজশাহী'র তানোরে সুরাহা হয়নি প্রতিবন্ধী নেতা ও সাংবাদিক শামসুল আলমের নির্যাতনেরঃ

রাজশাহী'র তানোরে সুরাহা হয়নি প্রতিবন্ধী নেতা ও সাংবাদিক শামসুল আলমের নির্যাতনেরঃ

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহী জেলাধীন তানোর উপজেলার অন্তর্ভূক্ত মুণ্ডুমালায় গত ০১ ফ্রেব্রুয়ারীতে মিথ্যা অভিযোগ এনে- মুণ্ডুমালা পৌরসভার সাবেক মেয়র ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী এবং তার দোসর বর্তমান সরকারী প্রতিকের বিরোধীতাকারী বহুল আলোচিত ও বিতর্কিত পৌর-মেয়র সাইদুরসহ তাদের সাঙ্গ পাঙ্গদের নির্মম নির্যাতনের শিকার হন প্রতিবন্ধী ব্যক্তিদের কেন্দ্রীয় নেতা ও আমাদের জেলা প্রতিনিধি সাংবাদিক শামসুল আলম।

তৎকালীন নির্যাতনের প্রতিবাদে সারা দেশব্যাপী বিভিন্ন কর্মসূচীতে আন্দোলন করেন দেশের প্রতিবন্ধী ব্যক্তিদের স্বেচ্ছাসেবী সংগঠণ সমূহ।

বিগত ০৪ মাস পেরিয়ে গেলেও সুরাহা হয়নি নির্যাতিত শামসুল আলমের উপর পূর্ব পরিকল্পিত নির্মম নির্যাতনের বিচারের।

বিভিন্ন স‌্যোসাল মিডিয়া, পত্রিকা ও টিভি চ্যানেলের খবরের পরিপ্রেক্ষিতে জানা যায়; চলতি বৎসরের ফ্রেব্রুয়ারী'র ০১ তারিখে "তানোরের উন্নয়ন" নামক ফেক ফেসবুক আইডিতে মুণ্ডুমালা পৌরসভার সাবেক মেয়র ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানীর স্ত্রী ও তার ভাতিজাকে নিয়ে কে বা কারা কুরুচিপূর্ণ পোষ্ট করেন।

এতে বহুল সমালোচিত ও বিতর্কিত মেয়র সাইদুরসহ তাদের সাঙ্গ পাঙ্গদের প্ররোচণায় শামসুল আলমের পথরূদ্ধ করে অটোরিকশা থামিয়ে নির্মমভাবে রক্তাক্ত ও জখম করেন। খবর পেয়ে মুণ্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক তার স্ত্রী তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

তাৎক্ষণিক তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন মিয়া ও তানোর উপজেলার সাংবাদিকবৃন্দ এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান লূৎফর হায়দার রশীদ ময়নাসহ প্রতিবন্ধী ব্যক্তিগণ উপস্থিত হয়ে তার চিকিৎসার সুব্যবস্থা করতে কর্মরত চিকিৎসকদের অনুরোধ করেন।

অপরদিকে শামসুল আলমের নির্যাতনের অসুস্থতার রিপোর্ট যেন দুর্বল হয়; সেজন্য গোপনে নির্যাতনকারীগণ ডাক্তার, নার্সসহ সকলকে মোটা অংকের টাকা প্রদান করে এম.সি. পরিবর্তনের চেষ্টা করে।

শামসুল আলম চিকিৎসাধীন থাকায় তার স্ত্রী বাদী হয়ে ০৩/০২/২০২৩ তারিখে তানোর থানায় ০৬জনকে আসামী করে অভিযোগ দায়ের করেন।

এনিয়ে সারা দেশে নির্যাতনের খবর ছড়িয়ে পড়লে তার প্রতিবাদে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তদন্ত সাপেক্ষে আইনগত সুবিচার পাওয়ার জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের স্বেচ্ছাসেবী সংগঠণ সমূহ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচীতে মানববন্ধন, স্বারকলিপি প্রদান ও কেসের তদন্ত কর্মকর্তা পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রীসহ ১৫টি বিভাগে ডাকযোগে স্বারকলিপি  প্রদান করেন।

এবিষয়ে নির্যাতিত শামসুল আলমের কাছে তার প্রতিক্রিয়া জানাতে চাইলে তিনি বলেন; 

মিথ্যা অভিযোগ এনে- সরকারী বিরোধীতাকারী বিতর্কিত বর্তমান মেয়র সাইদুরসহ তাদের অসৎ সাঙ্গ পাঙ্গদের প্ররোচণায়; সাবেক মেয়র গোলাম রাব্বানীসহ মেয়র সাইদুর ও তাদের সাঙ্গ পাঙ্গদের নির্মম নির্যাতনের শিকার হয়েছি।

কেননা; সাবেক মেয়র  গোলাম রাব্বানী ১০ বৎসর মেয়র, পৌরসভা গঠণের পূর্বে পাঁচন্দর ইউপিতে ১২ বৎসর চেয়ারম্যান, তার বাবা মরহুম মোহাম্মদ আলী মাহাম ১০ বৎসর, তারা দাদা মরহুম- কবির পঞ্চায়েত ০৫ বৎসর চেয়ারম্যানের দ্বায়ীত্বে থাকাকালীন তারা পৌরসভার ০২নং ওয়ার্ড চিনাশো গ্রামসহ অন্যান্য ওয়ার্ডগুলিতে দৃশ্যমান তেমন কোন উন্নয়ন না করে- সাংসদ হওয়ার খোয়াবে পৌর-বাজেটের টাকা অহেতুক সাংসদীয় এলাকায় খরচ করেন। এদিকে আমি ও আমার মা হুইলচেয়ার ব্যবহারকারী প্রতিবন্ধী। ভাঙ্গা-চুরা রাস্তা দিয়ে বাড়ী থেকে বের হওয়া আমাদের অসাধ্য ও বর্ষাকালে রাস্তা কর্দময় থাকায় এবং গ্রামের প্রধান রাস্তার পার্শ্বে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সকল ধরনের গাড়ীঘোড়াসহ মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়ার ভিডিও চিত্র স্যোসাল মিডিয়ায় প্রকাশ করায়; তাদের ক্ষোভের বশিভুত হয়ে প্রতিহিংসা বশতঃ আমার উপর মিথ্যা অভিযোগ এনে- নির্যাতন করেন।

তারাই নিজেদের লোকদ্বারা ফেসবুক ফেক আইডিতে পোষ্ট দিয়ে আমাকে সামাজিক ও সাংগঠণিকভাবে হেয়প্রতিপন্ন করতে অপকৌশল তৈরী করেছেন।

অপরদিকে ফেসবুক ফেক আইডিতে পোষ্টের উপরে আইননত কোন ব্যবস্থা না নিয়ে, উল্টো আমার কেসের তদন্ত কর্মকর্তাকে আসামীগণ মোটা অংকের উৎকোচের মাধ্যমে প্রভাবিত করে- কেসের চার্জসিট কোর্টে জমা না দিতে সময় কালক্ষেপণ করাচ্ছেন।

এবিষয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের কেন্দ্রীয় কমিটির 'জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা'র সাধারণ সম্পাদক ও নাটোর জেলা 'নন্দন জেলা প্রতিবন্ধী সংস্থা'র সভাপতি- জাহাঙ্গীর আলম রাজুর কাছে তার প্রতিক্রিয়া জানাতে চাইলে তিনি উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেন;

মিথ্যা অভিযোগ এনে- আমাদের কেন্দ্রীয় নেতা শামসুল আলমের উপর যারা নির্যাতন করেছেন; তাদের প্রতি দেশের এককোটি আশিলক্ষ প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষ থেকে ঘৃণাভরে প্রতিবাদ ও নিন্দা জানায়!

কেননা; তারা দেশের আইনের উপর শ্রদ্ধাশীল ও আস্থাশীল নয়!

যদি তারা দেশের আইনের উপর শ্রদ্ধা ও আস্থাশীল হতো- তাহলে তারা রক্ষক হয়ে ভক্ষক নাহয়ে- প্রকৃত অপরাধীকে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের মাধ্যমে চিহ্নিত করতঃ আইনগত ব্যবস্থা নিতে পারতেন, তাতে যদি শামসুল আলম প্রকৃত অপরাধী হতেন; তাহলে আইনত তার ব্যবস্থা গ্রহণ করলে বা নির্যাতন করাটাকে মেনে নেয়া যেত!

এবিষয়ে তানোর থানা অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন মিয়া সত্যতা শিকার করে বলেন; আমি শামসুল আলমের নির্যাতনের দিন হতে স্বাস্থ্য কমপ্লেক্সে স্বশরীরে নিয়োমিত খোঁজ-খবর নিয়েছি এবং তার স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ও প্রত্যাক্ষ ভাবে স্বচোক্ষে ক্ষত-বিক্ষতের আঘাতের প্রেক্ষিতে কেসের ধারা নির্ধারন করে কোর্টে প্রেরণ করেছিলাম, যার কারণে কেসের ধারার উপর ভিত্তি করে আসামীগণ নিম্ন আদালতে জামিন না পেয়ে ০৬ সপ্তাহের জন্য ঢাকা হাইকোর্ট হতে জামিন নিয়েছিলেন। 

ঘটনাটি যেহেতু মুণ্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের আওতায়, সেহেতু মুণ্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোজাহারুলের উপর তদন্তভার দেওয়া হয়েছে। তিনি চার্জসিট তৈরী করে এডিসনাল এসপি মহোদয়ের কাছে পাঠিয়েছেন।।

বকশীগঞ্জ অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার

 

বকশীগঞ্জ অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার

মোঃ ছামিউল ইসলাম, জামালপুর প্রতিনিধি: 

জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া গ্রাম থেকে বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত বৃদ্ধার (৬০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, বৃহস্পতিবার দুপুরে কামালপুরের সীমন্তবর্তী ধানুয়া গ্রামে অজ্ঞাত মহিলার (৬৫) মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয়। 

মৃতদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

Thursday, 4 May 2023

জামালপুরে ট্রেনের টিকিট কালোবাজারীর গডফাদার বর্তমানে ব্লেকার হৃদয়

জামালপুরে  ট্রেনের  টিকিট কালোবাজারীর গডফাদার বর্তমানে ব্লেকার  হৃদয়

স্টাফ রিপোর্টারঃ

জামালপুর টাউন জংশন স্টেশনে এক সময় টিকিট কালোবাজারীর গডফাদার ছিলেন লিটন কিন্তু বর্তমানে   লিটনকে টপকিয়ে আলোচনায় এখন ব্লাকার  হৃদয়। অল্প কিছুদিনের মধ্যেই সে যেন আঙ্গুল ফুলে কলা গাছ। 

হৃদয় সাহাপুর ফকির পট্টি এলাকার মৃত মালগাড়ির ছেলে পেশায় সে ছিলো  রিকশা চালক 

রিকশা চালিয়ে তেমন ইনকাম না হওয়ার বেছে নিয়েছে টিকিট কালোবাজারি ব্যবসা   বর্তমানে কালোবাজারি করে তার মাসে আয়  লাখ টাকার কাছাকাছি। 

এলাকাবাসী জানাই জামালপুর সদর থানার কতিপয় পুলিশ কর্মকর্তার সাথে সম্পর্ক থাকার কারণে দাপটের সাথে হৃদয়ে এই ব্যবসা পরিচালনা করে আসছে। 

এ বিষয়ে জামালপুর রেলওয়ে জিআরপি থানার এস আই আব্দুল সাত্তারে সাথে যোগাযোগ করলে তিনি জানান এক সপ্তাহ আগে হৃদয়কে আমরা টিকিটসহ জেল হাজতে প্রেরণ  করেছি জেল থেকে ফিরে  বর্তমানে হৃদয় আবাও টিকিট কালোবাজারি করছে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। 

এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি  কাজী শাহনেওয়াজ এর সাথে   যোগাযোগ করলে তিনি জানান টিকিট কালোবাজারি সাথে সম্পৃক্ত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Wednesday, 3 May 2023

শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

জামালপুর প্রতিনিধি : 

বুধবার বিকালে জামালপুরের ইসলামপুরের উপজেলার সভকুড়া এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।এতে ব্যয় হবে প্রায় ৫ কোটি ২৯ লাখ টাকা।

এ উপলক্ষে ৩ মে বিকেলে উপজেলা প্রশাসন মত বিনিময় সভার আয়োজন করে। উপজেলা নির্বার্হী কর্ম

কর্মকর্তা তানভীর হাসান রুমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদসহ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভার কর্মকর্তা, রাজনীতিক-সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tuesday, 2 May 2023

সরিষাবাড়ীতে পিতা- পুত্রের মৃতদেহ উদ্ধার

সরিষাবাড়ীতে  পিতা- পুত্রের  মৃতদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে পিতা ইউপি সদস্য রিপন তালুকদার (৪৬) এবং পুত্র আশিক তালুকদার (১৩)’র মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

 তাদের বাড়ি সরিষাবাড়ি ও সিরাজগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকার সেন্দুর গ্রামে। 

২ মে সকালে পিতা এবং ১ মে সন্ধ্যায় পুত্রের মৃতদেহ যমুনা নদী থেকে উদ্ধার করার কথা নিশ্চিত করেছেন কাজিরপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত। রিপন তালুকদার চরগিরিশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৩০ এপ্রিল সন্ধ্যায় পুত্র আশিককে নিয়ে তার নানার বাড়ির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর তাদের পাওয়া যাচ্ছিল না। পিতা-পুত্রের মৃত্যুকে ঘিরে একদিকে শোক অপরদিকে এলাকায় নানা গুঞ্জন চলছে।

Monday, 1 May 2023

রাজশাহী'র তানোরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিতঃ

রাজশাহী'র তানোরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিতঃ

এম, শামসুল আলম
(রাজশাহী জেলা প্রতিনিধি:)

আজ মহান মে দিবস। ১৮৭৬ সালের এই দিনে অ্যামেরিকার সিকাগো শহরে দৈনিক আট ঘন্টা কাজের দ্বাবীতে আন্দোলন করেন  বিভিন্ন শ্রমিক সংগঠণ।

পুলিশের গুলিতে নিহত হয় শত শত মানুষ! সেই থেকে ১লা মে মহান মে দিবস হিসেবে সারা বিশ্বের বিভিন্ন দেশে পালন করা হয়। 

আজ এই মহান মে দিবস উপলক্ষ্যে- রাজশাহী জেলাধীন তানোর উপজেলার অন্তর্ভূক্ত মুণ্ডুমালা হাট চত্বরে- বাঙ্গালী জাতীর জনক "বঙ্গবন্ধু" শেখ মুজিবুর রহমানের সেই অবস্বরণীয় বাণীকে সামনে রেখে;

(“শ্রমিকদের সন্মান নিয়ে কথা বলুন;

তাদের পরিশ্রমে আমার আপনার বেতন হয়।”)

বণার্ঢ র্যালি ও পথসভা এবং সকল শ্রেণীর মেহনতি মানুষের মাঝে স্থানীয় সাংসদ রাজশাহী-০১ (তানোর-গোদাগাড়ী) আসনের ভিআইপি এমপি- আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষে গাঞ্জি বিতরণ করেন; উদিয়মাণ তরুণ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবুল বাশার সুজন।

র্যালি, পথসভা ও গাঞ্জি বিতরণ করার সময় উপস্থিত ছিলেন; উপজেলা আওয়ামী লীগ সভাপতি- মাঈনূল ইসলাম স্বপন, উপজেলা যুবলীগ সম্পাদক-জুবায়ের ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান- আবু বাক্কার সিদ্দিক, মুণ্ডুমালা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর-মেয়র- আমির হোসেন আমিন, প্রকৃত আওয়ামী লীগার ওয়ার্ড কাউন্সিলরবৃন্দু, উদিয়মাণ তরুণ নেতৃত্ব- রামিল হোসেন সুইট, ডালিম, শাহাবুদ্দীন, মিজানুর রহমান মিজানসহ আরও অনেকে।

পথসভায় বক্তারা বাংলাদেশসহ সারা বিশ্বের সকল শ্রমজীবি মানুষদের প্রতি সেই মহান মে দিবসে সকল শ্রমজীবি ও মেহনতি মানুষদের স্বরণে তাদের প্রতি দোয়া ও আন্দোলনে মৃত্যুবরণকারীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।।

ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্রী মহিলা এমপি সহ কৃষকের ধান কেটে দিলেন

ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্রী মহিলা এমপি সহ কৃষকের ধান কেটে দিলেন

শরীফ মিয়া স্টাফ রিপোর্টার 

জামালপুরের ইসলামপুরে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা এমপি।

রবিবার (৩০এপ্রিল) সকালে উপজেলা কৃষকলীগের আয়োজনে দলীয় নেতাকর্মীদের নিয়ে বেলগাছা ইউনিয়নের ধনতলা এলাকার হতদরিদ্র কৃষক মনু সেখ ও কানু সেখের দুই বিঘা জমির ধান কেটে দিলেন।

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেন, 'দেশব্যাপী বোরো ধান কাটা শুরু হয়েছে। 

অনেক কৃষক অর্থ সংকটে ধান কাটাতে পারছেন না।

এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উপজেলা কৃষক লীগের নেতাকর্মীদের নিয়ে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছি।

এসময় উপজেলা কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম শাহ্ ফকির ও সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ জেলা ও স্থানীয় কৃষক লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।