স্টাফ রিপোর্টারঃ
পরকিয়ায় ধরা খেয়ে আদ্রা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি দলিল লেখক আ: রশিদ সরকার(৪৮) নারীসহ মেলান্দহ থানায়। ঘটনাটি ঘটেছে ২৭ ফেব্রুয়ারি সোমবার রাত দিনটায় জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৬ নং আদ্রা ইউনিয়নের তেঘরিয়া গ্রামে।
তেঘরিয়া গ্রামবাসী জানান- রাত ২/৩ টার দিকে একই পাড়ার ঢাকায় থাকা শাহ আলমের স্ত্রী তুলি( ৩৫)এর সাথে আ: রশিদকে আপত্তিকর অবস্থায় এলাকাবাসিরা ধরে ফেলে।ধরার পর কাজি এনে উভয়ের বিয়ের ব্যবস্থা করলে কে বা কাহারা পুলিশকে ফোন দিলে পুলিশ এসে রশিদ ও তুলিকে থানায় নিয়ে যায়।থানায় সারাদিন নেতা ও বিভিন্ন মহলের সাথে দেনদরবার শেষে একটা রফদফার পর উভয়জন কে ছেড়ে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক সমাজপতি বলেন - রশিদ সরকার নানা ও দাদা হয়েছে এবং একজন নেতা, এখনো তারা এমন চরিত্র এলাকার মাথা নিচু করেছে,।আমরা এমন হীন কর্মের নিন্তা জানাই। এ বিষয়ে অভিযুক্ত তুলির সাথে কথা বললে তুলি জানান রশিদের সাথে আমার অনেকদিন যাবৎ যোগাযোগ। হঠাৎ এই পরিস্থিতি হয়ে গেলো ভাবতে পারিনি।এই ঘটনার পর হতে আমার স্বামী আমার সাথে কথা বলতেছেনা এখন কি করবো বুঝতেছিনা।
উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি- মনোহর আলী বলেন- কোন ব্যক্তির দায় দলে নিবে না।তবে রশিদের উপর আনিত অভিযোগ সত্য কি না দেখতে হবে।
মেলান্দহ থানার
ওসি দেলোয়ার হোসেন জানান- উভয় জন কে থানায় আনা হয়ছে। বিষয়টি নিয়ে মিমাংসার প্রক্রিয়া চলছে।
পরকিয়ায় ধরা খাওয়া তুলি ও রশিদ সরকারের বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।#