Saturday, 29 March 2025

জামালপুরে সরকারি পুকুর থেকে মাছ চুরি ঘটনায় বিএনপি নেতার নামে মামলা।।দল থেকে অব্যাহতি

 শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM 

জামালপুরে সরকারি পুকুর থেকে মাছ চুরি ঘটনায় বিএনপি নেতার নামে মামলা।।দল থেকে অব্যাহতি

স্টাফ রিপোর্টারঃ মোঃ আল-আমিন 

জামালপুর পানি উন্নয়ন  বোর্ডের সরকারি পুকুর থেকে মাছ চুরি করায়  বিএনপির এক নেতার নামে থানায়

অভিযোগ করেছে জামালপুর পানি উন্নয়ন বোর্ড। এই ঘটনায় নেতাকে দল থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিএনপি।

জানাযায় বিএনপি নেতা এস এম আপেল মাহমুদ জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির কোষাধক্ষ্য ও পশ্চিম ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা সাদেক মিয়ার ছেলে । এলাকাবাসীরা জানায় অভিযুক্ত নেতা গত ৫ আগস্টের পর থেকে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছেন। 

জামালপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায় ২৯ মার্চ শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে বিএনপি নেতা আপেল মাহমুদের নেতৃত্বে ১০ থেকে ১২ জন জেলে জাল দিয়ে মাছ ধরতে শুরু করে। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারিরা পুকুরের মাছ ধরতে নিষেধ করেন। কিন্তু অভিযুক্ত ওই নেতা পানি  উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কথা কর্ণপাত না করলে বাধ্য হয়ে কর্মকর্তারা জাতীয় জরুরী পরিসেবা ৯৯৯ নম্বারে ফোন দিয়ে বিষয়টি অবগত করানোর পর ঘটনাস্থলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে।

অভিযুক্ত নেতা মাছ ধরতে নিষেধ করায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গেও খারাপ আচরণ করেন।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ নকিবুজ্জামান খান বলেন, ‘৩ মাস আগে সরকারি পুকুরে নতুন করে মাছ ছাড়া হয়েছে। আপেল নামে ব্যক্তি জাল ফেলে মাছ ধরছে। পরে কার্যালয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী

শফিকুল ইসলামসহ কর্মচারীরা মাছ ধরতে নিষেধ করায় অভিযুক্ত ব্যক্তি নানা ভাবে হুমকি দেয়।  এ ঘটনায় বাধ্য হয়ে থানায় অভিযোগ দিয়েছি। এছাড়া আমরা স্থানীয় বিএনপির সিনিয়র কয়েকজন নেতাকে বিষয়টি জানিয়েছি।

এ সংক্রান্ত বিষয়ে এস.এম আপেল মাহমুদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন ওই জায়গায় আমি মাছ ছাড়ছি। মাছ অবমুক্ত করছি। মাছ ধরা এবং ছাড়া নিয়েতো কোন সমস্যা নাই বলে জানান।

এ বিষয়ে জামালপুর শহর বিএনপির সাধারন সম্পাদক শাহ মাসুদ বলেন,তাকে সাময়িক ভাবে অব্যাহতি দিয়েছি। 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মোঃ আতিক বলেন,‘পানি উন্নয়ন বোর্ডে মাছ চুরির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

Thursday, 27 March 2025

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

 শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM 

সাবে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

শরীফ মিয়া স্টাফ রিপোর্টারঃ

জামালপুর ইসলামপুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৩১দফা ভিত্তিতে ও বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়। বুধবার  ২৬ মার্চ ইসলামপুর পৌরসভা  কাঁচারি পাড়া মোড়ে ৫ ও ৬ নং ওয়ার্ড সকল জনসাধারণ মাদ্রাসা ও হেফজখানার এতিমদের নিয়ে  আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল  অনুষ্ঠিত। হয়েছে প্রধান অতিথি মোঃ জাকির হোসেন ( জাকির) সাধারণ সম্পাদক ইসলামপুর পৌর শাখা।তিনি বক্তব্যে বলেন, "৩১ দফার মাধ্যমে আমরা দেশের মানুষের শুভ পরিবর্তন ঘটাতে চাই, যেটি মানুষ প্রত্যাশা করে। এই পরিবর্তন কোনো জাদু বা ম্যাজিক নয় যে বলবো আর হয়ে যাবে। এজন্য জনগণের আস্থা ধরে রাখার জন্য নিজেদের পরিবর্তন করতে হবে।" 

তিনি আরও বলেন, "আমাদের মন-মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। তাই আমাদের ভাবনায় শুধুই জনগণ, জনগণ ও জনগণ। শুধু তাই নয়, এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা সব জুলুম-নির্যাতনের প্রতিশোধ  গড়ে তুলবো ইনশাআল্লাহ। 

বিশেষ  অতিথি হাফিজুর রহমান সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি। । উপস্থিত ছিলেন রাজা মন্ডল সভাপতি ৫ নং ওয়ার্ড। রঞ্জু সাধারণ সম্পাদক৫ নং ওয়ার্ড । হেলাল সরর্দার সভাপতি ৬ নং ওয়ার্ড।মোঃ সন্দিব ইসলাম ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয় সম্পাদক পৌর বিএনপি,মিঠুন মিয়া আহবায়ক বাংলাদেশ জাতীয় বাদী ছাত্রদল ইসলামপুর সরকারি কলেজ শাখা। মোঃ দেলোয়ার হোসেন ( দুলু) সিনিয়র যুগ্ন আহব্বায়ক স্বেচ্ছাসেবক  দল ইসলামপুর পৌর শাখা।  সঞ্চালনায় পনির আহমেদ যুগ্ন আহব্বায়ক  ইসলামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল।

Wednesday, 26 March 2025

জামালপুরে গণতন্ত্র মঞ্চের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM 

জামালপুরে গণতন্ত্র মঞ্চের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ শামীম হোসেন, জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরে পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক, কর্মজীবী, শ্রমজীবী নেতৃবৃন্দের সম্মানে গণতন্ত্র মঞ্চের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকেলে শহরের সৈয়দ আলী মন্ডল কমিউনিটি সেন্টারে গণতন্ত্র মঞ্চ জামালপুর জেলা শাখা এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।

গণতন্ত্র মঞ্চ জামালপুর জেলা শাখার সমন্বয়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি জামালপুর জেলা শাখার সভাপতি মো: আমির উদ্দিনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন গনতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। এছাড়াও গণতন্ত্র মঞ্চ জামালপুর জেলা শাখার সহ-সমন্বয়ক, ভাসানী অনুসারী পরিষদ জামালপুর শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান বাদল তালুকদার, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজউদ্দীন সবুজ, ভাসানী অনুসারী পরিষদ জামালপুর জেলা শাখার সদস্য সচিব মাহবুব আলম খান দীপু, জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামাল, অ্যাডভোকেট নজরুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেস জামালপুর জেলা শাখার সভাপতি আবু সায়েম মোহাম্মদ সা-আদাত উল-করীম, সরকারি জাহিদ সফির মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ, গণঅধিকার পরিষদের নেতা মেহেদী হাসান নাঈম, নাগরিক কমিটির নেতা খলিলুর রহমান, এনামুল হক, আমার বাংলাদেশ (এবি) যুবপার্টির নেতা শিহাব হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

এ সময় বক্তারা বলেন, অন্যায়, অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজমুক্ত নতুন বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলকে ভূমিকা রাখতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে। বাংলাদেশের স্বার্থ রক্ষায় বৈদেশিক আগ্রাসন মোকাবেলায় জনগণকে ঐক্যবদ্ধ করতে সকল দলকে এক কাতারে আসতে হবে। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

Saturday, 22 March 2025

বকশীগঞ্জে স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা, স্বামী আটক

শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM 
বকশীগঞ্জে স্ত্রীকে পেট্রোল ঢেলে  পুড়িয়ে হত্যার চেষ্টা, স্বামী আটক

স্টাফ রিপোর্টারঃ শাকিল হাসান 

জামালপুরের বকশীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টা করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে বগারচর ইউনিয়নের পেরিরচর গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় অভিযুক্ত স্বামী শাকির মিয়াকে আটক করা করেছে পুলিশ ৷ 

পুলিশ ও এলাকাবাসী জানায়, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাতে নিজ বাড়িতে স্ত্রী রুবিনা আক্তারের (২০) শরীরে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয় তার স্বামী শাকিল মিয়া। আগুনে রুবিনার শরীর ৭০ শতাংশ পুড়ে দগ্ধ হয় ।

এসময় রুবিনার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে শাকিল মিয়া গা ঢাকা দেয়। পরে আহত রুবিনা আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুমুর্ষূ রবিনাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

চিকিৎসক জানান, আহত রুবিনার শারীরিক অবস্থা ভাল নয়। 

এ ঘটনায় শনিবার দুপুরে অভিযান চালিয়ে রুবিনার স্বামী শাকিল মিয়াকে আটক করেছে থানা পুলিশ। 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, পেট্রোল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় স্বামী শাকিল মিয়াকে আটক করা হয়েছে৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিএনপির ৩১ দফা মুক্তির সংগ্রাম: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম

 শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM 

বিএনপির ৩১ দফা মুক্তির সংগ্রাম: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম

জামালপুর প্রতিনিধিঃ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এ. এস. এম আব্দুল হালিম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপকল্প দিয়েছেন ১৯ দফা এবং ৩০ এর ভিশন, তার সাথে সবমিলিয়ে বিএনপির ৩১ দফা হচ্ছে আমাদের মুক্তির সংগ্রাম। এই ৩১ দফা হচ্ছে ক্ষমতার ভারসাম্য, এতে করে একজনের হাতে ক্ষমতা থাকবেনা, শুধুমাত্র শেখ হাসিনার হাতে একক ক্ষমতা থাকার কারনে আজকে দেশের এই অবস্থা দাঁড়িয়েছিলো, এ জন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রীসহ অন্যন্য পদে সবার মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকবে। তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ যতো ক্ষমতাশালী হোক না কেন, কারো রক্তচক্ষুতে আমাদের দেশ চলবেনা, বাংলাদেশ চলবে জনগণের নির্বাচিত সরকারের দ্বারা, জনগণের সিদ্ধান্ত নিয়ে। ২২ মার্চ পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুরের ইসলামপুর পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে পৌর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে জামালপুর জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুফিয়া বেগম, জেলা বিএনপির সহ-সভাপতি মো: নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপি সহ সভাপতি মো: হেলাল উদ্দিন,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মাহবুব আলম সরকার, আজিজুর রহমান চৌধুরী, পৌর যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান শাহিন, যুগ্ম আহ্বায়ক মো: মনির খান লোহানী,সাবেক ছাত্রদল যুগ্ম আহবায়ক সোহাগ খান লোহানী,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন সুজন প্রমুখ। 

আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোসহ জুলাই বিপ্লবের সকল শহিদের রূহের মাগফেরাত এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা ও দেশবাসীর শান্তি কামনা করে দোয়া করা হয়।

জামালপুর জেলা মাইক ও সাউন্ড অপারেটর শ্রমিক কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল

 শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM 

জামালপুর জেলা মাইক ও সাউন্ড অপারেটর শ্রমিক কল্যাণ  সমিতির ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদকঃ জুয়েল রানা

জামালপুর জেলা মাইক ও সাউন্ড অপারেটর শ্রমিক কল্যাণ  সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শহরের দেওয়ানপাড়া স্টার কমিউনিটি সেন্টারে এ ইফতার ও দোয়া  মাহফিলের আয়োজন করা হয়।জামালপুর জেলা মাইক ও সাউন্ড অপারেটর শ্রমিক কল্যাণ  সমিতির সভাপতি নাজমুল আহমেদ রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: রবিন হাসানের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্য রাখেন  জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  শফিকুল ইসলাম খান সজীব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হযরত শাহজামাল (র:)জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো:আশরাফুল ইসলাম বুলবুল,সাংস্কৃতিক কর্মী জাকিউল ইসলাম খান টিপু,জামালপুর জেলা মাইক ও সাউন্ড অপারেটর শ্রমিক কল্ল্যাণ সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মো: রায়হান মিয়া,কোষাধ্যক্ষ আর এইচ রিফাত,উপ- দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ ও কার্যকরী সদস্য মো: সাকিব সহ আরো অনেকে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সকল সাউন্ড ব্যবসায়ী, মিউজিশিয়ান,শিল্পী ও সাউন্ড অপারেটর বৃন্দ।

এসময়  বক্তারা সকল ভেদাভেদ ভুলে ব্যবসায়িক মনোভাব নিয়ে সবাইকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহবান জানান ।

Friday, 21 March 2025

ইসলামপুরে শিশু ধর্ষণের অভিযোগে একজন আটক

 শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM 

ইসলামপুরে শিশু ধর্ষণের অভিযোগে একজন আটক

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরের ইসলামপুরে নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ফরিদ উদ্দিন (৫০) ওরফে টাকি মণ্ডল নামে এক ব্যক্তিকে আটক করেছে ইসলামপুর থানার পুলিশ। ২১ মার্চ(শুক্রবার) উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর ডাকপাড়া গ্রাম থেকে পুলিশ ধর্ষক টাকি মন্ডলকে আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ফুলকারচর দক্ষিণপাড়া গ্রামে ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশে একটি ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে যায়। সেখানে উৎপেতে থাকা ফরিদ উদ্দিন টাকি মণ্ডল জোর করে শিশুকে জাবড়ে ধরে কলা গাছের আড়ালে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে, ধর্ষক টাকি মণ্ডল পালিয়ে যায়। পরে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'নয় বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে টাকি মণ্ডলকে আটক করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান।

জামালপুরে ১৪৩৪ বোতল ফেনসিডিল ২৪ বোতল বিদেশী মদ ৩টি পিকআপসহ ৩জনকে গ্রেফতার

 শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM 

জামালপুরে ১৪৩৪ বোতল ফেনসিডিল ২৪ বোতল বিদেশী মদ ৩টি পিকআপসহ ৩জনকে গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ

জামালপুরে ১ হাজার ৪শ ৩৪ বোতল ফেনসিডিল এবং ২৪ বোতল বিদেশী মদসহ তিনটি পিকআপ ভ্যানে ৩জনকে আটক করেছে সদর থানার পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যা রাতে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর মেডিকেল কলেজ সংলগ্ন শহরের ছোটগড় এলাকায় হাফিজুর রহমান আকন্দের পতিত জায়গায় অভিযান চালিয়ে একটি ড্রাম ট্রাক থেকে তিনটি পিকআপে ভর্তি করার সময় জামালপুর সদর থানার পুলিশ ৯টি প্লাষ্টিকের সাদা বস্তা আটক করে। পরে বস্তা গুলো থেকে ১ হাজার ৪শ ৩৪ বোতল ফেনসিডিল এবং ২৪ বোতল বিদেশী মদ উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। এ সময় তিনটি পিকআপসহ ৩জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন,মেলান্দহ উপজেলার চর বাগবাড়ী গ্রামের মৃত ওমর আলী মন্ডলের ছেলে আব্দুল মালেক খোকন (৪৭), ভাবকী গ্রামের আব্দুল খালেকের ছেলে আজিজুর রহমান বাবু (২৪), পাটনিপাড়া গ্রামের সোহরাবের ছেলে হাফিজুর রহমানকে (৪০) গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার আরও বলেন,  গ্রেফতারকৃতদের মধ্যে আব্দুল মালেক খোকনের নামে মেলান্দহ থানায় একটি চুরির মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মাদক মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

প্রেস ব্রিফিংয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিক, জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মোহাম্মদ রাশেদুল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Thursday, 20 March 2025

মাদারগঞ্জের পৌর সচিব জুলহাস উদ্দিনের নামে মিথ্যা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM 

মাদারগঞ্জের পৌর সচিব জুলহাস উদ্দিনের নামে  মিথ্যা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তারিকুল ইসলাম মাদারগঞ্জ প্রতিনিধিঃ

ভিত্তিহীন মানহানিকর মিথ্যা তথ্য দিয়ে সংবাদ অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন  মাদারগঞ্জ পৌর সভার সচিব জুলহাস উদ্দিন। ১৯ মার্চ বুধবার বিকাল ৪টায় মাদারগঞ্জ পৌরসভা কক্ষে এ সময় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় । সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে তিনি বলেন, একটি আইপি টেলিভিশনসহ কয়েকটি অনলাইন নিউজ পের্টালে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মাদারগঞ্জ উপজেলার সদরাবাড়ী গ্রামে ইটের দেয়াল নির্মাণ করে প্রতিবেশীর রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। যা সম্পূর্ণ বানোয়াট, সেখানে সত্য ঘটনা  উপস্থাপন করা হয়নি। যে জমি সংক্রান্ত বিরোধ চলছে তা একাধিক মালিকানাভুক্ত খতিয়ান। অভিযোগকারী মমিনুর ইসলামের পিতা, আঃ হক,চাচা আঃ রফিক এবং ফুফু লৎফা খাতুন ঘরোয়া বন্টনে রেকটমূলে ১৩৪ শতাংশ জমি বিক্রি করে নিঃস্বত্ববান হন। দলিল মূলে খাজনা খারিজ সম্পূর্ণ করা হয়েছে। 

জমিটি ৩০-৩৫ ফুট গভীর হওয়ায় ডোবার পাড়দিয়ে পিছনের তিনটি পরিবার চলাচল করত। ডোবাটি ৪ বছর পূর্বে ভরাট করলে পিছনের তিনটি পরিবার আলাদা আলাদা রাস্তা দাবি করে। জমির পরিমাণ অল্প হওয়ায় গ্রাম্য শালিশের মাধ্যমে ৬ফিটের একটি রাস্তা দিতে সম্মতি প্রকাশ করেন জুলহাস উদ্দিন ও তার পরিবার। উক্ত জমিতে এখনো ৬ফিটের রাস্তা বিদ্যমান আছে। ৫০ টি পরিবার উক্ত রাস্তা দিয়ে চলাচল করে তা সত্য নয়। তাছাড়া উক্ত জমিতে ১৯৯৪ দেওয়াল নির্মাণ করা হয়েছে। 

কিন্তু কিছু কুচক্রী মহল তাকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। মিথ্যা সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

সরিষাবাড়ীতে জুয়া খেলার পাওনা টাকা না দেওয় হাত-পা বেঁধে একজনকে ঝুলিয়ে হত্যা

শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM 

সরিষাবাড়ীতে জুয়া খেলার পাওনা টাকা না দেওয় হাত-পা বেঁধে একজনকে ঝুলিয়ে হত্যা

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জুয়া খেলার পাওনা টাকা না দেওয়ায় একজনকে  ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এলাকাবাসীরা জানাযায় ২০ মার্চ  বৃহস্পতিবার গভীর রাতে  সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজার এলাকায় রাসেল মিয়া (৩৫) নামে এক চা দোকানিকে তার বন্ধুরা হাত-পা বেঁধে দোকানের ধরনায় ঝুলিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। নিহত রাসেল মিয়া আরামনগর বাজারের ওহিদুল ইসলামের ছেলে। 

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, পৌর এলাকার আরামনগর বাজারের ওহিদুল ইসলামের ছেলে রাসেল মিয়া চা দোকানে কাজ করতো। রাসেল মিয়াকে তার বন্ধুরা প্রতিদিনই বাসা থেকে জুয়া খেলার জন্য ডেকে আনতো। বন্ধুরা বাজার এলাকায় মোবাইলে অনলাইনে দীর্ঘদিন ধরে জুয়া খেলতো। গত কয়েকদিন আগে রাসেল মিয়া জুয়া খেলে তার বন্ধুদের সাথে হেরে যায়। বন্ধুরা অনলাইন জুয়া খেলার সময় রাসেলের কাছে সাড়ে তিন হাজার টাকা পাওনা হয়।

এ টাকা না দেওয়া রাসেলের বন্ধুরা  বৃহস্পতিবার গভীর রাতে তাকে বাসা থেকে ডেকে আনে। 

পরে বাজারের হাফিজুরের চায়ের  দোকানের ভিতরে রাসেলের হাত-পা বেঁধে দোকানের ধর্ণার সাথে ঝুলিয়ে হত্যা করে পালিয়ে যায়। 

পরে  পরিবারের লোকজন ও প্রতিবেশীরা রাসেলকে খুঁজতে গিয়ে  চায়ের দোকানের ভিতরে ঝুলানো লাশ দেখতে পায।

খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।

নিহত  রাসেলের বাবা ওয়াহিদুল ইসলাম বলেন, জুয়া খেলার পাওনা টাকা না পেয়ে আমার ছেলে রাসেলকে তার বন্ধুরা বাড়ি থেকে এনে ধরনায় চলিয়া মাইরা ফেলছে।  এখন আমার কি হইবো গো। আমি রাসেলকে সবসময় বলছি তুই খারাপ পোলাপানের সাথে যাইস না ।একথা বলে বাবা কাঁদছে। 

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, হাত-পা বাধা অবস্থায় নিহত রাসেলের লাশ উদ্ধার করে  মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলুন এ সংক্রান্ত বিষয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। 

Thursday, 13 March 2025

জামালপুরে ইফতার কম পড়ায় মারামারি, সাংবাদিকসহ আহত ৬ জন

 শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM 

জামালপুরে ইফতার কম পড়ায় মারামারি, সাংবাদিকসহ আহত ৬ জন

 নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুরে ইফতারের প্যাকেট কম পড়ায় দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ ৬ জন আহত হয়েছে। বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় জামালপুর শহরের খেজুরতলা এলাকায় এই ঘটনা ঘটে।সন্ধ্যায় শহরের খেজুরতলা এলাকায় মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের প্রয়াত সভাপতি জকিউল হাসান সাবুর স্মরণে দোয়া ও ইফতার আয়োজন করে তার পরিবার। ইফতারের সময় খাবারের প্যাকেট কম পড়ায় স্থানীয়দের সাথে মাইক্রোবাস ড্রাইভারদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে মারামারির ভিডিও ধারণ করে। কিছুক্ষণ পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ উপস্থিত হলে পুলিশের সামনেই দেশ টিভির জামালপুর জেলা প্রতিনিধি রিয়াদ (২৮), দৈনিক দেশ সংবাদ পত্রিকার সাংবাদিক সালাউদ্দিন মিঠু (৩০), ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন সানজিদুল আকন্দ মাশফিকে (২৭) ব্যাপক মারধর করে আহত করা হয়। এ সময় তাদের নিকট থেকে তিনটি মোবাইল সেট ও আইডি কার্ড ছিনিয়ে নেয় হামলাকারীরা। এই ঘটনায় আরও তিন জন আহত হয়েছে, আহতরা হলো- জামালপুর পৌর শহরের তেতুলিয়া এলাকার মঞ্জু হাসান মুসার দুই ছেলে জাহিদুল ইসলাম আশেক (২২) ও জিহান (১৪), মুসলিমাবাদ এলাকার শুভ (৩৫)। আহত সবাইকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী বলেন, মারমারির দৃশ্য ক্যামেরায় ধারণ করা সাংবাদিকের দায়িত্ব। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর আক্রমণ স্বাধীন সাংবাদিকতায় বড় ধরণের বাধা। এ ঘটনায় পুলিশের ভূমিকা দু:খজনক, আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিক বলেন, ঘটনাস্থল পরিদর্শণ করেছি, হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ-খবর নিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tuesday, 11 March 2025

দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা- ধর্ষণের প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন

 শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা- ধর্ষণের প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন

শরীফ মিয়া ইসলামপুর প্রতিনিধিঃ 

জামালপুরের ইসলামপুরে দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা- ধর্ষণ এর প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১০ মার্চ) ইসলামপুর সরকারি কলেজ মাঠে দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা, ধর্ষণ, নিপীড়ন, অনলাইনে হেনেস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে ইসলামপুর সরকারি কলেজ শাখা ছাত্রদল আয়োজিত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ মিঠুন মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সাব্বির খানের সঞ্চালনায় 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ আবির আহমেদ বিপুল মাস্টার বলেন মাগুরায় শিশু আছিয়া ধর্ষণের বিচার নব্বই দিনের মধ্যে সম্পন্ন করে ফাঁসির কাষ্ঠে দাঁড় করিয়ে রায় কার্যকর করতে হবে।  দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ের অর্জিত বাংলাদেশে নারীদের প্রতি সহিংসতা মেনে নেওয়া যায় না। ছাত্রলীগ বিগত সময়ে ধর্ষণের সেঞ্চুরি করে আওয়ামী সরকার কর্তৃক পুরস্কৃত হয়ে বিদেশে আরাম আয়েশে জীবন যাপন করছেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহম্মেদ পাপন, যুগ্ম আহবায়ক সাদমান সাকিব রিফাত কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাব্বি মিয়াসহ কলেজ ছাত্রদলের বিপ্লবী নেতৃবৃন্দ।

মাদারগঞ্জে ভূয়া মানববন্ধনের প্রতিবাদে ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল

 শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM

মাদারগঞ্জে ভূয়া মানববন্ধনের প্রতিবাদে ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল

তারিকুল ইসলাম মাদারগঞ্জ প্রতিনিধিঃ 

জামালপুরের মাদারগঞ্জে ভূয়া মানববন্ধনের প্রতিবাদে ইউনিয়ন  বিএনপির  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  সোমবার বিকাল ৫ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 

১ নং চরপাকেরদহ ইউনিয়ন শাখা আয়োজিত তেঘরিয়া বাজারের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করা হয়। 

ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসী শামীম কে গ্রেফতার, চাঁদাবাজ শফিউল ইসলাম স্বপনের বহিস্কার ও অনুপ্রবেশকারী আওয়ামী লীগের দালাল বিপ্লব তরফদারের বহিস্কারের দাবী তে  এবং রোববারে থানামোড়ে ভূয়া মানববন্ধনের প্রতিবাদে ১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান শাহ্ মোঃ মজনু মিয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়েছে।  মানববন্ধনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে তেঘরিয়া বাজারস্থ বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন   ১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা  শাহ্ মোঃ মজনু মিয়া। তিনি বলেন ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসী শামীম কে গ্রেফতার, চাঁদাবাজ শফিউল ইসলাম স্বপনের বহিস্কার ও অনুপ্রবেশকারী আওয়ামী লীগের দালাল বিপ্লব তরফদারের বহিস্কারের জোর দাবী জানাই।  ঐ মুহুর্তে সকলেই হাত তুলে সমর্থন করেন। পরে সকলেই ইফতার মাহফিলে অংশ নেয়। 

এ সময় শত শত নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

Monday, 10 March 2025

ইসলামপুরে বিএনপির নেতা আইএইচটি অধ্যক্ষকে অপমান।।ছাত্রকে মারধরের অভিযোগ

 শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM

ইসলামপুরে বিএনপির নেতা আইএইচটি অধ্যক্ষকে অপমান।।ছাত্রকে মারধরের অভিযোগ

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরের ইসলামপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ক্যাম্পাসে জেলা বিএনপির সহ-সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুলের নেতৃত্বে অধ্যক্ষকে অপমান ও ছাত্রকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (০৯ মার্চ) দুপুরে ইসলামপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি আইএইচটিতে এই ঘটনা ঘটছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়, নবী নেওয়াজ খান লোহানী বিপুল দুপুরে আইএসটি ক্যাম্পাসে আসেন এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডা. মুজিবুর রহমানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় তিনি অধ্যক্ষকে অপমানজনক কথা বার্তা বলেন। শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার পর বিপুল মিয়ার নির্দেশে ছাত্রদল নেতা রনি ও তার দলবল নিয়ে আইএইচটির শিক্ষার্থী আশরাফুলের ওপর হামলা চালায় এতে আশরাফুল গুরুতর আহত হয়ে বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

এই ঘটনার পর আইএইচটি ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা তাদের সহপাঠীর ওপর হামলার বিচার দাবি করেছেন। এ ঘটনায় অধ্যক্ষ মুজিবুর রহমান বলেন "আমি এই ঘটনায় হতবাক একজন রাজনৈতিক নেতার কাছ থেকে এমন আচরণ আশা করিনি। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি"।

এ বিষয়ে নবী নেওয়াজ খান লোহানী বিপুলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Thursday, 6 March 2025

ইসলামপুরে মরিচের বাম্পার ফলনেও কৃষকরা হতাশ

শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM

ইসলামপুরে মরিচের বাম্পার ফলনেও কৃষকরা হতাশ

স্টাফ রিপোর্টারঃ মোঃ আল-আমিন

জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনা ও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন চরাঞ্চলে মরিচের বাম্পার ফলন হয়েছে। তবে মরিচের কাঙ্ক্ষিত দাম না পাওয়  মরিচ চাষিরা হতাশায় ভুগছেন। গত বছর লাভের মুখ দেখলেও এ বছর লোকসান

গুনতে হবে বলে আশঙ্কা করছেন মরিচ চাষিরা। উপজেলার গোয়ালেরচর, চরগোয়ালিনী, চরপুটিমারি, গাইবান্ধা, সাপধরী, চিনাডুলী ও বেলগাছা ইউনিয়নে বেশি মরিচ চাষ হয়েছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় মরিচের বাম্পার ফলন  হয়েছে। তবে বাজার মূল্য কম থাকায় উৎপাদন ব্যয় ওঠা নিয়ে শঙ্কায় রয়েছে কৃষকরা।

যমুনার সাপধরি দ্বীপচরের আব্দুর রহিম কৃষক ফজল ও গোলাপ আলী  জানান, এবার মরিচের ফলন অনেক ভালো। তেমন শীত না হওয়ায় মরিচ গাছ মরেনি। এছাড়া এবার রোগবালাই ও পোকামাকড়ও আক্রমণ করেনি। কৃষি অফিসের পরামর্শে রোগবালাই দমনের জন্য সব ধরনের পরামর্শ নেওয়া হয়েছে। কিন্তু ফলন ভালো হলেও বাজারে মরিচের দাম কম।

গুঠাইল হাটের মরিচ ব্যবসায়ী মিষ্টার আলম বলেন মরিচের আমদানি বেড়ে গেছে এতে দাম কমে গেছে।মরিচ চাষি ওয়াহেদ জানান, এবছর কাঁচা মরিচ বিক্রি করতে পারি নাই দাম না থাকায়, প্রতিবছরে কাঁচা মরিচ বিক্রি করি কিন্তু এবছর কাঁচা মরিচ প্রাইকারি ১৫/২০ টাকা কেজি খুচরা ২০/২৫ টাকা এবং মণ প্রতি বিক্রি ৬০০/৭০০ টাকা যে টাকা মরিচ বিক্রি করি সেই টাকা মরিচ তোলা শ্রমিক দের দিতেই টাকা শেষ, সেইজন্য কাঁচা মরিচ বিক্রি না করে শুট মরিচ বিক্রির পরিকল্পনা করছি যাতে লাভবান হতে পারি।

ইসলামপুর উপজেলা কৃষি অফিসার এএলএম রেজুয়ান বলেন, আবহাওয়া অনুকুলে থাকায় মরিচের বাম্পার ফলন হয়েছে তবে দাম নিয়ে হতাশ কৃষক, আমরা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছি, তারা আমাদের পরামর্শ নিয়ে দেশি বালিঝুড়ি সহ বিভিন্ন হাইব্রিড প্রজাতীর মরিচ চাষ করে বাম্পার ফলন পাচ্ছে চাষীরা। এবছর ইসলামপুর উপজেলায় ৩ হাজার ৫২০শত হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে।

জামালপুরে জিয়া সাইবার ফোর্স( জেডসিএফ) এর ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM

জামালপুরে জিয়া সাইবার ফোর্স( জেডসিএফ) এর ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্ববৃহৎ সেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্স( জেডসিএফ) এর ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় ষ্টেশন রোডস্হ দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা কেক কর্তনসহ বিএনপির চেয়াপার্সন  বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা এবং দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। জিয়া সাইবার ফোর্স জামালপুর জেলা শাখার আহবায়ক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ,বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম জামালপুর জেলা শাখার আহব্বায়ক, জেলা যুবদলের সাবেক সহ সম্পাদক এম শুভ পাঠান এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জিয়া সাইবার ফোর্স জামালপুর জেলা শাখার সদস্য মাসুম মিয়া, ঝুটন মিয়া, শহর শাখার ভারপ্রাপ্ত আহব্বায়ক আবু তালহা , সদস্য সচিব সবুজ মিয়া, জেলা শাখার দপ্তর সম্পাদক শাহরিয়ার হোসেন বিদূৎ, ৫নং ওয়ার্ড কমিটির সভাপতি সিয়াম সাধারণ সম্পাদক জীবন।

শহর ছাত্রদলের নেতা মোবারক ১১নং ওয়ার্ড এর আশিক, মনোয়ার, মিন্টু, সদর থানা পূর্ব শাখার সদস্য সচিব ছানোয়ার হোসেন ছানু, সদস্য ফিরোজ মিয়া যুবদলনেতা লিংকন শ্রমিকদল নেতা মো:সুলতান, উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জিয়া সাইবার ফোর্স জামালপুর জেলা শাখার সদস্য সচিব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিপন হোসেন হৃদয়!