Tuesday, 29 August 2023

জামালপুরে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি

জামালপুরে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি

জামালপুর প্রতিনিধিঃ

সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে  ব্র্যাক অধিকার এখানে, এখনই প্রকল্পের দশটি জেলায়  যুবদের যৌন ও প্রজনন অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে ,রাইট হিয়ার রাইট নাও প্রকল্প।

প্রারম্ভিক জরিপের ভিত্তিতে তরুণ- শিক্ষার্থীদের  যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি বেসরকারি কর্মকর্তা, শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক ও কমিউনিটির সদস্যদের যার যার অবস্থান থেকে সক্রিয় ও উদ্যোগী ভূমিকা পালন করা । কৈশোর বান্ধব যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরী এবং শিক্ষা প্রতিষ্ঠানে এ বিষয় একটি সহায়ক পরিবেশ সৃষ্টি করে।

মঙ্গলবার   দুপুরে   ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের উদ্যোগে শহরের পৌরসভার ইজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয়ের হলরুমে সভার আয়োজন করা হয়।ইজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক  মোঃ আনিছুজ্জামানের  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাহীনুর রহমান ।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন ও দৈনিক আমার সংবাদ এর জামালপুর প্রতিনিধি মোঃ বিপুল মিয়া। 

অনুষ্ঠানের সহযোগীতা করেন ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের-২ এর ডিওয়াইএম কাকলী  আক্তার । অনুষ্ঠানে সঞ্চালয়না করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঃ মমিন।এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি সেলফ অফিসার মোঃ আলমগীর মিয়া, শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীবৃন্দ।

ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি শিক্ষার্থীদের বিভিন্ন খেলাধোলা ও পক্ষ - বিপক্ষে মাঝে প্রতিযোগিতা আয়োজন করা হয়

প্রতিষ্ঠানের সেবা গ্রহনের জন্য উৎসাহ প্রদান করা হয়।   বিজ্ঞাপন, পর্নো পত্রিকা, ইন্টারনেট, টিভি ইত্যাদির এরিড়ে চলার জন্য বলা হয়।  

Monday, 28 August 2023

বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র কমিটির আলোচনা সভা ও দোয়া মাহফিল।

বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র কমিটির আলোচনা সভা ও দোয়া মাহফিল।

তারিকুল ইসলাম 
মাদারগঞ্জ প্রতিনিধি 

শোকাবহ আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে জামালপুরের মাদারগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  সোমবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিচালনা কমিটি আয়োজিত  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

কেন্দ্র কমিটির আহবায়ক অধ্যক্ষ মোঃ গোলাম রব্বানী'র সভাপতিত্বে ও সদস্য সচিব রায়হান রহমতুল্ল্যাহ রিমু'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথির বক্তব্য জামালপুর জেলা আওয়ামীলীগের সদস্য জননেতা মির্জা গোলাম কিবরিয়া কবির, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অরুন কুমার সাহা ও আতাউর রহমান আবু তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাদল ও শফিউল আলম, তথ্য সম্পাদক জাহিদুর রহমান, প্রচার সম্পাদক আতিকুর রহমান, যুব ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মীর জান্নাতুল ইসলাম ও মাসুদুর রহমান, সহ দপ্তর সম্পাদক কামরুল হাসান, সদস্য রাজন কুমার সাহা, শহর আওয়ামী লীগের সভাপতি শওকত আলী প্রমূখ।  এ সময় উপজেলা,শহর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।  পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

Sunday, 27 August 2023

জ্বালাও পোড়াও রাজনীতি করলে আওয়ামী লীগ ক্ষমা করবেনা- হোসনে আরা এমপি

জ্বালাও পোড়াও রাজনীতি করলে আওয়ামী লীগ ক্ষমা করবেনা- হোসনে আরা এমপি

হাসর আলী,  

জামালপুরঃ জামালপুর ও শেরপুর সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা বলেছেন বিএনপি-জামায়াত নির্বাচনে আসবে বলে তত্বাবধায়ক সরকার চাচ্ছে কিন্তু তত্বাবধায়ক সরকার আর আসবে না।  

বিএনপি-জামায়াত আবার জ্বালাও পোড়াও রাজনীতি করলে আওয়ামী লীগ ক্ষমা করবে না।  

আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে বলেই ; দেশে উন্নয়নের জোয়ার বইছে। মানুষ এখন শান্তিতে বসবাস করছে।

রবিবার (২৬আগষ্ট) বিকালে ইসলামপুর শহরের পোদ্দারপাড়া এমপি হোসনে আরার নিজ বাসভবনের সামনে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ডেঙ্গু প্রতিরোধে হতদরিদ্র মানুষের মাঝে মশারি ও খাদ্য (খিচুরী) বিতরণ বিতরণ অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সরকার গৃহহীন মানুষকে বিনামূল্যে ঘর নির্মাণ ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ-টিন বিতরণসহ সরকার সবসময় দেশের মানুষের দূর্ভোগ-দুর্যোগ লাঘবে কাজ করে যাচ্ছে । তাই সরকারের এই উন্নয়ন ধারাকে অব্যাহক রাখতে আগামী সংসদ নিবাচনে সবাইকে নৌকার পক্ষে কাজ করারও আহবান  জানান এমপি। 

পরে তিনি  ২হাজার ৫০০শত  হতদরিদ্র মানুষের মাঝে মশারি বিতরণ করেন।

মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বিএনপি খুন,হত্যা অগ্নি সন্ত্রাস করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে মির্জা আজম।

মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি  বিএনপি খুন,হত্যা অগ্নি সন্ত্রাস করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে মির্জা আজম।

তারিকুল ইসলাম মাদারগঞ্জ। 

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন মুক্তিযোদ্ধের বিরোধী শক্তি  বিএনপি খুন,হত্যা অগ্নি সন্ত্রাস করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে  । তাদের সে স্বপ্ন কোনদিন পুরন হবে না।  জনগণ উন্নয়নে বিশ্বাসী পদ্মা সেতুসহ বড় বড় মেগা প্রকল্পের কাজ করে শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে এগিয়ে যাচ্ছে। 

আর বঙ্গবন্ধু বাঙ্গালী'র অধিকার আদায়ের জন্য নিজে ফাঁসী'র কাস্টরিতে যাওয়ার জন্যও প্রস্তুুত থাকতেন। তবুও তিনি এই বাংলাদেশের মানুষের খাদ্য,বস্ত্র,বাসস্থান,চিকিৎসা নিশ্চিত করার জন্য এবং এ দেশকে সোনার বাংলায় পরিণত করার জন্য কাজ করে যাচ্ছিলেন।  

১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ অন্যান্য সদস্যদের নির্মমভাবে হত্যা করলো একাত্তরের পরাজিত শক্তি ওই জিয়াউর রহমান, খন্দকার মোস্তাকরা। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত শোকাবহ আগস্টের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম এমপি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলালের সঞ্চালনায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমীন চাঁন,  সদস্য মির্জা গোলাম কিবরিয়া কবির, সাইদুল হক , সাবেক সদস্য গোলাম রব্বানী,উপজেলার সহ সভাপতি অরুন কুমার সাহা, শহরের সভাপতি শওকত আলী সহ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি/সম্পাদক সহ উপজেলার সহযোগী সংগঠণের নেতৃবৃন্দ। 

এ সময় জেলা,উপজেলা,শহর,ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতৃবৃ উপস্থিত ছিলেন।  পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

মাদারগঞ্জ উপজেলা তাঁতীলীগের উদ্যোগে শোকাবহ আগস্ট উপলক্ষে আলোচনা সভা

মাদারগঞ্জ উপজেলা তাঁতীলীগের উদ্যোগে শোকাবহ আগস্ট উপলক্ষে আলোচনা সভা

তারিকুল ইসলাম 
মাদারগঞ্জ (জামালপুর)  প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে  উপজেলা তাঁতীলীগের উদ্যোগে শোকাবহ আগস্ট উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  ২৬ আগস্ট ২০২৩ খ্রিঃ (শনিবার) সকাল ১০ টায় বালিজুড়ী বাজারস্থ দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।  সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল করিম ফজলু'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান  আলহাজ্ব মোঃ ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং তাঁতীলীগের  সমন্বকারী মোঃ আনোয়ারুল হাসান উজ্জল। এ সময় উপজেলা,শহর ও ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা শেষে  বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার  মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নারী সংসদ সদস্য হোসনে আরাকে লাঞ্ছিত : বিচার দাবিতে নারীদের বিক্ষোভ মিছিল

নারী সংসদ সদস্য হোসনে আরাকে লাঞ্ছিত : বিচার দাবিতে নারীদের বিক্ষোভ মিছিল

হাসর আলী ইসলামপুর(জামালপুর)প্রতিনিধিঃ

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপির উপস্থিতিতে এক আলোচনা সভায় জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরাকে লাঞ্ছিত করার অভিযোগে বিচার দাবিতে স্থানীয় নারীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

শনিবার(২৬আগষ্ট)দুপুরে ইসলামপুর উপজেলায় সংসদ সদস্য হোসনে আরার অনুসারীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। 

ইসলামপুর পৌর শহরের রেলগেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে শেষ হয়। 

পরে মানববন্ধন পালন করেন বিক্ষোব্ধ নারীরা।

এতে ইসলামপুর পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সিনারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আকলিমা বেগম,হাবিবা খাতুন,বানেছা বেগম,নাজমা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, এমপি হোসনে আরার সঙ্গে যে আচরণ করা হয়েছে,সেটা বাস্তবিক পক্ষেই দলের জন্য ক্ষতিকর। একজন নারী এমপিকে জনসম্মুখে লাঞ্ছিত করা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের কাজ নয়। 

এ ঘটনায় আমরা লজ্জিত। এমপিকে লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের দাবি করেন তাঁরা।

এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম জাফর ইকবাল জাফু উপস্থিত নারীদেরকে সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারের আশ্বাস দেন। 

পরে নারীরা যার যার বাড়ি ফিরে যান।

উল্লেখ্য, গত ১৭ আগষ্ট রাত সাড়ে ৮টার দিকে

জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কর্যালয়ে '১৭ আগষ্ট নৃশংস বর্বরোচিত সিরিজ বোমা হামলা দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি।

এমপি হোসনে আরা অভিযোগ করেন, সভায় চলাকালে তাঁকে উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষক নেতা আনোয়ারুল ইসলাম অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে তাঁকে থাপ্পড় মারে নেতা আনোয়ারুল। 

পরে এমপি হোসনে আরা সভা ত্যাগ করেন। অভিযুক্ত আনোয়ারুল ইসলাম জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ও ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের অনুসারী। তবে ঘটনার পর থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন অভিযুক্ত আনোয়ারুল ইসলাম।

এ বিষয়ে এমপি হোসনে আরা বলেন, 'আমি ঢাকায় আছি। দলীয় কার্যালয়ে ধর্ম প্রতিমন্ত্রী উপস্থিতে আমাকে লাঞ্ছিত করার ঘটনার বিচার দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল করা হয়েছে কি না, সেটা খুব একটা জানি না আমি। তবে লোকমুখে শোনেছি,নারীরা আমাকে অপমান করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। এটাকে আমি সমর্থন দিই না। আগে জানতে পারলে, সেটা বন্ধ করে দিতাম।

কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ভুক্তভোগী এমপি হোসনে আরা আরও বলেন,আমার গায়ে হাত তোলা মানে জাতীয় সংসদের সব সদস্যের গায়ে হাত তোলার শামিল। 

ধর্ম প্রতিমন্ত্রীর সামনে এমন ঘটনা ঘটবে,সেটা কখনোই আশা করিনি।দেখি দল কী সিদ্ধান্ত নেয়।

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ সাংবাদিকদের বলেছেন, 'সংরক্ষিত আসনের এমপি হোসনে আরাকে লাঞ্ছিত হওয়ার উত্থাপিত অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা তদন্ত কাজ শুরু করেছে। তদন্ত শেষ গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

জামালপুরে ব্র্যাকের উদ্যোগে জাতীয় শোক দিবস স্মরণে নারীদের মাঝে সরঞ্জাম বিতরণ

জামালপুরে ব্র্যাকের উদ্যোগে জাতীয় শোক দিবস স্মরণে নারীদের মাঝে সরঞ্জাম বিতরণ

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরে ব্র্যাকের উদ্যোগে জাতীয় শোক দিবস স্মরণে  প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে দোকান সাজসজ্জার সরঞ্জাম বিতরণ  করা হয়।

গতকাল রোববার  দুপুর কেন্দুয়া ইউনিয়ন পরিষদের হল রুমে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসুচি নকশি প্রকল্পের বাস্তবায়নে এই অনুষ্ঠানের আয়োজন  করা হয় ।

আলোচনা সভায় কেন্দুয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মোতালেবের স়ভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন,এইচএসবিসি বাংলাদেশ সিইও মোঃ মাহবুর উর রহমান। ব্র্যাক ডেপুটি ম্যানেজার মোঃ সোহাগ এর সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, এইচএসবিসি বাংলাদেশ  হেড অফ কর্পোরেট সার্ভিস এর আব্দুল্লাহ আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়কারী (অতিঃ) ফারহানা মিলকি

ব্র্যাকের জেলা ব্যবস্থাপক রোজী বেগম,এলাকা ব্যবস্থাপক হাসিনা আক্তার, ব্র্যাক কর্মসূচির সংগঠক আফসানা আক্তার।

আলোচনা সভার ১০০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে দোকান সাজসজ্জার সরঞ্জাম বিতরণ  করা হয়।

দেওয়ানগঞ্জে সাবেক পৌর মেয়র শাহ্ নেওয়াজ (শাহেনশা ) মৃত্যু নিয়ে সন্ধের ঝড়

দেওয়ানগঞ্জে সাবেক পৌর মেয়র শাহ্ নেওয়াজ (শাহেনশা ) মৃত্যু নিয়ে সন্ধের ঝড়

শরিফ মিয়া  দেওয়ানগঞ্জ জামালপুর। 

জামালপুরের দেওয়ানগঞ্জে সাবেক পৌর মেয়র শাহ্ নেওয়াজ (শাহেনশা ) মৃত্যুবরণ করেছে। সে দেওয়ানগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড চরভুব সুর  ঠুটাপাড়া এলাকার বাসিন্দা।

 আজ শনিবার (২৬ আগস্ট) সকালে তার মৃত্যু  দেহ আত্মীয়-স্বজন দেখতে পায়। সন্দেহ হলে দেওয়ানগঞ্জ মডেল থানায় সংবাদ দিলে পুলিশ ফোর এসে লাস উদ্ধার করে থানায় নেওয়া হয়।

এলাকা সূত্রে জানা যায়, তার দামপত্র জীবনে ২ স্ত্রী, ২ সন্তান। বড় স্ত্রীর নাম কাকলি বেগম তার ১ ছেলে , ছোট স্ত্রীর নাম শিলা আক্তার তার ১ ছেলে ।

জানতে চাইলে মৃত্যু ব্যক্তির  স্বজন তার মামা গোলাম মোস্তফা আবু, বড় স্ত্রী কাকলি বেগম ও বন্ধু   হাবিবুল ইসলাম মেরাজ জানান, আমাদের সন্দেহ হওয়াতে দেওয়ানগঞ্জ মডেল থানায় অভিযোগ জানাই। 

এ বিষয়ে জানতে চাইলে দেওয়ানগঞ্জ মডেল থানার  এস আই  হারুনুর রশিদ জানান, সকালে আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। পরে লাশ  উদ্ধার করে থানায় আনা হয়। ময়নাতদন্তের জন্য  জামালপুর মর্গে  পাঠানো হয়েছে । রিপোর্ট অনুসারে ব্যবস্থা নেয়া হবে।

Thursday, 24 August 2023

সাংবাদিক এম এ কাশেম এর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

সাংবাদিক এম এ কাশেম এর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি

মডেল প্রেসক্লাব-জামালপুরের সহ-সভাপতি ও স্থানীয়  দৈনিক আজকের জামালপুর পত্রিকার স্টাফ রিপোর্টার এম এ কাশেম এর আশু রোগ মুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মডেল প্রেসক্লাবের  আয়োজনে জামালপুর পৌরসভাস্থ কড়ইতলা ( তমালতলা)'য় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান চৌধুরীর সঞ্চালনায়   অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,  ক্লাবের কার্যকরি সভাপতি ফরিদুল ইসলাম,  সহ-সভাপতি সুজাউদ্দৌলা সুজন,  যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জলিল আকন্দ শশী, কোষাধ্যক্ষ গাজী বেলাল, প্রচার সম্পাদক এম কাওছার সৌরভ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক লিটন আহমেদ, হাতেম আলী খাদেম, মাজেদুল ও শাকিল প্রমূখ।

অনুষ্ঠানে এম এ  কাশেম এর রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পাবইতে মরহুম আবু বকর সিদ্দিক এর ৩৪তম মৃত্যু বার্ষিকী অনৃষ্ঠিত

পাবইতে মরহুম আবু বকর সিদ্দিক এর ৩৪তম মৃত্যু বার্ষিকী অনৃষ্ঠিত

স্টাফ রিপোর্টার 

জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের পাবই গ্রামের মরহুম আবুবকর সিদ্দিকির ৩৪তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পাবই গ্রামে মরহুমের নিজ বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ব্যাপারে মরহুমের মেঝো ছেলে পুলিশ সুপার ইমামুর রমীদ রতন বলেন, আমার বাবা মরহুম আবু বকর সিদ্দিকির আত্মার মাগফেরাত কামনায় প্রতি বছরের এই দিনে আত্মীয় স্বজন,গরীব অসহায় ও ইউনিয় বাসীদের নিয়ে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করে থাকি আমরা তার পরিবারবর্গ।  এর ধারাবাহিকতায় এবার একটু বড় পরিসরে অনুষ্ঠানের আয়োজন হাতে নেই। তিনি  পিতার আত্মার মাগফেরাত কামনাসহ তাঁর  মাতা ফজিলাতুন্নেছার দীর্ঘ হায়াত এবং সুস্থতা কামনায়  দোয়া  চেয়েছন সকলের। অনুষ্ঠানে মরহুমের বড় ছেলে শিল্পপতি মামনুর রশীদ,তিতপল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিীদ,ছোট ছেলে শিল্পতি মাহবুবুর রশিদসহ মরহুমের কণ্যারা উপস্থিত ছিলেন।

দেওয়ানগঞ্জের সানন্দবাড়িতে বিট পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জের সানন্দবাড়িতে বিট পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ ফরহাদ রেজা স্টাফ রিপোর্টারঃ

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, অশ্লীলতা, সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জনসচেতনতা মূলক বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সানন্দবাড়ী ডিগ্রি কলেজ  অডিটোরিয়ামে বৃহস্পতিবার (২৪আগস্ট) বিকালে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান  অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা পুলিশ সুপার (বিপিএম) মো. কামরুজ্জামান। তিনি মাদক,জুয়া,ইভটিজিং,নারী নির্যাতন,বাল্যবিবাহ ও অশ্লীলতা সন্ত্রাস এবং জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্র ধর এর  সভাপতিত্বে ও সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিমের সঞ্চালনায়  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ  সার্কেল সুমন কান্তি চৌধুরী, সানন্দবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ সিরাজুল ইসলাম, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া,  চরআমখাওয়া ইউনিয়ন মুক্তি যোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সামছুল হক মাস্টার,  

ডাংধরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আজিজুর রহমান।

বিট পুলিশিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম আকন্দ, ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর আর্মি, 

সানন্দবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক চেয়ারম্যান শেখ নাজিম উদ্দীন, প্রমূখ বক্তব্য রাখেন।

Wednesday, 16 August 2023

মেষ্টার চান্দের হাওড়া এলাকার রাস্তা নয়, যেন মরণ ফাঁদ! চরম দুর্ভোগে এলাকাবাসী

মেষ্টার চান্দের হাওড়া এলাকার রাস্তা নয়, যেন মরণ ফাঁদ! চরম দুর্ভোগে এলাকাবাসী

বিপুল মিয়াঃ

জামালপুর সদর উপজেলার ১৩নং মেষ্টা ইউনিয়নের চান্দের হাওড়া এলাকার রাস্তাটি এখন জনসাধারণের জন্য নয়, যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। রাস্তাটি সংস্কার না হওয়ায় প্রতিদিন দুর্ঘটনায় পড়ছে পথচারী ও সাধারণ যানবাহন। এ রাস্তা দিয়ে যান চলাচল করা তো দূরের কথা। পায়ে হেঁটে যাওয়াও কষ্টসাধ্য। তবুও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজার হাজার মানুষ। এ রাস্তা সংস্কার না হওয়ায় পণ্য পরিবহনেও পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। এলাকাবাসীর দাবির মুখে জনপ্রতিনিধিদের বারবার প্রতিশ্রম্নতি পাওয়ার পরও দীর্ঘদিন উন্নয়নের ছোঁয়া লাগেনি এই রাস্তাটিতে। বর্ষার পানিতে ডুবে থাকায় রাস্তায় বিশাল—বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। যার জন্য ঘটতে পারে যে কোন সময় বড় দুর্ঘটনা। প্রতিদিন গর্তের মধ্যে আটকা পড়ছে, এর ফলে দেখা দিয়েছে জনসাধারণের ভোগান্তি। কখনো যাত্রীবাহী গাড়ি উল্টে ঘটছে দুর্ঘটনা, যাত্রীরা ভয়ে গাড়ী থেকে নেমে হেটে যাচ্ছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটির কাজ না হওয়ায় বর্তমানে স্থানে—স্থানে ভেঙে এত বেশি পরিমাণ গর্ত সৃষ্টি হয়েছে যে, গাড়ি চলাচল করতে নানা ধরণের অসুবিধা সৃষ্টি হচ্ছে। এছাড়া বিভিন্ন স্কুল—কলেজ ও মাদরাসার শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষকে উপজেলা ও জেলা সদরের সাথে যোগাযোগ করতে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এ রাস্তা দিয়ে বিশেষ করে গর্ভবতী নারী, অসুস্থ ও বয়স্ক লোকজনের যাতায়াত অধিক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

চান্দের হাওড়া এলাকার জন সাধারণরা বলেন, দেশ ডিজিটাল হয়েছে কিন্তু আমাদের এ রাস্তা এখনো ডিজিটাল হয় নাই। দ্রুত সময়ের মধ্যে জহুরুলের মোড থেকে চান্দের হাওড়া বাজার পর্যন্ত এ রাস্তাটি সংস্কার চাই।

ইসলামপুরে মহিলা এমপি উদ্যেগে জাতীয় শোক দিবসে কাঙ্গালি ভোজ

ইসলামপুরে মহিলা এমপি উদ্যেগে জাতীয় শোক দিবসে কাঙ্গালি ভোজ

হাশর আলীঃ

হাসর আলী ইসলামপুর প্রতিনিধিঃ জামালপুরে ইসলামপুরে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানসহ তার পরিবারের সকল সদস্যদের হত্যার প্রতিবাদ ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কাঙ্গালি ভোজ ও আলোচনা সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসন থেকে আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী চার প্রার্থী। 

জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা  জিয়াউল হক জিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তিন বারের মেয়র আব্দুল কাদের সেখ, জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহিনুজ্জামান এক মঞ্চে বক্তব্য রাখেন। 

এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম জামাল আব্দুন নাছের বাবুল উপস্থিত ছিলেন। 

জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা'র উদ্যোগে বুধবার(১৬আগস্ট) পৌর সভা মাঠ প্রঙ্গনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় 

উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভা বক্তব্য রাখেন, জামালপুর-শেরপুর সংরক্ষিত নারী আসনের এমপি হোসনে আরা,

উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়র আব্দুল কাদের সেখ, জেলা আওয়ামী লীগের সদস্যে এসএম শাহিনুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানটি শেষে বক্তব্য বলেন,আমরা তিনজন এক হয়ে এক সাথে কাজ করবো।

পরে ১৫ আগস্টে সাহাদত বরণকারী বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান ও তাঁর পরিবারের সদ্যদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ওবারক বিতরণ করা হয়। 

মডেল প্রেসক্লাব,জামালপুরের উদ্যোগে বর্নাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

মডেল প্রেসক্লাব,জামালপুরের উদ্যোগে বর্নাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

স্টাফ রিপোর্টারঃ

মডেল প্রেসক্লাব,জামালপুরের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জামালপুর পৌরসভাস্থ কড়ইতলা ( তমালতলা)'য় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত বিভিন্ন কর্মসূচীর মধ্যে জাতীয় পতাকা উত্তোলন,কালো ব্যচ ধারন,বিশেষ দোয়া মাহফিল, আলোচনা ও রান্না করা খাবার বিতরণ। মডেল প্রেসক্লাব,জামালপুরের সভাপতি মুস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক  অধ্যাপক সুরুজ্জামান,যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক  নাঈম রহমান ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভির আহমেদ।  অনুষ্ঠানে  মডেল প্রেসক্লাবের কার্যকরি সভাপতি ফরিদুল ইসলাম, সহ-সভাপতি এম এ কাশেম, সুজাউদ্দৌলা সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জলিল আকন্দ শশী।

Tuesday, 15 August 2023

ইসলামপুরে জাতীয় শোক দিবস পালন

ইসলামপুরে জাতীয় শোক দিবস পালন

শরিফ মিয়া 
জামালপুরপ্রতিনিধি:

১৫ আগস্ট জাতীয় শোক দিবস।স্বাধীনতার স্থপতি,মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক,জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। 

মঙ্গলবার(১৫আগস্ট)ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে উপজেলা প্রশাসন আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালন করেছে। দিবসটিতে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ,দোয়া-মিলাদ মাহফিল, র‍্যালী ও আলোচনা সভায় 

সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধুরী চার্লেস। 

বক্তব্য রাখেন, জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.আব্দুস সালাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জামালপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মুজিবুর রহমান শাহজাহান, জামালপুর জেলা আওয়ামীলীগের সদস্য শাহিনুজ্জামান শাহিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হকসহ আরো অনেক।

দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে গ্রামীন ব্যাংকের উদ্যোগে সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

দেওয়ানগঞ্জের  সানন্দবাড়ীতে গ্রামীন ব্যাংকের উদ্যোগে সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

মোঃ ফরহাদ রেজা 
স্টাফ রিপোর্টারঃ

দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়িতে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে ১৫ আগস্ট উপলক্ষে সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নোবেল পুরষ্কার বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে  গ্রামীণ ব্যাংক চরআমখাওয়া দেওয়ানগঞ্জ  শাখার সদস্যদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

“গাছে গাছে ভরবো দেশ, সবুজ ছায়ার পরিবেশ” এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে উপজেলার গ্রামীণ ব্যাংক চরআমখাওয়া দেওয়ানগঞ্জ শাখার  ৪ হাজার ৬শত ৭জন সদস্যের মাঝে গাছের চারা বিতরণ কার্যক্রম করেন বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথিঃ চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া। 

গ্রামীণ ব্যাংকের উদ্যোগে দেশব্যাপী ২০ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর ধারাবাহিকতায় অক্টোবর পর্যন্ত গ্রামীণ ব্যাংক চরআমখাওয়া দেওয়ানগঞ্জ  শাখার আওতায় পর্যায়ক্রম ১১  হাজার ৭শত ৫০টি গাছের চারা রোপন করা হবে। 

গ্রামীণ ব্যাংক চরআমখাওয়া দেওয়ানগঞ্জ  শাখার ব্যবস্থাপক জনাব সিরাজুল ইসলামের  সভাপতিত্বে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব জিয়াউল ইসলাম জিয়া।

চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম, (ডিএসবি) আব্দুর রাকিব খান, মাওলানা খলিলুর রহমান, মাওলানা মাহবুব শাহ জিহাদী,  সাংবাদিক রশিদুল আলম শিকদার, সাংবাদিক মোস্তাইন বিল্লাহ সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

এসময় প্রধান অতিথি জিয়াউল ইসলাম জিয়া  উপস্থিত ৫ শতাধিক সদস্যের হাতে পাঁচটি করে গাছের চারা তুলে দেন এবং সকল সদস্য সহ উপস্থিত সকলকে বেশি বেশি করে গাছে চারা লাগানোর আহবান জানান।

Monday, 14 August 2023

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের বিষেশ বর্ধিত সভা

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে   আওয়ামী লীগের বিষেশ বর্ধিত সভা

মোঃ ছামিউল ইসলাম, জামালপুর প্রতিনিধিঃ

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মেলান্দহ উপজেলা ঝাউগড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ১৩ আগস্ট) উপজেলার ঝাউগড়া ইউনিয়নের আওয়ামী লীগের কেন্দ্রীয়  কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

ঝাউগড়া ইউনিয়ন  আওয়ামী লীগের সভাপতি খাইরুল ইসলাম রুসুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আফসারী সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেলান্দহ থানা আওয়ামী লীগের সহ সভাপতি হাসানুজ্জামান মন্টু। 

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও ঝাউগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আন্জুমনোয়ারা হেনা চৌধুরী । 

এসময় উপস্থিত ছিলেন,  আওয়ামীলীগের সকল অংঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের   নেতৃবৃন্দ।

জামালপুরে ব্র্যাকের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত

জামালপুরে ব্র্যাকের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত

বিপুল মিয়া,জামালপুরঃ

জামালপুরে ব্র্যাকের উদ্যোগে আন্তর্জাতিক  যুব দিবস পালিত হয়েছে।

সোমবার সকালে  আশেক মাহমুদ কলেজে অডিটোরিয়াম আলোচনা সভা, র ্যালী ও কবিতা আবৃত্তি ,নাটক, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাকের ছনকান্দা  ইয়ুথ গ্রুপের সমন্বয়কারী অলি  ইসলাম ফাহিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য  দেন, সরকারি আশেক মাহমুদ কলেজের  উপাধ্যক্ষ খেলনা রাণী দেব।

সরকারি আশেক মাহমুদ কলেজের ইয়ুথ সমন্বয়কারী জিল্লুর রহমান শান্তর সঞ্চালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাকের আহমেদ,যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ-পরিচালক( ভারপ্রাপ্ত)সাইফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ  পরিচালক রাজু আহম্মেদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিনিধি এএসআই  সানজিদ,

দৈনিক আমার সংবাদ এর জামালপুর জেলা প্রতিনিধি মোঃ বিপুল মিয়া ।

বিভিন্ন দিকনির্দেশনা মূলক  বক্তব্য দেন  ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের-২ এর এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক জামালপুর জেলা ব্যবস্থাপক হাফিজা খানম, ব্র্যাক জামালপুর ডেপুটি ম্যানেজার সেলিম রেজা।

অনুষ্ঠানের সহযোগীতা করেন ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের-২ এর ডিওয়াইএম কাকলী  আক্তার ।

সমন্বিত যৌন ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা এবং কৈশর বান্ধব স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করে এ বিষয়ে আলোচনা পরিবেশ গড়ে তোলা উদ্দেশ্যে  ব্র্যাক অধিকার এখানে, এখনই প্রকল্প ২৩ টি জেলায়  যুবদের নিয়ে কাজ করে যাচ্ছে।

রাইট হিয়ার রাইট নাও প্রকল্প এ বিষয়ে সচেতনতা তৈরী এবং শিক্ষা প্রতিষ্ঠানে এ বিষয় একটি সহায়ক পরিবেশ তৈরিতে সরকারের পাশাপাশি সহায়ক   শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে।

ডিস লাইনের বিল নিয়ে কথা কাটাকাটির জেরে ঘুষির আঘাতে গ্রাহকের মৃত্যু ।

ডিস লাইনের বিল  নিয়ে কথা কাটাকাটির জেরে ঘুষির আঘাতে  গ্রাহকের মৃত্যু ।

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুর শহরে রামনগরের ডিস লাইনের বিল নিয়ে কথা কাটাকাটির জেরে মালিক পক্ষের হামলায় মাইক্রোবাস চালক হাফিজুর রহমান নিহত।

নিহত হাবিজুর জামালপুর পৌরসভার রামনগর সাত রাস্তা মোর এলাকার শাজাহান মিয়া পুত্র। ঘাতক সৌরভ একই এলাকার শহীদ মিয়ার পুত্র।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহানেওয়া জানান আজ সকালে জামালপুর পৌরসভার রামনগর সাত রাস্তার মোড় এলাকার ডিস লাইন এর বিল নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মাইক্রোবাস চালক হাবিজুর কে এলোপ্যাথারি কিল ঘুসি দিয়ে আহত করে সৌরভ নামের এক যুবক।

এ সময় স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় সৌরভ। পরে গুরুতর আহত অবস্থায় হাবিজুর কে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মেলান্দহে সউদী প্রবাসীর মৃতদেহ উদ্ধার

মেলান্দহে সউদী প্রবাসীর মৃতদেহ উদ্ধার

জামালুর প্রতিনিধিঃছামিউল ইসলাম

জামালপুরের মেলান্দহে সউদী প্রবাসী লিয়ন মিয়া (৩২)’র ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে হাজরাবাড়ি পৌরসভার দিলালের পাড়ার ঠান্ডু মিয়ার ছেলে। ১৩ আগস্ট দুপুরের দিকে পুলিশ মৃতদেহ উদ্ধার শেষে মর্গে প্রেরণ করেছে। 

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলমসহ স্বজনরা জানিয়েছেন, লিয়ন সউদী প্রবাসী। ৬/৭ মাস আগে বিয়ে করে আবার বিদেশ চলে যান। মানষিক সমস্যার কারণে মাস খানেক আগে দেশে এনে চিকিৎসা চলছিল। ঘটনার দিন সকালে বাড়ির পাশে একটি গাছের সাথে লিয়নের মৃতদেহ ঝুলতে দেখে হইচই পড়ে যায়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। এসআই হান্নান শাহ জানান-মৃতদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে।

Sunday, 13 August 2023

মিরসরাই থানা পুলিশের বিশেষ অভিযানে ৯৪ বোতল বিদেশী মদ ও ১৪ কেজি গাঁজা সহ ১ জন গ্রেফতার।

মিরসরাই থানা পুলিশের বিশেষ অভিযানে ৯৪ বোতল বিদেশী মদ ও ১৪ কেজি গাঁজা সহ ১ জন গ্রেফতার।

মোঃ কামরুল হাসান, চট্টগ্রাম জেলা প্রতিনিধি। 

চট্টগ্রামের মিরসরইয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি পিকআপকে ধাওয়া করে বিদেশি মদ ও গাঁজাসহ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় বিভিন্ন ব্র্যান্ডের ৯৪ বোতল বিদেশি মদ ভোদকা-হুইসকিসহ ১৪ কেজি গাঁজা জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য আনুমানিক ৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

শ‌নিবার (১২ আগস্ট) রা‌তে উপজেলার ওয়া‌হেদপুর ইউনিয়নস্থ বিদ্যুৎ কে‌ন্দ্রের সাম‌নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে যুবক ও মাদকদ্রব্য আটক করা হয়।

মিরসরাই থানা পু‌লি‌শ জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে খবর পে‌য়ে‌ মিরসরাই বাজার থে‌কে ধাওয়া ক‌রে‌ নিজামপুর এলাকায় মাদকসহ এক‌টি‌ পিকআপ আটক ক‌রে পু‌লিশ। আটককৃত গা‌ড়ি‌টিকে (টাটা ইএক্স ২ ম‌ড়ে‌লের রে‌জি‌স্ট্রেশন নং ফেনী- ন-১১-০৭৭১) তল্লা‌শি ক‌রে এসব মাদক দ্রব্য উদ্ধার করা হয়। এ সময় গাড়ি চালক ফেনী সদর থানার ১১ নং মৌট‌বি ইউনিয়‌নের ৮ নং ওয়াড়স্থ লস্করহাট মোল্লাবা‌ড়ির আমিনুল হ‌কের ছে‌লে ক‌ফিল উদ্দিনকে (২৫) আটক করা হয়।

এছাড়া আরিফ হো‌সেন (৩০) না‌মে অপর আসামি পা‌লি‌য়ে যায়। আটককৃত মাদ‌কের ম‌ধ্যে র‌য়ে‌ছে- ‌বিভিন্ন ব্র্যান্ডের ৯৪ বোতল বি‌দে‌শি ভোদকা ও হুইস‌কি এবং ১৪ কে‌জি গাঁজা। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।

মিরসরাই থানা অ‌ফিসার ইনচার্জ ক‌বির হো‌সেন জনান, মাদকগু‌লি ভারতীয় সীমান্ত এলাকা‌ থে‌কে সংগ্রহ ক‌রে চট্টগ্রাম নি‌য়ে যাওয়া হ‌চ্ছিল। মাদক উদ্ধার পরবর্তী নিয়‌মিত মামলা রুজু ক‌রে আসামিকে আদাল‌তে‌ প্রেরণ করা হ‌য়ে‌ছে।

ইসলামপুরে সংরক্ষিত এমপি প্রার্থীর লিপি সাংবাদিকদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভা

ইসলামপুরে সংরক্ষিত এমপি প্রার্থীর লিপি সাংবাদিকদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভা

হাসর আলী  জামালপুরঃ

জামালপুরের ইসলামপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভা করেন সংরক্ষিত আসনে এমপি প্রার্থী লিপি। 

শনিবার(১২আগষ্ট)সন্ধ্যায় ইসলামপুর প্রেসক্লাব হল রুমে প্রেসক্লাবে সভাপতি মোরাদুজ্জামান মোরাদের সভাপতিত্বে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী উপজেলা আ'লীগের মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা পারভীন লিপি।

তিনি বক্তব্য বলেন,আমি দেশের জন্য,দলের জন্য এবং আমার নির্বাচনী এলাকার মানুষের জন্য কাজ করতে ইচ্চুক সুদূর প্রবাস থেকে এসেছি। 

সংরক্ষিত আসনে এমপি মনোনয়ন প্রত্যাশা করেন।  

এই সময় তিনি বলেন আমি ইসলামপুরের সম্ভ্রান্ত মোশাররফ পরিবারের সন্তান। মহান মুক্তিযুদ্ধের ২নং সেক্টর কমান্ডার শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ (বীর উত্তম) ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী প্রয়াত রাশেদ মোশাররফের ভাতিজি। 

এ সময় উপস্থিত ছিলেন, ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী,ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল হক বাবুল, সিনিয়র সহ-সভাপতি কোরবান আলী, সহ-সভাপতি রহিমা সুলতানা মুকুল, সহ সাধারণ সম্পাদক ইয়ামিন মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান সবুজ, দপ্তর সম্পাদক এস এম হোসেন রানা, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ আল লোমান, ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম রঞ্জু, কার্যনির্বাহী সদস্য হেলাল উদ্দিন, হোসেন শাহ ফকির, সম্মানিত সদস্য,এম শফিকুল ইসলাম ফারুক, এম কে দোলন বিশ্বাস, শহিদুল ইসলাম কাজল, লিয়াকত হোসেন লায়ন, শাহিদুর রহমান, আব্দুল মোতালেব, হাসর আলী, 

সুমন খন্দকার, সুমন আরেফিন,এমদাদুল হক, ফিরোজ শাহসহ আরো অনেকে।

ময়মনসিং রেঞ্জে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল কারী এএসআই মো: শাহ আলম নির্বাচিত।

ময়মনসিং  রেঞ্জে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল কারী এএসআই মো: শাহ আলম নির্বাচিত।

শরিফ মিয়া  দেওয়ানগঞ্জ (জামালপুর) 

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ মডেল থানার কর্মরত এএসআই মো: শাহ আলম চলিত বছর  জুন মাসের শ্রেষ্ঠ এএসআই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল কারী অফিসার হিসাবে ময়মনসিংহ রেঞ্জে  নির্বাচিত হয়েছে।

আজ ১৩ জুন সকাল ১০ টায় ময়মনসিংহ  রেঞ্জাধিন পুলিশ কর্মকর্তাদের সাথে বিশেষ অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভায় মো: মনিরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম (বার),অ্যাডিশনাল আইজিপি (গ্রেট-১) স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ ঢাকা ও দেবদাস ভট্টাচার্য্য ময়মনসিংহ রেঞ্জ  ডিআইজি (বিপিএম) অ্যাডিশনাল আইজিপি  তার হাতে  ক্রেস্ট ও সনদ পত্র তুলে দেন।

Friday, 11 August 2023

দেওয়ানগঞ্জে ১৫ ই আগস্ট শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

দেওয়ানগঞ্জে ১৫ ই আগস্ট শোক দিবস পালন  উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

শরিফ মিয়া   জামালপুর। 

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শাহাদাত  বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন  উপলক্ষে   প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   হয়েছে। আজ ১০ আগস্ট সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার   সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সোলায়মান হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রফিকুল ইসলাম, সাবেক জেলা পরিষদের সদস্য আসলাম হোসেন, সাংবাদিক খাদেমুল ইসলাম সহ আরো  অনেকে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত ) হাবিব সাত্তি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিতেন্দ্র মোহন চন্দ্র,  সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তারা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুলের শিক্ষক, সাংবাদিক সহ আরো অনেকেই।

Wednesday, 9 August 2023

জামালপুরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও প্রকল্প প্রকৌশলী ম্যানেজ' অর্ধ কোটি টাকা লোপাট

জামালপুরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও প্রকল্প প্রকৌশলী ম্যানেজ' অর্ধ কোটি টাকা লোপাট

স্টাফ রিপোর্টারঃ

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও প্রকল্প প্রকৌশলীকে ম্যানেজ করে জামালপুর সদর উপজেলা বাঁশচাড়া ইউনিয়নে ২২-২৩ অর্থবছরে অতি হতদরিদ্র  ১২০ দিনের কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)র বিভিন্ন প্রকল্পের বরাদ্দ অর্ধ কোটি টাকা লোপাট করেছে প্রকল্প সংশ্লিষ্টরা ।

জানা যায় ২০২২- ২৩অর্থবছরে বাঁশচড়া ইউনিয়নে মোট পাঁচটি প্রকল্পের বরাদ্দ ৫০,০৫,৫৬৫ টাকা।

গৃহীত প্রকল্পগুলো হচ্ছে,

 *) মোহনপুর রতন রবিদাসের বাড়ি হতে জনাব আলী পুলিশের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার। উক্ত রাস্তায় বিভিন্ন স্থানে ১ ফুট ডায়া রিং পাইপ স্থাপন।  ৭৪জন শ্রমিকের অনুকূলে বরাদ্দ ১১,৮৪০০০/=টাকা। পাইপ স্থাপনা বাবদ বরাদ্দ ৬১,১৭৬ /= টাকা।

*) নবাবপুর মকবুলের বাড়ি হতে গোরস্থান সংস্কার সহ আ: রহমানের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার।

৩৯ জন শ্রমিকের অনুকূলে বরাদ্দ ৬,২৪০০০/=টাকা।

*) ফরিদপুর খোকনের বাড়ি হতে কাঁশারুপাড়া  মাদ্রাসা পর্যন্ত রাস্তা সংস্কার। 

৭৪ জন শ্রমিকের অনুকূলে বরাদ্দ ১১,৮৪০০০/=টাকা।

*) বৈঠামারি আ: কাদেরের বাড়ি হতে কদমতলা হয়ে বৈঠামারি আ: রহিমের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার। উক্ত রাস্তায় বিভিন্ন স্থানে ১ ফুট ডায়া রিং পাইপ স্থাপন।

৬১জন শ্রমিকের অনুকূলে বরাদ্দ ৯,৭৬০০০/=টাকা।

*) পূর্ব বাঁশচড়া আওয়ামীলীগ বাজার থেকে দুর্বাকড়ী আ: রহমান মুন্সির বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার। উক্ত রাস্তায় বিভিন্ন স্থানে ১ ফুট ডায়া রিং পাইপ স্থাপন।

পাঁচটি প্রকল্পের সর্বমোট বরাদ্দ ৫০,০৫,৫৬৫ /= টাকা।

উক্ত প্রকল্প গুলোর কোন কাজ না করেই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান ও প্রকৌশলী মুনিরা বেগম কে ম্যানেজ করে সমুদয় টাকা লোপাট করা হয়েছে বলে জানা যায়।

সরজমিনে গিয়ে দেখা যায় প্রকল্পের কোন সাইনবোর্ড নেই, এ ব্যাপারে স্থানীয় লোকজনকে জিজ্ঞাসা করলে তারা বলেন এই রাস্তাগুলোর কোথাও বিন্দু পরিমাণ মাটি পড়ে নাই বা কর্মসূচির কোন কর্মীরা এখানে কাজ করে নে।

 ফরিদপুর খোকনের বাড়ি হতে কাঁশারুপাড়া  মাদ্রাসা পর্যন্ত রাস্তা সংস্কার। ৭৪ জন শ্রমিকের অনুকূলে বরাদ্দ ১১,৮৪০০০/=টাকা। ও বৈঠামারি আ: কাদেরের বাড়ি হতে কদমতলা হয়ে বৈঠামারি আ: রহিমের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার। উক্ত রাস্তায় বিভিন্ন স্থানে ১ ফুট ডায়া রিং পাইপ স্থাপন। ৬১জন শ্রমিকের অনুকূলে বরাদ্দ ৯,৭৬০০০/=টাকা। পাইপ স্থাপন বরাদ্দ৬১১৭৬ । এই প্রকল্প দুটির সরজমিনে পর্যবেক্ষণ করে দেখা যায় এ রাস্তায় কোন ডায়া রিং পাইপ স্থাপন করা হয়নি। উক্ত প্রকল্পের সভাপতি সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ছাহেরা বেগমকে ফোনে প্রকল্পের বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন কোন প্রকল্পের বিষয়ে আমি কিছু জানিনা । আমি নামে মাত্র সভাপতি সব চেয়ারম্যান ভালো বলতে পারবেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, সদরের ১৫ টি ইউনিয়নের চাইতে আমার ইউনিয়নে ভালো কাজ হয়েছে, আর এই ব্যাপারে ভালো বলতে পারবেন ,প্রকল্প  প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, তারা সবকিছুই জানেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তথ্য অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান ও প্রকল্প প্রকৌশলী মুনিরা বেগমকে ফোনে, অনলাইনে ও অফিস টাইমেও তাদের পাওয়া যায়নি । এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি  বলেন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Monday, 7 August 2023

শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ রোপন

শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ রোপন

বিপুল মিয়া,জামালপুরঃ 

জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের খাস হাসিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের  টিফিনের টাকায় বৃক্ষ রোপন করা হয়েছে। সোমবার সকালে খাস হাসিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাপ্তাহে একদিনের টিফিনের  টাকা ও  বিদ্যালয়ের কতৃপক্ষের অনুদানের টাকা  দিয়ে বৃক্ষ রোপন করা হয়। 

গাছ বাঁচলে মানুষ বাঁচবে,তাই বিদ্যালয়ে শিক্ষার্থীরা তাদের টিফিনের টাকা দিয়ে দেশে বাঁচনোর জন্য এ উদ্যোগ গ্রহন করেন।

এ মহৎ  উদ্যোগে উপস্থিত ছিলেন জামালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন,  বিদ্যালয়ের সভাপতি ও  জসিমউদদীন পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা পরিচালক  শহীদুল্লাহ্ কায়সার ফারুক ও   খাস হাসিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  রফিকুল ইসলাম। 

এসময়  বিদ্যালয়ের সভাপতি শহীদুল্লাহ কায়সার ফারুক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ মহৎ উদ্যোগ ও  দেশে কল্যাণে কাজ করা জন্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। 

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ মহৎ উদ্যোগ দেখে তিনি বললেন একদিন তোমরা দেশগড়বে ও জাতীয়কে বাঁচাবে।এ ধরনের মহৎ কাজগুলো চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন।

জামালপুর পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

জামালপুর পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে র‌্যাব।পলাতক অবস্থায় জামালপুর রামনগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার সকাল ৬ টার দিকে জামালপুর সদরে রামনগর এলাকা থেকে অভিযুক্ত শশুর আজিজ মিয়াকে (৫৫) গ্রেপ্তার করে র‌্যাব-১৪।

এলাকাবাসীর কাছ থেকে জানা যায়,আজিজ মিয়ার ছেলে মোঃহাবিবুর রহমান (২৬)কুয়েত প্রবাসী।তাই বাড়িতে পুত্রবধূ একা থাকার সুযোগে আজিজ মিয়া ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে।

এসময় গৃহবধুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আজিজ মিয়া দ্রুত পালিয়ে যান।পড়ে ভোক্তভোগী বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

Thursday, 3 August 2023

বিএনপি'র অগ্নি সংযোগ নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুর পৌর মেয়রের নেতৃত্বে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বিএনপি'র অগ্নি সংযোগ নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুর পৌর মেয়রের নেতৃত্বে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

হাসর আলীঃ

ইসলামপুর প্রতিনিধিঃ সারাদেশ ব্যাপী বিএনপি'র অগ্নি সংযোগ,নৈরাজ্য সৃষ্টি ও সহিংসতার প্রতিবাদে জামালপুরে ইসলামপুরে আ'লীগের যুগ্ম  সাধারণ সম্পাদক দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পৌর মেয়র আব্দুল কাদের শেকের নেতৃত্বে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল  অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (৩১ জুলাই) বিকালে  সরকারি ইসলামপুর কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলা চত্বরে থানা মোড়ে এক পথ সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুর ও যুবলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম (ভিপি) বাবুসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা মিলন মাহমুদ।  

পৌর মেয়র আব্দুল কাদের সেক তার বক্তব্যে বলেন, ‘‌ষড়যন্ত্র করে আওয়ামী লীগের অগ্রযাত্রা ব্যর্থ করা যাবে না। দেশের মানুষ কেবল শেখ হাসিনাকেই চায়। সারা দেশে বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি ও ধ্বংসাত্মক কার্যকলাপ করার অপচেষ্টা চালাচ্ছে।