Thursday, 31 October 2024
পুলিশে নিয়োগ দিতে ১০ লাখ টাকার চুক্তি প্রতারক আটক ১ ।
শুধু দেশ ও জনগণের পক্ষে
নিজস্ব প্রতিবেদকঃ
জামালপুরে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার সময় আবুল হায়াত (৩৮) নামের এক প্রতারককে আটক করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ লাইনসের ১ নম্বর গেট থেকে তাকে আটক করা হয়।
আটক আবুল হায়াত পার্শ্ববর্তী শেরপুরের শ্রীবর্দী উপজেলার চিতলিয়া পাড়া (সওদাগর বাড়ি) এলাকার মৃত মলুম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, জামালপুরে ২৯ অক্টোবর থেকে তিন দিনব্যাপী পুলিশ নিয়োগ পরীক্ষা চলছে। জামালপুর পৌরসভার তেঁতুলিয়া পাড়ার সালাহ উদ্দিনের ছেলে কামরুল হাসান শাহেদকে (১৯) ১০ লাখ টাকার বিনিময়ে পুলিশে নিয়োগ করিয়ে চুক্তি করেন আবুল হায়াত। চুক্তি অনুযায়ী প্রথমে ৫০ হাজার টাকা ও বাকি টাকা চাকরি হওয়ার পরে দেওয়ার কথা।
বুধবার দুপুরে জেলা পুলিশ লাইনসের ১ নম্বর গেটের সামনে আবুল হায়াত গোপনে সালাহ উদ্দিনের সঙ্গে আলোচনা করেন। খবর পেয়ে তাকে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। এ ঘটনায় সালাহ উদ্দিন বাদী হয়ে মামলা করেছেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আবুল হায়াত পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে একাধিক প্রার্থীর সঙ্গে টাকা লেনদেনের বিষয়টি স্বীকার করেছেন। তার মোবাইল থেকে চাকরিপ্রার্থীদের প্রবেশপত্র ও বিভিন্ন কাগজপত্র পাওয়া গেছে।
বিলাসবহুল 'গাড়ী বাড়ির মালিক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ
শুধু দেশ ও জনগণের পক্ষে
নিজস্ব প্রতিবেদকঃ
একজন ইউপি চেয়ারম্যানের মাসিক সম্মানিত ভাতা ১০ হাজার টাকা। যা একজনের চতুর্থ শ্রেণির কর্মচারীর বেতনের চাইতেও কম। এই ভাতায় দ্রব্যমূলের উর্ধ্বগতির যুগে চেয়ারম্যানরা এতো বিলাসি জীবন যাপন করে কি করে? কি করেই বা বাড়ি গাড়ী ও সম্পদের মালিক হন? এমন প্রশ্ন ইউনিয়ন বাসীর।
সাম্প্রতিক কালে লক্ষ্য করা যায় যে, জনসেবা করতে আসা স্থানীয় সরকার পর্যায়ের জনপ্রতিনিধিরা মেয়াদান্তেই ( বিশেষ করে ইউপি চেয়ারম্যান) বাড়ি গাড়ী ও ব্যবসা বাণিজ্যের মালিক হয়ে যায়। অথচ তারা অনেকেই আসেন শূন্য হাতে।
জামালপুর জেলার মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৩নং মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহর ব্যাপারে তেমন অভিযোগ উঠেছে।
ইউনিয়নবাসীর পক্ষে, চারাইলদার গ্রামের সুরুজ প্রামাণিকের ছেলে, মোঃ মনির হোসেন জুইস বলেন, জিন্নাহ যখন প্রথম চেয়ারম্যান হন তখন তার কিছুই ছিল না। বউয়ের পরিবার কল্পনা দপ্তরের ভিজিটরের চাকুরী আর পৈত্রিকসূত্রে পাওয়া ৪/৫ কাঠা জমি ছিল তার সম্পদ। সেই জিন্নাহ একাধারে ৩ বার চেয়ারম্যান হওয়ার পর আজ তিনি অসামঞ্জস্য সম্পদের মালিক। বৃদ্ধি পেয়েছে আবাদি জমি, কিনেছেন মাহমুদ বাজারের মতো জায়গায় জমি, ঢাকা ময়মনসিংহে ফ্ল্যাট বাড়ি, নান্দিনায় ফিলিং স্টেশন, চড়েন ৩০ লক্ষাধিক টাকার অধিক মূল্যের গাড়ীতে। যাপন করেন বিলাসবহুল জীবন।
ব্যয় বহুল জীবন যাপনের যুগে একজন সৎ চেয়ারম্যানের পক্ষে শুধু সম্মানি দিয়ে এমন দৃশ্যমান সম্পদের মালিক হওয়া কি সম্ভব?
মাহমুদপুর ইউপির সাবেক পরিষদসূত্রে জানা যায় , ২০২০ সালের ১২ অগাস্ট দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে মাহমুদপুর চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহর প্রতি অনাস্থা দিয়েছিলেন ওই ইউনিয়নের ৯জন সদস্য। অনাস্থা প্রস্তাবে উল্লেখ করা হয়, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ মাহমুদপুর বাজারের পুরনো ইউপি ভবনের জায়গায় নির্মিত দোকানপাটের জামানত, ভাড়া, ইউনিয়নের ৯টি ওয়ার্ডের হাট-বাজারের আদায়কৃত ট্যাক্স, এলজিএসপি প্রকল্পের টাকা, ইউপি সদস্যদের সম্মানী ভাতা, শ্রমিকদের ১০০ দিনের কর্মসূচির টাকা ও টিআর কাবিখার টাকা আত্মসাৎ করেছেন। পরে চেয়ারম্যান তার পদ ও মান বাঁচাতে মেম্বারদের মোটা অংকের টাকার বিনিময়ে কিনে অনাস্থার প্রত্যাহার করান।
এব্যাপারে অনাস্থাকারীদের একজন, সাবেক ইউপি সদস্য মোঃ আঃ হামেদ বলেন, টাকার বিনিময়ে নয়, আওয়ামী লীগের সাংগঠিক সম্পাদক ও মেলান্দহ মাদারগঞ্জের এমপি মির্জা আজমের চাপে এবং ভয়ে আমরা চেয়ারম্যানের সাথে আপোষ করতে বাধ্য হয়েছিলাম।
জিন্নাহর এক সময়ের রাজনৈতিক সহচর জনৈক যুব লীগ নেতা জানান, জিন্নাহ একজন বিচক্ষণ ও চৌকস রাজনীতিক। তার রয়েছে অসাধারণ সাংগঠনিক দক্ষতা। কিন্তু, তিনি যখন তার ভাই টুলু মেম্বার ও ভূমিখেকো ডানোর মাধ্যমে জমি সিন্ডিকেট গঠন ও কালো টাকা উপার্যনের পথে হাঁটতে শুরু করেন তখন থেকে আমি তার সঙ্গ ছেড়ে দিয়েছি।
এব্যাপারে মাহমুদপুর, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ তাকে ঘিরে জনমনে সৃষ্ট প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন, প্রশ্নকারি নিজেই একজন মন্দ লোক। তার অনেক অপকর্মের কথা জানেন মাহমুদপুরবাসী। তদুপরি, আমি কোনো অপব্যায়কারি নই। আমার মদ, জুয়া, নারী বা অন্যকোনো নেশা নেই। আমার বাবার সম্পত্তি, আমার দোকান ভাড়া ও স্ত্রীর বেতন ভাতা থেকে যা আয় করেছি তা দিয়েই আমি স্বচ্ছল জীবন যাপন করেছি। আমার গাড়ী ও ফিলিং স্টেশন ঋণের টাকায় করা। আমি যদি অন্য নেতাদের মতো অবৈধ উপায়ে কালো টাকা উপার্যন করতাম তাহলে আমিও তাদের মতো পালিয়ে যেতাম। অতএব, আমার বিরুদ্ধে উত্থাপিত প্রশ্ন প্রতিহিংসার প্রতিফলন মাত্র।
Monday, 28 October 2024
আওয়ামী সন্ত্রাসীদের হামলায় কৃষক দল নেতা গুরুতর আহত।
শুধু দেশ ও জনগণের পক্ষে
নিজস্ব প্রতিবেদকঃ
জামালপুরে ডিবি পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শুধু দেশ ও জনগণের পক্ষে
নিজস্ব প্রতিবেদকঃ
Sunday, 27 October 2024
মেষ্টা চৌরাস্তা মোড়ে একতা মডেল স্কুল এন্ড নূরানী মাদ্রাসা উদ্বোধন ও দোয়া মাহফিল
শুধু দেশ ও জনগণের পক্ষে
জামালপুর প্রতিনিধিঃ
Friday, 25 October 2024
জামালপুরে হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত
শুধু দেশ ও জনগণের পক্ষে
নিজস্ব প্রতিবেদকঃ
ইসলামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আগমন উপলক্ষে সংবর্ধনা
শুধু দেশ ও জনগণের পক্ষে
শরিফ মিয়া (ইসলামপুর প্রতিনিধি)
Thursday, 24 October 2024
কর্মচারী থেকে সরিষাবাড়ীর সর্ব দলীয় রাজু কোটি কোটি টাকার মালিক
শুধু দেশ ও জনগণের পক্ষে
মোঃ জয় হোসাইন
Tuesday, 22 October 2024
পিংনায় চলছে জমজমাট জুয়ার আসর। দেখার কেউ নেই...
শুধু দেশ ও জনগণের পক্ষে
নিজস্ব প্রতিবেদকঃ
জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের বেসিক কম্পিউটার ক্লাসের উদ্বোধন
শুধু দেশ ও জনগণের পক্ষে
জামালপুর প্রতিনিধিঃ
তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত করে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ছাত্র-ছাত্রীদের অগ্রণী ভূমিকা পালন করার লক্ষ্যে জামালপুরের সরকারিআশেক মাহমুদ কলেজের বেসিক কম্পিউটার ক্লাসের উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে আশেক মাহমুদ কলেজের বেসিক কম্পিউটার ক্লাসের উদ্বোধন করেন জেলা প্রশাসক হাছিনা বেগম।
আলোচনা সভায় কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আমানুল্লাহ আল মারুফের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম, কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হারুন অর রশিদ, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক খেলনা রানী দে, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, গণিত বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আব্বাস আলী, সহ আরো অনেকে।
এ সময় বক্তারা বেসিক কম্পিউটার কোর্সের মাধ্যমে নিজেদেরকে প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত করে আগামীর নতুন সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ছাত্র-ছাত্রীদের অগ্রণী ভূমিকা পালন করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।
এর আগে কলেজের অভ্যন্তরে দৃষ্টিনন্দন পানিরফোয়ারা সমৃদ্ধ পুকুরের উদ্বোধন করেন জেলা প্রশাসক হাছিনা বেগম।
Monday, 21 October 2024
আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার
শুধুদেশ ও জনগণের পক্ষে
নিজস্ব প্রতিবেদকঃ
Saturday, 19 October 2024
জামালপুরে জোরপূর্বক জমি বেদখল ও বাড়িঘর ভাংচুর
শুধুদেশ ও জনগণের পক্ষে
Wednesday, 16 October 2024
মাদারগঞ্জে নাশকতা মামলায় আটক ৩
শুধুদেশ ও জনগণের পক্ষে
জামালপুর প্রতিনিধিঃ শাকিল আহমেদ
জামালপুরের সাংবাদিক কুরবান আলী মাহেন্দ্র ট্রাক্টরে চাপায় নিহত
শুধুদেশ ও জনগণের পক্ষে
জামালপুর প্রতিনিধিঃ
Tuesday, 15 October 2024
ইসলামপুরে শিক্ষার্থীর উপর হামলার
শুধু দেশ ও জনগণের পক্ষে
হাসর আলী (ইসলামপুর প্রতিনিধি)
জামালপুরে একই সাথে তিন প্রতিষ্ঠানে চাকরির অভিযোগ কলেজ শিক্ষক শাকিলের বিরুদ্ধে
শুধুদেশ ও জনগণের পক্ষে
স্টাফ রিপোর্টারঃ ফরিদুল ইসলাম
বাড়তি দামে বিক্রি হচ্ছে সার, ডিলারের কারসাজিতে ভুগছে সাধারণ কৃষক
শুধুদেশ ও জনগণের পক্ষে
জামালপুরে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত
শুধুদেশ ও জনগণের পক্ষে
নিজস্ব প্রতিবেদকঃ
মোঃ সোহেল রানা
নিজস্ব প্রতিবেদঃ
০১৭২০০৩০৫৯০
Sunday, 13 October 2024
জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শুধুদেশ ও জনগণের পক্ষে
নিজস্ব প্রতিবেদকঃ
মোঃ সোহেল রানা
নিজস্ব প্রতিবেদকঃ
০১৭২০০৩০৫৯০
ইসলামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শুধুদেশ ও জনগণের পক্ষে
শরিফ মিয়া (ইসলামপুর প্রতিনিধি)
জামালপুরে ক্যাসিনো সম্রাট মাসুম এখন এশিয়ান টিভির জেলা প্রতিনিধি, সাংবাদিকদের ক্ষোভ
শুধুদেশ ও জনগণের পক্ষে
স্টাফ রিপোর্টারঃ ফরিদুল ইসলাম
Friday, 11 October 2024
জামালপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
শুধুদেশ ও জনগণের পক্ষে
স্টাফ রিপোর্টারঃ শাকিল হাসান
জামালপুরের দেওয়ানগঞ্জে কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) বেলা একটার দিকে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা কম্পিউটার ট্রেনটি দুপুর একটার দিকে দেওয়ানগঞ্জ স্টেশনে আসে।পরে ইঞ্জিনটি রক্ষণাবেক্ষণের জন্য স্টেশনের লোকশেডে নেওয়ার পথে ইঞ্জিনের ছয়টি চাকা লাইনচ্যুত হয়।
দুর্ঘটনায় পড়ায় ট্রেনটি ফিরতি যাত্রায় যথাসময়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারেনি।এতে করে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।
দেওয়ানগঞ্জ স্টেশনমাস্টার আব্দুল বাতেন বলেন, ময়মনসিংহ থেকে ইঞ্জিন এলে কমিউটার ট্রেনটি ঢাকার উদ্দেশে দেওয়ানগঞ্জ ছেড়ে যাবে।
জামালপুরে নির্মানাধীন ভবনের ট্যাংকীতে নৈশ্য প্রহরীর লাশ
শুধুদেশ ও জনগণের পক্ষে
নিজস্ব প্রতিবেদকঃ
জামালপুর পৌরশহরের বিসিক শিল্প নগরী বাইপাস মোড় এলাকায় একটি নির্মানাধীন ভবনের পানির ট্যাংক থেকে চান মিয়া (৬৫)নামে এক নৈশ্য প্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে।
১১ অক্টোবর শুক্রবার দুপুরে লাশটি উদ্ধার করে জামালপুর সদর থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়,নিহত চাঁন মিয়া (৬৫) জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারকেলী গহেরপাড়া এলাকার মৃত জাবেদ আলী মুন্সীর ছেলে। সে বিসিক শিল্প নগরী এলাকায় নৈশ্য প্রহরীর কাজ করতো৷শুক্রবার দুপুরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে চাঁন মিয়ার লাশ উদ্ধার করে।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মো.আতিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নৈশ্য প্রহরী চাঁন মিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।
মোঃ সোহেল রানা
পরিচালক - JNEWS24TV মোবাইল - ০১৭২০০৩০৫৯০
Thursday, 10 October 2024
জামালপুরে ট্রাক চাপায় অটোচালকের মৃত্যু
শুধুদেশ ও জনগণের পক্ষে
JNEWS24TV.COM
জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে ট্রাক চাপায় ইউসুফ আলী (৪৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। ৯অক্টোবর বুধবার, রাতে জামালপুর সদর উপজেলার জামালপুর-সরিষাবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুটামনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক ইউসুফ আলী জামালপুর শহরের বিসিক শান্তিনগর এলাকার মৃত আয়েজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা সরিষাবাড়ীগামী সরিষাবোঝাই একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশা চালক ইউসুফ আলী। তবে অটোরিকশায় কোন যাত্রী ছিলো না। এ সময় জামালপুর-সরিষাবাড়ী আঞ্চলিক সড়কে প্রায় একঘন্টা যানচলাচল বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জামালপুর পৌরসভার জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত\ মৃত ব্যক্তির জানাজা পড়তে হয় অন্য এলাকায়
শুধুদেশ ও জনগণের পক্ষে
জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর পৌরসভার ১০ নং ওয়ার্ড পূর্ব হাটচন্দ্রা,পলাশতলা,বগাবাড়ি ও কাজিরআখ ৪টি এলাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। ভুক্তভোগিদের অভিযোগ, সারা এলাকা জলাবদ্ধতার কারণে মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়তে হয় অন্য এলাকা মিয়াবাড়ি মাদ্রাসা মাঠে। তাই এলাকাবাসি গত ৮ অক্টোবর (মঙ্গলবার) এ সংক্রান্ত বিষয়ে জামালপুরের জেলা প্রশাসকসহ পৌর কর্তৃপক্ষের কাছে পৃথক দুইটি স্মারক লিপি পেশ করেছেন।
এলাকাবাসিরা জানায়,পৌরসভার ১০ নং ওয়ার্ড পূর্ব হাটচন্দ্রা,পলাশতলা,বগাবাড়ি ও কাজিরআখ ৪টি এলাকায় প্রায় ৬শতাধীক পরিবারের প্রায় ৩ হাজার মানুষ দিনের পর দিন বর্ষা এলেই জমে থাকা কোমর পানিতে করতে হয় তাদের। বসতভিটা,রাস্তাঘাট জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত পানির নীচে তলিয়ে থাকে। পৌর বাসি পানিতে বসবাস করাসহ চলা ফেরায় নাকানিচুবানি খেতে হয়। বিশেষ করে কঁচিকাঁচা স্কুলগামী শিশু বয়বৃদ্ধ,গর্ভবতি নারী ও মুমুর্ষ রোগিদের চিকিৎসায় যাতাযাত করতে চরম বিড়ম্বনায় স্বীকার হতে হয়।
তাছাড়া জলাবদ্ধ পানিতে ভেসে আসা ময়লা,আর্বজনা দুর্গন্ধ পরিবেশ মানব শরীরের জন্য কতটা যে ক্ষতিকর, তা আধুনিক যুগে অজানা কারোর নয়। কিন্তু পরিতাপের বিষয়,এ নিয়ে যেন পৌর কর্তৃপক্ষের ভাবান্তর নেই।
সরেজমিনে খোঁজ নিয়ে জানাযায়,বিগত সরকারের মদদপুষ্ট ব্যক্তিরা পানির গতিপথ রোদ্ধ করে হাঁস মুরগি,গরুর খামার এমনকি মৎস চাষ করতে গিয়ে পানির গতিপথ বন্ধ করে দিয়েছে। ফলে সরকারী রাস্তায় ব্রিজ কালভাট থাকলেও তা, অকেজু হয়ে পড়ে রয়েছে। কিন্তু এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে জলাব্ধতা দেখা দিয়েছে। ড্রেনের ব্যবস্থা না থাকার কারণে জমে থাকা পানি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এলাকাবাসির দাবী,এই মুহুর্তে পাকা ড্রেন করা সম্ভব না হলেও কাঁচা ড্রেন করে অথবা পানি প্রতিবন্ধকতা খোলসা করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
এ ব্যাপারে পৌরসভার পূর্ব হাটচন্দ্রার হারেজ আলী বলেন,বৃষ্টির ৬মাস জলাবদ্ধতায় এলাকার কেউ মৃত্যুবরণ করলে তার জানাজা নামাজ পড়ার কোন জায়গা নেই। তাই মৃতদেহ অন্যত্র (মিয়া বাড়ি মসজিদ মাদ্রাসা মাঠে) নিয়ে জানাজা পড়তে হয়। পলাশতলা সাবেক মহিলা কাউন্সিলর মোছাঃ জয়বানু,মোহসিন আলী, বগাবাড়ি বাদশা মিয়া কাজিরআখ এলাকার বাসিন্দা শাহজাহান আলী,জয়নাল আবেদিন,ময়নাল হোসেন বলেন বর্ষাকাল এলেই বৃষ্টির পানিতে সয়লাভ করে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিগত পতিত সরকারের সমর্থিত প্রভাবশালী কিছু ব্যক্তি গরুর খামার, মুরগির খামার ও মৎস প্রকপ্লের নামে পানি নিষ্কাশনের গতিপথ বন্ধ করে দেওয়ার কারণে প্রায় ৬মাস এলাকার বাড়ি-ঘরসহ হাজার একর কৃষিজমি পানির নীচে তলিয়ে থাকে। অপরদিকে অন্য কোন ড্রেনের ব্যবস্থা না থাকায় প্রতিটি ঘরে ঘরে পানি থাকায় আমাদের এলাকার শিশু শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে না। এছাড়া জলাবদ্ধতার সময় কেউ মৃত্যুবরণ করলে জানাজা নামাজ পড়ার কোন শুকনো জায়গা নেই। তাই মৃতদেহ অন্যত্র নিয়ে জানাজার নামাজ পড়তে হয়। বয়বৃদ্ধ গর্ভবতী নারীসহ অসুস্থ্য রোগীদের চিকিৎসায় যাতায়াত করতে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে আমাদের। তারা আরো বলেন, জলাবদ্ধতার কারণে হাস, মুরগি, গরুবাছুর পালন করাসহ প্রায় হাজার একর ফসলি কৃষি জমিতে কৃষিকার্য্য চাষাবাদ থেকে বঞ্চিত হয়ে আসছে এলাকাবাসি।
এবিষয়ে বিগত দিনে পৌর কর্তৃপক্ষের কাছে বহু বার আবেদন নিবেদন আকুতি মিনতি করে সুফল পাননি তারা। পৌর কর্তৃপক্ষ শুধু আশ্বস্থ্য করে থাকেন। কিন্তু জলাবদ্ধতা সৃষ্টিকারিদের বিরোদ্ধে কোন প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করে পানি নিষ্কাশনের বিকল্প কোন ড্রেনেজ ব্যবস্থা গ্রহন করেনি পৌর কর্তৃপক্ষ। ফলে এলাকাবাসি পরিবার পরিজন নিয়ে চরম দূর্ভোগ পোহাচ্ছি আমরা।
এ ব্যাপারে জামালপুর পৌরসভার বর্তমান পৌর প্রশাসক ও ডি ডি এল জি মৌসুমী খানম এর সাথে স্মারকলিপি পেয়েছেন কি, না জানতে চাইলে তিনি বলেন এখনো আমি হাতে পাইনি, তবে পৌরসভার প্রধান নির্বাহী হাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন স্মারকলিপি পেয়েছি। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।
এ সংক্রান্ত বিষয়ে জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম এর কাছে অফিস বন্ধ থাকায় মুঠো ফোনে একাধিকবার কল করা হলে তিনি মুঠো ফোন রিসিভ করেননি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার ফোন নং ০১৭১৩০৬১১০০
Tuesday, 8 October 2024
জামালপুরে প্রতিষ্ঠিত দীর্ঘ দুই বছর পর জামালপুর মডেল প্রেসক্লাব দুই বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে।
শুধুদেশ ও জনগণের পক্ষে
স্টাফ রিপোর্টারঃ সুজাউদ্দৌলা সুজন
রবিবার (০৬অক্টোবর ) সন্ধ্যা ৭ ঘটিকায় তমালতলা জামালপুর মডেল প্রেসক্লাব অস্থায়ী কার্যালয়ে মোস্তাফিজুর রহমান সভাপতি ও মাসুদুর রহমান চৌধুরী সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ২৭ সদস্য বিশিষ্ট দুই বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন৷
মডেল প্রেসক্লাবের কমিটিতে সিনিয়র সহ সভাপতি এম এ কাশেম ও হাতেম আলি( খাদেম) সহ-সভাপতি আল মাসুদ লিটন সহ-সভাপতি জামিউল হক জামিল, সহ-সভাপতি মনোয়ার হোসেন মুক্তা সহ-সভাপতি ‘ও যুগ্ম সাধারণ সম্পাদক সুজাদৌলা সুজন ,গাজী বেলাল জাহাঙ্গীর আলম৷ মোঃ আল আমিন অর্থ বিষয়ক সম্পাদক শাকিল হাসান দপ্তর সম্পাদক জয় হোসাইন প্রচার সম্পাদক মোহন আকন্দ সাংস্কৃতিক বিষয় সম্পাদক শাহিন আলম তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুলতান আলম কার্যকরী সদস্য করে ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেন৷
উক্ত কমিটি সদস্যকে আগামী দুই বছর সততা নিষ্ঠা সাংগঠনিক নিয়ম কানুন মানিয়া চলার জন্য দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন নব-নির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান৷
দীর্ঘ দুই বছর পর বছর কমিটি ঘোষণা হওয়ায় পর সদস্যদের মধ্যে আনন্দ জোয়ার বইছে সেই সাথে নতুন কমিটিকে সর্বস্তরের প্রশাসন মহল ও সুধী জনতা স্বাগত সহ অভিনন্দন জানিয়েছেন।
জামালপুরে ব্র্যাকের উদ্যোগে সামগ্রিক বিদ্যালয় ব্যবস্থা শীর্ষক অবহিতকরণ সভা
শুধুদেশ ও জনগণের পক্ষে
জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে ব্র্যাকের উদ্যোগে সামগ্রিক বিদ্যালয় ব্যবস্থা শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার সকালে পাথালিয়া হযরত শাহা জামাল স্কুল এন্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরে উপ পরিচালক সাইফুল ইসলাম খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের-২ এর ডিওয়াইএম কাকলী আক্তার ।
এছাড়াও বক্তব্য দেন আশেক মাহমুদ কলেজ ইয়ুথ সদস্য ঝিনুক, পাথালিয়া ইয়ুথ সদস্য ফয়সাল, হোসনে আরা বিথী,কম্পোপুর ইয়ুথ সদস্য তাবাসসুম মনিষা,গোপালপুর ইয়ুথ গ্রুপের দলনেতা সানজিদা ইয়াসমিন।
সভায় অংশ নেয় ইয়ুথ সদস্য , অভিবাবক ও ছাত্র ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন ইয়ুথ সদস্য আসমাউল।
বয়স,জেন্ডার, সামাজিক পরিচয় নির্বিশেষে সকল তরুন তরুণীদের সাথে নিয়ে ব্র্যাক অধিকার এখানে, এখনই প্রকল্পের ২৫টি জেলায় নিয়ে কাজ করে যাচ্ছে ,রাইট হিয়ার রাইট নাও।
জামালপুরে কলেজের গভর্নিং বডির সভাপতির পদ থেকে অপসারণের দাবিতে সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদকঃ
জামালপুরে দিগপাইত শামছুল হক কলেজের গভর্নিং বডির সভাপতির পদ থেকে সাবেক এমপি নিলোফার চৌধুরী মনিকে অপসারণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।
৮ অক্টোবর (মঙ্গলবার)দুপুরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত মোড়ে এ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় শিক্ষার্থী ও এলাকাবাসী নিলোফার চৌধুরী মনিকে দিগপাইত শামসুল হক কলেজে অবাঞ্চিত ঘোষণা করে সড়ক অবরোধ করে রাখে। ঘন্টা ব্যাপী সমাবেশ করায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ যায়।
ওই সমাবেশে বক্তব্য রাখেন, দিকপাইত শামছুল হক কলেজের প্রভাষক মুশফিকুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম, শিক্ষার্থী সিনথিয়া আক্তার, ফাতেমা আক্তার ও সৌরভ হাসান শিশির।
বক্তারা বলেন, সভাপতির পদ থেকে ৪৮ ঘন্টার মধ্যে পদত্যাগ না করা হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন বিক্ষুব্ধরা।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর এই কমিটি অনুমোদন দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়
Monday, 7 October 2024
জামালপুরের মাদারগঞ্জ গ্রাবের গ্রাম চৌরাস্তা মোড়ে বালিজুড়ীর ইউনিয়নের সাবেক রাজু চেয়ারম্যানের বাড়িতে সালিশি বৈঠকে দুই পক্ষের কথা কাটাকাটিতে সংঘর্ষ লাগে
শুধুদেশ ও জনগণের পক্ষে
স্টাফ রিপোর্টারঃ
মাদারগঞ্জে গ্রাবের গ্রাম চৌরাস্তা মোড়ে সাবেক রাজু চেয়ারম্যানের বাড়িতে সালিশি বৈঠকে মেয়ে পক্ষ ও ছেলে পক্ষ উপস্থিত হয় মেয়ে নাম তাসলিমা, পিতা-তারা মিস্ত্রি, মা- স্বপ্না খাতুন সে সময়কালে মেয়ে পক্ষকে জবানবন্দি নেওয়া হলে মেয়ে সরাসরি বলে দেয় ছেলের শারীরিক সমস্যা রয়েছে কিন্তু পূর্বে আরেকটি সালিশি বৈঠক হয়ে গেছে কিন্তু সে সময়ে দুই পক্ষেই মিল হয়ে যায় কিন্তু মেয়েটি কে বাবার বাড়ি রেখে দেওয়া হয় স্বামী শ্বশুর বাড়ি গেলে তার সাথে খারাপ আচরণ করা হয় এভাবে প্রায় অনেক দিন কেটে যায় ছেলেটি শ্বশুর বাড়ি যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারেনা বাড়িতে গেলে ছেলেকে হুমকি দেয়া হয় ছেলে ফোনের মাধ্যমে তার স্ত্রীর সাথে কথা বলতে চাইলে মেয়ের মা টালবাহানা করেন ছেলে অবশেষে সেনাবাহিনীর ক্যাম্পে স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য একটি দরখাস্ত দেয় কিছুদিন পর সালিশি বৈঠকের তারিখ নির্ধারণ করা হয় সাবেক রাজু চেয়ারম্যানের বাড়িতে সালিশি বৈঠকে মেয়ে ছেলের শারীরিক সমস্যার কথা তুলে ধরেন এবং মেয়েটি সংসার করতে চায়না ছেলে পক্ষ নাম আবু সালে, পিতা- আজাদ ছেলের পক্ষ থেকে বলা হয় মেয়ে যদি সংসার করতে না চাই তাহলে তালাক দিয়ে যেতে বলেন কিন্তু মেয়ে পক্ষ তালাক দিতে ইচ্ছুক না সালিশি বৈঠকে সাবেক রাজুর চেয়ারম্যান এবং পৌর বিএনপি'র বেলাল হোসেন একটি দিন নির্ধারণ করতে চায় সে মত অবস্থায় মেয়ে পক্ষ চলে যাওয়ার সময় ছেলের পক্ষ কে কূটনীতিক ভাষায় কথা বলে শেষ সময় ছেলের জেঠিমা কিছু বলতেই মেয়ের মা তাকে থাপড় মারেন এ সময়ে মেয়ের পক্ষের গাড়ির ডাইভার ছেলে পক্ষের ওপর রাগান্নাতী হয়ে ছেলেকে ও ছেলের মামাকে মারধর করার চেষ্টা করলে ছেলের পক্ষ সাথে দোস্ত দোস্তি হয় এক প্রকারে পরিস্থিতি সামাল দিতে না পারায় সাবেক রাজু চেয়ারম্যানের সহকর্মী মাদারগঞ্জ মডেল থানায় ফোন করেন এমত অবস্থায় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সালিশি বৈঠকে পুলিশ আসে মেয়ে পক্ষকে বাহির করে নিয়ে যাওয়া হয়।
ইসলামপুরের সাংবাদিকের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা
জামালপুর প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর উপজেলার কর্মরত ইলেকট্রনিক, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭অক্টোবর) দুপুরে উপজেলা হল রুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, ঐতিহ্যবাহী ইসলামপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি (ভোরের কাগজ প্রতিনিধি) মোরাদুজ্জামান মোরাদ, নবনির্বাচিত সাধারণ সম্পাদক (যায়যায়দিন প্রতিনিধি) হাফিজ লিটন, সাবেক সভাপতি (ইনকিলাব প্রতিনিধি) ফিরোজ খান লোহানী, সহ-সভাপতি (যুগান্তর প্রতিনিধি) রহিমা সুলতানা মুকুল, জামালপুর প্রেসক্লাবের সদস্য (সাবেক কালের কন্ঠ প্রতিনিধি) আজিজুর রহমান চৌধুরী, ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি (প্রাণের বাংলাদেশ প্রতিনিধি) কোরবান আলী, সদস্য (৭১টিভি প্রতিনিধি) লিয়াকত হোসেন লায়ন, সদস্য (বিজয় টিভি প্রতিনিধি) ইয়ামিন মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক ( আমার সংবাদ) রোকনুজ্জামান সবুজ, ক্রীড়া সম্পাদক, (প্রতিদিনের চিত্র) মশিউর রহমান টুটুল, সদস্য (সত্যের সন্ধানে প্রতিদিন) আব্দুল মোতালেব, সদস্য (রুদ্র বাংলা প্রতিনিধি) হোসেন শাহ ফকির, (বাংলাদেশ সমাচার) এমদাদুল হক, সহযোগী সদস্য অনলাইন পোর্টাল ২৪ বাংলাদেশ নিউজ আরেফিন সুমন (জনকণ্ঠ প্রতিনিধি) সৈয়দ এনামুর রকিব প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম কাজল, দপ্তর সম্পাদক হোসেন রানা, সাহিত্য সম্পাদক ফারুক আল আজাদ বকুল, ওসমান হারুনী, রফিকুল ইসলাম রঞ্জু, হাসর আলী, ফিরোজ শাহ, এনামুল হক, রুবেল মিয়া, মফিজুল ইসলাম, মাইনুল ইসলামসহ ইলেকট্রনিক্স, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার কর্মী বৃন্দ।
জামালপুরে ১৮৮টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা পালিত হতে যাচ্ছে
শুধু দেশ ও জনগণের পক্ষে
নিজস্ব প্রতিবেদকঃ
জামালপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা ১৮৮ টি মন্দিরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলকলক্ষে হিন্দু ধর্মালম্বীদের পূজার মন্ডপ গুলোতে চলছে রংতুলির আঁচর। আসছে ৯অক্টোবর বুধবার পালিত হবে মহাষষ্ঠী। তাই সকল মন্ডপে কারিগরদের কর্মব্যস্ততা দেখা যাচ্ছে। এবার জামালপুরে সাতটি উপজেলায় সর্বমোট ১৮৮টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। জানিয়েছেন জামালপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুরেন্দ্র চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক দীপক শাহা। তারা জানায় জামালপুর পৌর শহরে ২০ টিসহ সদর উপজেলায় মোট ৪৬ টি,মাদারগঞ্জ উপজেলায় মোট ২৮ টি,বকশীগঞ্জ উপজেলায়র্ মোট ১২টি, দেওয়ানগঞ্জ উপজেলায় মোট ২৩ টি, ইসলামপুর উপজেলায় মোট ১৫ টি,মেলান্দহ উপজেলায় মোট ২০টি, এবং সরিষাবাড়ী উপজেলায় মোট ৪৪ টি সারা জেলায় সর্বমোট ১৮৮ টি দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তবে গত বৎসরে হয়েছিল ২০৬টি,এবার ১৮টি পুজা কম হয়েছে।
দুর্গাপুজা উপলক্ষে ইতোমধ্যেই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে হিন্দু ধর্মালম্বীদের পাশাপাশি সমাজের বিভিন্ন পর্যায়ে ব্যক্তি সহ ছাত্র-জনতা অন্তর্ভুক্ত করে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন।
এ বিষয়ে জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুরেন্দ্র চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক দীপক শাহা বলেন,এপর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রয়েছে।আশাকরি শেষ পর্যন্ত ভাল থাকবে । আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন পূজা উদযাপন উপলক্ষে প্রতিটি পূজার মন্ডপে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে। অরাজকতা বা নাশকতার কোন সুযোগ নেই।
এ বিষয়ে জামালপুরের জেলা প্রশাসক হাসিনা বেগম বলেন হিন্দু ধর্মালম্বীদের পাশাপাশি সমাজের বিভিন্ন পর্যায়ে ব্যক্তি সহ ছাত্র-জনতা অন্তর্ভুক্ত করে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। এছাড়া পুলিশ বাহিনীর পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা পর্যবেক্ষণ করে যাচ্ছেন কোনক্রমে নাশকতা করার কোন আসংখ্যা নেই বলে জানান।
মোঃসোহেল রানা
নিজস্ব প্রতিবেদকঃ
০১৭২০০৩০৫৯০