Wednesday, 28 June 2023

ভাতিজার লাঠির আঘাতে আহত চাচার মৃত্যু

ভাতিজার লাঠির আঘাতে আহত চাচার মৃত্যু

মোঃ ফরহাদ রেজা স্টাফ রিপোর্টারঃ 

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের সোঁনাকুড়া গ্রামে গাছের কাঠাল পাড়া কে কেন্দ্র করে  বিরোধের জের ধরে ভাতিজা আরিফের ২০ এর  লাঠির আঘাতে আহত চাচা আন্নাস আলী (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

মঙ্গলবার   রাত ৭ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত আন্নাস আলির বাড়ি দেওয়ানগঞ্জ  উপজেলার ডাংধরা ইউনিয়নের সোনাকুরা গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমা জমি নিয়ে দীর্ঘদিন থেকে তাদের মধ্যে কলহ চলতেছিল। পৈতৃক সম্পদের উপর কাঠাল গাছ  নিয়ে আন্নাস আলির  সঙ্গে তাঁর বড় ভাই  ছাত্তারের সাথে বিরোধ ছিল। 

২৭ জুন সন্ধ্যার দিকে দিকে ওই গাছ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি চলছিল।

এ সময় ছাত্তারের ছেলে আরিফ ২০হোসেন লাঠি দিয়ে তাঁর চাচা আন্নাসের মাথায় আঘাত করেন। এতে তিনি আহত হন। স্জনেরা আন্নাস আলীকে উদ্ধার করে প্রথমে রাজিবপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান, ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার করেন।  চিকিৎসার অবনতি হলে সেখান থেকে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৬ টায় তিনি মারা যান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ আব্দুর রহিম জানান, গাছ ও জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মারপিটে আন্নাস আলী নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার পর থেকে ছাত্তারের  পক্ষের লোকজন পলাতক আছেন।

জামালপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জামালপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আশরাফুর রহমান রাহাত/জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। 

শুক্রবার (২৩জুন) সকাল ৮টা ৩০মিনেটে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। 

পরে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ। 

এছাড়াও পৌর আওয়ামী লীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা কৃষক লীগ, জেলা শ্রমিক লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা যুবমহিলা লীগ, পৌর মহিলা আওয়ামী লীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা মৎস্যজীবী লীগ, জেলা তাঁতিলীগ, জেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। 

শ্রদ্ধা জানানো শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত সকল শহীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন সকল নেতৃবৃন্দ। 

প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।

Thursday, 22 June 2023

অপহরণের ১৩ দিনেও উদ্ধার হয়নি কিশোরী

অপহরণের ১৩ দিনেও উদ্ধার হয়নি কিশোরী

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের কাশারীপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকীর মেয়ে 

নবম শ্রেণীর স্কুল পড়ুয়া ছাত্রী (১৪) অপহরণের ১৩ দিন পরও উদ্ধার হয়নি। অপহরণের ঘটনায় গত ১৬ জুন শুক্রবার রাতে থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন ওই ছাত্রীর বাবা। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে আসা- যাওয়ার পথে মহিষাবাদুরিয়া গ্রামের রেহান আলীর পুত্র  পিয়াস (২৫) উত্ত্যক্ত করতেন। বিষয়টি ওই ছাত্রী তার বাবাকে জানায়। পরে ওই ছাত্রীর বাবা পিয়াসের বাবার কাছে অভিযোগ করেন। ৮ জুন ওই ছাত্রীকে বাড়ির পাশের সড়ক থেকে অপহরণ করে নিয়ে যায় পিয়াস ও তাঁর বন্ধুরা। ওই ছাত্রীর বাবা বলেন, ‘থানায় মামলা করেছি। পুলিশ মেয়েকে উদ্ধার করতে পারেনি।' সরিষাবাড়ী থানার উপপরিদর্শক শিব্বির আহমেদ বলেন, অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

Wednesday, 21 June 2023

দেওয়ানগঞ্জে সাংবাদিক গোলাম রাবব্বানী নাদিম হত্যার ফাঁসির দাবিতে মশাল মিছিল

দেওয়ানগঞ্জে সাংবাদিক গোলাম রাবব্বানী নাদিম হত্যার ফাঁসির দাবিতে মশাল মিছিল

শরিফ মিয়া জামালপুর  

জামালপুরের বকশীগঞ্জে  গত ১৪  জুন বাংলানিউজ২৪ ডটকমের জেলা প্রতিনিধি ও ৭১ টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রাবব্বানী নাদীম কে  নৃশংস ভাবে হত্যা করে বকশীগঞ্জ  সাধুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বাবু সহ তার সন্ত্রাসী বাহিনী।  ২০ জুন মঙ্গলবার সন্ধ্যায় দেওয়ানগঞ্জ কর্মরত  সাংবাদিকদের আয়োজনে মশাল মিছিল করা হয়। মশাল  মিছিলটি দেওয়ানগঞ্জ থানা মোড় হতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ   করে থানা মোড়ে এসে শেষ হয়। এ সময়  পথসভায় দেওয়ানগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সুলতান মোঃ লিটনের সঞ্চালনায়   বক্তব্য রাখেন  দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি  মোঃ খাদেমুল ইসলাম অলিদ, দেওয়ানগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল এস টিভি প্রতিনিধি  মোঃ ফারুক মিয়া, মিডিয়া প্রেসক্লাবের  সভাপতি ও দৈনিক আমার সময় প্রতিনিধি  এস.এম দেলোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভি  প্রতিনিধি  মোস্তাফিজ সালাম সজীব, ইসলামপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি  মোঃ কোরবান আলী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, আশরাফ হোসেন রাজা, নূরে ইলাহী, এস.এম খোরশেদ, মোঃ বাইজিদ, আতিকুর রহমান সহ অনেকেই।

ইতিমধ্যে সিসিটিভির ফুটেজ থেকে চিহ্নিত করে হত্যার সাথে জড়িত প্রধান আসামি সহ মোট  ১৩ জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী।   তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর ও হয়েছে । 

তাই সর্বচ্চ শাস্তির দাবিতে মশাল মিছিল করেছে দেওয়ানগঞ্জ উপজেলার সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।

Tuesday, 20 June 2023

রাজার দাম হাঁকছে ৬ লাখ টাকা

রাজার দাম হাঁকছে ৬ লাখ টাকা

বিপুল মিয়াঃ

নাম রাজা, ওজন ১০০০ কেজি, সাদা ডোরাকাটা দেখতে। শুনে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে কোন রাজা, কোন দেশের রাজা? তবে এ রাজা কোনও দেশের রাজা নয়। এই রাজা হচ্ছে জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের হাজিপুর সাদারবাড়ি এলাকার গরুর খামারি মিজানুর রহমান মিজানের  পালিত বিশাল আকৃতির  সাদা ডোরাকাটা রংয়ের ষাঁড়। যার বর্তমান ওজন ১০০০ কেজির  মতো বলে দাবি করেছেন রাজার মালিক মিজান।তিনি রাজার জন্য দাম হাঁকছেন ছয় লাখ টাকা। ইতোমধ্যে রাজার দাম সাড়ে তিন লাখ টাকা উঠেছে বলে জানান তিনি।

মিজানের  খামারের সাদা ডোরাকাটা রংয়ের বিশাল আকৃতির এই ফিজিয়ান জাতের ষাঁড়ের গল্প ছড়িয়ে পড়েছে আশেপাশের ইউনিয়গুলোতে । প্রতিদিনই বিভিন্ন উপজেল ও ইউনিয়ন থেকে ক্রেতা এসে ভিড় করছে মিজানের খামারে।

জেলা সদরের হাজিপুর সাদারবাড়ি এলাকার   গো খামারি মিজানুর রহমান  জানান, প্রতি বছরের মতো এবারও আরও ২টি ষাঁড় কোরবানির ঈদে বিক্রির জন্য খামারে লালন-পালন করা হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বড় এই রাজা। সাদা ডোরাকাটা রংয়ের রাজা উচ্চতায় ৫ ফুট ৬ ইঞ্চি ও আড়াআড়ি ৯ ফুট। আকৃতিতে বিশাল হওয়ায় তাকে খামারের সবাই ভালোবেসে রাজা বলেই ডাকে। 

রাজাকে প্রাকৃতিক খাদ্য খাইয়ে লালনপালন করা হয়েছে। প্রতিদিন তাকে খামারেই উৎপাদিত প্রাকৃতিক নেপিয়ার ঘাস, খড়, ছোলা, গমের ভূষি, চালের কুড়া, তিলের খৈল, পরিষ্কার পানি পান করানো হয়ে থাকে। নিয়মিত তাকে গোসল করানো হয়।

খামারে রাজার পাশাপাশি আরও ২ টি বড় আকারের ষাঁড় রয়েছে। সেগুলোর প্রতিটিই প্রায় ৭৫০ কেজি ও ৩০০ কেজি  মতো ওজন। খামারে কোনও ষাঁড়কেই কোনও প্রকার মোটাতাজাকরণ ওষুধ দেওয়া হয়নি বলে দাবি মালিক মিজানের । সবগুলোকেই প্রাকৃতিক খাদ্যে রিষ্টপুষ্ট করা হয়েছে বলে দাবি করেন তিনি। খামারি মিজানুর রহমানের মা ফরিদা বেগমও খামারের বেশ কিছু কাজ সারার দায়িত্ব পালন করেন বলে জানান এলাকাবাসি।

Sunday, 18 June 2023

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী প্রেসক্লাব কর্তৃক অায়োজিত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের খুনীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী প্রেসক্লাব কর্তৃক অায়োজিত  সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের খুনীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মোঃ ফরহাদ রেজা স্টাফ রিপোর্টারঃ 

সংবাদ প্রকাশের জের ধরে বাংলানিউজ ২৪ ডটকম এর জামালপুর জেলা প্রতিনিধি ও ৭১ টেলিভিশন সংবাদদাতা গোলাম রাব্বানী বর্বরোচিত সন্ত্রাসী হামলায় নিহত হন। এরই প্রতিবাদে খুনের সাথে জড়িত সকলকে গ্রেফতারে দাবী সহ সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধেরে দাবীতে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

রবিবার বেলা ১১টায় দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী প্রেসক্লাব, রাজিবপুর উপজেলা ও রৌমারী উপজেলার সকল সাংবাদিকদ ও সুশিল সমাজ সানন্দবাড়ী  বাজারে সানন্দবাড়ী প্রেসক্লাবের সামনে  ঘন্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। 

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন  সানন্দবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠিত সভাপতি প্রবীন সাংবাদিক মোঃ অাব্দুস সালাম শিকদার  সভাপতি মোঃ আমিনুল ইসলাম অাকন্দ সাধারণ সম্পাদক মোঃ রশীদুল অালম শিকদার, রাজিবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারা,সাংবাদিক  আতাউর রহমান, সানন্দবাড়ী পিঅাইসি এস অাই ডিএসবি অাঃ রাকিব খান, সাহিত্য সংস্কৃতির সম্পাদক মোঃ মাহবুব শাহ জিহাদি, কার্যকরী সদস্য সাংবাদিক মোঃ ফরহাদ রেজা,  কার্যকরী সদস্য সাংবাদিক মোঃ নামমুল হাসান, সাংবাদিক ফরিদুল ইসলাম, সাংবাদিক হারুন অার রশিদ, সাংবাদিক মোঃ রিয়াদ হাসান, সাংবাদিক মোঃ মুশফিকুর রহমান বকুল সহ-অনন্যরা 

এসময় বক্তারা বলেন, “সারাদেশে সাংবাদিক নির্যাতন একটি সচরাচর প্রথা হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিকরা যখন সত্যটা তুলে ধরছে তখনই হামলা-মামলার শিকার হচ্ছে। এভাবে সাংবাদিক নির্যাতন চললে আমরা প্রতিরোধ গড়ে তুলবো।” এছাড়াও সাংবাদিকদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর এগিয়ে আসা উচিত বলেও দাবী করেন বক্তাগণ।

আশুলিয়ায় রাস্তার কাজে সরকারী মালামাল লুট

আশুলিয়ায় রাস্তার কাজে সরকারী মালামাল লুট

সাভার প্রতিনিধিঃ

আশুলিয়ায় ডি ইপিজেড ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে পয়ঃনিষ্কাশন ড্রেনেজ ব্যবস্থা ড্রেনের নীর্মাণ কাজে ব্যাবহৃত যন্ত্রপাতি ও পুরনো  লোহার রড,পাইপ,ইলেকট্রিক তার, বৈদ্যুতিক খুঁটি টিএন্ড টির তার সহ  সরকারী  প্রতিষ্ঠানের বিভিন্ন  সরঞ্জাম  বিক্রির অভিযোগ উঠেছে।

এবিষয়ে (গত ১৫ জুন বৃহস্পতিবার) রাত ৯টার সময় নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি সংবাদকর্মীদের  বলেন, সড়ক ও জনপদ বিভাগের ৫ শত থেকে ৭ শত কেজি ওজন, সরকারি প্রতিষ্ঠানের একটি লোহার  পাইপ হাসেম প্লাজার সামনে থেকে  চুরি করে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। কোন এক ভাঙ্গারীর দোকানে। 

এমন তথ্যের ভিত্তিতে কিছু সংবাদকর্মী উক্ত পাইপ বহনকারী কাভার্ড ভ্যানের  পিছু নিলে দেখতে পান। 

প্রথমে লোহার পাইপটি আশুলিয়ার বলিভদ্র বাজার আনোয়ার হোসেন মন্জুর বাগানবাড়ীর পাশে একটি ভাঙ্গারীর দোকানে নিয়ে যায়।

সেখানে সঠিক  দাম না পাওয়ায় পাইপটি বাইপাইল এলাহী কমিউনিটি সেন্টারের পিছনে রুবেল নামের  এক ব্যাক্তির ভাঙ্গারীর গোডাউন ঘরে নিয়ে বিক্রি করেন। 

এসম বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক থাকলেও তাৎক্ষনিক সংবাদকর্মীরা সেখানে উপস্থিত হলে ক্যামেরা দেখে দুইজন শ্রমিক ব্যাতিত সবাই দৌড়ে পালিয়ে যায়। 

উপস্থিত ওই দুজন শ্রমিককে পাইপটি   রাতের আধরে লুকিয়ে বিক্রি করার বিষয়ে জিজ্ঞাসা করলে তারা আলমগীর ও শ্রমিক সরদার হাবিব তাদের কে  বিক্রি করতে পাঠিয়েছেন  বলে জানান।

তারা আরও বলেন মোঃ আমিনুল ইসলাম  সভাপতি  ৬ নং ওয়ার্ড ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগ তাদেরকে সকল পুরাতন মালামাল বিক্রির অনুমতি দিয়েছেন বলে জানান তাঁরা। 

এসময় আলমগীর ও হাবিবের সাথে যোগাযোগ করে ঘটনাস্থলে আসার কথা বললেও আর আসেনি, পরে উভয়ের মোবাইল ফোন বন্ধ করে দেন। গভীর রাত হওয়ায় সংবাদকর্মীরা বিষয়টি আশুলিয়া থানায় অবগত করে ঘটনা স্থল থেকে চলে আসলে,

পরদিন অভিযুক্তরা প্রশাসনিক ঝামেলা এরাতে প্রপাগাণ্ডা ছড়িয়ে বলেন  ৭০০ কেজি ওজনের পাইটি কোন সরকারি মাল নয়। এটা বিল বোর্ডের পাইপ বলে জানান। 

অন্যদিকে ঘটনার পরে পাইপটির আর কোন সন্ধান পাওয়া যায়নি। 

এদিকে উক্ত ঘটনার কয়েক দিন পূর্বে বেশ কয়েকজন শ্রমিককে সরকারি মালামাল বিক্রির দায়ে আশুলিয়া থানা পুলিশ জরিমানা করেছে বলেও জানা যায়। 

সরকারি   প্রতিষ্ঠানের মালামাল বিক্রির মুলহোতা আলমগীর সবসময়  ধরাছোঁয়ার বাহিরে থাকছেন বলে অভিযোগ অনেকের। তবে দিকাদার আলমগীর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এবিষয়ে আমিনুল ইসলাম সভাপতি ৬ নং ওয়ার্ড ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগ এর সাথে যোগাযোগের চেষ্টা করলে তা সম্ভব হয়নি। 

তবে এমন লুকোচুরি পরিস্থিতিতে সরকারি কর্মকর্তাদের নজরদারি বাড়াতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Thursday, 15 June 2023

ইসলামপুরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৯শ পরিবারের মাঝে চেক বিতরণ।

ইসলামপুরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৯শ পরিবারের মাঝে চেক বিতরণ।

শরিফ মিয়া জামালপুর প্রতিনিধিঃ 

জামালপুরের ইসলামপুরে সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪জুন) দুপুরে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে জনপ্রতি ২০হাজার করে ৯শ পরিবারের মাঝে ১কোটি ৮০ লক্ষ টাকার চেক বিতরণের শুভ উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।

দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে চেক বিতরণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু.তানভীর হাসান রুমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.আব্দুস সালাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান শাহজাহান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধুরী চার্লেস,আব্দুর রাজ্জাক লাল মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দ, ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মাজেদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুসহ আরো অনেকে। 

জানা গেছে, পর্যায়ে ক্রমে উপজেলার বিভিন্ন  ইউনিয়নে ঝড়ে ক্ষতিগ্রস্থ ২৪শ পরিবারের মাঝে এ চেক বিতরণ করা হবে।

উল্লেখ্য উপজেলা প্রশাসনের তথ্য মতে গত ১৬ জুন সন্ধ্যা ইসলামপুর উপজেলায় হঠাৎ কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় প্রায় ২৪ শতাধিক  পরিবারের বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।