মোঃ ফরহাদ রেজা স্টাফ রিপোর্টারঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের সোঁনাকুড়া গ্রামে গাছের কাঠাল পাড়া কে কেন্দ্র করে বিরোধের জের ধরে ভাতিজা আরিফের ২০ এর লাঠির আঘাতে আহত চাচা আন্নাস আলী (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার রাত ৭ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত আন্নাস আলির বাড়ি দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের সোনাকুরা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমা জমি নিয়ে দীর্ঘদিন থেকে তাদের মধ্যে কলহ চলতেছিল। পৈতৃক সম্পদের উপর কাঠাল গাছ নিয়ে আন্নাস আলির সঙ্গে তাঁর বড় ভাই ছাত্তারের সাথে বিরোধ ছিল।
২৭ জুন সন্ধ্যার দিকে দিকে ওই গাছ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি চলছিল।
এ সময় ছাত্তারের ছেলে আরিফ ২০হোসেন লাঠি দিয়ে তাঁর চাচা আন্নাসের মাথায় আঘাত করেন। এতে তিনি আহত হন। স্জনেরা আন্নাস আলীকে উদ্ধার করে প্রথমে রাজিবপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান, ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার করেন। চিকিৎসার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৬ টায় তিনি মারা যান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ আব্দুর রহিম জানান, গাছ ও জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মারপিটে আন্নাস আলী নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার পর থেকে ছাত্তারের পক্ষের লোকজন পলাতক আছেন।