Thursday, 18 April 2024

ইসলামপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

 

ইসলামপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ
শরিফ মিয়া

"প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ"এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের ইসলামপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার(১৮এপ্রিল)সকালে উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গনে বাণিজ্য মেলার মাঠ থেকে ভার্চুয়ালী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে,প্রধান অতিথি উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাসের বাবুল,বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,উপজেলা আ'লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল নাসের চৌধুরী চার্লেস প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও সদস্য সচিব ডাঃ তোফায়েল আহমেদের। 

প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে উন্নত জাতের এবং অধিক উৎপাদনশীল জাতের গবাদি পশু,গাভী,বাছুর,ষাড়,মহিষ,ছাগল,ভেড়া,মুরগি,হাঁস, সৌখিন পাখি,পোষা প্রাণী এবং বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হয়।

Sunday, 14 April 2024

হাসিল গৌরীপুর কে জি পি এল শর্টপিচ ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

 

হাসিল গৌরীপুর কে জি পি এল শর্টপিচ ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিপুল মিয়াঃ 

জামালপুর সদর উপজেলার মেষ্টা হাসিল হাসিল গৌরীপুর   সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কে জি পি এল শর্টপিচ ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে। 

সোমবার বিকেলে হাসিল গৌরীপুর প্রাথমিক  বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয় । 

খেলা উদ্ভোধন করেন কলতাপাড়া রেলগেট জামে মসজিদের সভাপতি আব্দুল্লাহ হেল বাকী। মেষ্টা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আঃ সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রুকনুজ্জামান সরকার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্র লীগের সহ সভাপতি ফরহাদ হোসেন, সদস্য রুমান সরকার। 

টাইগার একাদশ বনাম ঝাউরাম একাদশ ফাইনাল খেলা অংশগ্রহন করে।এতে ঝাউরাম একাদশ বিজয় লাভ করেন।

খেলতে গিয়ে প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত আলিফা

খেলতে গিয়ে প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত আলিফা

জামালপুর জেলা প্রতিনিধিঃ
শাকিল হাসান

আজ সকালে জামালপুর পৌরসভার  বকুলতলা টিকাপটি এলাকার  মাদ্রাসা রোড এর পিছনে নতুন পাইলিং রাস্তার পাশে খেলছিলো আলিফা(৭) নামের এক শিশু খেলাকালিন সময়  হঠাৎ  করে একটি সাদা রঙের প্রাইভেট কার শিশু আলিফা কে  ধাক্কা দিয়ে তার ওপর দিয়ে প্রাইভেটকার চালিয়ে যায়  শিশু আলিফার চিৎকারের আওয়াজ শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে  সাথে সাথে প্রাইভেট  কার টি ওখান থেকে দূ্ত গতি তে পালিয়ে যায় ঘটনার পর গুরুতর অবস্থায়  শিশু আলিফাকে জামালপুর জেনারেল হাসপাতালে  ভর্তি করা হয়,শিশু আলিফা বাম পা ভেঙে যায় এবং হাতে পায়ে মাথায় আঘাত পায় 

এ বিষয়ে এলাকাবাসী জানান,প্রাইভেট কার  ড্রাইভার এর অসচেনতার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে এর সুস্থ  বিচার  দাবি করেন তার  পরিবার ও এলাকাবাসী

Friday, 12 April 2024

ইসলামপুরে উদ্ধার হওয়া রোহিঙ্গা যুবককে পুলিশ পৌঁছে দিলো ক্যাম্পে

ইসলামপুরে উদ্ধার হওয়া রোহিঙ্গা যুবককে পুলিশ পৌঁছে দিলো ক্যাম্পে

জামালপুর প্রতিনিধিঃ 

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় অচেতনাবস্থায় উদ্ধার হওয়া মো.রুবেল(২২) নামে রোহিঙ্গা যুবকটিকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে দিলেন ইসলামপুর থানা-পুলিশ। গত বৃহস্পতিবার(১১এপ্রিল) রাতে ইসলামপুর থানা কম্পাউন্ড থেকে ওই যুবককে নিয়ে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের পথে রওনা দেয় ইসলামপুর থানা-পুলিশ।

ইসলামপুর থানার পুলিশ সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে ইসলামপুর পৌর শহরের মোশারফগঞ্জ  ইসলামপুর-দেওয়ানগঞ্জ সড়কের পাশে অচেতনাবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো.আজিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। পরে সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদে সে তাঁর নাম মো.রুবেল (২২) সে মায়ানমারের রাখাইন রাজ্যের মুন্ডুপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে বলেও পুলিশকে জানায়। মো.রুবেল রোহিঙ্গা ট্রানজিট ক্যাম্প কক্সবাজারের কুতুপালংয়ে বসবাস করে আসছিলো বলে জানাযায়। 

রোহিঙ্গা যুবক রুবেল আরো জানায়,গত বুধবার কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে মো.শহিদ এবং মো.রুমান নামে দুই রোহিঙ্গার সঙ্গে কুঁড়িগ্রামের রৌমারী উপজেলায় যাওয়ার পথে ইসলামপুরে সড়কের পাশে গাড়ি থেকে নামিয়ে দেয়া হয় তাকে। 

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন,স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা এক রোহিঙ্গা যুবককে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসা শেষে তাঁকে পৌঁছে দিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে পুলিশের একটি দল রওনা দেয়। শুক্রবার সকাল ১১টার দিকে ইসলামপুর থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) মো.জাহাঙ্গীর আলম রোহিঙ্গা যুবক রুবেলকে ক্যাম্পে পৌঁছে দিয়েছেন বলে জানান ওসি সুমন তালুকদার।

Wednesday, 10 April 2024

ঈদের দিন সেমাই-চেনি খাবে এটা ভেবেই খুশি তারা

ঈদের দিন সেমাই-চেনি খাবে এটা ভেবেই খুশি তারা

মোঃ ফরহাদ রেজা 
স্টাফ রিপোর্টার  

‘আপনারা খুবই উপকার করলেন,স্বামী সন্তান থেকেও নেই চিন্তায় ছিলাম ঈদে কী খাবো। তোমগো  অছিলায় আমরা সেমাই চেনি খাবো। তোমাগো জিনিস দিয়ে ভালোভাবে ঈদ করতে পারব।এভাবেই কথাগুলো বলছিলেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া উপহার সামগ্রী পাওয়া দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া  ইউনিয়নের হামেতন বেওয়া।

শুধু হামেতন বেওয়া নয়, তার মতো অর্ধ শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত দরিদ্র পরিবার পেয়েছেন এ উপহার সামগ্রী।

গত কয়েক বছর ধরেই অবসর প্রাপ্ত সশস্ত্র কল্যাণ সোসাইটি '(অসকস) ’ বিভিন্ন দুর্যোগকালীন সময় ও ধর্মীয় উৎসবে মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। 

সেই ধারবাহিকতায় এবার ঈদ আনন্দ ভাগাভাগি করতে সারা দেশের ন্যায়  দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের অর্ধ শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত দরিদ্র পরিবারের মাঝে ঈদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে এ সংগঠন। 

বুধবার  (১০ এপ্রিল)  সকাল ১০ ঘটিকায় গাইবান্ধা সদর উপজেলা ও দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের ডাক্তার বাড়িতে এসব উপহার তুলে দেন বাংলাদেশ সশস্ত্র কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবু শামা। 

অবসরপ্রাপ্ত  সশস্ত্র কল্যাণ সোসাইটি( অসকস-বাংলাদেশ)  আর্থিক সহায়তায় দেওয়া ঈদ উপহারে ছিল  সেমাই,চিনি,গুড়ো দুধের প্যাকেট ইত্যাদি। এবার ঈদে এসব উপহার সামগ্রী পেয়ে খুবই আনন্দিত তারা।

ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সশস্ত্র কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা শাখার সভাপতি আবু শামা । 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চরআমখাওয়া  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া।

এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব কবি আজিজুর রহমান, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ সদস্য রফিকুল ইসলাম, অথেনটিক সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক ও দৈনিক খবর পত্রের দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ মোস্তাইন বিল্লাহ,  কলেজ ছাত্রী সানজিদা ইসলাম প্রমুখ।

আয়োজক সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা শাখার সভাপতি আবুশামা  বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের সাধ্যনুযায়ী কিছু সংখ্যক মানুষের মুখে ঈদের দিনের খাবার তুলে দিতে এই ঈদ সামগ্রী বিতরণ করেছি। ঈদের খুশি তাদের মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। অসকস-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি ও জামালপুর জেলা শাখার পক্ষ থেকে, যুক্তরাষ্ট্র শাখার সম্মানিত উপদেষ্টা মহোদয়, নেতৃবৃন্দ, কুয়েত শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ, জামালপুর জেলা শাখার উপদেষ্টা মাস্টার ওয়ারেন্ট অফিসার অবঃ আইনুল হক, সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন (কাজল), সাধারণ সম্পাদক আতাউর রহমান সাংগঠনিক সম্পাদক শাহীন, কার্যনির্বাহী সদস্য ফ্লাইট সার্জেন্ট অবঃ আফজাল খান, সার্জেন্ট অবঃ রেজাউল, ফরিদুল হক, সার্জেন্ট অবঃ সফিকুল সহ সম্মানিত সদস্যবৃন্দ অনুদান প্রদান করে এবং বুদ্ধি পরামর্শ দিয়ে মানবিক কার্যক্রমে ছিন্নমূল দুস্থ মানুষের মাঝে  ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সহায়তা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এ ধরণের কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

আজ জামালপুরে ঈদ-উদযাপন করছেন তেরটি গ্রামের মানুষ

আজ জামালপুরে ঈদ-উদযাপন করছেন তেরটি গ্রামের মানুষ

নিজস্ব প্রতিবেদকঃ

প্রতিবছরের ন্যায় এবারো জেলার সরিষাবাড়ীতে সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন ১৩টি গ্রামের অর্ধ সহস্রাধিক নারী-পুরুষ। 

বুধবার (১০ এপ্রিল) সকালে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মধ্যপাড়া মাস্টারবাড়ি সংলগ্ন জামে মসজিদ মাঠে  ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করবেন বলারদিয়ার জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন।

আজিম উদ্দিন মাস্টার জানান, আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রতি বছরই এই এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১৫ থেকে ১৬ গ্রামের মানুষ ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করেন। এরই ধারাবাহিকতায়  আজ সকালে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, আমাদের ধর্মীয় বিষয়ে সব কিছুই যখন সৌদি আরবকে অনুকরণ করা হয় সেহেতু ঈদ করলে দোষের কী। মাঝে মাঝে চাঁদের হেরফেরে ৪৮ ঘণ্টা পরেও ঈদ করে বাংলাদেশের মানুষ। প্রযুক্তির এই যুগে সকল খবর মুহূর্তের মধ্যেই পাওয়া যায়। তাই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান করা দোষের কিছু নয়।

মেসার্স ঋর্ণা ফিলিং স্টেশন এর পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

মেসার্স ঋর্ণা ফিলিং স্টেশন এর পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টারঃ 
শরিফ মিয়া

জামালপুর ইসলামপুর পৌরসভা ৯ নং ওয়ার্ড মঙ্গলবার বিকাল ৪টা সময়, মেসার্স রায়হান এন্ড ব্রাদার্স মেসার্স ঋর্ণা ফিলিং স্টেশন এর পক্ষ থেকে মোঃ মাহফুজুর রায়হান  জনির নিচ অর্থায়নে ৩০০ জন হত দরিদ্র অসহায়  দেরকে  ঈদ সামগ্রী বিতরণ করেন। উপস্থিত ছিলেন মোঃ দেলোয়ার হোসেন ম্যানেজার মোঃ মিজানুর রহমান সহকারি ম্যানেজার মোঃ রতন বাদশা মোঃ দয়াল বাশার। এ সময় মাহফুজুর রায়হান  (জনি) বক্তব্য বলেন আমার বাবা-মা মারা গেছেন এলাকাবাসী সবাই আমার হৃদয়ের মানুষ আপনাদের মুখের দিকে চাইলে আমার  বাবা মার স্মৃতি ভেসে ওঠে তাই প্রতিবছর এ সকল অসহায় মানুষদেরকে ঈদ সামগ্রী দিয়ে থাকি। আপনারা সবাই আমার মরহুম পিতা মাতার জন্য দোয়া করবেন। আমি যেন প্রতিবছর এইভাবে আপনাদের সেবা করে যেতে পারি। মানবতা দিয়েই পৃথিবী গড়তে চায় অনেক মানুষ। মানুষ জানে শুধু নিজের জন্য বেঁচে থাকাই বেঁচে থাকা নয়, অসহায় মানুষের চোখের পানি মুছে দিয়ে বেঁচে থাকার নামই জীবন। এটি একটি প্রশংসিত কাজ।

Monday, 8 April 2024

ইসলামপুরে মাদক ব্যবসায়ীর ছুরির আঘাতে তথ্য প্রদানকারী মোঃ হুমায়ুন মৃত্যুশয্যায়

ইসলামপুরে মাদক ব্যবসায়ীর ছুরির আঘাতে তথ্য প্রদানকারী  মোঃ হুমায়ুন মৃত্যুশয্যায়

 জামালপুর প্রতিনিধি: 
আশরাফুর রহমান রাহাত

গতকাল দুপুর ১২টা সময় গোপন সংবাদের ভিত্তিতে  জামালপুর ইসলামপুর থানাধীন ফলকার চর গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযান কালে  উক্ত ফুলকারচর গ্রামের মৃত.আজিজুল হকের ছেলে মোঃ জাহাঙ্গীর (৩৫) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন হেনোইন সহ গ্রেফতার করার সময় তথ্যদানকারী মোঃ হুমায়ুন (৪৫) (৪৫)কে 

বুকের বাম পাশে স্টিলের সুইজ গিয়ার চাকু দিয়ে তাকে সজোরে আঘাত করে। মারাত্মক জখম করে। 

ঘটনাস্থল থেকে  আসামি দৌড়ে  পালিয়ে যাওয়ার সময় জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান টিম

৪ গ্রাম হেরোইন ও ধারালো সুইজ গিয়ার চাকুসহ তাকে গ্রেপ্তার করেন। 

আহত মোঃ হুমায়ুন কে প্রাথমিক চিকিৎসার জন্য ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার আঘাত অতান্ত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর সদর জেনারেল হাসপাতাল জামালপুরে রেফার্ড করেন। 

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত  ডাঃ মোঃ ফাহিম আহত  হুমায়ুন কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে  রেফার্ড করেন। বর্তমানে আহত  মোঃ হুমায়ুন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। 

আসামী জাহাঙ্গীর এর কাছে থাকা ৪ গ্রাম  হিরোইন ও একটি কালো রঙ্গের স্টিলের চাকু উদ্ধার করা হয়। 

আসামীর  বিরুদ্ধে  ইসলামপুর থানায় দুটি পৃথক মামলা করা হয়। দুইটি মামলার বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরির্দশক জনাব মোঃ এনামুল হক বাদী হয়ে আসামীর বিরোদ্ধে ইসলামপুর থানায় পৃথক দুইটি মামলা করেন।

সানন্দবাড়ী প্রেসক্লাবে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সানন্দবাড়ী প্রেসক্লাবে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ ফরহাদ রেজা 
স্টাফ রিপোর্টারঃ

জামালপুরের সানন্দবাড়ি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার  (৮ এপ্রিল) দেওয়ানগঞ্জ  উপজেলার চরআমখাওয়া  ইউনিয়নের সানন্দবাড়ী প্রেসক্লাব সভা কক্ষে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত চরআমখাওয়া  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া। 

প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক  ও দৈনিক রুদ্র বাংলার প্রতিনিধি আনোয়ার হোসেন রুবেল এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরআমখাওয়া   ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (টোকন), সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ( ডিএসবি) আব্দুর রাকিব খান,  দেওয়ানগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্যপ্রার্থী ইঞ্জিনিয়ার দুলাল হোসেন। 

অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা ও তত্বাবধানে ছিলেন সানন্দবাড়ী  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আজকের জামালপুর পত্রিকার  উপজেলা প্রতিনিধি রশিদুল আলম শিকদার। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক ভোরের চেতনার দেওয়ানগঞ্জ  প্রতিনিধি সাংবাদিক জাকিরুল ইসলাম জনি , দৈনিক দুর্জয় বাংলার দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি হারুনর রশিদ, দৈনিক গণকণ্ঠের দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি ফরিদুল ইসলাম ফরিদ, অথেন্টিক সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক ও দৈনিক খবরপত্রের দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোস্তাইন বিল্লাহ, দৈনিক দেশ সেবা পত্রিকার দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি  রিয়াদ হাসান ,  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন এর ইউনিয়ন প্রতিনিধি জিয়াউর রহমান জিয়াসহ প্রেসক্লাবের সকল সদস্য।

প্রধান অতিথি জিয়াউল ইসলাম জিয়া  বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মধ্য দিয়ে জাতি ও সমাজকে সঠিক তথ্য দিয়ে দেশ গড়ার অংশীদার হতে হবে। তাহলেই এ মহান পেশার মান অক্ষুণ্ণ থাকবে।

জামালপুরে দেশটিভির সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, আটক ১

জামালপুরে দেশটিভির সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, আটক ১

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরে কর্মরত দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি ও জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ন-সাধারণ সম্পাদক মেহেদী হাসানের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।

আজ সোমবার (৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে শহরের বজ্রাপুরস্থ সড়ক ভবনের সামনের গেটে চিহ্নিত সন্ত্রাসী ও মাদকব্যবসায়ী রিয়াজুল ইসলাম লাভলুর (৩৮) নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।

এব্যাপারে সাংবাদিক মেহেদী হাসান সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এদিকে রাতেই অভিযুক্ত সন্ত্রাসী রিয়াজুল ইসলাম লাভলুকে আটক করেছে পুলিশ।

সাংবাদিক মেহেদী হাসান জানান, পেশাগত কাজ শেষে সড়ক ভবন কার্যালয় থেকে হওয়ার সঙ্গে সঙ্গে পূর্বপরিকল্পিতভাবে শহরের কাচারীপাড়া এলাকূর সিরাজুল ইসলামের ছেলে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রিয়াজুল ইসলাম লাভলুসহ ৩-৪ জনের সংঘবদ্ধ একটি গ্রুপ তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাঁকে লোহার রড, পাইপ ও হকিস্টিক দিয়ে বেধড়ক মারপিট করার একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে গলাটিপে ধরে। এসময় তাঁর ডাকচিৎকারে স্থানীয়রা গিয়ে তাঁকে উদ্ধার ও হাসপাতালে ভর্তি করে। এসময় হামলাকারী লাভলু অন্যসময় মেহেদীকে সুযোগমত পেলে খুন ও লাশ গুম করে ফেলার হুমকি দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করে।

সাংবাদিক মেহেদী হাসানের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতারা।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সৈয়দ শওকত জামান, সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তীব্র নিন্দা ও হামলাকারী সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর সাংবাদিকদের জানান, সাংবাদিক মেহেদী হাসান হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত লাভলুকে আটক করা হয়েছে।

Thursday, 4 April 2024

জামালপুরে তৃতীয় লিঙ্গের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

 

জামালপুরে তৃতীয় লিঙ্গের পক্ষ থেকে  অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

 স্টাফ রিপোর্টারঃ

জামালপুর জেলা দেওয়ানগঞ্জ উপজেলায় তৃতীয় লিঙ্গের পক্ষ থেকে দুই শতাধিক দুস্হ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

৩ এপ্রিল বুধবার বিকালে  দেওয়ানগঞ্জ চুনিায়াপাড়া হিজরা মানব কল্যাণ সংস্হার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন  জেলা পরিষদের সদস্য হারুন অর রশিদ, হিজরা মানব কল্যাণ সংস্হার সভাপতি মুন্নি আক্তার, সাংবাদিক খাদেমুল ইসলামসহ আরো অনেকেই। এ সময় উপস্থিতিদের মাধ্যম,  হিজরা মানব কল্যাণ সভাপতি  মুন্নি আক্তার দুই শতাধিক দোস্ত অসহায়  মানুষের মাঝে ঈদ  সামগ্রী  বিতরণ করেন।

জামালপুর দুর্নীতিবাজ সার্ভেয়ার অফিস আদেশের পরও বদলীকৃত অফিসে যোগদান না করায় পুনরায় নোটিশ !

জামালপুর দুর্নীতিবাজ সার্ভেয়ার অফিস আদেশের পরও বদলীকৃত অফিসে যোগদান না করায় পুনরায় নোটিশ !

 জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর জোনাল সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার মোঃ রুহুল আমিন (বর্তমানে টাঙ্গাইল জোনাল সেটেলমেন্ট অফিসে বদলীকৃত ) নতুন কর্মস্থলে না গিয়ে বহাল তবিয়তে অফিস করছেন  নিয়মিত।

দুর্নীতিবাজ সার্ভেয়ার মোঃ রুহুল আমিনের হাত এতই শক্তিশালী যে টাঙ্গাইল জোনাল সেটেলমেন্ট অফিসে যোগদান না করে জামালপুর জোনাল সেটেলমেন্ট অফিসে বহাল তবিয়তে বহাল আছে। জামালপুর জোনাল সেটেলমেন্ট অফিসের সাবেক জোনাল সেটেলমেন্ট অফিসার আরিফুল ইসলাম কে ম্যানেজ করে এতদিন অফিস করে আসছিলেন সার্ভেয়ার মোঃ রুহুল আমিন । সম্প্রতি সময়ে জোনাল সেটেলমেন্ট অফিসারকে পর্যটন মন্ত্রণালয়ে বদলী করা হয় ।

দেশের প্রচলিত আইন অমান্য করে সরকারি নোটিশকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে কর্মস্থানে বহাল রয়েছে এটা কিভাবে  সম্ভব সাংবাদিক মহলের  প্রশ্ন !

এ বিষয়ে ভুমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপ পরিচালক ( প্রশাসন) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ স্বাক্ষরিত এক অফিস  আদেশে বদলীকৃত টাঙ্গাইল জোনাল সেটেলমেন্ট অফিসে ১৫ এপ্রিল ২০২৪ এর মধ্যে যোগদান করতে বলা হয়েছে ।

জামালপুর জোনাল সেটেলমেন্ট অফিসে কর্মরত সার্ভেয়ার মোঃ রুহুল আমিনের বিরুদ্ধে দুর্নীতির তথ্য  অনুসন্ধান  করায় সাংবাদিক মোঃ মোশারফ হোসেন সরকার এর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।  জামালপুর থানার  AFIR নং ১৫১/২৩, তারিখঃ ০৪/৫/২৩

বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিসেট্রট আদালতের ননজিআর - ৮০/২৩ । পরবর্তীতে ময়মনসিংহ বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে মিথ্যা বানোয়াট মামলা ঠুকে দেন। যার সিরিয়াল নাম্বার- ৪৩।

ময়মনসিংহ বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক মহোদয় মিথ্যা বানোয়াট মামলায় থেকে  বেকসুর খালাস প্রদান করেন । ফলে সারাদেশের সাংবাদিক সমাজ উক্ত আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

উক্ত বিষয়টি তৎকালীন জামালপুর সদর আসনের মাননীয় সংসদ বীর মুক্তিযোদ্ধা ইন্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন মহোদয়ের দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিক দুর্নীতিবাজ সার্ভেয়ার মোঃ রুহুল আমিন কে ভুমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের  মহাপরিচালক কে বদলীর নির্দেশ দিয়েছিলেন ।

Wednesday, 3 April 2024

চান্দের হাওড়া আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্যের নির্বাচন সম্পন্ন

 

চান্দের হাওড়া আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্যের  নির্বাচন সম্পন্ন

জামালপুর প্রতিনিধিঃ বিপুল মিয়া

জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের চান্দের হাওড়া আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্যের নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।রোববার  সকাল ১০টা থেকে শুরু হয়ে টানা বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন কার্যক্রম চলে। এতো মোট ৩৩৯ বোটের মধ্যে ২২০ ভোট গৃহিত হয়। নস্ট হয় ৪ ভোট। নির্বাচনে বিজয়ী হয়েছেন প্রথম ব্যালট -৩ মো.মন্টু মিয়া,তিনি পেয়েছেন ১২১ভোট,ব্যালট-৮ দ্বিতীয় হোমায়ুন আহমেদ,তিনি পেয়েছেন ১০৫ ভোট,ব্যালট-৫ তৃতীয় মো.শাহবাজ মিয়া,তিনি পেয়েছেন ১০৩ ভোট ও ব্যালট-২ চতুর্থ মো.আমিনুর ইসলাম তিনি ৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন, জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন। নির্বাচনে সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল্লাহ।পুলিশ বেষ্টনীতে নির্বাচনটি সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় বিদ্যালয়ের সহসভাপতি মঞ্জুরুল হাসান দুলাল প্রশাসনকে ধন্যবাদ জানান।পরে নতুন  নির্বাচিত প্রতিনিধিরা বিদ্যালয়ের দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।