স্টাফ রিপোর্টারঃ
জামালপুর সরিষাবাড়ি ভাটারা ইউনিয়নে মহিষাবাদুরিয়া খলিলের মোড়ে মঙ্গলবার খাদ্য বান্ধব কর্মসূচি ডিলার খান এন্টারপ্রাইজে ফরহাদ খান তার সহযোগীদের নিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত ১৫ টাকা কেজি দরের চাল বিক্রি করেন চাউল বিক্রয় সময় কোন যুবদল নেতা উপস্থিত ছিলেন না যুবদল নেতা শাহ আলমের নেতৃত্বে ১০/১৫ জন যুবদল নেতা নামে মিথ্যা বানোয়াট নাটক সাজিয়ে ডিলাল খান এন্টারপ্রাইজ তার মন ঘরোয়া ভাবে যুবদল নেতা শাহ আলম নাম ভাঙ্গিয়ে কতিপয় কিছু সাংবাদিক দিয়ে শাহ আলমের মান সম্মান ক্ষুন্ন করার জন্য পত্রিকায় নিউজ করান সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায় শাহ আলম একজন সরল সোজা লোক তার নামে এলাকায় কোন বদনাম নেই সে মানুষের উপকার করে থাকেন এলাকায় গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান এলাকার মসজিদ মাঠ স্কুল কলেজ উন্নয়নের শাহ আলম অনেক অবদান রয়েছেন ডিলার খান এন্টারপ্রাইজ উপর হামলা ঘটনা শাহ আলম কিছুই তিনি জানেন না এবং ঘটনার দিন শাহ আলম সরিষাবাড়ি উপজেলা তার ব্যবসার কাজে ব্যস্ত ছিলেন