Monday, 27 February 2023

পরকিয়ায় ধরা খেয়ে আদ্রা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি থানায়

পরকিয়ায় ধরা খেয়ে আদ্রা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি থানায়

স্টাফ রিপোর্টারঃ

পরকিয়ায় ধরা খেয়ে আদ্রা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি দলিল লেখক আ: রশিদ সরকার(৪৮) নারীসহ মেলান্দহ  থানায়। ঘটনাটি ঘটেছে ২৭ ফেব্রুয়ারি সোমবার  রাত দিনটায় জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৬ নং আদ্রা ইউনিয়নের তেঘরিয়া গ্রামে। 

তেঘরিয়া গ্রামবাসী জানান- রাত ২/৩ টার দিকে একই পাড়ার ঢাকায় থাকা শাহ আলমের স্ত্রী তুলি( ৩৫)এর সাথে আ: রশিদকে আপত্তিকর অবস্থায় এলাকাবাসিরা ধরে ফেলে।ধরার পর কাজি এনে উভয়ের বিয়ের ব্যবস্থা করলে কে বা কাহারা পুলিশকে ফোন দিলে পুলিশ এসে রশিদ ও তুলিকে থানায় নিয়ে যায়।থানায় সারাদিন নেতা ও বিভিন্ন মহলের সাথে দেনদরবার শেষে একটা রফদফার পর উভয়জন কে ছেড়ে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক সমাজপতি বলেন - রশিদ সরকার নানা ও দাদা হয়েছে এবং একজন নেতা, এখনো তারা এমন চরিত্র এলাকার মাথা নিচু করেছে,।আমরা এমন হীন কর্মের নিন্তা জানাই। এ বিষয়ে অভিযুক্ত তুলির সাথে কথা বললে তুলি জানান রশিদের সাথে আমার অনেকদিন যাবৎ যোগাযোগ। হঠাৎ এই পরিস্থিতি হয়ে গেলো ভাবতে পারিনি।এই ঘটনার পর হতে আমার স্বামী আমার সাথে কথা বলতেছেনা এখন কি করবো বুঝতেছিনা।

উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি-  মনোহর আলী বলেন- কোন ব্যক্তির দায় দলে নিবে না।তবে রশিদের উপর আনিত অভিযোগ সত্য কি না দেখতে হবে।

মেলান্দহ থানার

ওসি দেলোয়ার হোসেন জানান-  উভয় জন কে থানায়  আনা হয়ছে। বিষয়টি  নিয়ে মিমাংসার প্রক্রিয়া চলছে।

 পরকিয়ায় ধরা খাওয়া তুলি ও  রশিদ সরকারের বিষয়টি নিয়ে এলাকায়  চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।#

Sunday, 26 February 2023

এলজিইডির তথ্য না পেয়ে সাংবাদিক মাসুদুর রহমানের আপীল আবেদন

এলজিইডির তথ্য না পেয়ে সাংবাদিক মাসুদুর রহমানের আপীল আবেদন


ষ্টাফ রিপোর্টারঃ

জামালপুরের সরিষাবাড়ীতে তথ্য না দেওয়ায় জেলা প্রশাসক ও আপীল কতৃপক্ষ এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলী বরাবর আপিল আবেদন করেছেন দৈনিক জনবাণী ও দৈনিক আলোচিত জামালপুর পত্রিকার নিজস্ব প্রতিবেদক মাসুদুর রহমান। ২৬ ফেব্রুয়ারী রোববার দুপুরে  জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ে তিনি আপীল জমা প্রদান করেন। 

জানা যায়,উপমা ফারিসা সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর থেকেই সাংবাদিকরা তথ্য অধিকার আইনে ইউএনও কার্যালয়ে আবেদন দিলেও আবেদন দিয়েও  ফাইলবন্দি পড়ে আছে। তথ্য অধিকার আইনানুযায়ী নির্ধারিত ফরমে আবেদন করলেও বিভিন্ন প্রকল্প হরিলুটের ঘটনা ধামাচাপা দিতেই কোনো তথ্য প্রদান করা হয় না। কেউ তথ্যের জন্য আবেদন করলে সে খবর পৌঁছে যায় প্রকল্প সংশ্লিষ্ট রাজনৈতিক নেতার কানে, এতে হয়রানির শিকার হন খোদ গণমাধ্যমকর্মীরা।

কথা হলে সাংবাদিক মাসুদুর রহমান অভিযোগ করে বলেন,  গত ১৬ জানুয়ারী ২০১৮-১৯ অর্থ বছর থেকে চলমান অর্থ বছর পর্যন্ত এডিপি, এলজিএসপি/উন্নয়ন সহায়তা, সাব রেজিস্ট্রি অফিস থেকে প্রাপ্ত ১% এর তথ্য চেয়ে অধিকার আইন (আইনের বিধি ৩-এর ফরম 'ক') অনুযায়ী  উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা বরাবর আবেদন করেন। আবেদন অনুযায়ী, সংশ্লিষ্ট তথ্য প্রদানকারী কর্মকর্তা (উপজেলা প্রকৌশলী ) জাহিদুল ইসলাম  তাকে তথ্য না দিয়ে নানাভাবে সময়ক্ষেপণ করতে থাকেন। দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও তথ্য না পাওয়ায় আইনের ধারা ৮-এর উপধারা (১), (২), (৩) অনুযায়ী রোবনার দুপুরে জামালপুর জেলা প্রশাসক বরাবর তিনি আপিল (আইনের বিধি ৬-এর ফরম 'গ') আবেদন করেন বলে জানান।  তিনি আরো বলেন, গত ৯ নভেম্বর ২০১৮-১৯ থেকে চলতি অর্থবছর পর্যন্ত ১ম ও ২য় পর্যায়ের স্থানীয় সংসদ সদস্যের অনুকূলে বিশেষ এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদের অনুকূলে সাধারণ বরাদ্দের টিআর, কাবিটা, কাবিখা, জিআর তালিকা ও প্রকল্প কমিটির তথ্য চেয়ে আবেদন করে তথ্য না পাওয়ায় জেলা প্রশাসক বরাবর আপীল করেছিলাম। শুনানি হয়েছে। জেলা প্রশাসক স্যার একটি আদেশ দিয়েছে। সেই আদেশের পরেও তথ্য পায়নি। কবে তথ্য বা কোন কোডে টাকা জমা প্রদান করব সেই চিঠিও দেয়নি ইউএনও এবং পিআইও। 

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম এর বক্তব্য নেওয়ার জন্য কল দেওয়া হলে মুঠোফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

এদিকে উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসাকে দুপুরে ১:৫২ মিনিটে মুঠোফোনে তথ্য না দেওয়ার বিষয়ে জানতে কল দেওয়া হলে মুঠোফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।  

তবে জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায় জানান, তথ্য অধিকার আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী ডা.দীপু মনির হাসিল স্কুল এন্ড কলেজ পরিদর্শন

 

শিক্ষামন্ত্রী ডা.দীপু মনির হাসিল স্কুল এন্ড কলেজ  পরিদর্শন

বিপুল মিয়াঃ

জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের হাসিল স্কুল এন্ড কলেজ পরিদর্শন  করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার বিকেলে হাসিল স্কুল এন্ড কলেজ  পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন,ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি,সদর আসনের এমপি বীরমুক্তীযোদ্ধো ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন,জেলা প্রশাসক শ্রাবস্তী রায়,জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মুহাম্মদ বাকী বিল্লাহ,সদর ইউএনও লিটুস লরেন্স চিরান,হাসিল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তানজিনা মুনমুন প্রমুখ। অনুষ্ঠানের  সভাপতিত্ব করেন হাসিল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম। স্কুলের পরিবেশ দেখে  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি  সন্তোষ প্রকাশ করে বলেন,এই প্রতিষ্ঠান এমপিও হওয়ার শতভাগ যোগ্যতা অর্জন করেছে,আমি প্রধানমন্ত্রীর কাছে এমপিওর বিষয়ে কথা বলব।

জামালপুরে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন'র মাসিক সভা

জামালপুরে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন'র মাসিক সভা

মাসুদ রানা,জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরে  মানবাধিকার  সংস্কৃতি  ফাউন্ডেশন এর মাসিক সভা  উন্নয়ন সংঘের অফিসে অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংঘের মানব সম্পদ বিভাগের  পরিচালক জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন,   বিশেষ অতিথি হিসেবে ছিলেন   মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এর সিনিয়র স্টাফ ল'ইয়ার নাহিদ শামস্,উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক রতি মোল্লা।

জানা যায়,মানবাধিকা লঙ্ঘনের দিক দিয়ে দেশের দশটি ঝুঁকিপূর্ণ জেলার মধ্যে জামালপুর জেলা একটি।মানবাধিকার লঙ্ঘন রোধকল্পে এ সংগঠনটি দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছে।মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় উন্নয়ন সংঘ এটি আয়োজন করে।এতে জামালপুরের বিভিন্ন উপজেলার ইউপি সদস্য,মানবাধিকার কর্মী,গণমাধ্যম কর্মীসহ নানা পেশার লোকজন অংশগ্রহণ করেন।

Friday, 24 February 2023

জামালপুরের ভাটারা সমিতি, ঢাকার আয়োজন মিলনমেলা অনুষ্ঠিত

 

জামালপুরের ভাটারা সমিতি, ঢাকার আয়োজন  মিলনমেলা অনুষ্ঠিত

বিপুল মিয়াঃ

জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ভাটারা সমিতি, ঢাকা এর আয়োজনে পারিবারিক মিলনমেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকার মেহেদী মার্টে   দিনব্যাপী  এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাটারা সমিতির,ঢাকার সভাপতি মোঃ আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মোঃ মাহমুদ হাসান তালুকদার। ভাটারা সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল মান্নান সঞ্চয়লনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পুলিশ অতিরিক্ত আইজিপি বিপিএম ( বার) পিপিএম মাহাবুবর রহমান, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ব্যবস্থাপক পরিচালক, মোঃ আব্দুল মান্নান, সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ছানোয়ার হোসেন বাদশা, তেজগাঁও কলেজের অধ্যক্ষ ড. প্রফেসর হারুন অর রশিদ,  সাবেক জাতীয় পার্টির এমপি মামুনুর রশীদ জোয়ার্দার, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এসএম মোস্তাফিজুর রহমান,   পৌর মেয়র মনির উদ্দিন, সাবেক সহ সভাপতি মোঃ মাহবুবুর রহমান হেলাল, বৃহত্তম ময়মনসিংহ সমন্বয়  পরিষদের মহাপরিচালক প্রকৌশলী রাশেদুল ইসলাম শেলী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ভাটারা সমিতির সদস্য ও গণ্যমান ব্যক্তিবর্গ।

সারাদিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

Tuesday, 21 February 2023

অথেনটিক সেন্ট্রাল স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

অথেনটিক সেন্ট্রাল  স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

দেওয়ানগঞ্জ  প্রতিনিধিঃমোঃ শরিফ মিয়া 

আজ ২১ ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতির জন্য এই দিবসটি হচ্ছে চরম শোক ও বেদনার, অন্যদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। 

প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশসহ সারাবিশ্বে ভাষা শহীদদের স্মরণে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষ্যে জামালপুরের দেওয়ানগঞ্জ  উপজেলার সানন্দবাড়ী অথেনটিক সেন্ট্রাল স্কুলে নানা অনুষ্ঠানের আয়োজন করে। 

সূর্যোদয়ের সাথে সাথে প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, তবে ভাষা শহীদদের স্মরণে পতাকাটি অর্ধনমিত রাখা হয়। সকাল ৮ টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। একই সময় ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকণ প্রতিযোগিতা শুরু হয়। 

সকাল নয়টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানটি শুরু হয়।  সম্পূর্ণ অনুষ্ঠানটি  শিক্ষার্থী অভিভাবক সহ অনেকেই উপভোগ করেন। সব শেষে সকল ছাত্র -ছাত্রী সানন্দবাড়ী  শহরের মেইন মেইন  রাস্তা গুলোতে রেলি করেন। 

প্রতিষ্ঠানের শিক্ষক আলহাজ্ব আজিজুর রহমানের  উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা বক্তব্য, গান ও কবিতা পরিবেশন করে। এ সময় সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব আব্দুল কাদের সিদ্দিকী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব আব্দুস সবুর, সিনিয়র শিক্ষক তোফায়েল আহমেদ, শিক্ষক আমিনুল ইসলাম, দুলাল  হোসেন, সায়েদুল ইসলাম,  মেহেদী হাসান, আশরাফুল ইসলাম,  মোছাঃ মমতা খাতুন, আফরোজা বেগম, চাদনী আক্তার, তাছরিন খাতুন, খালেদা খাতুন  সহ অনেকেই উপস্থিত  ছিলেন। 

অনুষ্ঠানে বক্তারা একুশে ফেব্রুয়ারি তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন। সমাপনী বক্তব্যে  প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোঃ মোস্তাইন বিল্লাহ   বলেন, ‘আমাদের ভাষার নাম দিয়ে আমাদের দেশের নামের শুরু, পৃথিবীতে সম্ভবত এমন দেশের সংখ্যা খুব বেশি নেই।

"আমিরাত প্রবাসীদের রেমিট্যান্স অ্যাওয়ার্ড"২০২২ইং।


"আমিরাত প্রবাসীদের রেমিট্যান্স অ্যাওয়ার্ড"২০২২ইং।

মাঈনুদ্দীন মালেকিঃ

প্রথমবারের মতো দুবাই কনসুলেটের উদ্যাগে বৈধ পন্থায় রেমিট্যান্স বাড়াতে এবং রেমিট্যান্স যোদ্ধাদের উৎসাহ দিতে কনসুলেট ময়দানে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বায়ান্ন জন যোদ্ধা ও ৩৯ জন সিআইপির হাতে সম্মাননা তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কনসুলেটের প্রথম সচিব ফকির মনোয়ার হোসেন। আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোং আবু জাফর। 

অনুষ্ঠানে ইমরান আহমেদ বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। রেমিট্যান্স যোদ্ধাদের সম্মান করা উচিত।প্রবাসীদের সম্মান করায় বাংলাদেশ সরকারের কর্তব্য বলে অবহিত করেন।এই সম্মানে সম্মানিত হয়ে ভবিষ্যতে বৈধ পথে আরও রেমিট্যান্স বাড়বে আশা ব্যক্তকরেন।

Monday, 20 February 2023

ফজিলা নছিম রইস উদ্দিন উচ্চ বিদ্যালয় ২৫ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

ফজিলা নছিম রইস উদ্দিন উচ্চ বিদ্যালয় ২৫ তম বার্ষিক ক্রীড়া ও  সাংস্কৃতিক   অনুষ্ঠান অনুষ্ঠিত।

সুজন মিয়া স্টাফ রিপোর্টার,,

জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষের পাড়া ইউনিয়নের ,ঘোষের পাড়া ফজিলা নছিম রইস উদ্দিন উচ্চ বিদ্যালয় ২৫ তম বার্ষিক ক্রীড়া ও  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ঘোষেরপাড়া ফজিলা নছিম রইস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে, এবং খোরশেদ আলম লাল মিয়ার সঞ্চালনায়, অনুষ্ঠানটি উদ্বোধন করেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী  লুলু জামালি ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৯ নং ঘোষের পাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মোবাশ্বির হাসান এবং জামালপুর জেলা পরিষদের সদস্য সিরাজুল ইসলাম বাবলু ,মোহাম্মদ জাকির হোসেন অধ্যক্ষ, পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রী কলেজ আড়াই হাজার, নারায়ণগঞ্জ।

ক্রীড়া পরিচালনা করেন, আঞ্জুরা পারভীন,অনুষ্ঠানে বালক বালিকাদের জন্য পৃথক পৃথক ক্রিড়ার ব্যবস্থা করা হয়েছে। 

দ্বিতীয় পর্যায়ে, পড়ন্ত বিকেল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তৃতায়, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি লুলু জামালি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে সারা দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। শিক্ষা খাতেও উন্নয়ন চোখে পড়ার মত। দেশেকে শতভাগ শিক্ষার আওতায় আনতে, বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকারের সাথে সাথে যদি সমাজে যারা বিত্তবান রয়েছে সকলে সার্বিক সহযোগিতা করে তাহলে, নিজ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে সাথে, দেশের উন্নয়নে যোগ হবে নতুন দিগন্ত। আমি প্রবাস জীবন গ্রহণ করে দক্ষিণ কোরিয়ায় বসবাস শুরু করেছি। কিন্তু আমার নিজ দেশ নিজ এলাকার প্রতি একটুও টান কমেনি। সুযোগ পেলে মন চায় নিজ দেশের জন্য কি  নিজ এলাকার জন্য কিছু করি। তাই বিভিন্ন সময় আমার এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সার্বিক সহযোগিতা করে থাকি। ভবিষ্যতেও আমি এমন উন্নয়নমূলক কাজে সহযোগিতা করব ইনশাল্লাহ।

Saturday, 18 February 2023

বারুয়ামারী হাজী মানিক সরকার স্মৃতি স্মরণে পারিবারিক মিলনমেলা ও দোয়া মাহফিল

বারুয়ামারী হাজী মানিক সরকার স্মৃতি স্মরণে পারিবারিক মিলনমেলা ও দোয়া মাহফিল

বিপুল মিয়াঃ

জামালপুর সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়নের বারুয়ামারী এলাকার  হাজী মানিক সরকার স্মৃতি স্মরণে পারিবারিক মিলনমেলা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।শনিবার দুপুরে বারুয়ামারী দারুণ আকরাম মাদ্রাসা ও এতিমখানা মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আঃ সুলতান। এসময় উপস্থিত ছিলেন শেরপুর দি চেম্বার অব কমার্সের  সভাপতি মাসুদ মিয়া, মেলান্দহ পৌর মেয়র শফিক জাহেদী রবিন, শেরপুর পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের  মানবসম্পদ বিভাগের সহকারী অধ্যাপক   মোহাম্মদ  মিলন। অনুষ্ঠানে সার্বিক দায়িত্বতে ছিলেন আফজাল হোসেন বিদ্যুৎ, মাহবুবুর রহমান কাজল ও এ. এইচ. এম মোর্শেদ আলম লিপু। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন  তায়্যিবাহ বিনতে মেজবাহ। পারিবারিক মিলনমেলা বংশের সকল আত্মীয় স্বজনরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Wednesday, 15 February 2023

শামীম রেজা রিপন কে বাংলাদেশ আওয়ামী লীগ ১৩নং মেষ্টা ইউনিয়ন শাখার- সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায়৷ তিনি মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ ফারুকী রোকন কে ফুলেল শুভেচছা ও ধন্যবাদ জানান।

শামীম রেজা রিপন কে বাংলাদেশ আওয়ামী লীগ ১৩নং মেষ্টা ইউনিয়ন শাখার- সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায়৷ তিনি মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ ফারুকী রোকন কে ফুলেল শুভেচছা ও ধন্যবাদ জানান।

 

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস আছে কিন্তু অফিসে কর্মকর্তা কর্মচারী নেই!

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস আছে কিন্তু অফিসে  কর্মকর্তা কর্মচারী নেই!

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস আছে কিন্তু অফিসে  কর্মকর্তা কর্মচারী নেই  এভাবে চলছে দেওয়ানগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিস।

এ বিষয়ে স্থানীয় এলাকাবাসীদের কাছ থেকে জানা যায়,পিআইও মাজাহারুল ইসলাম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সকাল ৯টা সময় অফিসে আসেন ৯টা ৩০ মিনিটে সে অফিস  ত্যাগ করেন,এভাবে দীর্ঘদিন যাবত চলছে দেওয়ানগঞ্জ  প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা অফিস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে একাধিকবার মুঠো ফোনে ফোন করার পড়েও সে ফোন রিসিভ  করেননি।

এবিষয়ে ঊর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছে স্থানীয় এলাকাবাসী। 


ভিন্ন ভাষা খা*ইলো চু*ষে বাংলা ভাষার মৌ আম্মা থেকে মাম্মি হল ওয়াইফ হয়েছে বউ।

ভিন্ন ভাষা খা*ইলো চু*ষে বাংলা ভাষার মৌ  আম্মা থেকে মাম্মি হল ওয়াইফ হয়েছে বউ।

শরিফ মিয়া জামালপুরঃ

পাখা শব্দ ধীরে ধীরে হয়ে গেল ফ্যান

এক"শ হলো হান্ড্রেড আর দশ হয়েছে টেন।

দুঃখিত টা মরে গেল সরির চাপে পড়ে

থ্যাঙ্ক ইউ টা বসল চেপে ধন্যবাদের ঘাড়ে।

শিক্ষাগুরু টিচার হল বিদ্যালয় স্কুল

না*পিত ভাইয়ের সাইনবোর্ডে হেয়ার হল চুল।

পাঠানো বা প্রেরণ শব্দ হয়ে গেল সেন্ট

বন্ধু বান্ধব ‌দোস্তরা সব হয়ে গেল ফ্রেন্ড।

অংশ শব্দ ধ্বংস হয়ে হয়ে গেল পার্টস

শুশ্রু সেবা প্রদানকারি সেবিকারা নার্স।

সঠিক শব্দ রাইট হলো আর ভুলটা হলো রং

শক্তিশালী শব্দটা আজ হয়ে গেল স্ট্রং।

ভাষার পথের প্যাচালী তে রাস্তা হল রোড

চাকরি-বাকরি জব হলো আর খাবার হল ফুড।

বিজ্ঞাপনে সাবান শব্দ হল বিউটি সোপ 

যাতায়াত টা জার্নি হল স্টপ হয়েছে চুপ।

ভ্রমণ শব্দ ট্যুর হলো আর জুতো হল শো

মোবাইল ফোনে এক দুইয়েরা হইল ওয়ান আর টু

বাঙালির ভাত রাইস হয়েছে প্রাইচ হয়েছে দাম

প্রেসক্রিপশনে ইংরেজিতেই হইল আমার নাম।

বই বিতানের নাম করনে বই হয়েছে বুক

চালক থেকে ড্রাইভার হল হাজার হাজার লোক।

এই হল আজ ভাষার প্রতি বাঙ্গালীদের টান

কথায় কথায় সবার মুখে ভিন্ন ভাষার গান।

ভাষার প্রতি আমরা আজি এতই উদাসীন

নিজের ভাষা রেখেও করি অন্য ভাষা ঋণ।

মায়ের ভাষা ভাসিয়ে দিয়ে সাত সাগরের জলে

গর্ব করে ভিন্ন ভাষায় যাচ্ছি কথা বলে।

শহীদরা যেই ভাষার লাগি বিলিয়ে দিল প্রাণ

তার ব্যবহার কমিয়ে দেওয়া বড়ই বেমানান।

ভাষার প্রতি শ্রদ্ধা রেখে আসুন করি পণ

মায়ের ভাষায় করবো মোরা সকল আলাপন।

Tuesday, 14 February 2023

অভিনন্দন ও শুভেচ্ছা মোঃ শামীম রেজা রিপন নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ১৩নং মেষ্টা ইউনিয়ন শাখা।

 

অভিনন্দন ও শুভেচ্ছা  মোঃ শামীম রেজা রিপন    নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক    বাংলাদেশ আওয়ামী লীগ ১৩নং মেষ্টা ইউনিয়ন শাখা।

তিনি বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগ ও মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Monday, 13 February 2023

অভিনন্দন ও শুভেচ্ছা আশরাফ হুসাইন হিরা নব- নির্বাচিত সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ ১৩নং মেষ্টা ইউনিয়ন শাখা।

অভিনন্দন ও শুভেচ্ছা আশরাফ হুসাইন হিরা নব- নির্বাচিত সদস্য  বাংলাদেশ আওয়ামী লীগ ১৩নং মেষ্টা ইউনিয়ন শাখা।

 

মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

বিপুল মিয়াঃ

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের নব- নির্বাচিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে আলহাজ্ব জয়নুল আবেদীন দাখিল মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জামিনুর ইসলাম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ডাঃ এম এ মান্নান খান। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ ফারুকী রোকনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ মহির উদ্দিন তালুকদার, আইন বিষয়ক সম্পাদক সারওয়ার হোসেন মহান, শ্রম বিষয়ক সম্পাদক ছানোয়ার হোসেন সবুজ,ত্রাণ ও সমাজকর্ম বিষয়ক সম্পাদক ফজলুল হক নুরুল,  প্রচার ও প্রকাশন বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম সজিব, দপ্তর সম্পাদক, ইঞ্জিনিয়ার হুমায়ুন রশিদ দিপু।এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের নব- নির্বাচিত সদস্যবৃন্দ।

হাজীপুর উচ্চ বিদ্যালয়ে শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হাজীপুর  উচ্চ বিদ্যালয়ে শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিপুল মিয়াঃ 

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাজীপুর উচ্চ বিদ্যালয়ে শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার  দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন হাজীপুর  উচ্চ বিদ্যালয়ের প্রধান এ কে এম সাজেদুল ইসলাম । এসময় উপস্থিত ছিলেন ডেফুলীবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম মধু,হাজীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মমিনুল ইসলাম রিপন,সিনিয়র সহকারী শিক্ষক আঃ রহমান টিটু, শিক্ষক প্রতিনিধি জাহাঙ্গীর আলম,নূর হুসাইন, রাশেদা পারভীন,সহকারী শিক্ষক মোশাররফ হোসেন, ফারুক হোসেন,জাহিদুল ইসলাম, সুজাদ আলী, মিকাইল হোসেন, আঃ রশিদ  ,ফাতেমা খাতুন,হামিদা খাতুন,মোম্তাহেনা খাতুন,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আনিছুর রহমান, শহীদ হোসেন, মোঃ শাহজাহান ও  আমিনুর ইসলামসহ অভিভাবক, গণ্যমান ব্যক্তিবর্গ ও ছাত্র ছাত্রীবৃন্দ। সংগীত পরিচালনায় করেন  সংগীত শিল্পী মোঃ রফিক রানা।

Sunday, 12 February 2023

যৌথ বর্ধিত সভা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত।

 

যৌথ বর্ধিত সভা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত।

রবিউল ইসলাম

বিএনপির অগ্নিসন্ত্রাস থেকে দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য আওয়ামী লীগ মাঠে থাকবে ------মির্জা আজম এমপি

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম  বলেছেন, কর্মসূচি নামে বিএনপির অগ্নিসন্ত্রাস থেকে দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য আওয়ামী লীগ মাঠে থাকবে।

তিনি বলেন, বিষধর সাপকে বিশ্বাস করা গেলেও বিএনপিকে বিশ্বাস করা যায় না। বিএনপি বাংলাদেশের স্বাধীনতা ও অস্তিত্বকে বিশ্বাস করে না। বিএনপি আন্দোলনের নামে যখন রাস্তায় নামে তখন দেশের মানুষ আতঙ্কিত থাকে। সেই আতঙ্কিত মানুষকে শক্তি সাহস যোগানের জন্য আওয়ামী লীগ মাঠে রয়েছে।

তিনি বলেন, এর আগে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আন্দোলনের নামে বিএনপি নির্বাচন ঠেকানোর জন্য ২৫/৩০ জন পুলিশকে হত্যা করেছে, আওয়ামী লীগের শত শত নেতা-কর্মীকে হত্যা করেছে, বাড়ি-ঘরে আগুন দিয়েছে, ভোটকেন্দ্রের ৫০০ শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে, চলন্ত ট্রেনে-বাসে পেট্রোল বোমা মেরে শত শত মানুষকে হত্যা করেছে।

গতকাল শনিবার (১১) ফেব্রুয়ারী) দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলার চরবাণিপাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যে ও ষড়যন্ত্রের প্রতিবাদে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের সজাগ থাকার আহবান জানান।

এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমেদ চৌধুরী,সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, , জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হাজি দিদার পাশা, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা ও সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ, আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি শামীম আহমেদ।

ভাটারা জাফরশাহী রেল স্টেশনকে বিগ্রেডে উন্নতি করা ঘোষনা রেল ডিজি'র

ভাটারা জাফরশাহী রেল স্টেশনকে বিগ্রেডে উন্নতি করা ঘোষনা রেল ডিজি'র


জামালপুর প্রতিনিধিঃ বিপুল মিয়া

জেলার সরিষাবাড়ি উপজেলার  ভাটারা জাফরশাহী রেল স্টেশনকে  বিগ্রেডে উন্নতি করার ঘোষনা  দিলেন  বাংলাদেশ রেলওয়ের মহা পরিচালক মোঃ  কামরুল আহসান। শনিবার দুপুরে  জামালপুর জেলার সরিষাবাড়ির ভাটারা জাফরশাহী রেল স্টেশনের  প্ল্যাটফর্ম উদ্বোধন  কালে  তিনি এ ঘোষনা দেন। ঢাকাস্থ ভাটারা সমিতির সভাপতি ও দূর্নীতি দমন কমিমশন  ব্যাুরোর উপ-পরিচালক মোঃ আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে প্ল্যাটফর্ম  উদ্বোধনীতে  বক্তব্য দেন,ঢাকাস্থ ভাটারা সমিতির সাধারন সম্পাদক প্রকৌশলী আব্দুল মান্নান,রেলওয়ে ঢাকা অফিসের প্রকৌশলী মোঃ শফিকুর রহমান,সমাজ সেবক আমিনুল ইসলাম  ও রবিউল ইসলাম ফিরোজ প্রমুখ। দীর্ঘ দিনের  জাফরশাহী রেল স্টেশনটি বন্ধের উপক্রম হয়েছিল, ঢাকাস্থ ভাটারা সমিতির কর্মকর্তাদের প্রচেষ্টায় স্টেশনটি  আবারও আলোর মুখ দেখতে যাচ্ছে বলে জানান এলাকাবাসী।

Friday, 10 February 2023

বিশিষ্ট সাংবাদিক দুলাল হোসাইনের স্মরণ সভা

বিশিষ্ট সাংবাদিক দুলাল হোসাইনের স্মরণ সভা

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক দুলাল হোসাইনের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার রাতে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, এফবিসিসিআই এর পরিচালক রেজাউল করিম রেজনু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক সুরুজ্জামান। স্মরণসভায় জেলার কর্মরত সর্বস্তরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সর্বস্তরের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।  

স্মরণ সভায় সভাপতিত্ব করেন  জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান। 

ইসলামপুরে হাড়িয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইসলামপুরে হাড়িয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

হাসর আলীঃ

জামালপুরের ইসলামপুরে হাড়িয়াবাড়ী উচ্চ বিদ্যালয় ও ভোকেশনাল এর দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার ৮ ফেব্রুয়ারি ক্রীড়া ও স্কাউট পতাকা উওোলন এবং বেলুন ও শান্তির প্রর্তীক পায়রা উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা একাডেমি সুপার ভাইজার মামুন-অর-রশিদ। হাড়িয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে ম্যানেজিং কমিটি আয়োজনে শিক্ষাঅনুরাগি ম্যানেজিং কমিটির সদস্য আমিনুর ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ আজাদ,ম্যানেজিং কমিটির সদস্য লিয়াকত আলী,মজনু মিয়া,মোস্তাফিজুর রহমান মামুন,মনজুরুল  ইসলাম, আব্দুল সালাম লাল মিয়া ও এস আই দেলুয়ার হোসেন বক্তব্য রাখেন। 

বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি দুই দিনব্যাপি এ প্রতিযোগিতা পুরস্কার বিতারণ ও বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধান করেন হাড়িয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন।

উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য,শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

Thursday, 9 February 2023

জামালপুরে শ্বাশুরীকে হত্যার দ্বায়ে জামাতা গ্রেফতার

জামালপুরে শ্বাশুরীকে হত্যার দ্বায়ে  জামাতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুর জেলার মেলান্দহ উপজেলা ১০নং ঝাউগড়া ইউনিয়নের টুপকারচর গ্রামে অভিযান চালিয়ে শ্বাশুড়িকে হত্যার দায়ে জামাতাকে গ্রেফতার করেছেন র‍্যাব-১৪ এর সদস্যরা। 

বৃহস্পতিবার দুপুরে জামালপুর র‍্যাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, গত বুধবার ভোরে মেলান্দহ উপজেলার টগারচর  এলাকার বাসিন্দা আজিজুল হক তার গোয়াল ঘরে স্ত্রী মোছাঃ সুরাইয়া খাতুনের গলাকাটা মৃতদেহ পরে থাকতে দেখেন। এ ঘটনায়   আজিজুল হক বাদী হয়ে মেলান্দহ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র‍্যাব মামলাটির ছায়া তদন্ত শুরু করে।

পরে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে র‍্যাবের একটি আভিযানিক দল  বিকালে মেলান্দহ উপজেলার টুপকার চর এলাকায় অভিযান চালিয়ে নিহতের জামাতা মোঃ আসাদ মিয়া(২৮)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসাদ মিয়া টুপকারচর এলাকার মোঃ রইজ উদ্দিন মন্ডলের ছেলে। 

গ্রেফতারকৃত আসাদ মিয়া জানান, বিয়ের পর থেকেই আমার  স্ত্রী মোছাঃ রোকিয়া খাতুনের(২২) সাথে আমার নানা কারনে পারিবারিক কলহ চলে আসছিল।

স্ত্রীর সাথে এসব কলহের কারন হিসেবে তিনি তার শ্বাশুড়ী সুরাইয়া খাতুনকে দায়ি করেন এবং সুযোগ বুঝে ধারালো কাঁচি দিয়ে তাকে হত্যা করেন বলে জানান।

Tuesday, 7 February 2023

চেনা মন্ডলের স্বাভাবিক মৃত্যুকে নাটক সাজিয়ে থানায় হত্যা মামলা

চেনা মন্ডলের স্বাভাবিক  মৃত্যুকে নাটক সাজিয়ে থানায় হত্যা মামলা


হাসর আলী 

জামালপুরের ইসলামপুরে সদর ইউনিয়নের পচাবহলা মধ্যপাড়া গ্রামে চেনা মন্ডলের স্বাভাবিক মৃত্যুকে অভিনব কায়দায় নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে ভূক্তভোগিদের অভিযোগ।

হত্যা মামলা দায়ের করায় ইসলামপুর থানা পুলিশ নারী-পুরুষসহ তিন আসামীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়াসহ  হত্যার রহস্য দুম্লজাল জালের সৃষ্টি হয়েছে।

সরেজমিন গিয়ে প্রত্যক্ষদশী ও এলাকাবাসিদের মাধ্যমে জানাযায়, গত ৪ ফেব্রুয়ারি শনিবার দুপুরে একই এলাকার বাসিন্দা সদাগর আলী এবং তাহের আলীর পৈত্তিক সম্পত্তি বসতভিটা ভাগ ভাটোয়ারা হয়। ওই বিরোদের জেরধরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে ওইদিন সদাগর আলীর বাড়ীতে বিরোধ নিস্পত্তির জন্য সালিশি  বসেন। পরে গ্রামের মাতাব্বরগণ বিরোধ নিষ্পত্তি করতে উভয়ের জমি আমিন নিয়ে মাপজোক শুরু করেন। ওই সময় দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত চেনা মন্ডল বাড়ীর আঙ্গিনায় একটি চেয়ারে বসে ছিলেন। হঠাৎ সবার অজান্তেই চেনা মন্ডল চেয়ার থেকে পড়ে গেলে তার স্বজনরা কান্নাকাটি শুরু করে। কান্নার শব্দ শুনে শালিসির লোকজনসহ প্রতিবেশীরা বাড়ী আঙ্গিনায় পড়ে থাকতে দেখে চেনা মন্ডলের মাথায় পানি ঢালার পর  ঘটনাস্থলে সে মারা যায়।

একাধিক সূত্রে জানা যায়, এলাকার কুচক্রিমহলের বিভিন্ন প্ররোচনায় মৃত চেনা মন্ডলের মৃত্যুকে নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে ১৩ জনকে আসামী করে নিহতের পুত্র জাফর আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৫।

ভুক্তভোগীর, ফারুক, নুর মোহাম্মদ, সিরাজ,মহিজল,শিরিনা ও হোসেন জানায়, চেনা মন্ডল কয়েক বছর ধরে  দুরারোগ্য ব্যাধি ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভোগছেন। পুর্ব শত্রুতার জের ধরে স্বাভাবিক মৃত্যুকে অভিনব কায়দায় হত্যা হিসেবে প্রচারণা চালিয়ে  লাশ বাণিজ্যের পায়তারা করাসহ মিথ্যা হত্যা মামলার আসামি করে আমাদের হয়রানি করছেন বলে অভিযোগ করছেন।

সালিশিতে উপস্থিত  মাতাব্বরগণের মধ্যে আব্দুল হাকিম, জাহাঙ্গীর আলম, আবু সাঈদ(দুলাল),হাসমত,সিরাজ, হারুনুর রশিদ,মুলা মোল্লা ও সাবেক ইউপি সদস্য তোতা জানান, নিহত চেনা মন্ডল দীর্ঘ দিন ধরে দুরারোগ্য ক্যান্সার ও বিভিন্ন জটিল রোগে ভোগছিলেন।

তারা আরো জানান,শুনেছি সে অসুস্থ্য হয়ে চিকিৎসা থাকাকালীন সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে বাড়িতে ফেরত পাঠিয়েছেন। সদাগর ও তাহের আলীর বাড়ীভিটা জমি নিয়ে ভাগ ভাটোয়ারা করার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিরোধ নিষ্পত্তি করার জন্য সালিশে বসেন। সেদিন  মৃত চেনা মন্ডলেরর পরিবারের সাথে জমিজমা নিয়ে কোন বিরোধ ছিলনা। হঠাৎ করে কান্নার শব্দ পেয়ে গিয়ে দেখি, সে চেয়ার থেকে পড়ে রয়েছে। তাই আমরা তড়িগড়ি করে তার মাথায় পানি দেই। কিন্তুু ঘটনাস্থলে সে মৃত্যু বরণ করেন। চেনা মন্ডলকে কেউ কোন আঘাতও করে নাই। তিনি ক্যান্সার রোগ ও হৃদরোগ জনিত কারণে মারা গেছেন বলে একাধিক সুত্রে জানা যায়।

ইউপি মেম্বার বাবুল, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুমন মিয়া জানান, চেনার মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে জানতে পারি চেনা ও তার পরিবারে সাথে সওদাগর আলী কিংবা তাহের আলীর সাথে কোন প্রকার দন্ধ ছিলনা। দীর্ঘ দিনধরে চেনা মন্ডল অসুস্থ ছিলেন। তাদের অভিমত এ ঘটনায় এলাকার কিছু  কুচক্রিমহল মৃত ব্যক্তিকে নিয়ে বড়ধরণের বাণিজ্য করার চেষ্টা করছেন।

ইসলামপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আনছার উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং ৩জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং স্বাক্ষীদের জেরা করা হচ্ছে।