Sunday, 30 April 2023

রাজশাহী'র গোদাগাড়ীতে ছিনতাইকালে মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবলসহ দুইজনকে গ্রেপ্তার:

রাজশাহী'র গোদাগাড়ীতে ছিনতাইকালে মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবলসহ দুইজনকে গ্রেপ্তার:

এম, শামসুল আলম
(রাজশাহী জেলা প্রতিনিধি)

রাজশাহী জেলাধীন গোদাগাড়ী উপজেলায় র্যাব পরিচয়ে মোবাইলসহ নগদ অর্থ ছিনতাইকালে মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী উপজেলার চাপাল এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘাটনায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল ও তার সহযোগীর বিরুদ্ধে র্যাব বাদী হয়ে গোদাগাড়ী থানায় মামলা করেছেন। রোববার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন; পুলিশ কনস্টেবল আবু হেনা মোস্তফা কামাল (৩১) ও রাব্বী (২৭)। এদের মধ্যে মোস্তফা কামাল রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) দামকুড়া থানায় কর্মরত। তার বাড়ী চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর গ্রামে। তার বাবার নাম তাহেরুল ইসলাম। অপর আসামি রাব্বী- রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া আপেল ডেকোরেটর মোড়ের আমিনুল ইসলামের ছেলে।

গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম জানান; শনিবার রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের চাপাল এলাকায় বুলবুল আহম্মেদ (২৪) নামে এক যুবককে র্যাব পরিচয়ে তল্লাশি করছিলেন আবু হেনা ও রাব্বী। তল্লাশির নামে তারা বুলবুলের মোবাইল ফোন ও নগদ টাকা কেড়ে নেন। বুলবুল তাদের পরিচয় জানতে চাইলে পুলিশ কনস্টেবল আবু হেনা তাকে জানান; তিনি র্যাবের লোক।

এ সময় বুলবুল তাদের পরিচয় জানতে ও পরিচয়পত্র দেখতে চাইলে- আবু হেনা ও রাব্বী তাকে মারধর শুরু করেন। ওই সময় বুলবুলের চিৎকারে আশপাশের লোকজন এসে দুইজনকে আটক করে র্যাব ও পুলিশকে খবর দেয়।

পুলিশ ও র্যাব সদস্যরা সেখানে গেলে আবু হেনা মোস্তফা কামাল নিজেকে আরএমপির পুলিশ কনস্টেবল হিসেবে পরিচয় দেন। পরে র্যাবের একটি দল দুইজনকে আটক করে র্যাব-৫ সদর দপ্তরে নিয়ে যায়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে রাতেই তাদের থানায় নিয়ে এনে মামলা দেয়া হয়। ছিনতাইয়ের জন্য তারা তল্লাশী করছিল বলে স্বীকার করেছেন।

ওসি আরও জানান; শনিবার দিবাগত রাত  ৩টা ৩০মিনিটে র্যাব দুজনকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করেন। রাতেই র্যাবের পক্ষ থেকে দুজনের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়। রোববার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

র্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান; প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন স্বীকার করেছেন যে; তারা ছিনতাইয়ের উদ্দেশ্যেই চাপাল গিয়েছিলেন। র্যাবের মিথ্যা পরিচয় দেয়া এবং ছিনতাইয়ের অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ছিনতাইয়ের সময় পুলিশ কনস্টেবল আটকের বিষয়ে জানতে চাইলে আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার রফিকুল আলম বলেন; অভিযোগ সত্য মিললে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।।

দেওয়ানগঞ্জে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার

দেওয়ানগঞ্জে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার

মোঃ ফরহাদ রেজা স্টাফ রিপোর্টারঃ 

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে ১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আজ(৩০ এপ্রিল ) রবিবার   উপজেলার সানন্দবাড়ী মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে এ বহিষ্কারের ঘটনা ঘটে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ প্রতিবেদককে  বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ি ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্র থেকে ১ জন শিক্ষার্থীকে মোবাইল রাখার অপরাধে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থী সবুজপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্র মোঃ মনজুরুল ইসলাম (রোল) নং ২৯৯৭৯৯।

জান যায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান কেন্দ্রে পরীক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ সময় পরীক্ষার হলে ওই পরীক্ষার্থীকে স্মার্ট ফোনে কথা বলার সময় হাতেনাতে ধরেন।

পরে বিধিমোতাবেক কেন্দ্র সচিব তাঁকে পরীক্ষা থেকে বহিষ্কার করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুন্নাহার শেফা বলেন, পরীক্ষার হলে নকল/ মোবাইল কোনো ভাবেই মেনে নেওয়া হবে না। প্রত্যেক পরীক্ষার দিনই পরীক্ষার হল পরিদর্শন করছি। নকল রোধে পরীক্ষার হল পরিদর্শন অব্যাহত থাকবে।

পাসন্ড স্বামীর নির্যাতনের শিকার গৃহবধু লাখি

পাসন্ড স্বামীর নির্যাতনের শিকার গৃহবধু লাখি

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর জেলায় মেলান্দহ উপজেলায় স্বামী কর্তৃক এক গৃহবধূ নির্মম নির্যাতনের শিকার হয়েছে। ২৯ এপ্রিল শনিবার দুপুর ২টায় রায়ের বাকাই এলাকার সেনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার এক সন্তানের জননী গৃহবধূ লাখি বেগম বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাতরাচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযোগ সূত্রে জানা গেছে, সেনপাড়া এলাকার মতলেব ওরফে মতে সাথে প্রায় ৪ বছর পূর্বে লাখি বেগমের দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের পর থেকেই মতলেব ওরফে মতে স্ত্রীকে বিভিন্ন ভাবে শারিরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। বিয়ের পর থেকেই যৌতুকের চাপ সৃষ্টি করলে গৃহবধূ লাখি বেগম বাবা ও ভাইরা বিভিন্ন সময়ে প্রায় দুই লক্ষ টাকার বেশি টাকা তার স্বামী মতলেব ওরফে মতেকে প্রদান করে। এতেও তার অত্যাচার থেকে রক্ষা পায়নি গৃহবধু লাখি বেগম। এর আগেও গত মাস পূর্বে মতলেব ওরফে মতে লাখি বেগমকে এলোপাথারিভাবে কিল ঘুষি মেরে রক্তাক্ত জখম করে। এতে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিল লাখি বেগম। সর্বশেষ ২৯ এপ্রিল শনিবার দুপুর ২টার দিকে মতলেব ওরফে মতে তার শশুর বাড়ী থেকে আনা ২টি গরু জোর করে হাট বিক্রির উদ্দেশে নিতে চাইলে লাখি বেগম বাধা দিলে এই ঘটনাকে কেন্দ্র করে লাখি বেগমকে গালমন্দ করতে থাকে পরবর্তীতে লাখি বেগমের সতিনের ছেলে সবুজ ও সজিব ও তার সতিনের ছেলের বৌ মারুফা আক্তার মিলে লাখি বেগমকে এলোপাথারিভাবে কিল ঘুষি মারতে থাকে ও ঘরে থাকা রড দিয়ে তার পিঠে ও পায়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে মতলেব ওরফে মতে ও তার প্রথম পক্ষের ছেলে ও ছেলের বৌ  লাখিকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুড়ি এনে জবাই করতে চাইলে আশপাশের লোকজন এসে লাখি বেগমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

Saturday, 29 April 2023

ইসলামপুর থানার ওসি মাজেদুর রহমানের আইনি সহায়তায় হতদরিদ্র নারী নির্যাতনে আসামী গ্রেপ্তার

ইসলামপুর থানার ওসি মাজেদুর রহমানের আইনি  সহায়তায় হতদরিদ্র নারী নির্যাতনে আসামী গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টারঃ

 ইসলামপুরের সংকরপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধ  নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে সুন্দরী বেগম ও তার  মেয়ে সুমি খাতুনকে  বেধরক মারধর করার অভিযোগ পাওয়া গেছে আলামিন গংদের বিরুদ্ধে ।গত ২২ এপ্রিল সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায়  আলামিন(২৫) , রাসেল (২০), মনি (২২),  নতু (৫৫), রাশেদা (৪৫) ইসলামপুর থানার একটি অভিযোগ দায়ের করা হয়।  ইসলামপুর থানার অফিসার ইনচার্জ  মোঃ মাজেদুর রহমান নির্যাতিত নারী সুন্দরী ও সুমির অভিযোগের বর্ণনা শুনে এবং অত্যন্ত আন্তরিকতার সহিত অভিযোগটি গ্রহন করেন এবং আইনি সেবাদানের আশ্বাস দেন।

অভিযোগের প্রেক্ষিতে  ইসলামপুর থানার ওসি মাজেদুর রহমান এসআই মোঃ দেলোয়ার হোসেনকে আসামীদের গ্রেপ্তার করার নির্দেশ প্রদান করেন। পরে এসআই মোঃ দেলোয়ার হোসেন গতকাল  শনিবার রাতে  সংকরপুর আসামীদের নিজ বাড়ী থেকে আসামী নতু ও আসামী রাসেলকে গ্রেপ্তার করে।

জানা যায়,   হত দরিদ্র নারী সুন্দরী (৪৫) ও তার মেয়ে সুমি (১৮) কে সন্ত্রাসী কায়দায় বেধড়ক  মারধর এবং  বাড়ী ঘর ভাংচুর করে  সুন্দরী ও সুমিকে দেশীয় অস্ত্র দিয়ে   নিলাফুলা জখম করে। 

সুন্দরী বেগমের লোকজন  ৯৯৯ এ ফোন দিয়ে আইনের সহযোগিতা চাইলে  ইসলামপুর থানার এসআই মোঃ আকরাম হোসেন সুন্দরী বেগমের বাড়িতে যান এবং আহত সুন্দরী ও সুমীকে  ইসলামপুর উপজেলা হাসপাতেল ভর্তি হয়ে সু- চিকিৎসা নেওয়ার পরমর্শ দেয়।এ নির্যাতনের ঘটনার খবর পেয়ে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার পরিচালক কেন্দ্রীয় কমিটি ও সাধারন সম্পাদক জামালপুর জেলা কমিটি  মোঃ মিজানুর রহমান পারভেজ, মানবাধিকার কর্মীদের নিয়ে ০৫ জনের একটি টীম গঠন করে সুন্দরী ও সুমীকে ইসলামপুর উপজেলা হাসপাতালে দেখতে যান এবং সুন্দরীর সাক্ষাৎকার নেয়।  

সুন্দরী বেগম জানান, আসামি পক্ষে লোকজন আসামি  গ্রেপ্তারের পর হইতে আমাদেরকে  মামলা তুলে নেয়ার  হুমকী দিচ্ছে । এ প্রেক্ষিতে নির্যাতিত সুন্দরী ও সুমি এবং তার পরিবারের অন্যান্য সদস্যগণ চরম নিরাপত্তাহিনতায় ভোগিতেছে।

রাজশাহী'র গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালন:

রাজশাহী'র গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালন:

এম, শামসুল আলম (রাজশাহী জেলা প্রতিনিধি)

রাজশাহী জেলাধীন গোদাগাড়ী উপজেলায়"বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনা মূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানান আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল ১০টা ৩০মিনিটে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। স্কাউটস সদস্যদের ব্যাণ্ড বাজনার তালে র্যালিটি পৌর শহরের প্রধান সড়কের 'শহীদ ফিরোজ চত্ত্বর' প্রদক্ষিণ করে- উপজেলা শাপলা চত্ত্বরে এসে শেষ হয়। এর পর কবুতর উড়িয়ে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা লিগ্যাল এইড কমিটি রাজশাহী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ও সচেতন সোসাইটির যৌথ আয়োজন, গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি এবিএম কামারুজ্জামান বকুলের সঞ্চলনায়

আলোচনা সভায় সভাপতিত্ব করেন; উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; রাজশাহী সদর কোর্টের সিনিয়র সহকারী জর্জ সেফাতুল্লাহ ও বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহাবুব আলম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন; উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত, গোদাগাড়ী পৌর মেয়র অয়েজ উদ্দিন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান- সুফিয়া খাতুন মিলি, সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, গোদাগাড়ী মডেল থানার ওসি- কামরুজ্জামানসহ বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ।

আলোচনা সভায় উপজেলা লিগ্যাল এইড কমিটিদ্বারা কিভাবে বিনামূল্যে দরিদ্র ব্যক্তিদের আইনগত সহায়তা প্রদান করা হয়; তার বিভিন্ন দিক তুলে ধরে সমালোচনা করা হয়।

এছাড়াও ইতোপূর্বে যারা আইনগত সহায়তা পেয়েছেন; সেই সকল উপকার ভোগীদের নিকট থেকে বক্তব্য ও মন্তব্য শোনা হয়।।

Friday, 28 April 2023

চাকরি হারালেন ‘মানবিক পুলিশ’ শওকত ..

চাকরি হারালেন ‘মানবিক পুলিশ’ শওকত ..

স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম: চাকরিচ্যুত করা হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কনস্টেবল শওকত হোসেনকে, যিনি ‘মানবিক’ পুলিশ হিসেবে দেশে ব্যাপক আলোচিত ও প্রশংসিত হয়েছিলেন।  

গত ১৬ এপ্রিল তার চাকরিচ্যুতির আদেশে স্বাক্ষর করেন সিএমপির বন্দর বিভাগের উপ-কমিশনার শাকিলা সোলতানা।

আদেশের কপি পাঠানো হয়েছে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়ের দফতরে।  

আদেশে বলা হয়েছে, ‘৭১ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

এছাড়া অভিযুক্ত (শওকত হোসেন) শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা থাকায় এবং বেওয়ারিশ মানুষ নিয়ে মানবিক কার্যক্রমে ব্যস্ত থাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি করা তার পক্ষে সম্ভব নয়, এমন বক্তব্য লিখিতভাবে কর্তৃপক্ষকে জানানোর পর তাকে চাকরিচ্যুত করা হয়েছে’।

শওকত হোসেন নোয়াখালীর কবিরহাট উপজেলার বাসিন্দা।

২০০৫ সালে তিনি পুলিশ কনস্টেবল পদে যোগ দেন। ২০০৯ সালে ঢাকা থেকে বদলি হন রাঙামাটিতে।

সেখান থেকে বদলি হয়ে আসেন চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে। চাকরির পাশাপাশি তিনি তিন বছরের ডিপ্লোমা এবং দুই বছরের প্যারামেডিক্যাল কোর্স সম্পন্ন করেন। ২০১১ সাল থেকে তিনি চট্টগ্রামে অসহায়, দুস্থ ও বেওয়ারিশদের চিকিৎসা সেবা দিয়ে প্রশংসিত হন।

২০১৯ সালে তৎকালীন সিএমপি কমিশনার মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদেশে মানবিক পুলিশ ইউনিটের যাত্রা শুরু হয়। সিএমপি কমিশনার ওই সময় ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা দেন এই ইউনিটকে।  

২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি ডবলমুরিং থানা এলাকায় এক মাহফিলে অতিথি হিসেবে গিয়ে তিনি বক্তব্য দেন। সেই বক্তব্যের জেরে পরে তাকে দামপাড়া বিভাগীয় পুলিশ হাসপাতাল থেকে বদলি করে কর্ণফুলী থানায় পাঠানো হয়।

সিএমপির উপকমিশনার (সদর) মোহাম্মদ আবদুল ওয়ারীশ বলেন, কনস্টেবল শওকত হোসেনের চাকরিচ্যুতির আদেশ হয়েছে। তিনি চাইলে এ আদেশের বিষয়ে আপিল করতে পারেন সিএমপি কমিশনারের কাছে। এছাড়া চাইলে প্রশাসনিক ট্রাইব্যুনালেও যেতে পারেন।

এ ব্যাপারে শওকত হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করেও তার বক্তব্য জানা যায়নি।

Monday, 24 April 2023

জামালপুরে গৃহবধু হত্যার বিচারের দাবিতে মানববন্ধ কর্মসুচি পালিত

জামালপুরে  গৃহবধু হত্যার বিচারের দাবিতে মানববন্ধ কর্মসুচি  পালিত

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর সদর উপজোলার মেস্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ী এলাকার মজনু মিয়া ওরফে মম'র পুত্র  আনসার সদস্য উজ্জল মাহমুদের  বিরুদ্ধে তার স্ত্রী তাহমিনা জান্নাতকে পিটিয়ে হত্যা করার অভিযোগে মানববন্ধন কর্মসুচি পালন করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে মেস্টা ইউনিয়নের জালিয়ারপাড় আনন্দ বাজারে এ কর্মসুচি পালিত হয়। 

মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য দেন নিহতের পিতা মোঃ ইব্রাহীম খলিল,বোন জয়নব খাতুন, মাতা হালিমা খাতুন,ফুফাত ভাই, সাদ্দাম হোসেন ও রসুল মাহমুদ প্রমুখ। 

ব্যক্তারা  অভিলম্বে অন্তসত্ত তাহমিনা জান্নাত হত্যার আসামীদের বিচারের দাবি জানান। উল্লেখ গত মঙ্গলবার  রাতে তাহমিনা জান্নাতকে তার স্বামী পরিবার মিলে তাকে মারপিট করে হত্যা করে। এ ঘটনায় নিতের বাবা ইব্রাহীম খলিল বাদী হয়ে নিহতের স্বামী উজ্জল মাহমুদসহ ১৩ জনকে আসামী করে ওই দিন জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় শাশুড়িসহ চারজনকে আটক করেছে জামালপুর থানা পুলিশ। নিহত পরিবার সূত্র জানায়, গত দুই মাস সতের দিন আগে মাদারগজ্ঞ এলাকার জোর খালী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের ইব্রাহীম খলিলের  কলেজ পড়ুয়া কন্যা তাহমিনা জান্নাতের সাত লক্ষ ষাট হাজার  টাকার কাবিনে আনসার সদস্য উজ্জল মাহমুদের সঙ্গে বিবাহ হয়। তাহমিনার গর্ভে  সন্তানও রয়েছে। ঘটনার দিন তাহমিনার গর্ভের সন্তান নষ্ট করার জন্য স্বামীসহ তার পরিবারের লোকজন চেষ্টা চালায়। এতে তাহমিনা তা অস্বীকার করলে তাকে প্রথমে হাতপা বেঁধে নির্যাতন করেপরিবারের লোকজন । পরে তাহ মিনা জান্নাতের  অবস্থার গুরুত্বর দেখে স্বামী পরিবারের লোকজন ভোর সকালেই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত ডা.তাহমিনা জান্নাতকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল গেট থেকেই নিহতের   শাশুরীসহ চারজনকে   আটক করেছে। এ ব্যাপারে জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয় ১৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এরই মধ্যে চারজন আসামীকে গ্রফতার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে৷

কাজী নজরুলের ইসলামি গানের তাৎপর্য ও সাহিত্যের আসর অনুষ্ঠিত

কাজী নজরুলের ইসলামি গানের তাৎপর্য ও সাহিত্যের আসর অনুষ্ঠিত

মোঃ ছামিউল ইসলাম 

জামালপুরের মেলান্দহে কাজী নজরুলের ইসলামি গানের তাৎপর্য শীর্ষক আলোচনা, সাহিত্যের আসর ২৩ এপ্রিল সন্ধ্যা ৭টায় মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির অ¯’ায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। লিউনা তাসনিম সাম্য’র কণ্ঠে রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ নজরুলের বিখ্যাত এই গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সৈকত সাহিত্য সংসদ এর আয়োজন করে। সৈকতের প্রতিষ্ঠাতা পরিচালক-দৈনিক ইত্তেফাক/নিউ নেশনের সংবাদদাতা মো. শাহ্ জামাল এতে সভাপতিত্ব করেন। 

প্রধান অতিথির বক্তব্য রাখেন-৭১’র গেরিলা যোদ্ধা-মেলান্দহে প্রথম পতাকা উত্তোলনকারি জাহাঙ্গীর আলম বাবু। বিষয় ভিত্তিক প্রবন্ধ পাঠ করেন-সৈকত সাহিত্য পত্রের সহসম্পাদক-বিটিভির প্রোগ্রাম নির্মাতা ফজলুল করিম, কবি তৌহিদুল ইসলাম অটল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-প্রখ্যাত নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, কবি ও পর্বতারোহী ডা. ধ্রæবজ্যোতি ঘোষ মুকুল বাবু, জামালপুর জজকোর্টের এপিপি এড. আইয়ুব আলী চিশÍী, শহীদ সমর থিয়েটারের সাবেক সভাপতি- ভোরের কাগজের প্রবীন সাংবাদিক রেজাউল করিম লেবু, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিবুল্লাহ, শ্রেষ্ঠ শিক্ষক-নজরুল গবেষক আমিনুল ইসলাম খান, স্বরকলার সাধারণ সম্পাদক একেএম জাকিরুল হক মিন্টু, মাসিক বহ্মপুত্র’র সম্পাদক-প্রকাশক কবি মনিরুজ্জামান বাদল প্রমুখ। 

অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন-কবি বিপ্লব সরকার, কবি কামরুন্নাহার শিখা, কবি আব্দুল কাদের, কবি আশরাফুল অর্নব, কবি পারভেজ মোশাররফ, কবি তৌহিদুল ইসলাম, মিজানুর রহমান মজনু, কবি আরিফুল ইসলাম লাবলু, কবি বুলবুল আহমেদ, কবি শহিদুল্লাহ সরদার, কবি নাইম হাসান প্রমুখ।

অনুষ্ঠান শেষে ব্রিটিশ নৌবাহিনী (রয়্যাল নেভি)’র লস্টিশিয়ান-একমাত্র বাংলাদেশি মেহেদী হাসান এবং কবি-প্রাবন্ধিক রহিম ইবনে বাহাজকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান গ্রন্থনা-উপস্থাপনা করেন-রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক-বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি শেখ ফরিদ।

Sunday, 23 April 2023

ইসলামপুরে মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত ১ আহত ২

ইসলামপুরে মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত ১ আহত ২

হাসর আলী 

জামালপুরের ইসলামপুর মোটর সাইকেল দূর্ঘটনায় ১জন নিহত আহত ২ জন।

রবিবার(২৩এপ্রিল) সকালে বেলগাছা ইউনিয়নের গুঠাইল টু দেওয়ানগঞ্জ রোডের হলহলি ব্রিজের পার্শ্বে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘোণাপাড়া গ্রামের আঃ বারেকের ছেলে কলেজ পড়ুয়া ছাত্র আসিফের মৃত্যু হয়েছে এবং দুই আরোহী  আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ  চিকিৎসাধীন রয়েছে ।

Friday, 21 April 2023

আলো কৃষি উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

আলো কৃষি উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

শরিফ মিয়া জামালপুর 

জামালপুর ইসলামপুরে মোশারফগঞ্জ বাজার আজ সকাল ১০ টার   সময়  আলো কৃষি উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যোগে বিভিন্ন গ্রামের হত দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  করেন। উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক মোঃ আল আমিন রহমান ব্যবস্থাপনা পরিচালক মোঃ আল রাজু রহমান ও আলোর উপদেষ্টা কমিটি  শুভাকাঙ্ক্ষী। ৮ নং ওয়ার্ড কাউন্সিলর, মোঃ  ফজলুর রশিদ  ও  মোশারফগঞ্জ  বাজারের  সভাপতি মোঃ সাফিউল ইসলাম  প্রমুখ

Thursday, 20 April 2023

ডাংধরা ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণে অনিয়মের অভিযোগ, বিতরণ স্থগিত।

ডাংধরা ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণে অনিয়মের অভিযোগ, বিতরণ স্থগিত।

মোঃ ফরহাদ রেজা স্টাফ রিপোর্টারঃ 

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ ও আওয়ামীলীগ নেতাদের পাল্টা পাল্টি অভিযোগে থমথমে পরিবেশ পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে চাল বিতরণ স্থগিত। 

বৃহস্পতিবার ২০ এপ্রিল বিকাল ৩ টার দিকে এ ঘটনা ঘটে। নেতাদের অভিযোগ ইউনিয়নের ২নং ওয়ার্ডের কারখানা গ্রামের নুরুল ইসলাম এর নিকট একত্রে ৭টি ভিজিএফ কার্ড পাওয়া যায়, ১টি তার নিজের বাকী ৬টা কারখানা গ্রামের সাইফুল ইসলামের নিকট হতে ২হাজার টাকা দিয়ে কিনেছে বলে জানায়।

অপরদিকে ইউনিয়ন পরিষদের পক্ষে জানানো হয়, আমরা নিয়ম অনুযায়ী মাস্টারোল মোতাবেক চাল বিতরণ করতেছি, তারা (গফুর আর্মীর লোকজন) এসে চাল বিতরণে বাঁধা গ্রস্থ করে, চাল বিতরণের ব্যানার ছিড়ে ফেলে, ইউনিয়ন পরিষদের ২তলায় আগুন লাগে। এর ফলে আজকে চাল বিতরণ স্থগিত রাখা হয়েছে। 

ডাংধরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ গফুর আর্মী বলেন- গত ঈদে যেসক গরীব মানুষ চাল পেয়েছে একই লিস্ট অনুযায়ী বিতরণের ফলেও অনেক গরীব মানুষ এ চাল থেকে বঞ্চিত হচ্ছে। চেয়ারম্যান, মেম্বার রা লোকের মাধ্যমে কার্ড বিক্রি করছে, গতকালও একজনকে ১১০ কেজি চাল সহ আটক করা হয়েছিল, আজও ৬টি কার্ড সহ ধরেছি, এভাবে পাহাড়া দিয়ে চোর ধরা কঠিন কাজ। আমি এবিষয়ে ইউএনও স্যারকে অবগত করেছি, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট চাল চোরের বিচার চাই। 

এবিষয়ে ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন এসব মিথ্যে, আমি ইউএনও স্যারকে ঘটনা বলেছি, এখন কোন বক্তব্য দিতে আমি প্রস্তুত নই।

জামালপুরে সন্ত্রাসী খোকা-বাচ্চু বাহিনীর নির্যাতনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

জামালপুরে সন্ত্রাসী খোকা-বাচ্চু বাহিনীর নির্যাতনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বিপুল মিয়াঃ

জামালপুর সদর উপজেলার শরিফপুরে সন্ত্রাসী খোকা-বাচ্চু বাহিনীর নির্যাতন থেকে মুক্তি এবং কিশোর গ্যাংয়ের কনক ও রতন কে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে শরিফপুরের রাঙ্গামাটিয়া গ্রামে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় মুর্শেদ, আব্দুর রব, সোহেলরানা প্রমুখ।

পরে সন্ত্রাসী খোকা-বাচ্চু ও কিশোর গ্যাং লিডার কনক ও রতনের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য,  সন্ত্রাসী খোকা-বাচ্চু ও কিশোর গ্যাং লিডার কনক ও রতনের বিরুদ্ধে জোরপূর্বক বসতবাড়ি দখল, আবাদি জমি দখল, হামলা ভাংচুর, মিথ্যা মামলাসহ দাদন ব্যবসার অভিযোগ রয়েছে।

Wednesday, 19 April 2023

জামালপুরে আনসার সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ!! ৩ জনকে আটক

জামালপুরে আনসার সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ!! ৩ জনকে আটক

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর সদর উপজোলার মেস্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ী এলাকার মজনু মিয়া ওরফে মম'র পুত্র  আনসার সদস্য উজ্জল মাহমুদের  বিরুদ্ধে তার স্ত্রী তাহমিনা জান্নাতকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি বুধবার ভোর রাতে ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসা বাদের জন্য  রাতে  তিনজনকে আটক করেছে জামালপুর থানা পুলিশ। নিহত পরিবার সূত্র জানায়, গত দুই মাস সতের দিন আগে মাদারগজ্ঞ এলাকার জোর খালী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের ইব্রাহীম খলিলের  কলেজ পড়ুয়া কন্যা তাহমিনা জান্নাতের সাত লক্ষ ষাট হাজার  টাকার কাবিনে আনসার সদস্য উজ্জল মাহমুদের সঙ্গে বিবাহ হয়। তাহমিনার গর্ভে  সন্তানও রয়েছে। ঘটনার দিন তাহমিনার গর্ভের সন্তান নষ্ট করার জন্য স্বামীসহ তার পরিবারের লোকজন চেষ্টা চালায়। এতে তাহমিনা তা অস্বীকার করলে তাকে প্রথমে হাতপা বেঁধে নির্যাতন করে পরিবারের লোকজন । পরে তাহমিনা জান্নাতের  অবস্থার গুরুত্বর দেখে স্বামী পরিবারের লোকজন ভোর সকালেই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত ডা.তাহমিনা জান্নাতকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল গেট থেকেই নিহতের   শাশুরীসহ তিনজনকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করেছে। এ ব্যাপারে জামালপুর সদর থানার পুলিশের উপ পরিদর্শক এস আই আলমগী মুনছুর  বলেন,লাশের সুরতহাল শেষে   একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং তিনজনকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করা হয়েছে। 

ঈদ উপহার দিলেন জেলা পরিষদ সদস্য শিলা সারোয়ার

ঈদ উপহার  দিলেন জেলা পরিষদ সদস্য শিলা সারোয়ার

মোঃ জয় হোসাইনঃ

বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় বকশীগঞ্জ উপজেলার বাট্রোজোড়া ও বগারচর ইউনিয়নের ৪ শত জন গরীব ও অসহায় মানুষ মধ্যে বুধবার (১৯ এপ্রিল ২০২৩ ঈদ উপহার বিতরণ করা হয়েছে। জেলা পরিষদ সদস্য শিলা সারোয়ার এর পক্ষ থেকে এসব ঈদ উপহার বস্ত্র বিতরণ করা হয়।

জেলা পরিষদ সদস্য শিলা সারোয়ার সুখী সমৃদ্ধ সোনার বাংলা গঠনে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ ২০৪১ বাস্তবায়নে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামীতেও শেখ হাসিনার সরকারের বিকল্প নেই।

সুবর্ণ (প্রতিবন্ধী) ভাতাভোগীগণ চরম বিড়ম্বনায়ঃ-

 

সুবর্ণ (প্রতিবন্ধী) ভাতাভোগীগণ চরম বিড়ম্বনায়ঃ-

রাজশাহী জেলা প্রতিনিধি (এম, শামসুল আলম)

বাংলাদেশ সরকারের যে সকল মন্ত্রণালয় দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা পালন করে; তার মধ্যে অন্যতম মন্ত্রণালয় হলো "সমাজ কল্যাণ মন্ত্রণালয়"

এখানে সমাজে সবচাইতে পিছেয়ে পড়া- হতদরিদ্র, অনাগ্রসর, অস্বচ্ছল ব্যক্তিদের কল্যাণে কাজ করার কথা বলা থাকলেও, সেই ডিপার্মেন্টের কিছু অসাধু ও দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের উদাসীনতা, দুর্নীতি ও অনিহার কারণে সমাজে পিছেয়ে পড়া অনাগ্রসর অস্বচ্ছল ব্যক্তিবর্গ আজ চরম হতাশা ও বিড়ম্বনার শিকার!

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিটি উপজেলা সমাজসেবা কার্যালয়ে চলে এই দারিদ্র বিমোচনের কার্যক্রম।

কিন্তু মন্ত্রনালয়টি সরকারের মহৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে গেলেও উপজেলা পর্যায়ের কিছু অসাধু সমাজসেবা কার্যালয়ের অফিসার থেকে শুরু করে ইউনিয়ন কর্মী ও পিওনরাও ধাপে ধাপে টাকা চাই।

একজন প্রতিবন্ধী ব্যক্তি সনাক্ত করতে ফরম পূরণ করতে টাকা, ইউনিয়ন মাঠ কর্মী সংশ্লিষ্ট ডাক্তারের কাছে পাঠানোর জন্য সীল মোহর ও স্বাক্ষর দিতেও টাকা, ডাক্তারের কাছ হতে পাঠানো সনাক্তকরণের পরিপ্রেক্ষিতে স্মার্ট কার্ড (সুবর্ণ পত্রে) নিতে গিয়ে দিতে হয় টাকা, এবার স্মার্ট কার্ড (সুবর্ণ পত্রে) নিয়ে সংশ্লিষ্ট প্রতিনীধীদের কাছে ভাতার আবেদন করতেও দিতে হয় টাকা, 

আবেদনের পরে যাচাই-বাছাই করাতেও সমাজসেবার ইউনিয়ন মাঠ কর্মীকেও আবারো দিতে হয় টাকা!

এতো গুলি ধাপ পেরিয়ে ভাতাভোগী যখন মোবাইল ব্যাংকিং এর মাধ্যম বিকাশ কিংবা নগদ  একাউন্টে ভাতা পাওয়ার কথা, ঠিক তখন একবার বা দুইবার সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবার ইউনিয়ন মাঠ কর্মীদের একান্ডে ভাতার টাকা চলে যায়

এজেন্ট পরিচয়ে প্রতারক চক্রের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা দেশে নতুন কিছু নয়।

তবে এ ধরনের প্রতারণা ক্রঃমশ বেড়েই চলেছে। এমনকি প্রতারক চক্রের হাত থেকে রক্ষা পাচ্ছে না প্রতিবন্ধী ভাতাভোগী অসহায় ব্যক্তি’রা ।

উল্লেখ্য; বাংলাদেশ সমাজ সেবা অধিদপ্তরের সেবা কার্যক্রমের আওতায় টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিড়ম্বনা ও হয়রানি এড়াতে সকল ভাতাভোগীদের কাছে তাদের প্রাপ্য টাকা পৌঁছে দেওয়া মহৎ উদ্যোগ সরকারের পক্ষ হতে নেয়া হয়।

কিন্তু আধুনিক এ ব্যাংকিং সুবিধা সম্পর্কে গরীব অসহায় ব্যক্তিদের সুস্পষ্ট ধারণা না থাকার সুযোগে, প্রতারকচক্র ধোঁকায় ফেলে কখনও নগদের এজেন্ট, আবার কখনও কর্মকর্তা পরিচয় দিয়ে হাতিয়ে নিচ্ছে গোপন পিন নম্বর। এর পর তা পরিবর্তন করে সহজেই বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা টাকা হাতিয়ে নিচ্ছে তারা।

দেশের প্রায় জেলায় বেশ কয়েকটি উপজেলা থেকে এ ধরনের প্রতারণার খবর পাওয়া গেছে। ইতোমধ্যে এ ধরনের অনেক ঘটনা ঘটেছে।

জানা গেছে; টাকা পাঠানোর পরে মোবাইল ব্যাংকিং নগদ কর্তৃপক্ষ ব্যক্তিদের ফোনে মেসেজ পাঠায়না। এরপর ফোন করে প্রত্যেক ব্যক্তিদের মোবাইল নম্বরে নগদ একাউন্ট চালু করতে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) সেট করতে বলা হয়।

একাউন্ট চালু হলে ব্যক্তিরা টাকা তুলতে পারেন। কিন্তু টাকা মোবাইলে পৌঁছানোর পর থেকেই প্রতারকচক্র জেলা ও উপজেলায় প্রতিবন্ধী ভাতার তালিকা ও তাদের মোবাইল নম্বর সংগ্রহ করে নগদের এজেন্ট, প্রতিবন্ধী ভাতা প্রদান কর্মকর্তা পরিচয় দিয়ে টাকা দেওয়া হয়েছে বলে জানায়। এ সময় বেশী টাকা পাঠানো হবে বলে নগদের ওয়ান টাইম পাসওয়ার্ড চাইলে অনেক ব্যাক্তি তা প্রতারকদের দিয়ে দেন। এরপর এসব ব্যক্তিদের মোবাইল একাউন্ট থেকে টাকা কেটে যায়। এমন পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এভাবে চলতে থাকলে, সরকার যে মহৎ উদ্দেশ্য নিয়ে প্রতিবন্ধী ভাতা দেওয়ার জন্য সহজ ব্যবস্থা করেছিল; তা বাস্তবায়ন হবে না। সংগত কারণেই অচেনা কাউকে পিনকোড বা পাসওয়ার্ড না দিতে ব্যক্তিদের মধ্যে পত্র-পত্রিকা, টেলিভিশনসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচরনা চালানো হলেও অনেক অজ্ঞ ব্যক্তি না বুঝেই তাদের কবলে পড়ে যায়।

এসকল প্রতারকদেরকে  চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তদন্ত সাপেক্ষে যথার্থ ব্যবস্থা নেওয়া উচিত। এভাবে অপরাধীদের চিহ্নিত করা গেলে ও দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির ব্যবস্থা করলে; অনেকটা সহায়ক হবে। মোবাইলের মাধ্যমে  প্রতিবন্ধী ভাতার টাকা নিয়ে প্রতারণাসহ সব ধরনের অপকর্ম বন্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ভূমিকা পালন করবে এমনটাই ভাতাভোগীদের প্রত্যাশা।

প্রতিবন্ধী ভাতা প্রদান কর্মসূচী বাস্তবায়নে অধিকতর গতিশীলতা আনয়নের জন্য বর্তমান সরকার অতিসংবেদনশীল,

অথচ জানা গেছে; বাংলাদেশ সমাজ সেবা অধিদপ্তরের সেবা কার্যক্রমের আওতায় ভাতাভোগীদের টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাদের বিড়ম্বনা ও হয়রানী এড়াতে সকল ভাতাভোগীদের কাছে তাদের প্রাপ্য টাকা পৌঁছে দেওয়ার সরকারের এই মহৎ উদ্যোগ ভাতাভোগীদেরকে আরও বিড়ম্বিত হতে হচ্ছে। নগদে টাকা পাঠানোর পরে মোবাইল ব্যাংকিং নগদ কর্তৃপক্ষ ভাতাভোগী ব্যক্তিদের ফোনে কোনরকম কোন ম্যাসেজ তারা পাঠায়না, যার ফলে স্বল্পশিক্ষিত ও অশিক্ষিত  ভাতাভোগীরা বুঝতে পারেননা যে- তাদের ভাতা এসেছে কিনা।

এরপর প্রত্যেক ভাতাভোগী ব্যক্তিদের মোবাইল নম্বরে নগদ একাউন্ট চালু করতে সমাজ সেবা ও নগদ কর্তৃপক্ষ ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) নিজেদের মত করে সেট করাতে অশিক্ষিত ও বয়স্ক ব্যক্তিগণ তাদের ভাতার টাকা উত্তোলনে পার্সওয়ার্ড ভুলে যাওয়ায় হিমশিম খেয়ে যাচ্ছেন।

নগদ কর্তৃপক্ষের ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) পরিবর্তন করতেও খেতে হচ্ছে অনেক হিমশিম। তাদের কাষ্টমার কেয়ারে ১৬১৬৭ নাম্বারে কল করে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলেও তাদের সংযোগে সম্পৃক্ত হতে পারা যায়না।।

Tuesday, 18 April 2023

ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন তারমধ্য বিদ্যুৎ বিপর্যয়

মোঃ ফরহাদ রেজা স্টাফ রিপোর্টারঃ

গত কয়েক দিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ সারা দেশসহ দেওয়ানগঞ্জ, বক্সিগঞ্জ উপজেলার জনজীবন দেওয়ানগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সানন্দবাড়ী  ও এর প্রতিবেশি এলাকায় পল্লীবিদ্যুতের ভয়াবহ লোডশেডিং শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে চলছে এ অবস্থা। 

ইফতার,সাহরির ও নামাজের সময়গুলোতে বিদ্যুৎ এর চরম লোডশেডিং এ অতিষ্ঠ জনজীবন।

ভ্যাপসা গরমে জ্বর, ঠান্ডা, ডায়রিয়াসহ গরমজনিত নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়েছে

একদিকে ভয়াবহ লোডশেডিং অন্যদিকে প্রচন্ড তাপদাহ ও গরমে জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে।

দেখা গেছে, গত এক সপ্তাহ ধরে সানন্দবাড়ী  ছাড়াও প্রতিবেশি কাউনিয়ারচর, পাররামরামপুর, লংকারচর , জিগাবাড়ী, মোল্লারচর  এলাকায় শুরু হয়েছে প্রচন্ড লোডশেডিং। এখন দিনের বেলায় যখন তখন বিদ্যুত চলে যায়। একবার বিদ্যুত চলে গেলে আসার খবর নেই কয়েক ঘন্টা।

এলাকাবাসীর সাথে কথা হলে তারা জানান, দিন বা রাত বলতে কিছু নেই। গত এক সপ্তাহ ধরে এক ঘন্টা বিদ্যুত চালু থাকলে আরেক ঘন্টা বন্ধ রাখা হচ্ছে। এভাবে দিবারাত্রি ২৪ ঘন্টার মধ্যে ৮ থেকে ১০ঘন্টা বিদ্যুত পাওয়া যাচ্ছে।

এদিকে কৃষকদের সাথে কথা হলে তারা জানান, বিদ্যুত না থাকায় চলতি ইরি—বোরো আবাদে সঠিক সময় এবং পর্যাপ্ত সেচ দেয়া যাচ্ছে না। সময় মতো সেচ না দেয়ায় ক্ষেতেই ধানী জমি চৌচির হয়ে যাচ্ছে।

বিন্দুরচর গ্রামের কৃষক আনিছুর  রহমান জানান, ধান ক্ষেতে এখন শীষ বের হচ্ছে। শীষ বের হওয়ার সময় ধান গাছের গোড়ায় পানি থাকা প্রয়োজন। কিন্তু বিদ্যুতের অভাবে ধানী জমিতে পানি সেচ দেয়া সম্ভব হচ্ছে না। এতে করে ধান ক্ষেতে শীষ বেরুনে বাধাগ্রস্ত হচ্ছে, ফলে ধানের ফলন কম হওয়ার আশঙ্কা রয়েছে। 

সানন্দবাড়ী পশ্চিম পাড়া গ্রামের নজরুল ইসলাম ময়না জানান, তাদের এলাকায় বহু ধান ক্ষেতে পানির অভাবে ফেটে গেছে। যতক্ষণ বিদ্যুত থাকে ততক্ষণ সেচ পাম্প চালু থাকলেও সবার ভাগ্যে পানি ক্ষেতে নেয়া সম্ভব হয়না। কারণ সময়মতো বিদ্যুত না থাকায় পানির জন্য জটলা সৃষ্টি হচ্ছে। পাম্প মালিকদের সাথে কৃষকদের এনিয়ে ঝগড়া হচ্ছে প্রতিনিয়ত।

এদিকে আর মাত্র কয়েকদিন পরেই অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর। চলতি রমজানে তারাবি নামাজ, ইফতার ও শেহরী খাওয়ার সময় বিদ্যুত থাকেনা। এতে মুসুল্লিরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

মার্কেটগুলোতে এখন ক্রেতাবিক্রেতাদের উপচেপড়া ভীড়। ঘন ঘন বিদ্যুত সরবরাহ বন্ধ থাকায় ব্যবসায়ী ও ক্রেতাদের অবর্নণীয় দুভোর্গের শিকার হতে হচ্ছে। প্রচন্ড তাপদাহে জীবন এখন চরম ওষ্টাগত। ঘর থেকে বাইরে বের হলেই গরম ও তাপে শরীর পুড়ে যাওয়ার অবস্থা হচ্ছে।

বিভিন্ন দোকানগুলোতে আইপিএস থাকলেও বিদ্যুত সংকটের কারণে আইপিএস চার্জ হচ্ছে না। এতে ঘুরছে না বৈদ্যুতিক পাখা। গরমে অস্থির সবাই।

প্রসঙ্গক্রমে কথা হয় সানন্দবাড়ি সাব-জোনাল অফিসের  এজিএম মোহাম্মদ শফিকুল ইসলাম  সাথে। তিনি জানান, সানন্দবাড়ী সাব- জোনাল অফিসের জন্য প্রতিদিন বিদ্যুতের চাহিদা রয়েছে ৮ থেকে ১০ মেগাওয়াট। অথচ প্রতিদিন পাওয়া যাচ্ছে ২—৩মেগাওয়াট। কেন্দ্রীয় জেনারেশনে সমস্যা থাকার কারণে আমাদের বেগ পেতে হচ্ছে।  যে কারণে আমাদের সম্মানিত গ্রাহকদের লোডশেডিং দিতে হচ্ছে। আগামী ২ /৩ দিনের মধ্যে এ সমস্যার সমাধান হবে বলে জানান তিনি।

Monday, 17 April 2023

আজ ঐতিহাসিক ১৭ এপ্রিল-২০২৩

আজ ঐতিহাসিক ১৭ এপ্রিল-২০২৩

 

এম, শামসুল আলম।
রাজশাহী জেলা প্রতিনিধি:

"ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ জাতীয় চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ"

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদ্বীর্ঘ ইতিহাসের এক চিরভাস্বর অবিস্মরণীয় দিন ১৭ এপ্রিল।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। এর আগে একই বছরের ১০ এপ্রিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সরকার গঠিত হয়। এরই ধারাবাহিকতায় ১৭ এপ্রিল বৈদ্যনাথতলায় এই সরকার শপথ গ্রহণ করে। ১১ এপ্রিল বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ দেশবাসীর উদ্দেশ্যে বেতার ভাষণ দেন। তাঁর সেই ভাষণ আকাশবাণী থেকে একাধিকবার প্রচারিত হয়। সেই ভাষণে তিনি দেশব্যাপী পরিচালিত প্রতিরোধ যুদ্ধের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। এতদসঙ্গে ১৭ এপ্রিল তারিখে মন্ত্রিসভার শপথ গ্রহণের দিনও নির্ধারণ করা হয়। তাজউদ্দিন আহমেদ এর ভাষণের মধ্য দিয়েই দেশ-বিদেশের মানুষ জানতে পারেন; বাংলাদেশের মুক্তি সংগ্রাম পরিচালনার লক্ষ্যে একটি আইনানুগ সরকার গঠিত হয়েছে। এরই পথপরিক্রমায় ১৭ এপ্রিল সকালে মুজিবনগরে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা লাভ করে।

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নিরস্ত্র বাঙ্গালীর ওপর বর্বরোচিত হামলা চালানো হয়। এর পরপরই জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেফতার হওয়ার আগে ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। পরে ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণপ্রজাতন্ত্র রূপে বাংলাদেশের প্রতিষ্ঠার ঘোষণা করা হয়। একইসাথে প্রবাসী সরকারের এক অধ্যাদেশে ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণাকে দৃঢ়ভাবে সমর্থন ও অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা এইচ.টি. ইমাম মুজিবনগর সরকারের মন্ত্রী পরিষদ সচিব হিসাবে দ্বায়ীত্ব পালন করেন। ১০ এপ্রিল পূর্ব পাকিস্তানের নির্বাচিত জাতীয় এবং প্রাদেশিক পরিষদ সদস্যরা ভারতের পশ্চিমবঙ্গের একটি গোপনস্থানে মিলিত হয়ে প্রবাসী সরকার গঠন করেন। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'কে রাষ্ট্রপতি এবং সৈয়দ নজরুল ইসলাম'কে উপ-রাষ্ট্রপতি (অস্থায়ী রাষ্ট্রপতি) নির্বাচিত করা হয়। সৈয়দ নজরুল ইসলাম পরে তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন। মন্ত্রীসভার অন্য সদস্যরা হলেন, এম. মনসুর আলী(অর্থ বাণিজ্য ও শিল্প) এবং এ.এইচ.এম কামারুজ্জামান হেনা (স্বরাষ্ট্র, সরবরাহ, ত্রাণ, পুনর্বাসন ও কৃষি)। পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর মন্ত্রীসভার সবচেয়ে ঘৃনিত ব্যক্তি খন্দকার মোশতাক আহমদও (পররাষ্ট্র, আইন ও সংসদ) মন্ত্রী সভার সদস্য ছিলেন। জেনারেল আতাউল গনি ওসমানী অস্থায়ী সরকারের মুক্তিবাহিনীর প্রধান কমান্ডার এবং মেজর জেনারেল আবদুর রব চীফ অব ষ্টাফ নিযুক্ত হন। মুজিবনগর সরকারকে ১৫টি মন্ত্রণালয় ও বিভাগে ভাগ করা হয়। এছাড়া কয়েকটি বিভাগ মন্ত্রিপরিষদের কর্তৃত্বাধীনে থাকে। প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধরত অঞ্চলকে ১১টি সেক্টরে বিভক্ত করে প্রতিটিতে একজন করে সেক্টর কমান্ডার নিয়োগ করা হয়। তবে ১০ নং অর্থাৎ নৌ-সেক্টরে কোন সেক্টর কমান্ডার ছিলোনা, কমান্ডোরা যখন যে এলাকায় অভিযান করতেন সে সেক্টর সেই সেই কমান্ডারের অধীনে থাকতো। মেহেরপুরের সীমান্তবর্তী গ্রাম বৈদ্যনাথতলায় শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আব্দুল মান্নান এম.এন.এ এবং স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী এম.এন.এ। নবগঠিত সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে সেখানে গার্ড অব অনার প্রদান করা হয়।

পবিত্র কোরআন শরীফ তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয়েছিল মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান।

আর সেই অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেছিলেন ১৭ বছরের কিশোর মোঃ বাকের আলী।

এদিকে ১৭ এপ্রিল মুজিব নগর সরকারের মন্ত্রীগণ শপথ নিলেও ১৮ এপ্রিল মন্ত্রী পরিষদের প্রথম সভায় মন্ত্রীদের দপ্তর বন্টন করা হয়। মুজিব নগর সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ মহান বিজয় অর্জনের মধ্যদিয়ে মহান স্বাধীনতা লাভ করে। শুধু তাই নয়, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের এই প্রথম সরকারের কুটনৈতিক প্রচেষ্টায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারী পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেন। এর আগে ভারত এবং ভুটান এই সরকারকে স্বীকৃতি দেয়।

এলক্ষ্যে; রাজশাহী জেলার সকল উপজেলার সাংগঠণিক স্তরের আওয়ামী লীগের দলীয় কার্যালয় এবং আওয়ামী লীগের সকল অঙ্গ-সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠণের দলীয় কার্যালয়ে সূর্যোদয়অন্তে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা ও জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ জাতীয় চারনেতাকে গভীর শ্রদ্ধাবণত চিত্তে স্মরণ করা হয়।

দিবসটি উপলক্ষ্যে উপরোক্ত মহতী কর্মসূচী রাজশাহী জেলাধীন সকল সাংগঠণিক স্তরের আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীসহ সকল অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনসমূহের নেতা-কর্মী এবং দলীয় সমর্থকবৃন্দ সহযোগে যথাযোগ্য মর্যাদার সাথে পালন ও যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে স্মরণ করার জন্য রাজশাহী'র তানোর উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লূৎফর হায়দার রশীদ ময়না এবং সাবেক শিল্প প্রতিমন্ত্রী, শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের কৃতিসন্তান, সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

উক্ত আহ্বানের আলোকে সকল স্তরের আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মী সহ আওয়ামী লীগের সকল অঙ্গ-সহযোগী সংগঠণ ও ভ্রাতৃপ্রতীম সংগঠণসমূহের নেতা-কর্মী এবং দলীয় সমর্থকবৃন্দ স্বঃস্ফুতভাবে পালন করছেন।।

Sunday, 16 April 2023

মাদারগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে শ্রমিককে কুপিয়ে আহত করার অভিযোগ

মাদারগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে শ্রমিককে কুপিয়ে  আহত করার অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ

জেলার মাদারগঞ্জ উপজেলার বীর লোটাবর এলাকায় জমি  সংক্রান্ত বিরোধ নিয়ে শহীদ মিয়া ( ৩৫) নামে এক রং মিস্ত্রি শ্রমিককে  আহত করার অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগ একই এলাকার মৃত আজিজুল হকের ছেলে মোহাম্মদ আলীর বিরুদ্ধে । গুরুত্বর আহত শহীদ মিয়া জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে৷ এ ব্যাপারে আহতের স্ত্রী রিক্তা বেগম জানান, আমাদের বাড়ির    সাড়ে চার শতাংশ জমি নিয়ে মোহাম্মদ আলীর সঙ্গে মামলা মোকদ্দমা চলে আসছিল। এরই মধ্যে শুক্রবার সকালে পুলিশ বিবদমান ওই জমি নিয়ে একটি নোটিশ নিয়ে আসে মোহাম্মদ আলীর কাছে। এর ক্ষোভে শনিবার সকালে মোহাম্মদ আলী নেতৃত্ব দলের ৫ থেকে ৭ জনের টিম চাপাতি দিয়ে  এলাকার মৌলভীর দোকানের সামনে  শহীদ মিয়াকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন। এতেও ক্ষান্ত না হয়ে মোহাম্মদ আলী নেতৃত্ব দল আহত শহীদের বাড়িতে হামলা চালিয়ে দেড় লক্ষ টাকা লোট করে নেন। এ রিপোর্ট লেখা  পর্যন্ত কোন  মামলা হয়নি।

শিল্পপতি রুকনুজ্জামান সরকারের ঈদ উপহার পেয়ে খুশি অসহায় মানুষেরা

শিল্পপতি রুকনুজ্জামান  সরকারের  ঈদ উপহার পেয়ে খুশি অসহায় মানুষেরা

বিপুল মিয়াঃ

ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। মাহে রমজান  মাসে ঈদকে সম্মুখে রেখে  ঈদুল ফিতর উপলক্ষে বিশিষ্ট শিল্পপতি

রুকনুজ্জামান সরকার নিজস্ব অর্থায়নে  গরীব অসহায় মানুষকে ঈদ উপহার প্রদান করেছেন।আনন্দ ও খুশি উৎসবে জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের কৃতিসন্তান,বিশিষ্ট শিল্পপতি ,সমাজসেবক, মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রুকনুজ্জামান সরকারের নিজস্ব অর্থায়ানে  গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের ঈদের আনন্দে পাশে দাঁড়িয়েছে। গতকাল শনিবার সকালে মেষ্টা বাজার ঈদগাহ মাঠে পাঁচ শতাধিক গরীব অসহায় মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মেষ্টা ইউনিয়ন ছাত্র লীগের  সহ সভাপতি  ফরহাদ হোসেন, সদস্য ও ৪ নং ওয়ার্ড ছাত্র লীগে সভাপতি মোঃ রোমান সরকার,  হেদায়েতুল ইসলাম সরকার ও সম্রাট প্রমুখ।

 রুকনুজ্জামান সরকার বলেন, ঈদ মানুষের একটি আনন্দ ও খুশি উৎসব,এই উৎসবে গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কিছু করতে পেয়ে আমি একটু মনে আত্মতৃপ্তি পাই। তিনি আরও বলেন, যত দিন আমি এ পৃথিবীতে বেঁচে আছি ততদিন গরীব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করতে চাই। শুধু তাই না এলাকার সামাজিক ও ধর্মীয় বিষয়ে আল্লাহ তায়ালা আমাকে সেবা করার তৌফিক দান করুন।

Saturday, 15 April 2023

রাজশাহীর তানোরে বিলকুমারী বিলের (শিবনদী) তলার বোরো ধানে বুক বেঁধেছে কৃষকঃ

রাজশাহীর তানোরে বিলকুমারী বিলের (শিবনদী) তলার বোরো ধানে বুক বেঁধেছে কৃষকঃ

এম, শামসুল আলম।
রাজশাহী জেলা প্রতিনিধিঃ 

বাংলা মাসের প্রথম মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কাটা শুরু হবে রাজশাহীর তানোরের বিলকুমারী বিলের (শিবনদী) আগাম জাতের বোরো ধান।

ধান শীষের রোয়ায় সোনালী আকার ধারন করতে শুরু করেছে। আবহাওয়া প্রথম থেকে এখন পর্যন্ত অনুকুলে। কৃষি দপ্তরের সঠিক পরামর্শে ও সুষ্ঠ তদারকিতে রোগেরও আক্রমন নেয় বললেই চলে। চমৎকার ফলনের সম্ভবনা দেখছেন কৃষকরা। যুগযুগ ধরে বিলের জমিতে আগাম জাতের বোরো ধানের চাষাবাদ হয়ে আসছে। অনেক কৃষকের সারা বছরের জীবিকার একমাত্র অবলম্বন বিলের জমিতে বোরো ধান। ধানপাকা খরতাপ শুরু হয়েছে। বিল জুড়েই সোনালী সবুজ শীষের চমৎকার দৃশ্য। অল্পদিনের মধ্যেই কষ্টার্জিত রক্ত ঘামে পরিশ্রম করা ধান উঠানে আসবে।

এই আশায় বুক বেধেছেন বিল পাড়ের কৃষক-কৃষানীরা!

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে; তানোর উপজেলার চাঁন্দুড়িয়া ব্রীজ ঘাট থেকে তানোর পৌর এলাকা হয়ে কামারগাঁ ইউপির বা উপজেলার শেষপ্রান্ত মালশিরা পর্যন্ত বিল কুমারী (শিবনদী) বিলের অংশ। যুগযুগ ধরে বিলের জমিতে বোরো চাষ হয়ে থাকে। বিলের মুল অংশ পৌর সদর গুবিরপাড়া, শীতলীপাড়া, কুঠিপাড়ার নিচ অংশকে ধরা হয়। মাত্র ৩০ বিঘা জলাশয় রয়েছে। তাছাড়া বাঁকি এরিয়া ধানী জমিতে রুপান্তর। মাঝ দিয়ে সরু খাল রয়েছে কয়েকভাগে। এখাল বিলের নিচুঁ জমিতে সেচের ভরসা। সরেজমিনে দেখা গেছে; উপজেলার কামারগাঁ ইউপির মালশিরা, মাড়িয়া, জমসেদপুর মাদারিপুর, মির্জাপুর, ভবানীপুর, বাতাসপুর, পারিশো দূর্গাপুর, শ্রীখন্ডা, দমদমা, মজুমদারপাড়া, কামারগাঁ, মহাদেবপুর, হাতিশাইল এবং তানোর পৌর এলাকার তালন্দ, সমাসপুর, হরিদেবপুর, গোকুল, চাপড়া, ধানতৈড়, গুবিরপাড়া, সিন্দুকাই, হিন্দুপাড়া, কুঠিপাড়া, তানোরপাড়া, গোল্লাপাড়া, আমশো, জিওল, চাঁদপুর, বুরুজ, হাবিবনগর, কালিগঞ্জ, মাসিন্দা, চাঁন্দুড়িয়া ইউপির, শিবনা দমদমা, চাঁন্দুড়িয়া, কলমা ইউপির কুজিশহর, চন্দনকোঠা এলাকার নিচে বিলকুমারী বিলের জমিতে বোরো ধানের চাষ হয়েছে। কয়েকদিনের মধ্যে শুরু হবে ধান কাটা ও মাড়ায়। এদিকে বিলের নিচুঁ জমি খাস, সেই খাস জমিতে ভূমুহীন কৃষকরা অল্প খরচে চাষ করে বছরের জীবিকা নির্বাহ করে থাকেন।ভূমিহীন গুবিরপাড়া গ্রামের কৃষক ফারুক বলেন; প্রায় এক বিঘার বেশি জমিতে ধান চাষ করা হয়েছে। খরচ খুব একটা হয় না। ধানের চেহারা ভালোই আছে। ঈদের দু’একদিন পর ধান কাটা হবে। বিঘায় কেজির মাপে ২০ মনে উপরে ফলন হয়। তবে বৃষ্টি হলে পাওয়া যায় না। শুধু আমি না অনেক দরিদ্র ভূমিহীনরা নিচের জমি রোপন করেন। এবার আবহাওয়া এখন পর্যন্ত অনুকুলে আছে। অত্র এলাকার কৃষকরা বলেন; ঈদের আগে তার ধান কাটা হবে। বিলের জমিতে ফলন বাম্পার হয়। পাঁচ বিঘা জমির ধান পাক ধরেছে। ধান পাকা খরতাপও শুরু হয়েছে। এরকম আবহাওয়া থাকলে সুষ্ঠ ভাবে ধান ঘরে উঠবে ইনশাল্লাহ। আশা করি এবার ফলনও ভালো হবে এবং দামও ভালো আছে। তিনি আরও বলেন; সব জমিতে ধান পাক ধরেছে, ঈদের আগেই কাটা শুরু হবে, আর যদি বৈশাখী ঝড় ও বৃষ্টিপাত শুরু হয়- তাহলে কৃষকদের ভোগান্তির শেষ থাকবে না! শীতলীপাড়া ও গুবিরপাড়ার নিচে সব জমির ধান কমবেশী প্রায় একই সাথে কাটা পড়বে। 

এবিষয়ে কৃষক বকুল বলেন; শীতলীপাড়ার নিচে প্রায় এক বিঘা জমির ধানে পাক ধরে এসেছে, ঈদের আগে শ্রমিক পেলে কাটা হবে, নচেৎ ঈদের পরদিন থেকেই কাটতে হবে।কামারগাঁ ইউপির কৃষকরা বলছেন; আমরা সবার আগে ধান রোপন করি। দু'চারদিনের মধ্যে ধান কাটা শুরু হবে। কারণ; সামান্য বৃষ্টি হলেই ইউপির নিচু জমিগুলো আগেই ডুবে যায়। এজন্য সবাই আগেই রোপন করে এবং আগেই কাটা মাড়ায় শুরু হয়।

এবিষয়ে কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি মিঞা ফরহাদ বলেন; ধান গাছে প্রচুর শীষ এসেছে, চেহেরাও ভালো আছে। দু’চার দিনের মধ্যে কৃষকরা ধান কাটা শুরু করবেন। বিলের জমিতে ফলন ভালো হয় এবং এবছর দামও ভালো। ফলে কৃষকরা আশায় বুক বেঁধেছেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন; আবহাওয়া এরকম থাকলে বাম্পার ফলন ও লাভ করতে পারবে কৃষকরা, আর যদি ঝড় বৃষ্টি হয়- তাহলে মোড়কের শেষ থাকবে না। কারণ; সার, কীটনাশ, কামলাসহ সব কিছুরই দাম বেশী, এজন্য যেকোন বছরের তুলনায় খরচ কিছুটা বেশী হয়েছে। তানোর পৌর-মেয়র ইমরুল হক বলেন; ধান পাকার মতোই তীব্র রোদ বা খরতাপ চলছে। এমন আবহাওয়া চলতে থাকলে সুষ্ঠু ভাবে কৃষকরা তাদের কষ্টেরচ  সোনালী ফসল ধান ঘরে তুলতে পারবেন। পৌর এলাকার কৃষকদের বছরের খাবারের ভরসা বিলের জমি। এজমি থেকে য়ে পরিমান ধান পায়, সেটা থেকে তাদের বছরের খাবার হয়। বিশেষ করে কুঠিপাড়া, শীতলীপাড়া, হিন্দুপাড়া ও গুবিরপাড়া, ধানতৈড়, গোকুল, তালন্দ, গোল্লাপাড়া, জিওল, বুরুজ গ্রামের অনেক ভূমিহীনরা বিলের নিচুঁ জমিতে ধান রোপন করে থাকেন। সেই রোপনকৃত জমি থেকে যে পরিমান ধান পায়, সেটা বছরের খাবার ও খড় দিয়ে জ্বালানি এবং গোখাদ্য হিসেবে ব্যবহার করে থাকেন। আবহাওয়ার ভালো থাকবে বলে তো সবাই মনে করছেন। তবে বৈশাখের ঝড় বৃষ্টি নিয়ে কৃষকরা একটু শংকায় আছে।

এবিষয়ে তানোর উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন; তানোর উপজেলার চান্দুড়িয়া ব্রীজ ঘাট থেকে- কামারগাঁ ইউপির মালশিরা গ্রাম হয়ে চৌবাড়িয়া ব্রীজ পর্য়ন্ত ৩৫০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। নিয়মিত মাঠে থেকে কাজ করা হয়েছে। একাধিক মাঠ দিবস পালন করার কারনে ধানে রোগবালা হ্রাস পেয়েছে। আবহাওয়া অনুকুলে আছে, তাই কয়েকদিনের মধ্যে ধান কাটা শুরু হবে লে আশা করছি। ফলন ভালো হবে এবং কৃষকরা দামও ভালো পাবেন। এবছর উপজেলায় ১৩ হাজার ৫শ’ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে।।

Friday, 14 April 2023

মেষ্টায় রুকনুজ্জামান সরকারের নিজস্ব অর্থায়নে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার

মেষ্টায় রুকনুজ্জামান সরকারের নিজস্ব অর্থায়নে অসহায় মানুষের মাঝে  ঈদ উপহার

বিপুল মিয়াঃ

ঈদ সকলের জীবনে বয়ে আনুক আনন্দ ও খুশি উৎসবে। আনন্দ ও খুশি উৎসবে জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের কৃতি সন্তান,বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক ও ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রুকনুজ্জামান সরকারের নিজস্ব অর্থায়ানে  গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার প্রদান করেছেন। ১৪ এপ্রিল শুক্রবার জুমা নামাজের পর হাসিল টনকী প্যানেল চেয়ারম্যান আঁখি আক্তারের বাড়িতে শতাধিক গরীব অসহায় মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করেন। রুকনুজ্জামান সরকার বলেন, ঈদ মানুষের একটি আনন্দ ও খুশি উৎসব,এই উৎসবে গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কিছু করতে পেয়ে আমি একটু মনে আত্মতৃপ্তি পাই। তিনি আরও বলেন, যেত দিন আমি এ পৃথিবীতে বেঁচে আছি ততদিন গরীব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করতে চাই। শুধু তাই না এলাকার সামাজিক ও ধর্মীয় বিষয়ে আল্লাহ তায়ালা আমাকে সেবা করার তৌফিক দান করুন। এ ঈদ উপহার বিতরণে  সহযোগিতা করেন মেষ্টা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আঁখি আক্তার।

নদী থেকে অবৈধভাবে ডেজার মেশিন দিয়ে বালু উত্তোলন

 

নদী থেকে অবৈধভাবে ডেজার মেশিন দিয়ে বালু  উত্তোলন

নিজস্ব প্রতিবেদকঃ 

জামালপুরের সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের ঝিনাইদহ নদীর চরজামিরা গ্রামের এক অংশ থেকে দিনে দুপুরে চলছে অবৈধ বালু উত্তোলনের মহাউৎসব। এ যেন দেখার কেউ নেই। 

উক্ত এলাকার  স্থানীয়রা জানান ১নং কেন্দুয়া  ইউনিয়নের চরজামিরা গ্রামের সন্তান মোঃআহামত মেম্বার নেতৃত্ত্বে  সংবদ্ধ বালুখেকো দলটি দির্ঘদিন যাবত এ বালু উত্তোলন করে যাচ্ছে। অব্যাহত এই বালু উত্তোলনের ফলে ইতিমধ্যেই ফসলী জমিতে ভাঙন ধরেছে । ভাঙনের ফলে সাধারন কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে।

সংবদ্ধ চক্রটি প্রভাবশালী হওয়ায় এদের বিরুদ্ধে কেউ মুখ খুলেনি । তাই সংশ্লিষ্ট প্রশাসনকে সংবাদ প্রকাশের মাধমে অবহিত করে চক্রটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন সাধারন কৃষকরা।



বাংলা নববর্ষের শুভেচ্ছাঃ

বাংলা নববর্ষের শুভেচ্ছাঃ

এম, শামসুল আলম।
রাজশাহী জেলা প্রতিনিধিঃ 

চৈত্রের রাত্রী শেষে যখন- সূর্য্য আসে নতুন বেসে,

সেই সূর্য্যের রঙ্গীন আলোয়- ধুয়ে মুছে যায় দুঃখ ভেঁসে!

দেশ এবং প্রবাস যে যেখানেই বাঙ্গালী জাতী আছেন; সবাইকে দেশের এককোটি আশিলক্ষ প্রতিবন্ধী জনগোষ্ঠীর পক্ষ হতে- বাংলা নববর্ষ ১৪৩০ সালের পহেলা বৈশাখের শুভকামনা, শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।

আজ (১৪’ই এপ্রিল ২০২৩ইং) শুক্রবার, পহেলা বৈশাখ।

পহেলা বৈশাখ বাঙ্গালী জাতীর সম্প্রীতির দিন!

বাঙ্গালী জাতীর  মহামিলনের দিন!

এদিন ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র বাঙ্গালী জাতী জেগে ওঠে নবপ্রাণে নব-অঙ্গীকারে! সারাবছরের দুঃখ-কষ্টে ভরা ভারাক্রান্ত ভগ্ন হৃদয়ের সকল মলিনতা ও ব্যর্থতাকে ভুলে সবাইকে আজ নব-আনন্দে জেগে ওঠার উদাত্ত আহ্বান জানাই!

“মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য” হিসেবে পহেলা বৈশাখ বাঙ্গালী জাতীর চিরায়ত ঐতিহ্য!

মোগল সম্রাট আকবর ‘ফসলী সন’ হিসেবে বাংলা সন গণনার যে সূচনা করেন; তা সময়ের পরিক্রমায় আজ সমগ্র বাঙ্গালী জাতীর কাছে অসাম্প্রদায়িক চেতনার এক স্মারক উৎসবে পরিণত হয়েছে। বাঙ্গালী জাতীর আত্মপরিচয় ও শেকড়ের সন্ধান মেলে এর উদ্‌যাপনের মধ্য দিয়ে! পহেলা বৈশাখের দিকে তাকালে বাঙ্গালী তার মুখয়বে ইমেজের প্রতিচ্ছবি দেখতে পায়! বৈশাখ আমাদের নিয়ে যায় অবারিতভাবে বেড়ে ওঠার বাতায়নে; ঐতিহ্য ও সংস্কৃতির সমৃদ্ধিতে অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের দৃঢ় আত্মপ্রত্যয়ে! পহেলা বৈশাখ নতুন ভাবনা, নতুন এক মাত্রা নিয়ে আসে আমাদের মাঝে! বিগত বছরের গ্লানী, পুরাতন স্মৃতি বিজড়িত মূহুর্তে, শত কষ্টে দুঃখ-বেদনায় বয়ে যাওয়া অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে আমরা এগিয়ে যাবো- এবারের নববর্ষে!

এই হোক আমাদের প্রত্যাশা!

বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকুক; এবং বাহিয্যিক ও প্রাত্যহিক জীবনযাত্রায় অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে থাকুক একজনের আনন্দ যেন অন্যদের বিষাদের কারণ না হয়’ সেদিকে খেয়াল রেখে, পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা করে নববর্ষ উদযাপন করতে হবে!

নতুন আশা, নতুন প্রাণ, নতুন হাসি, নতুন গান, নতুন সকাল, নতুন আলো, নতুন দিন হোক ভালো!

সকল কিছু ভুলে গিয়ে নতুনকে জানাই সু-স্বাগত!!

Thursday, 13 April 2023

রাজশাহী'র তানোরে বিনামূল্যে খাদ্যশস্য বিতরণঃ

রাজশাহী'র তানোরে বিনামূল্যে খাদ্যশস্য বিতরণঃ

এম, শামসুল আলম,
রাজশাহী জেলা প্রতিনিধিঃ 

রাজশাহী জেলাধীন তানোর উপজেলার অন্তর্ভূক্ত ০৩নং পাঁচন্দর ইউনিয়ন পরিষদ হতেদুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের 'দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়' কর্তৃক পবিত্র ঈদ উপলক্ষ্যে ১৪০০ জন হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ করা হয়।

বিতরণকালে ইউপির সকল সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিতরণ প্রসঙ্গে অত্র ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মতিনের কাছে তার প্রতিক্রিয়া জানাতে চাইলে তিনি বলেন; বাঙ্গালী জাতীর অবস্বরণীয় অবিসাংবিধানিক মহানায়ক- প্রয়াত মরহুম শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও দেশরত্ন শেখ হাসিনার দারিদ্র্য বিমোচনের লক্ষ্য পূরণে- স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লূৎফর হায়দার রশীদ ময়না'র সুদৃষ্টি এবং সার্বিক সহযোগিতায়- আমি আমার ইউনিয়নে দরিদ্র জনগোষ্ঠীকে সর্বাত্মক সহায়তা করে চলেছি।

ইউনিয়নে শুধু ভিজিএফ নয়, ভিজিডি এবং ওএমএস এর মাধ্যমেও হতদরিদ্র ব্যক্তিদের মাঝে বিভিন্ন ভাবে সহায়তা করছি।।

Wednesday, 12 April 2023

মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটানা পঞ্চম বাবের মতো এডহক কমিটির গঠনের পায়তার অভিযোগ

মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটানা পঞ্চম বাবের মতো এডহক কমিটির গঠনের পায়তার অভিযোগ

শেখ ফরিদ জামালপুর প্রতিনিধিঃ 

ঐতিহ্যবাহী মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের জন্য একটানা পঞ্চম বাবের মতো নিয়মবহির্ভূত  এডহক কমিটির গঠনের পায়তার অভিযোগে পুরো উপজেলা সরগরম  হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে জামালপুর জেলায় মেলান্দহ উপজেলার   মাহমুদপুর বাজার সংলগ্ন মাহমুদপুর বহুমুখী উচ্চবিচারালয়ে।  বিদ্যালয়ের একজন সচেতন অভিভাবক মো: শহিদুর রহমানের ২৮/৩/২৩ খ্রিঃ লিখিত অভিযোগের প্রেক্ষিতে সরে জমিনে গিয়ে জানা যায়- মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পিএসসি,জিএসসি,ও এসএসসি পরিক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এই বিদ্যালয়ের নিয়মিত কমিটির মেয়াদ অনেকদিন আগে শেষ হওয়ায়  বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  মো: আখতার হোসেন ইকরামুল  এডহক কমিটি করে বিদ্যালয়ের যাবতীয় কাজ করে আসছেন। এই এডহক কমিটির মেয়াদে নিয়মিত কমিটি করতে না পেরে  গোপনে ঐ এডহক কমিটি পুনরায় অনুমোদন নেন।এবাবে ৪ বার এডহক কমিটি করেই চলেছেন। এডহক কমিটির চতুর্থ বারের মতো শেষ হলে   পঞ্চম বারের মতো  ৩ মাস মেয়াদি এডহক কমিটি গঠনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কমিটির আহবায়ক  পায়তারা করে যাচ্ছেন।  এ বিষয়ের  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আখতার হোসেনের সাথে মোটো ফোনে ৯.৩১ পিএম এ যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ না করে এডিয়ে যান। তবে মেলান্দহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন -  কোন অবস্থারএডহক কমিটি একাধারে ৪/৫ বার হতে পারবে না।এটার নিয়ম ও আইন কোনটায় নাই।আর কমিটির অনুমোদন যেহেতু বোর্ডে দেয়।তাই এ বিষয়ে বোর্ড ঐ ভাল জানে।

তবে মাহমুদপুরের মতো একটি গুরুত্ববহ  শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির এমন দুরবস্থাপন্ন ও এবিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে  অভিভাবক, সূধী ও সচেতন মহল। সবাই এ অবস্থার সুষ্ঠ, সুন্দর গ্রহণযোগ্য সমধান আশা করছে।

রাজশাহী'র তানোরে বর্ধিত সভা ও ইফতার বিতরণ:

রাজশাহী'র তানোরে বর্ধিত সভা ও ইফতার বিতরণ:

এম, শামসুল আলম,
রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহী জেলাধীন তানোর উপজেলার অন্তর্ভূক্ত ০৬নং কামার গাঁ ইউনিয়নে বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে।

কামার গাঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বি ফরহাদ মিঞার সভাপতিত্বে ও সম্পাদক সুফি কামাল মিন্টুর সঞ্চালনায় পাড়িশো উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভাটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; বরেন্দ্র ভূমীর পোড়ামাটির লৌহ মানব, শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের কৃতিসন্তান, উত্তর বঙ্গের সেরা সাংসদ- আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; তৃণমূল জনগোষ্ঠীর আস্থাভাজন, তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি লূৎফর হায়দার রশীদ ময়না মহোদয়।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন; চাঁন্দুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি- মজিবুর রহমান,

উপজেলা ভাইস চেয়ারম্যান- আবু বাক্কার সিদ্দিক, মহিলা ভাইস চেয়ারম্যান- সোনীয়া সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি- মাঈনুল ইসলাম স্বপন, সম্পাদক- প্রভাষক আবুল কালাম আজাদ প্রদ্বীপ সরকার, উপজেলা কৃষক লীগের সভাপতি- রাম কমল সাহা, বিশিষ্ট সমাজসেবক ও প্রসিদ্ধ ব্যবসায়ী- তরুণ শিল্পপতি আলহাজ্ব আবুল বাসার সুজন, প্রভাষক- মুনসেফ আলী, হেড মাষ্টার- জিল্লুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক- শামসুল আলম ও সদস্য সচিব রামিল হাসান সুইটপ্রমুখ।

প্রধান  অতিথি বলেন; আগামী নির্বাচন হবে চ্যালেন্জিং; আমাদের মধ্যকার সকল মতপার্থক্য পরিহার করে আমাদের সকলের একাত্মতায় মতৈক্য পৌঁছাতে হবে। তিনি আরও বলেন; আগামী নির্বাচনে নৌকা যার,

মাননীয় প্রধানমন্ত্রী তার, নৌকা যার আমরা তার, নৌকা যার ভোট তার, নৌকা প্রতিক ব্যতিত কেউ যদি নিজেকে আওয়ামী লীগ দ্বাবী করেন- তাহলে তাকে বিতাড়িত করতে হবে। আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার লোক, আমাদের একটাই পরিচয়; আমরা নৌকার কর্মী।

এদিকে একইদিন বিকেলে চাঁন্দুড়িয়া ইউপি আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ইফতার সামগ্রী বিতরণ করেন।

এছাড়াও উক্ত দুটি ইউপি আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠণের সাংগঠণিক নেতা-নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।

Tuesday, 11 April 2023

বকশীগঞ্জের সাংবাদিক রনি সমাচার____

 

বকশীগঞ্জের সাংবাদিক রনি সমাচার____

মোঃ জয় হোসাইন

সামাজিক যোগাযোগমাধ্যমে জামালপুর জেলা পরিষদ সদস্য শুধু শিলা সারোয়ারের বিকৃত ভিডিও নয় তিনি প্রেসক্লাব নিয়েও বিরূপ প্রতিক্রিয়া দেখাতো।

ব্যাক্তিগত স্বার্থে সে সাংবাদিকতার মতো মহান পেশা কে ব্যবহার করতো বলে জানিয়েছেন উপজেলার একাধিক সংবাদকর্মী। 

জেলা পরিষদ সদস্যের একটি ভিডিও বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে, এটা থেকেও ব্যাক্তিগত স্বার্থ হাসিল করার অপচেষ্টা করছে বলে

জানান অনেকেই। 

ভিডিওতে তাঁকে বারবার বাঁচানোর আকুতি শুনে 

তেমন কেউ এগিয়ে আসেনি, জানা গেছে অন্য সাংবাদিককে রেখে একা একা মেইন রোডে শিলার গাড়ীর কাছে যাচ্ছে ভিডিও অন করে।

যে সাংবাদিকের কাছ থেকে সে গেছে তাঁকেও তার সাথে যেতে বলেনি, এতে অনেকেই ধারণা করেছে 

রনি হয়তো ভেবেছিল শিলা তাঁকে ডেকে নিয়ে 

 ভিডিও ডিলিট করতে বলবে এবং ঈদের সেলামি দিবেন কিন্তু ঘটনা উল্টো ঘটেছে। 

পরে রাতে উপজেলার সাংবাদিক নেতারা এবং মেয়র নজরুল ইসলাম সওদাগর উপস্থিত থেকে মিটমাট করেন। সেখানে রনির হারিয়ে যাওয়া দাবীকৃত ৬ হাজার টাকা নগদ পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র সহ অন্যরা।

এই ফাঁকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ধস্তাধস্তির ভিডিও 

অন্যদের ইনবক্সে দিয়ে সহমর্মিতার জায়গা তৈরি করেন রনি। সেই ভিডিও দেখে আমিও আজ গিয়েছি বকশীগঞ্জে, আমাকে রনি জানান স্হানীয় কোন সাংবাদিকের সাথে যেন কথা না বলি।

অবশেষে তার মাঝ পাড়ার বাড়ীতে গিয়েও তার বক্তব্য অন ক্যামেরা নিতে পারিনি।

অথচ আমি, মেয়র নজরুল এবং জেলা পরিষদ সদস্য শিলার বক্তব্য নিতে পেরেছি। 

প্রায় ৪ ঘন্টা বকশীগঞ্জে অবস্থান করে রনির সম্পর্কে অনেক তথ্যই পেয়েছি। 

২য় স্ক্রীনশট দেখে একটা বিষয় আইডিয়া করতে পারেন, কারা কথায় কথায় বাকশাল শব্দটাকে খুব খারাপ হিসেবে উপস্থাপন করে! 

গতকালের ঘটনা ব্যাক্তিগত স্বার্থ অথবা রাজনৈতিক সমীকরণের স্বার্থে ঘটেছে বলে প্রতীয়মান হয়েছে।

জমির বিরোধে প্রতিবেশির অত্যাচারে অতিষ্ঠ হাসি বেগম ডিগ্রি পেয়েও প্রাননাশের হুমকিতে আইনের দ্বারে দ্বারে ঘুরছেন

জমির বিরোধে প্রতিবেশির অত্যাচারে অতিষ্ঠ হাসি বেগম ডিগ্রি পেয়েও প্রাননাশের  হুমকিতে আইনের দ্বারে দ্বারে ঘুরছেন

সুজাউদ্দৌলা সুজন জামালপুর 

জমির বিরোধে প্রতিবেশির অত্যাচারে অতিষ্ঠ হাসি বেগম আইন করে জমির ডিগ্রি বুঝে পেয়ে উল্টো প্রাননাশের হুমকিতে আইনের দ্বারে দ্বারে ঘুরছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। জামালপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের স্থানীয়  রামনগর গ্রামের মোঃ হরমুজ আলীর কন্যা হাসি বেগমের অভিযোগে জানা যায়,  স্থানীয় বন্ধতীর্থ মৌজায় একাধিক দাগে নিজ পিতার নিকট হতে ৪৭ ও মাতার নিকট হতে ১০ শতাংশ জমি যাহা   সাবকবলা মূলে প্রাপ্ত হয়। এতে হিংসাবশত হয়ে জমি প্রাপ্ত হওয়ার পর থেকে একই গ্রামের মৃত উমেদ আলীর পুত্র জহুরুল আলী ও  ওহেজ আলী এবং  মৃত জিয়াউল হকের পুত্র মমিন গং  এমন কোন শত্রুতা নেই যা তাদের দ্বারা সংঘটিত হয়নি। আইনের প্রতি আস্থাশীল হাসি বেগম লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে মোকদ্দমা করে ডিগ্রি পেয়েও প্রতিপক্ষের প্রতিনিয়ত হুমকি ধমকির শিকার হয়ে আইনের দ্বারে দ্বারে ঘুরছেন বলে জানা গেছে।হাসি বেগমের জামালপুর থানায় অভিযোগ করা ডায়েরি সুত্রে জানা যায়,আদালত কর্তৃক ডিগ্রি প্রাপ্ত জমি প্রতিপক্বুষের হুমকি স্বরুপ ঘটনার দিন ২ নভেম্বর/২০১৮ ইং তারিখে হাসি বেগমের নারিকেলসহ অন্যান্য ফসলাদি ছিনিয়ে নেওয়ার সময় বাধা প্রদান  করিলে প্রাননাশের প্রকাশ্য হুমকি দেয়।    প্রতিপক্ষরা হাসির ক্ষেতের ফলমুল সময়ে অসময়ে চুরি ও বিনষ্ট করছে। আদালত প্রদেয় ডিগ্রি নং মোঃ নং ০১/২০১৫ অন্য ডিং। বন্দতীর্থ মধ্যে আর ও আর ৯০ খতিয়ানের আর ও আর ১৭৯ নং দাগে ৫৫ শতাংশ,১৮০ নং দাগে ৩৩ শতাংশ আর ও আর ১৮১ নং দাগে ৩৫ শতাংশ জমি। এদিকে ২১ মার্চ/২০১৬ ইং তারিখে আদালত যোগে বাদীর পিতাকে জমির পরিমান বুঝিয়ে দেওয়ার পর হইতেই গরু বাছুর বা বিভিন্ন ভাবে তসরুপ করিয়া প্রতিপক্ষরা ৩০/৩৫ জন ৪/০৯/২০১৮ ইং তারিখে গায়ের জোড়ে জমিতে বেড়া দিতে আসে।অজ্ঞাতনামা ব্যক্তি। আদালতের বিচারপর প্রতি যাদের আস্থাবোধ নেই এসব মুর্খ ও লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে আনের ডিগ্রিকে তুচ্ছ তাছিল্ল্য করে উল্লেখিত জমির বৈধ মালিক হাসি বেগম উর্ধতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

রাজশাহী'র তানোরে মৃত শিক্ষকের অবসর ভাতা উত্তোলনের চেষ্টা দ্বিতীয় স্ত্রী চেষ্টা, বিভিন্ন দপ্তরে অভিযোগ প্রথম পক্ষের সন্তানদেরঃ

রাজশাহী'র তানোরে মৃত শিক্ষকের অবসর ভাতা উত্তোলনের চেষ্টা দ্বিতীয় স্ত্রী চেষ্টা, বিভিন্ন দপ্তরে অভিযোগ প্রথম পক্ষের সন্তানদেরঃ

এম, শামসুল আলম,
রাজশাহী প্রতিনিধি:  

রাজশাহী জেলাধীন তানোর উপজেলার অন্তর্ভূক্ত- মোহর উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক মৃত এনামুল হকের অবসর কালীন ভাতা অন্য ওয়ারিশদের ফাঁকি দিয়ে উত্তোলনের চেষ্টা করছেন দ্বিতীয় স্ত্রী লাইলি বেগম। 

এঘটনায় মৃত শিক্ষক এনামুল হকের বড় পুত্র সোহানুল হক পারভেজ বাদি হয়ে তানোর থানায়  এবং জেলা শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, পাঁচান্দর ইউপি চেয়ারম্যান, সোনালী ব্যাংক ম্যানেজারসহ বিভিন্ন দপ্তরে আজ ১১ এপ্রিল-২০২৩ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে; তানোর উপজেলার মোহর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হক চাকুরীরত অবস্থায় ২ স্ত্রী, ২ কন্যা, ও ২ পুত্র সন্তান রেখে গত ১২ এপ্রিল-২০২০ সালে মৃত্যু বরণ করেন। 

এ অবস্থায় মৃত শিক্ষক এনামুল হকের হিসাব নাম্বারটি বন্ধ করে তার দ্বিতীয় স্ত্রী লাইলী বেগম তার নিজ স্বার্থ হাসিলের জন্য অন্য ওয়ারিশদের ফাঁকি দিতে নিজের নামে একটি হিসাব খুলেন, যার নাম্বার (৪৬২৩৫০১০২৪০৮১)। 

সেই অনুপাতে মৃত শিক্ষক এনামুল হকের কল্যাণ ভাতার টাকা দ্বিতীয় স্ত্রীর নমীনীয় হিসাব নাম্বারে আসবে।

ইতিমধ্যে তার ব্যাংক লোন থাকায়- তা হতে ব্যাংক কর্তৃপক্ষ ওই কল্যাণ ভাতার টাকা মৃত শিক্ষক এনামুল হকের লোন পরিশোধ করে সমন্নয় করেন। 

বর্তমানে মৃত শিক্ষক এনামুল হকের অবসর কালীন ভাতার প্রায় সম্ভাব্য ৩০ লাখ টাকা দ্বিতীয় স্ত্রী লাইলী বেগমের হিসাব নাম্বারেই আসবে।

সে প্রক্ষিতে মৃত শিক্ষক এনামুল হকের অবসর কালীন ভাতার টাকা তার দ্বিতীয় স্ত্রী লাইলী বেগম একাই আত্নসাতের চেষ্টা করছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

এনিয়ে ইতিপূর্বে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে উভয় পক্ষ বসে মৃত এনামুল হকের ঋণ পরিশোধ করে যে টাকা অবশিষ্ট থাকবে, তা ওয়াশিসগনের মধ্যে ভাগ বন্টন করার প্রতিশ্রুতি ও যৌথ একাউন্ট করার কথা থাকলেও তিনি নিজ নামে একাউন্ট করেন,  সকল বিচারকগন সামনে সহি-স্বাক্ষর করেন, কিন্তু এখন তিনি নিজস্বার্থে উক্ত টাকা আত্মসাৎ করার পরিকল্পনা করছেন। 

এঅবস্থায় মৃত শিক্ষক এনামুল হকের অবসর কালীন ভাতার টাকা সকল ওয়ারিশগনের মধ্যে অংশ মোতাবেক বন্টন করা আবশ্যক।

তা না হলে যে কোনো মুহূর্তে অপৃতিকর ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকাবাসী।

বিধায় বিষয়টি সুষ্ঠ সমাধানের জন্য মৃত্যু শিক্ষক এনামুল হকের বড় পুত্র তানোর থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। 

এবিষয়ে মৃত শিক্ষক এনামুল হকের দ্বিতী স্ত্রী লাইলী বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন; আমার নামে নোমিনী করা আছে, তাই অবসর কালীন ভাতার টাকা আমিই একাই পাবো, এখানে কারো কোন কিছু করার নাই বলে দামভক্তি প্রকাশ করেন।

এবিষয়ে মৃত শিক্ষক এনামুল হকের বড় পুত্র সোহানুল হক পারভেজ বলেন; ওয়ারিশগনের মধ্যে যেন অবসর কালীন ভাতার টাকা সুষ্ঠ ভাবে বন্টন করা হয়, না হলে মৃত এনামুল মাষ্টারের বাড়ীসহ সকল স্থাবর-অস্থাবর সুষ্ঠ ও সঠিক ভাবে বন্টনের জন্য জব্দ করা হবে। এজন্য তিনি উর্ধ্বতন কর্তপক্ষের সুদৃষ্টি ও আসু হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন; এটি শিক্ষা অফিসার ও ব্যাংক কর্মকর্তাদের বিষয়, আমি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এই বলে তিনি অভিযোগকারীকে আশ্বাস দেন।।

ভাটারা সমিতি, ঢাকার আয়োজন দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভাটারা সমিতি, ঢাকার আয়োজন  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিপুল মিয়াঃ

জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ভাটারা সমিতি, ঢাকা এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার  ঢাকা মুগদা আড্ডা রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাটারা সমিতির,ঢাকার সভাপতি মোঃ আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল মান্নান সঞ্চয়লনায় দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য দেন সরিষাবাড়ি আসনের সাবেক জাতীয় পার্টির এমপি মামুনুর রশীদ জোয়ার্দার, সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের  সাবেক সহ সভাপতি মোঃ মাহবুবুর রহমান হেলাল। এসময় উপস্থিত ছিলেন ভাটারা সমিতির সদস্য ও গণ্যমান ব্যক্তিবর্গ।

ভাটারা সমিতি, ঢাকা  সভাপতি আবু বকর সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, সমিতির সদস্য ও সাধারণ মানুষের  আপদে বিপদে পাশে দাঁড়িয়ে কাজ করার জন্য আল্লাহ তায়ালা তৌফিক দান করুন। সমিতির নীতিমালা অনুযায়ী সংগঠন পরিচালনা জন্য সমিতির সদস্যদের সহযোগিতা চান।

Monday, 10 April 2023

রাজশাহী'র তানোরে মুণ্ডুমালা পৌর-মেয়রের সরকারী গাছ নিধনঃ

রাজশাহী'র তানোরে মুণ্ডুমালা পৌর-মেয়রের সরকারী গাছ নিধনঃ

এম, শামসুল আলম,রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী জেলাধীন তানোর উপজেলার অন্তর্ভূক্ত মুণ্ডুমালা পৌরসভার সরকার দলীয় বিদ্রোহী মেয়রের দিবালোকে সরকারী গাছ নিধন করছেন বলে অভিযোগ উঠলে তার সত্যতা খুঁজে পাওয়া গেছে।

বিগত পৌর নির্বাচনে সরকার বিরোধী সতন্ত্র প্রার্থী হিসেবে চিহ্নিত ও ব্যপক সমালোচিত সাইদুর রহমানের নামেই তার প্রভাব খাটিয়ে তার দুষ্কৃতকারী বাহিনীরা প্রতিনিয়ত চুনিয়াপাড়া-প্রকাশনগরসহ মুণ্ডুমালা পৌরসভার বিভিন্ন এলাকার রাস্তা ও খাড়ির দুপাশের সরকারী গাছ কেটে নিয়ে গিয়ে- মুণ্ডুমালা বাজারের জহিরের স'মিলসহ বিভিন্ন স'মিল ও কাঠ-খড়ি বিক্রেতাদের কাছে স্বল্প মূল্যে বিক্রি করছেন।

মুণ্ডুমালা পৌর এলাকার সাধারণ মানুষদের সাথে কথা বলে জানা যায়;

মুণ্ডুমালা বাজারে ৪টি স'মিল আছে এবং অসংখ্য কাঠ-খড়ি বিক্রেতা আছে।

এই স'মিলগুলো ও কাঠ-খড়ি বিক্রেতাদের গুদাম ঘরে তল্লাশি করলে- দূষ্কৃতবানদের কাছ থেকে স্বল্প মূল্যে কেনা সরকারী শত-শত গাছের গুল ও কাঠ-খড়ি পাওয়া যাবে।

মরা গাছসহ বিভিন্ন প্রজাতির তরতাজা গাছ কেটে ফেলে ভবিষ্যৎ প্রজন্মকে ঝুঁকির মুখে ফেলে তাদের নিজ স্বার্থ হাসিল করতে মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছেন এই মুণ্ডুমালা বাজারের স'মিল মালিকরা ও দূষ্কৃতবানরা।

এবিষয়ে জানতে চাইলে মুণ্ডুমালা পৌরসভা প্রোপারের স্থানীয় বাসিন্দা ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শরিফ খাঁন বলেন; বিগত পৌর মেয়রের জৈনেক এক ভাই খাড়ির দুপাশে গাছ নিধনের হোতা, আর তাদেরই ছত্রছায়ায় বেড়ে উঠা তাদের ইন্দনদাতা হিসেবে চিহ্নিত মেয়র সাইদুরের দুষ্কৃতকারী বাহিনীদের দ্বারা সরকারী মালামাল ক্ষতিসাধন করা কোনো বিষ্ময় কিছু না!

তিনিসহ পূর্বের মেয়র জলবায়ু পরিবর্তনের কোটি কোটি তসরূপ করার ফলে ও জলবায়ু পরিবর্তনে পৌর এলাকায় কোনো বৃক্ষ রোপন না করায়; এই এলাকায় সুপেয় পানিসহ গভীর নলকূপের ভূগর্ভের পানির স্তর অনেক নিচে নেমে গেছে।

আগামী ১০ বৎসর পর এই এলাকায় সুপেয় পানির অভাবে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলেও জনস্বাস্থ্য প্রকৌশলী ও বরেন্দ্র কর্তৃপক্ষের পূর্বাভাস রয়েছে।

অন্যদিকে মুণ্ডুমালা পৌরসভাসহ আশপাশের এলাকার খাড়ি গুলোর দুই পাশের যে সরকারী গাছগুলো ইতিপূর্বে চোখে পড়তো- তা এখন আর তেমন চোখে পড়েনা।

তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর উদ্যাত্ব আহ্বান; তানোর উপজেলার মুণ্ডুমালা পৌরসভাসহ বিভিন্ন এলাকায় যে সকল সরকারী গাছগুলি মারা গেছে ও বয়োবৃদ্ধ হয়ে রয়েছে- তা দূষ্কৃতিবানদের হাত থেকে রক্ষার্থে- টেণ্ডারের মাধ্যমে অকশান দিয়ে নতুন নতুন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ করে জলবায়ু পরিবর্তনে এলাকায় সহায়ক পরিবেশ তৈরীতে ভূমিকা পালন করা হোক।

এই বিষয়ে মেয়র সাইদুর রহমানকে ফোন করা হলে তিনি বলেন; আমি তাদের সাথে জড়িত; এসব মিথ্যা কথা- আমি এবিষয়ে কিছুই জানিনা, তবে জহির স'মিলের মালিক জহির উদ্দীন এইরকম কাজের সাথে নাকি জড়িত; এটা আমি লোক মুখে শুনেছি।

এই বলে সে তার মুঠোফোন বন্ধ করে দেন।।

Sunday, 9 April 2023

জামালপুরে জেলা পরিষদের সদস্যের হামলায় গুরুত্বর আহত সাংবাদিক

জামালপুরে জেলা পরিষদের সদস্যের হামলায় গুরুত্বর আহত সাংবাদিক

জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশিগঞ্জে জেলা পরিষদের সদস্য শিলা সরোয়ার ও তার সহযোগীদের হামলায় গুরুত্বর আহত হয়েছেন দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি রাশেদুল ইসলাম রনি।

রোববার (৯ এপ্রিল) দুপুরে বকশিগঞ্জ উপজেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে। 

সাংবাদিক রাশেদুল ইসলাম রনি জানান সম্প্রতি উপজেলার মেরুরচর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক ছোট একটি বিষয় নিয়ে স্থানীয় একজন সাংবাদিকের গায়ে হাত তুলে। পরে সেই বিষয়টি নিয়ে আমি ভোরের কাগজে সংবাদ করি। এরপর থেকেই চেয়ারম্যান ও তার সমর্থ্যকদের সাথে আমার মনোমিলন্য চলে আসছিলো। জামালপুর জেলা পরিষদের সদস্য শিলা সরোয়ার চেয়ারম্যান সিদ্দিকের সমর্থক এবং ঘনিষ্ঠজন। 

সাংবাদিক রনি আরো বলেন- রোববার দুপুরে আমি উপজেলা পরিষদ চত্বরে অবস্থানের সময় জেলা পরিষদের সদস্য শিলা সরোয়ার আমাকে ডেকে নিয়ে যায়। তার ডাকে আমি উপজেলা পরিষদের সামনে গেলে শিলা সরোয়ার, তার গাড়ির ড্রাইভার ও বডিগার্ড আমাকে মারধর শুরু করে। এরপর তারা আমাকে অপহরনের চেষ্টা করে এবং আমার মোবাইল ও পকেটে থাকা টাকা নিয়ে যায়। পরে আমার চিৎকারে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে ৷ 

সাংবাদিক রনি বলেন ঘটনার পরপরই আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসি। এখনো চিকিৎসাধীন আছি।  চিকিৎসাধীন থাকায় এখনই মামলা করতে পারছি না। তবে আমি খুব দ্রুত আইনী পদক্ষেপ গ্রহন করবো। আমি আমার উপর হামলাকারীদের বিচার চাই। 

এসব বিষয়ে জানতে জেলা পরিষদের সদস্য শিলা সরোয়ারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন সাংবাদিক রনিকে মারধর করা হয় নাই। রনি আমার একটি গান বিকৃত করে ফেসবুকে ছেড়েছে। একটা পিকনিকে আমি গান গেয়েছিলাম। সেই গানটি বিকৃত করে ফেসবুকে ছেড়েছে সাংবাদিক রনি

এরপরই তিনি কথা বলার জন্য বকশিগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগরের কাছে দেন। 

মেয়র নজরুল ইসলাম সওদাগর জানান আমাদের একটি পিকনিকে গান গেয়েছিলো শিলা সরোয়ার আর সেই গানে কিছুটা নেচেছিলো চেয়ারম্যান সিদ্দিক। সেই গানটি বিকৃত করে রোববার সকালে ফেসবুকে ছাড়ে সাংবাদিক রনি। এরপর শিলা সরোয়ার সাংবাদিক রনি উপজেলায় দেখতে পেয়ে আমার কাছে আনার জন্য টানা হেচরা করে। এসময় তার ড্রাইভার ও বডিগার্ডও টানা হেচরা করে। এতে সাংবাদিক রনির হাত ও পায়ের কিছু জায়গা ছিলে যায়। এর চেয়ে বেশি কিছু হয়নি।

এসব বিষযে বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন আমরা এবিষয়ে কোনো অভিযোগ পায়নি। শুধু মাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

মেলান্দহ বেতমারী হাইওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মেলান্দহ বেতমারী হাইওয়ে  সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদকঃ 

জামালপুর মেলান্দহ উপজেলায় বেতমারিতে ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত।

রবিবার ০৯ এপ্রিল  সকাল আনুমানিক ৭.৩০ মিনিটের দিকে মেলান্দহ বেতমারী ঈদগাহ মাঠ সংলগ্ন হাইওয়ে সড়কে  এ ঘটনা ঘটে। 

মেলান্দহর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন ও স্থানীয়রা বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে একটি (ঢাকা মেট্রো ঠ-১১-২৯৯৪ ) নং পিকআপ ০২ যাত্রী ও ০১ জন চালক জামালপুর শহরের দিকে যাচ্ছিল। ভোরের দিকে মেলান্দহে বেতমারী ঈদগাহ মাঠের কাছে সড়কে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নং (ঢাকা মেট্রো  ট-১৩-৬২৯৬) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পিকআপ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপে থাকা ০২ যাত্রী ০১চালক মোট ০৩জন নিহত হন।নিহতারা হলেন জামালপুর শহরের বিয়ারা পলাশ ঘর এলাকার আবুল করিমের ছেলে শাহ্ আলম (৩৫), কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার নারিকেল বাড়ি এলাকার চঞ্চল বর্মণ (২৭) ও গাড়ি চালক জামালপুর সদর উপজেলার শ্রীপুর এলাকার কাজল মিয়া (৩৫)। তাঁর সবাই বেসরকারি গ্রামীণফোন কোম্পানিতে কর্মরত ছিলেন।

পুলিশ পিকআপ ও ট্রাকটি আটক করেছেন।   

মেলান্দহ থানার ওসি আরো জানান মরদেহগুলো হাসপাতালের  মোর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

রাজশাহী'র মান্দা উপজেলায় প্রসুতি ও নবজাতকের অপমৃত্যু, ক্ষুদ্ধ জনতাঃ

রাজশাহী'র মান্দা উপজেলায় প্রসুতি ও নবজাতকের অপমৃত্যু, ক্ষুদ্ধ জনতাঃ

এম, শামসুল আলম,
 রাজশাহী জেলা প্রতিনিধিঃ 

রাজশাহী জেলাধীন মান্দা উপজেলায় (তানোর উপজেলার শেষ প্রান্তে) সীমান্তবর্তী চৌবাড়িয়া বাজারে অবস্থিত "ফারিয়া ক্লিনিক এণ্ড মেডিকেল" নামক একটি বেসরকারী ক্লিনিকে ভুল অপারেশনে প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

ক্লিনিক কর্তৃপক্ষ প্রসূতির ভুল অপারেশন করার বিষয়টি বুঝতে পেরে রোগীর স্বজনদের দ্রুত প্রসূতিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে দিয়ে ভর্তি করার জন্য পরামর্শ দিয়ে ক্লিনিক হতে পাঠিয়ে দেয়া হয়।

কিন্তু প্রসূতিকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে রাস্তার মাঝেই পেটে থাকা নবজাতক সহ প্রসূতির মৃত্যু হয়।

এঘটনায় রোগীর স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। উঠেছে ক্লিনিক মালিক ফারুক হোসেনের বিরুদ্ধে কঠোর শাস্তির দ্বাবীর পাশাপাশী ক্লিনিকটি সীল গালা করে দেওয়ার।

জানা গেছে; মান্দা উপজেলার ভারশোঁ ইউপির চৌবাড়িয়া ডাঙ্গাপাড়া গ্রামের জনৈক ব্যক্তির মেয়ের প্রসব ব্যথা উঠলে দ্রুত নেয়া হয় চৌবাড়িয়া ফারিয়া ক্লিনিক এণ্ড মেডিকেলে। সেখানে ডাক্তার দ্রুত অপারেশনের জন্য প্রসূতিকে ওটিতে নিয়ে যায়। প্রায় ঘন্টা খানিক সময় পরে ওটি থেকে ডাক্তার বেরিয়ে এসে রোগীর স্বজনদেরকে বলেন; রোগীর বড় সমস্যা, এখানে সিজার করা যাবেনা, তাড়াতাড়ি রাজশাহী মেডিকেলে নিতে হবে রোগীকে। এমনকি রোগীর স্বজনদের চেয়ে ডাক্তাররাই তাড়াহুড়ো করে রোগীকে এ্যাম্বুলেন্স (মাইক্রবাস) করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন বলে অভিযোগ প্রসূতির স্বজনদের। তবে ফারিয়া ক্লিনিকের মালিক ফারুক হোসেনের দাবি; ভুল অপারেশন না, রক্ত কম হওয়ায় ও প্রসূতি দুর্বলের জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এবিষয়ে চৌবাড়িয়া বাজারের একাধিকজনের কাছে জানতে চাইলে তারা বলেন; শরিফুল ও রমজান আলী)

চৌবাড়িয়া বাজারে অবস্থিত এই ফারিয়া ক্লিনিক এণ্ড মেডিকেলে মাঝে মধ্যেই শোনা যায় প্রসুতির সিজারিয়ান অপারেশন করতে গিয়ে ভুল করছেন ডাক্তার, এতে মারাও গেছে অনেক রোগী।

আবার ক্লিনিক কৃর্তপক্ষরাই রোগীকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে পাঠিয়ে দেন।

তবে এতে করে রোগী মারা গেলে নাম হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের।

এসকল অপকর্ম লুকিয়ে করতেই এসব ক্লিনিক গড়ে তোলেন প্রভাবশালী বৃত্তবানরা। এসব ক্লিনিক মালিকের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া দরকার।

এরিপোর্ট লিখা পর্যন্ত বর্তমানে লাশ পোষ্টমর্টেম করার জন্য রাজশাহী মর্গে পাঠানো হয়েছে।

এঘটনায় তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান; এই ঘটনাটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ঘটেছে, বিষয়টি মান্দা থানায় হওয়ায়- মান্দা থানা পুলিশ দেখবেন। বিষয়টি নিয়ে মান্দা থানায় যোগাযোগ করা হলে- সংশ্লিষ্ট দপ্তরের কারো কোনো সাড়া পাওয়া যায়নি।।

Friday, 7 April 2023

সানন্দবাড়িতে যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সানন্দবাড়িতে যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মোঃ শরিফ মিয়া জামালপুর জেলা 

পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পশ্চিম পাড়া গ্রামের ছাত্র- যুব সমাজের পক্ষ থেকে ইফতার, কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার  (৭ এপ্রিল ) উপজেলার সানন্দবাড়ী পশ্চিম পাড়া শাহী জামে মসজিদে এ অনুষ্ঠান হয়।

ইফতারের আগে হামদ, নাত, কোরআন তেলাওয়াত ও মিলাদ অনুষ্ঠিত হয়। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন।  মোনাজাতে আল্লাহর রহমত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ সদস্য জনাব মোঃ রফিকুল ইসলাম, শাহী জামে মসজিদের সভাপতি শিক্ষক মোজাম্মেল হক, সহ-সভাপতি, শিক্ষক আবুল কাশেম,শিক্ষক মাজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন, শহিদুর রহমান, সাজেদুল ইসলাম, হজরত আলী, আব্দুর রাজ্জাক প্রমূখ। 

অনুষ্ঠান আয়োজক কমিটির  আয়োজনে,আবিদ হাসান, শফি আলম,মারুফ হাসান, বিশা আলম, আব্দুল কাদের,সোহানুর রহমান, আতিকুর রহমান আতিকসহ এলাকায় দুইশতাধিক মুসল্লি অংশ নেন।

সানন্দবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

সানন্দবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

মোঃ ফরহাদ রেজা স্টাফ রিপোর্টারঃ

পবিত্র মাহে রমাজান উপলক্ষে সানন্দবাড়ী প্রেসক্লাব এর  উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ রমজান ৭ এপ্রিল শুক্রবার সানন্দবাড়ি প্রেসক্লাব কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সানন্দবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রশীদুল আলম শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানন্দবাড়ী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম আকন্দ। আলোচনা সভা  ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক সাহিত্যিক ও গবেষক আলহাজ্ব এম এ বারী আকন্দ। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম আকন্দ, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলী মোল্লা, 

চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সানন্দবাড়ি  বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রেজাউল করিম লাভলু, সানন্দবাড়ী পিআইসির পুলিশ পরিদর্শক মোঃ আব্দুর রহিম, সানন্দবাড়ি বহুমুখী উচ্চবিদ্যালয় এর সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব আজিজুর রহমান, ডি এস বি আব্দুর রাকিব খান। বক্তব্য রাখেন সিনিয়র প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম সহ প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ। 

বক্তব্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও অপ-সাংবাদিকতা প্রতিরোধ করার আহবান জানান।