Friday, 29 September 2023

ইসলামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ইসলামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হাসর আলী  জামালপুর:

জামালপুরের ইসলামপুরে পানিতে ডুবে আনাম মিয়া (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

ওই শিশু পৌর এলাকার মৌজাজ্জাল্লা গ্রামের আনোয়ার হোসেনের পুত্র।

বৃহস্পতিবার (২৮সেপ্টেম্বর) দুপুরে অস্টমী ঘাটে এই ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু আনাম দুপুরে খেলার সাথিদের সাথে অস্টমী ঘাটে গোছল করতে যায়। সকলে ফিরে এলেও আনামকে অনেক খোঁজাখুঁজি পর বিকালে পানিতে ডুবা অবস্থা পাওয়া যায়।

দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু আনামের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া  নেমে  এসেছে। 

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সুমন তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্ততি করছে।

Thursday, 28 September 2023

এলাকায় বাসী মোস্তফা আল মাহমুদ এমপি হিসাবে দেখতে চায়

এলাকায় বাসী মোস্তফা আল মাহমুদ এমপি হিসাবে দেখতে চায়

হাসর আলী  ইসলামপুর,  

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা আল মাহমুদকে এমপি হিসেবে দেখতে চান সর্বস্তরের ভোটাররা। সৎ, যোগ্য ও সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ। 

তার সুনাম রয়েছে নিজের নির্বাচনী এলাকা ছাড়িয়ে জেলার সর্বত্র। জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষিত গ্রহণযোগ্য এ প্রার্থীকেই এমপি হিসেবে চান তৃণমূল সাধারণ ভোটারেরা।

ইসলামপুর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ড গত কয়েক দিন ঘুরে এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, জামালপুর জেলা জাতীয় পার্টির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী,দানবীর, শিক্ষা অনুরাগী মোস্তফা আল মাহমুদ সর্বমহলে গ্রহণযোগ্য ব্যক্তি। 

সাধারণ ভোটাররা বলছেন, অবহেলিত ইসলামপুরের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সার্বক্ষণিক কাজ করছেন সাদা মনের মানুষ আল মাহমুদ। 

যমুনা ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব অবহেলিত মানুষকে কীভাবে পুনর্বাসন করা যায়, নদীভাঙন কীভাবে চিরতরের জন্য বন্ধ করা যায় তা নিয়ে রাত-দিন কাজ করছেন। চরকে কীভাবে শহরে রূপান্তরিত করা যায় তা নিয়েও কাজ করছেন জাপার এ নেতা। 

ইসলামপুর উপজেলাকে সারা দেশের মধ্যে কীভাবে মডেল উপজেলা করা যায় তা নিয়েও ভাবনার শেষ নেই তৃণমূলে গ্রহণযোগ্য এ নেতার।

জাতীয় পার্টির এমপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ বক্তব্য বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দেশে সুশাসন দিতে ব্যর্থ হয়েছে। দেশে শুধু সুশাসন দিতে পেরেছে শুধুমাত্র হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। 

দেশে উন্নয়ন, অগ্রগতি আর শান্তি প্রতিষ্ঠায় জাতীয় পার্টি ইতিহাস সৃষ্টি করেছে। পল্লীবন্ধু উন্নয়নের যে ইতিহাস সৃষ্টি করেছেন তা আজীবন স্মরণীয় হয়ে থাকবে এ দেশের ইতিহাসের পাতায়।

ইসলামপুরে পৌর মেয়র এমপি মনোনীত প্রত্যাশী কাদের সেখের মোটরসাইকেল শোডাউন

ইসলামপুরে পৌর মেয়র এমপি মনোনীত প্রত্যাশী কাদের সেখের মোটরসাইকেল শোডাউন

হাসর আলী   জামালপুরঃ 

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জামালপুর-২ ইসলামপুর আসনে আওয়ামী লীগের দলীয় এমপি মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আব্দুল কাদের সেখের নির্বাচনী এলাকায় সহস্রাধিক মোটরসাইকেল শোডাউন করেছেন। 

বুধবার(২৭সেপ্টেম্বর) বিকালে বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে শোভাযাত্রা বের হয়ে পৌরশহরসহ উপজেলায় গাইবান্ধা ও গোয়ালেরচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোড়ে,বাজারে সাধারণ ভোটারদের সঙ্গে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন। এসময় তাকে কাছে পেয়ে অপেক্ষমান নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা উৎফুল্ল হয়ে পড়েন।

গণসংযোগ সময় নৌকা মনোনয়ন প্রত্যাশী পৌর সফল মেয়র আব্দুল কাদের সেখ বলেন, তিনি নৌকার প্রতীক মনোনয়ন পেয়ে তিন তিনবার পৌর মেয়র পদে জয়ী হয়ে যেভাবে পৌরবাসীর সেবা করেছি। এ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পেলে সবাইকে সাথে নিয়ে একইভাবে নির্বাচনী এলাকায় উন্নয়ন করবো। এবং জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে সবাই কে নৌকায় মার্কায় ভোট দিয়ে বিজয় করবেন বলে জানান তিনি।

Wednesday, 27 September 2023

প্রয়াত সাংবাদিক বকুলের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রয়াত সাংবাদিক বকুলের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শরিফ মিয়া ইসলামপুর জামালপুর,,, 

ইসলামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, হাফিজ পাঠাগারের প্রতািষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট কবি-সাহিত্যিক ও সাংবাদিক প্রয়াত গোলাম হাফিজ বকুল এর ২০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২৪সেপ্টেম্বর) দুপুরে ইসলামপুর প্রেসক্লাব হল রুমে প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় 

বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, ক্রিয়া সম্পাদক রফিকুল ইসলাম রন্জু, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ আল লোমান, সহ সাধারণ সম্পাদক ইয়ামিন মিয়া, আজকের পত্রিকা প্রতিনিধি এমকে দোলন বিশ্বাস, সাপ্তাহিক একতা প্রতিনিধি অরুণ ভাস্কর, ইত্তেফাক প্রতিনিধির শফিকুল ইসলাম ফারুক, আজকের বসুন্ধরা প্রতিনিধি জাফি আহমেদ সুমন, মানবাধিকার এর প্রতিনিধি হাসর আলীসহ আরও অনেকেই।

ইসলামপুর প্রেসক্লাবের বিভিন্ন পত্র পত্রিকার, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিকরা মরহুমের নানান দিক নিয়ে বক্তব্য রাখেন। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এই উপলক্ষে ২৪ সেপ্টেম্বর তার নিজ বাড়িতে দোস্থ পরিবারের মাঝে খাবার আয়োজন করা হয়।

কবি ও সাহিত্যিক প্রয়াত গোলাম হাফিজ বকুলের মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক, সুধী মহল, কবি-সাহিত্যিক রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনরা গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

কবি গোলাম হাফিজ বকুল ছিলেন সমাজের ন্যায়-নিষ্ঠা প্রতিষ্ঠার সাহসী সন্তান।

তিনি ২০০৩ সালের ২৪ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর জীবন চলার পথে ছড়া, কবিতা, গল্প, উপন্যাস সহ সমাজের অনেক অবদান রেখে গেছেন।

জামালপুরে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় সচেতনতা বৃদ্ধি

জামালপুরে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় সচেতনতা বৃদ্ধি

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি আওতায় মানুষকে সচেতনতা বৃদ্ধি লক্ষ্য  স্বাস্থ্যসম্মত টয়লেট বিষয়ে নিয়ে বির্তক প্রতিযোগীতা,কুইজ ও চিত্রাঙ্গন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে  ব্র্যাক অধিকার এখানে, এখনই প্রকল্পের দশটি জেলায়  যুবদের যৌন ও প্রজনন অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে ,রাইট হিয়ার রাইট নাও প্রকল্প।

প্রারম্ভিক জরিপের ভিত্তিতে তরুণ- শিক্ষার্থীদের  যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি বেসরকারি কর্মকর্তা, শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক ও কমিউনিটির সদস্যদের যার যার অবস্থান থেকে সক্রিয় ও উদ্যোগী ভূমিকা পালন করা উচিত । কৈশোর বান্ধব যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরী এবং শিক্ষা প্রতিষ্ঠানে এ বিষয় একটি সহায়ক পরিবেশ সৃষ্টি করে।

মঙ্গলবার   দুপুরে   ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের উদ্যোগে শহরের পৌরসভার জামালপুর  উচ্চ বিদ্যালয়ের হলরুমে সভার আয়োজন করা হয়।

জামালপুর  উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত   প্রধান শিক্ষক  মোহাম্মদ ফরিদুর রহমান  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা মনিরা মুস্তারী ইভা।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা সমাজ সেবা কর্মকর্তা রাজু আহমেদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার।

এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার মেডিকেল অফিসার ডাঃ সানজিদা হুসাইন প্রাপ্তি, সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ূরী ও দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্ট এর জামালপুর প্রতিনিধি মোঃ বিপুল মিয়া।

অনুষ্ঠানের সহযোগীতা করেন ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের-২ এর ডিওয়াইএম কাকলী  আক্তার ।

অনুষ্ঠানে সঞ্চালয়না করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিল্পী রানী বিশ্বাস।এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীবৃন্দ।

প্রতিষ্ঠানের সেবা গ্রহনের জন্য উৎসাহ প্রদান করা হয়।   বিজ্ঞাপন, পর্নো পত্রিকা, ইন্টারনেট, টিভি ইত্যাদির এরিড়ে চলার জন্য বলা হয়। 

Saturday, 23 September 2023

ইসলামপুরে জাতীয় পাটি লাঙ্গল প্রর্তীকের গণসংযোগ করেন মোস্তফা আল মাহমুদ

 

ইসলামপুরে জাতীয় পাটি লাঙ্গল প্রর্তীকের গণসংযোগ করেন মোস্তফা আল মাহমুদ

হাসর আলী ইসলামপুর প্রতিনিধি :

জামালপুরে ইসলামপুরে জাতীয় পাটি লাঙ্গল প্রর্তীকের গণসংযোগ করেন মোস্তফা আল মাহমুদ 

শুক্রবার(২২সেপ্টেম্বর) সকালে উপজেলা চরপুটিমারী ও চরগোয়ালীনি ইউনিয়নের বিভিন্ন এলাকা গণসংযোগ করেছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মনোনিত এমপি প্রার্থী কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ।

গণসংযোগ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ফেরদৌসুর রহমান সরকার, হারুনুর রশিদ হারুন, জুয়েল সরকার,তোতা ফারাজি, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিপু,যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ, শাহবুদ্দিন, হামিদুর রহমান,সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান,তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান সবুজ,জাতীয় যুব সংহতি সদস্য জহুরুল মন্ডল,বাবু মিয়া ও পৌর জাতীয় পার্টির নেতা তারা মিয়া,খোরশেদ আলম,যুগ্ম সাধারণ সম্পাদক ফজলু সরদার, জাতীয় ছাত্র সমাজ আহবায়ক মেহেদী হাসান,যুগ্ম আহ্বায়ক,মোশাররফ হোসেন,শাহপরানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

গণসংযোগ কালে বক্তব্য বলেন, মানুষের ভাগ্য পরিবর্তন ও বেকার সমস্যা নিরসনে জন্য জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকের সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান।

কোন্দুয়ায় ছোট মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

কোন্দুয়ায় ছোট মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

বিপুল মিয়াঃ

জামালপুর সদর উপজেলার বাংলাদেশ উচ্চ বিদ্যালয় কেন্দুয়া মাঠে মরহুম সিরাজুল ইসলাম খান ছোট মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার বিকেলে টুর্নামেন্টের  উদ্বোধন করেন কেন্দুয়া ইউপি চেয়ারম্যান  মোঃ সাইফুল ইসলাম খান সোহেল। 

এ সময় স্থানীয় আওয়ামীলীগের নেতা ফখরুল আলম লিটু,মাসুদ রানা টিক্কি,কেন্দুয়া বাংলাদেশ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো.রজব আলী উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোখলেছুর রহমান খান ওরফে শাহজাহান । 

জানাগেছে,টুর্নামেন্টের প্রথম দিনে মধুপুর একাদশ বনাম মাদারগঞ্জ একাদশের মধ্যে উদ্বোধনী ম্যাচ শুরু হয়। এতে সাডেন গোলে মাদারগঞ্জ একাদশ বিজয়ী হন।

Thursday, 21 September 2023

শেরপুরের শীবর্দী আ'লীগ সভাপতির বিরুদ্ধে হিন্দু অংশীদারকে পথে বসানোর অভিযোগ

শেরপুরের শীবর্দী আ'লীগ সভাপতির বিরুদ্ধে হিন্দু অংশীদারকে পথে বসানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ

শেরপুরের শ্রীবর্দী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহারুল ইসলাম লিটনের বিরুদ্ধে তার দীর্ঘদিনের ব্যবসায়িক অংশীদার সংখ্যালঘু হিন্দু জয়ন্ত কুমার দত্ত পিন্টুর পরিবারকে পুরোপুরি পথে বসিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। 

জানা যায়, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল ইসলাম লিটন ৩৫ বছরেরও বেশি সময়ের ব্যবসায়িক অংশীদার জয়ন্ত কুমার দত্ত পিন্টু। তাঁরা যৌথভাবে পেট্রোল পাম্প, ইটের ভাটা, বিসিআইসি ডিলারশিপ ও জমি কেনাবেচার ব্যবসায় পরিচালনা করতেন। কিন্তু ২০২০ সাল থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর কিছু নিজ নামে চালাচ্ছেন আর যেগুলো পারেননি সেগুলো হুমকি ধামকি দিয়ে বন্ধ করে দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি।

ভুক্তভোগী ব্যবসায়ী পিন্টু জানান, পেট্রোল পাম্পটি যৌথ মালিকানায় যদিও লাইসেন্স মোতাহারুল ইসলাম লিটনের নামে আর পাম্পটিতে দুজনের সমান সমান জমি।  ব্যবসাটি এখন লিটন একাই পরিচালনা করছেন। গত সাড়ে তিন বছর ধরে পিন্টু দত্তকে কোনো লভ্যাংশ দূরে থাক, হিসাবও দিচ্ছেন না। 

নিজের নামে করা বিসিআইসি ডিলারশিপটা মোতাহারুলই পরিচালনা করছেন, একক ব্যবসা হিসেবে। 

ইট ভাটার লাইসেন্স জয়ন্ত কুমার দত্ত পিন্টুর নামে। সমস্ত হিসাবপত্র, পরিবেশ ছাড়পত্র থেকে জমি সবই তাঁর নামে। কিন্তু নির্যাতন আর হুমকি ধামকি দিয়ে গত সাড়ে তিন বছর ধরে বন্ধ করে রেখেছেন মোতাহার হোসেন। এখনও রাজনৈতিক প্রভাব খাটিয়ে পিন্টু দত্তকে ভাটা পরিচালনা করতে দিচ্ছেন না। 

বাকি রইলো জমি। লিটন ও পিন্টু নিজ নিজ নামে তাঁতিহাটি মৌজায় কেনা ৯ একর করে ১৮ একর জমি লিটন লিজ দিয়ে রেখেছেন, লিজ যারা নিয়েছেন তারা সেখানে চাষ করে খাচ্ছেন, কিন্তু পিন্টু কোনো আর্থিক সুবিধাভোগী হচ্ছেন না।

এভাবেই আর্থিক অনটনের মধ্যে পড়ে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জয়ন্ত দত্ত পিন্টু পরিবারের ব্যয়নির্বাহ ও সন্তানের পড়াশোনার খরচ মেটাতে অসহায় অবস্থায় পড়ে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রীসহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। 

স্থানীয় প্রশাসন থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত তাঁর সমস্যার কথা জানিয়েছেন। কিন্তু কোনো সুরাহা পাননি আজীবন আওয়ামী রাজনীতির সাথে অঙ্গাঙ্গী সম্পর্কিত পিন্টু দত্ত। পরিবারের ব্যয় নিয়ে উদ্বিগ্ন পিন্টু দ্রুত একটি সুরাহা চান।

এ ব্যাপারে মোতাহারুল ইসলাম  লিটনের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সাথে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার প্রতিষ্ঠাতা সদস্য রবিউল আনোয়ার টমির মৃত্যুতে শোক ।।

 

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার প্রতিষ্ঠাতা সদস্য রবিউল আনোয়ার টমির মৃত্যুতে শোক ।।

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার প্রতিষ্ঠাতা সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের ফটোগ্রাফার রবিউল আনোয়ার টমি (৫৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।

১৮ সেপ্টেম্বর ২০২৩ সোমবার বিকেল পৌনে ৪টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রবিউল আনোয়ার টমির মৃত্যুতে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর শাখার আহব্বায়ক সাহাবুল আকন্দ ও আহব্বায়ক-3 এহসান আলীসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ শোক প্রকাশ করেছে। এক শোক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

Wednesday, 20 September 2023

মেলান্দহ গুজামানিকা চোলাই মদ তৈরির কারখানার লিডার সুজন

মেলান্দহ গুজামানিকা চোলাই মদ তৈরির কারখানার লিডার সুজন

মোঃসোহেল রানা

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি  পৌরসভার ১ নং ওয়ার্ডের গুজামানিকা এলাকায় সুজন মোচার এর বাড়িতে সন্ধ্যার পরে প্রতিদিনি বসে চোলাই মদের উৎসব।এ যেন থামানের কেহ নেই।

এলাকাবাসীর কাছ থেকে জানা যায়,অনেক দূর-দূরান্ত থেকে লোক এসে সুজন মোচার এর ঘরে বসেই প্রতিনিয়ত খেয়ে যাচ্ছে চোলাই মদ।  সুজনের তৈরিকৃত মদ রাতে বিক্রি করে গ্লাস প্রতি ২০০ টাকা আর দিনে বোতল জাত করে কখনো  নিজেই কখনো ভগ্নিপতি কখনো সাব ডিলারের মাধ্যমে পৌঁছে দেয় মাদারগঞ্জ, মাহমুদপুর, মেলান্দহ, জামালপুর টাউন,হাজরাবাড়ি বাজার  জটিয়াররপাড়া, কুঠেরবাজারসহ বিভিন্ন  জায়গায়।  সুজন ইতিপূর্বে কয়েকবার জেল ও ডিবি হাতে গ্রেফতার হয়েছিল।  এভাবে মদ বিক্রি করে হয়ে গেছে প্রায় ২০ লক্ষ টাকার মালিক।তবে নিজেকে গোপন করে রাখার জন্য সে থাকেন ভাঙ্গা ঘরে। ঔ বাড়িতে আরো কয়েকজন মদ প্রস্তুত ও বিক্রি করলেও সকলের লিডার হয়ে সব কিছু সামাল দিয়ে যান সুজন। মদের চুলা জ্বালানো হয় গভীর রাতে  এবং চুলা নিভানো হয় ফজরের পর। সন্ধ্যা হতে রাত ১২ পর্যন্ত মদ ক্রেতা বিক্রেতার বিচরণে আশপাশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে।কেউ প্রতিবাদ করতে গেলেই এলাকাবাসী ও মদ-কারবাবিদের মধ্য মারামারি,হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে এলাকাবাসী ও সচেতন মহল প্রশাসনে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহনের প্রত্যাশা করছে।#

বৃদ্ধের জমি পনের লাখ টাকা ঘুষে অন্যের নামে রেকর্ড করে দিলেন সার্ভেয়ার, বৃদ্ধা স্ট্রোক করে হাসপাতালে ___

বৃদ্ধের জমি পনের লাখ টাকা ঘুষে অন্যের নামে রেকর্ড করে দিলেন সার্ভেয়ার, বৃদ্ধা স্ট্রোক করে হাসপাতালে ___

এস কে সোহেল

জামালপুর পৌর শহরের রামনগর মৌজায় প্রায় তিন কোটি টাকা মূল্যের এক বৃদ্ধের জমি পনের লাখ টাকা ঘুষে অন্যের নামে রেকর্ড করে দেওয়ার অভিযোগ উঠেছে এক সার্ভেয়ারের বিরুদ্ধে। 

জামালপুর জেলা সেটেল্টমেন্ট অফিসে কর্মরত প্রধান সহকারী কাম সার্ভেয়ার আমিনুর ইসলামের নামে সরকারের  বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বৃদ্ধ মজিবর রহমান। 

এ খবর শুনে বৃদ্ধ মজিবর রহমানের বৃদ্ধ স্ত্রী স্ট্রোক করেন, তাকে  বেসরকারি এমএ রশিদ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। 

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগে মজিবর রহমান বলেন,

শহরের রামনগর মৌজার বিআরএস ৬২ নং দাগে ১১৭ শতাংশ এবং ৬৩ নং দাগে ৯৭ শতাংশ জমির প্রথম দাগে ৫ শতাংশ এবং ২য় দাগে ৯৫ শতাংশ মোট ১০০ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক এবং ভোগ দখলকারী।

যেহেতু ঐ জমি অর্পিত সম্পত্তি তাই জামালপুর জেলা জজ আদালতের ভূমি জরিপ ট্রাইবুনালের মামলায় রায় পেয়ে নাম জারি সহ সব কাজ সম্পন্ন করেন মজিবর।

এরপরে ডিজিটাল রেকর্ড করতে গেলে সার্ভেয়ার আমিনুর শহরের একটি রেস্টুরেন্টে বসে ১২ লাখ টাকা দাবি করেন।

এ কথায় তিনি তার উপর জুলুম না করার অনুরোধ জানান, তখন সার্ভেয়ার আমিনুর তাকে জানান, কাজটি করে দিলে প্রতিপক্ষ তাকে ১৫ লাখ টাকা দিবেন।

তিনদিন পর আবার বৃদ্ধ মজিবর সার্ভেয়ারের সাথে দেখা করলে তিনি পরবর্তীতে আপত্তি আবেদন দিয়ে রেকর্ড সংশোধনের পরামর্শ দেন। 

বৃদ্ধ মজিবর তখন খুঁজ নিয়ে জানতে পারেন তার জমি স্হানীয় কমিশনার মিল্টনের নামে ১৫ লাখ টাকার বিনিময়ে রেকর্ড করে দিয়েছেন সার্ভেয়ার আমিনুর। 

বৃদ্ধ মজিবর তার অভিযোগে আরও বলেন,অভিযুক্ত সার্ভেয়ার আমিনুর শহরের সিংহজানী মৌজায় পাসপোর্ট অফিসের পিছনে ৭ তলা বাসা নির্মাণ করছে তাই টাকার প্রয়োজনে সে এমন কাজ করছে।

ভূমি মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং দুদক বরাবর এই অভিযোগ জমা দিয়েছেন তিনি।

কান্নাজড়িত কন্ঠে মজিবর রহমান বলেন, এই জমি অন্যের নামে রেকর্ড হয়ে যাওয়ার খবর শুনে আমার স্ত্রী স্ট্রোক করে হাসপাতালে ভর্তি। 

আমি এই মুহূর্তে অসহায় হয়ে বিভিন্ন অফিসের দ্বারে দ্বারে ঘুরছি। আমি আমার জমি ফেরত চাই, আমিনুরের শাস্তি চাই।

এ বিষয়ে জানতে চাইলে আমিনুর কোন মন্তব্য করবে না বলে জানান।  

এ বিষয়ে জানতে চাইলে কমিশনার কামরুল হাসান মিল্টন জানান, আমার কাগজপত্র দেখেই আমাকে রেকর্ড দিয়েছেন সার্ভেয়ার। আমি কোন ঘুষ দেইনি।

ভারপ্রাপ্ত জোনাল সেটেল্টমেন্ট অফিসার এ এইচ এম আরিফুল ইসলাম জানান, 

অভিযোগের কোন কপি হাতে পাইনি, অভিযোগ পেলে খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

জামালপুরে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় সচেতনতা বৃদ্ধি

জামালপুরে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় সচেতনতা বৃদ্ধি

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি আওতায় মানুষকে 

সচেতনতা বৃদ্ধি লক্ষ্য   স্বাস্থ্যসম্মত টয়লেট বিষয়ে প্রতিযোগীতা, চিত্রাঙ্গন ও কৈশোরবান্ধব  কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। 

সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে  ব্র্যাক অধিকার এখানে, এখনই প্রকল্পের দশটি জেলায়  যুবদের যৌন ও প্রজনন অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে ,রাইট হিয়ার রাইট নাও প্রকল্প।

প্রারম্ভিক জরিপের ভিত্তিতে তরুণ- শিক্ষার্থীদের  যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি বেসরকারি কর্মকর্তা, শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক ও কমিউনিটির সদস্যদের যার যার অবস্থান থেকে সক্রিয় ও উদ্যোগী ভূমিকা পালন করা উচিত । কৈশোর বান্ধব যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরী এবং শিক্ষা প্রতিষ্ঠানে এ বিষয় একটি সহায়ক পরিবেশ সৃষ্টি করে।

বুধবার    দুপুরে   ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের উদ্যোগে শহরের পৌরসভার ইজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয়ের হলরুমে সভার আয়োজন করা হয়।

ইজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক  মোঃ আনিছুজ্জামানের  সভাপতিত্বে

প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার মেডিকেল অফিসার ডাঃ সানজিদা হুসাইন প্রাপ্তি ও সহকারী প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন ও দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্ট এর জামালপুর প্রতিনিধি মোঃ বিপুল মিয়া। 

অনুষ্ঠানের সহযোগীতা করেন ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের-২ এর ডিওয়াইএম কাকলী  আক্তার ।

অনুষ্ঠানে সঞ্চালয়না করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঃ মমিন।এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীবৃন্দ।

প্রতিষ্ঠানের সেবা গ্রহনের জন্য উৎসাহ প্রদান করা হয়।  বিজ্ঞাপন, পর্নো পত্রিকা, ইন্টারনেট, টিভি ইত্যাদির এরিড়ে চলার জন্য বলা হয়।

দেওয়ানগঞ্জে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেওয়ানগঞ্জে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শরিফ মিয়া  দেওয়ানগঞ্জ (জামালপুর) 

একটি জাতীয় দৈনিক পত্রিকায়  " বিনা অনুমতিতে সরকারি গাছ কর্তন " শিরোনামে সংবাদের প্রতিবাদে মঙ্গলবার স্থানীয় দেওয়ানগঞ্জ গরু- হাট কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দেওয়ানগঞ্জ  হাট- বাজার কমিটি এ সম্মেলনের  আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন, হাট কমিটির ইজারদার মাহবুবুর রহমান মাহবুব, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান চাঁন,যুব ও ক্রীড়া সম্পাদক ও হাট কমিটির সদস্য  বিকাশ কবির ইমরান। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য শোনান- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হাট কমিটির সদস্য মহিবুল ইসলাম যুবরাজ। তিনি বলেন,গত ১৬ সেপ্টেম্বর দৈনিক ইনকিলাব পত্রিকায় ৯ নং পৃষ্ঠায় উল্লেখিত শিরোনামে প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে, যে সংবাদ প্রচার করা হয়েছে তা ভিত্তিহীন ও   উদ্দেশ্য প্রোণদিত। আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে হেয়  ও আমার উপজেলা আওয়ামীলীগের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংবাদদাতাকে ভুল ও মিথ্যা তথ্য প্রদান করে যে সংবাদ প্রচার করা হয়েছে তা আদৌ সত্য নয়।

Sunday, 17 September 2023

মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়ন স্বাস্থ্য সহকারী ইনচার্জ আজিজ র বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ উঠেছে।

মেলান্দহ উপজেলার দুরমুট  ইউনিয়ন  স্বাস্থ্য সহকারী   ইনচার্জ আজিজ র  বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ উঠেছে।

ফরিদুল ইসলামঃ

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়নের স্বাস্থ্য সহকারী ইনচার্জ  আব্দুল আজিজের নামে বিভিন্ন দূর্নীতির অভিযোগ উঠেছে। মেলান্দহ সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক আধিপত্য তার। সরকারি হাসপাতালে আধিপত্য স্থাপন ও নানা অনিয়ম করে কালো টাকার মালিক বনে যাওয়া আব্দুল আজিজ কাউকে তোয়াক্কা করে না বলেও হাসপাতালে কর্মরত অনেকে জানিয়েছেন। 

আব্দুল আজিজ। দেহের গঠন সুঠাম না হলেও, মেলান্দহ সরকারি হাসপাতালে অনেক দুর্নীতিই চলে তার ইশারায়। হাসপাতালের টিকিট কাউন্টার থেকে শুরু করে প্রত্যেকটি দপ্তরে তার রয়েছে বিশাল নিয়ন্ত্রণ। দীর্ঘদিন থেকে হাসপাতালটি এভাবে পরিচালনা হলেও ভয়ে মুখ খুলতে পারেনি কেউ। হাসপাতালের পরিত্যক্ত কোয়ার্টার ভবন ভাড়া দিয়ে প্রতিমাসে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আব্দুল আজিজ নামে ওই ব্যক্তি। 

হাসপাতালের পরিত্যক্ত কোয়ার্টার অবস্থানরত নার্সরা জানান, কোয়ার্টারটি পরিত্যক্ত হলেও এখানে থাকতে হলে তাদের প্রতি মাসে ৩  থেকে ৪ হাজার করে ভাড়া দিতে হয়। তবে এই ভাড়ার টাকা কোথায় যায় সেটা তারা জানেন না। প্রতিমাসে ভাড়া প্রদান করলেও তাদের কাছে কোন প্রকার লিখিত ডকুমেন্ট নেই বলেও জানান পরিত্যক্ত কোয়ার্টারে অবস্থানরত নার্সরা।

হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা এই প্রতিবেদককে বলেন,  মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহি:বিভাগের টিকিট মূল্য ৩ টাকা সরকারি ভাবে নির্ধারণ করা থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ ৫ টাকা করে নিচ্ছে। এ ব্যাপারে কর্তৃপক্ষকে বারবার অভিযোগ দিলেও কোন ব্যবস্থা গ্রহণ করেনি তারা। 

তারা আরও বলেন,  সব দূর্নীতির টাকা নাকি আজিজ নামে একজন ভাগবাটোয়ারা করে। তবে কে এই আজিজ সেটা চিনেন না সেবা গ্রহীতারা।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা জানান, আব্দুল আজিজ স্বাস্থ্য সহকারী পদে উপজেলার দুরমুট ইউনিয়নে কর্মরত ছিলেন। তবে ওই ইউনিয়নে কর্মরত থাকলেও কোনদিন মাঠে যেতেন না তিনি। সবসময় সময় কাটিয়েছেন উপজেলা হাসপাতালে। 

তিনি আরও বলেন, ইনচার্জ হিসেবে পদন্নোতি পাওয়ার পর আব্দুল আজিজ আরও বেপরোয়া হয়ে উঠেছে। সরকারি হাসপাতালের সব ক্ষেত্রেই তার হস্তক্ষেপ রয়েছে। বর্তমানে ইনচার্জ হিসেবে দায়িত্ব পাওয়ার পরেও কোন প্রকার কাজ করেন না তিনি। আজিজে বিরুদ্ধে কেউ কথা বলে তাকে বিভিন্ন ভাবে হয়রানি শিকার হতে হয়,আজিজের হাত থেকে রক্ষা পাইনা ডাক্তার নার্সরাও এই বেপারে কথা বলতে গেলে 

মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গাজী মোহাম্মদ রফিকুল হক সাংবাদিকদের জানান, পরিত্যক্ত ভবন থেকে টাকা উত্তোলন কিংবা হাসপাতালের বহি:বিভাগের টিকিট এ টাকা বেশি নেওয়ায় ব্যাপারে তিনি কিছুই জানেন না।

জামালপুরে জিল বাংলা সুগারমিলস্ লিঃ এর আখচাষীদের সাথে মতবিনিময় সভা

জামালপুরে  জিল বাংলা সুগারমিলস্ লিঃ এর  আখচাষীদের  সাথে মতবিনিময় সভা

শরিফ মিয়া  দেওয়ানগঞ্জ (জামালপুর) 

জামালপুরে জিলবাংলা সুগারমিলস লিমিটেডে এর গুণগত মান সম্পন্ন আখ উৎপাদন ও ফসল বৃদ্ধির লক্ষ্যে ব্যবস্থাপনা শীর্ষক আখ চাষীদের  সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার  (১৬ সেপ্টেম্বর) দুপুরে জিল বাংলা সুগার মিলের লিমিটেড এর উচ্চ বিদ্যালয়  মাঠ প্রাঙ্গনে  অনুষ্ঠানে কৃষিবিদ ও আওয়ামী লীগের নেতা শফিকুর রহমান শিবলীর সঞ্চালনায়।  বাংলাদেশ  চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ( গ্রেড -১) আরিফুর রহমান অপুর সভাপতিত্বে। প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী  আলহাজ মোঃ ফরিদুল হক খান দুলাল  এম পি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান।বিশেষ অতিথি হিসেবে  আরো বক্তব্য রাখেন  শিল্প সচিব জাকিয়া সুলতানা, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা,দেওয়ানগঞ্জ পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, দেওয়ানগঞ্জ উপজেলা  আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ, ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক  রায়হানুল হক রায়হান, আখচাষী কল্যান সমিতির সাধারণ সম্পাদক কাউন্সিলর আব্দুল মান্নান, ইসলামপুর আওয়ামী লীগ সহ সভাপতি  আব্দুল নাসের চৌধুরী,  আখচাষী কল্যান সমিতির  দপ্তর সম্পাদক  আবুল কালাম আজাদ সহ অনেকে। 

এ সময় বক্তারা  আখ উৎপাদন ও ফলন বৃদ্ধির লক্ষে বিস্তারিত  ব্যবস্থাপনা বিষয় নিয়ে আখচাষীদের সাথে  মতবিনিময় করেন।

Thursday, 14 September 2023

ইসলামপুরে বাতিঘরের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

ইসলামপুরে বাতিঘরের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

শরিফ মিয়া জামালপুর,, 

জামালপুরের ইসলামপুরে তরুণদের উদ্যোগে ২০১০ সালে প্রতিষ্ঠিত ‘বাতিঘর’ গ্রন্থ পাঠের প্রেরণা সৃষ্টির পাশাপাশি সঙ্গীত, চিত্রকলা, আবৃত্তি, নাটক, চলচ্চিত্রসহ নানাবিধ সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

"আলোয় হৃদয় ভরি" মূলমন্ত্র নিয়ে বাঙালি সংস্কৃতির রূপ-রস-গন্ধ লালন করে ১২টি রঙিন বর্ষ পেরিয়ে ১৩তম বর্ষে পা রাখছে প্রিয় বাতিঘর। ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করেছে ইসলামপুর উপজেলার বাতিঘর কর্তৃপক্ষ।

বাউল কবি গগণ হরকরা রচিত ''আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে 

মঙ্গলবার (১২সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশীয় বাদ্যযন্ত্র সহযোগে গান গেয়ে আলোর মিছিল সম্পন্ন করেছে স্থানীয় শিল্পী ও বাতিঘরের সদস্যবৃন্দ।  

বুধবার(১৩সেপ্টেম্বর) বিকালে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে আসমা খাতুন চিত্রাংকন উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রায় ১৫০০ শিশু কিশোর অংশগ্রহণ করে আনন্দিত হয়েছে বলে জানা গেছে।বাঙালি সংস্কৃতি বিকাশে ব্রতি "বাতিঘর" সকল আয়োজন উৎসর্গ করেছে বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ বাঙালির স্মৃতির উদ্দেশ্যে।

সন্ধ্যায় সঙ্গীত শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ব্র্যাকের উদ্যোগে জাতীয় শোক দিবসে স্মরণে নারীদের মাঝে সরঞ্জাম বিতরণ

ব্র্যাকের উদ্যোগে জাতীয় শোক দিবসে স্মরণে নারীদের মাঝে সরঞ্জাম বিতরণ

বিপুল মিয়া ,জামালপুরঃ

জামালপুরে ব্র্যাকের উদ্যোগে জাতীয় শোক দিবস স্মরণে  প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে দোকান সাজসজ্জার সরঞ্জাম বিতরণ  করা হয়। 

গতকাল  বৃহস্পতিবার   দুপুর হাটচন্দ্রা উত্তরপাড়া আঃ লতিফ এর বাড়িতে  ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসুচি নকশি প্রকল্পের বাস্তবায়নে এই অনুষ্ঠানের আয়োজন  করা হয় । 

আলোচনা সভায় ব্র্যাক জেলা সমন্বয়কারী (অতিঃ) ফারহানা মিলকি এর স়ভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন,ব্র্যাক যে ভাবে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণ দিয়ে কর্ম দক্ষতা সৃষ্টি করছে। এভাবে অন্য কোন প্রতিষ্ঠান এ ভাবে করে যাচ্ছে না। তিনি এনজিও এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

 ব্র্যাক এলাকা ব্যবস্থাপক হাসিনা আক্তার এর সঞ্চলনায় বক্তব্য রাখেন,দাবি কর্মসূচি এলাকা ব্যবস্থাপক মোঃ জামিরুল ইসলাম চৌধুরী, ব্র্যাকর দক্ষতা উন্নয়ন  কর্মসূচির - কর্মসূচি সংগঠক আফসানা ইসলাম। 

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন ব্র্যাকের জেলা ব্যবস্থাপক রোজী বেগম।

এইচএসবিসি ব্যাংকের অর্থায়ানে ও ব্র্যাকের বাস্তবায়নের ৫০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে দোকান সাজসজ্জার সরঞ্জাম বিতরণ  করা হয়।

Tuesday, 12 September 2023

শরিফপুর ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্যের সাথে বিদফা নারীর অনৈতিক সম্পর্কের অভিযোগ

শরিফপুর ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্যের সাথে বিদফা নারীর অনৈতিক সম্পর্কের অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ

২নং শরীফপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার মোঃ মিলন মিয়ার সাথে তার একই ওয়ার্ডের মধ্য রণরামপুর গ্রামের প্রবাসী  মৃতঃ রফিকুল ইসলামের বিদফা স্ত্রী রুবির সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলেছেন একই এলাকার গ্রামবাসীরা। 

রণরামপুর মধ্যপাড়া গ্রামের খলিল মিয়ার স্ত্রী মোছাঃ আকলীমা বেগম বলেন, প্রবাস জীবনে থাকা অবস্থায় সৌদি আরবে রফিকুল মিয়া তার তিনটি সন্তান রেখে মারা যান,মারা যাওয়ার পর থেকেই তার স্ত্রীর সাথে অনৈতিকভাবে একটি সম্পর্ক গড়ে ওঠে একই এলাকার মেম্বার মোঃ মিলন মিয়ার সাথে,মেম্বারকে বিভিন্ন সময় রুবির ঘরে ঘন্টার পর ঘন্টা সময় দরজা জানালা বন্ধ করে সময় কাটাতে দেখা যায়।যা নিয়ে  আমাদের এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ  সৃষ্টি হয়েছে।আমরা যেহেতু মুসলিম দেশে বসবাস করি এই দেশে বিবাহ ছাড়া একজন প্রাপ্ত বয়স্ক মহিলার ঘরে একজন প্রাপ্তবয়স্ক লোক বেশিবেশি যাতায়াত করলে তা আমাদের সমাজের চোখে দৃষ্টিকটুর ও ধর্মীয় রীতিনীতিতে জঘন্যতম অপরাধ।

একই গ্রামের মোঃজলিল মিয়ার স্ত্রী ও ও রুবিনার বড় যাও লাইলী বেগম বলেন,ইউপি সদস্য মিলন মিয়ার এই বাড়িতে অতিরিক্ত যাতায়াত করা নিয়ে আমাদের গ্রামবাসীদের মনে সন্দেহের সৃষ্টি হয়,পরবর্তীতে আমরা এ অনৈতিক সম্পর্কের ঘটনার সত্যতা পাই।এবং রবির তিনটি সন্তান তাদের মায়ের ও মেম্বারের অনৈতিক সম্পর্কের জন্য বিব্রতকর পরিস্থিতিতে রয়েছে।পাশাপাশি আমরা গ্রামবাসী ও আত্মীয়-স্বজনরাও লজ্জায় সমাজে মুখ দেখাতে পারছি না।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আলম আলী বলেন, আমি আমার ইউপি সদস্যের এই বিষয় টি সম্পর্কে আগেই অবগত আছি,আমি আমার ইউপি সদস্য কে বুঝিয়েছি এমন কোন কাজ কখন করবেন না যাতে আমার পরিষদের বদনাম হয়,আপনাদের ব্যক্তিজীবনের কোন ঘটনার জন্য যেন আমার পরিষদের সুনাম নষ্ট না হয়।তাদের ব্যক্তি জীবন তাদের স্বাধীন এই বিষয়ে আমার আর বলার কিছু নেই।

এই বিষয়ে ইউপি মেম্বার মিলন মিয়া বলেন,আমার সাথে রুবির অনৈতিক সম্পর্কের বিষয়টি মিথ্যা ও বানোয়াট,আমরা শরীয়ত মোতাবেক বিবাহ করেছি।

এই বিষয়ে গ্রামবাসীর অভিযোগ যদি তারা শরীয়ত মোতাবেক বিবাহ করে থাকে তাহলে তাদের বিবাহের কাবিননামা কোথায় এবং কেন রুবি বিবাহর পরও তার সাবেক স্বামীর বাসায় বসবাস করছে এখনো।এবং রুবির ছোট ছোট তিনটি বাচ্চার ভরণপোষণের দায়িত্ব কে নিবে।পাশাপাশি গ্রামবাসী আরো বলেন, মিলন মিয়া খুবই দুষ্ট প্রকৃতির মানুষ তারে অনৈতিক সম্পর্কের কথা কেউ যেন প্রকাশ না করে এই বিষয়ে তিনি সবসময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন গ্রামবাসীকে।এই ভয়ে তার বিরুদ্ধে কোন গ্রামবাসী অভিযোগ দিতে চায়না।

Monday, 11 September 2023

অপহরণের দুদিন পর বাড়ির পাশে ঝোপে মিলল ৪ বছরের শিশুর মরদেহ

অপহরণের দুদিন পর বাড়ির পাশে ঝোপে মিলল ৪ বছরের শিশুর মরদেহ

মোঃ ফরহাদ রেজা স্টাফ রিপোর্টারঃ 

জামালপুরের দেওয়ানগঞ্জে  অপহরণের দুই দিন পর হাবিবা আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাঘারচর বেপারী পাড়া থেকে  শিশুটির বাড়ির কাছের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ১ নং ডাংধরা   ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান  এ তথ্য নিশ্চিত করেন।

শিশু হাবিবা দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বেপারী পাড়া  গ্রামের আশরাফুল ইসলাম ও হিরা বেগম দম্পতির মেয়ে।

নিহত শিশুটির পরিবারের সদস্যদের তথ্যের বরাত দিয়ে সানন্দবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ  আব্দুর রহিম বলেন, “গত শনিবার সকাল ১০টার দিকে হাবিবা বাড়ি থেকে একটু অদূরে এক দোকানে খরচা আনতে  যায়। 

পরে সহপাঠীদের সঙ্গে বাড়ি ফিরছিল। পথে একটি দোকানে সহপাঠীরা কিছু কিনতে দাঁড়ালে হাবিবা একাই বাড়ির উদ্দেশে রওনা হয়"।

“হাবিবার বাড়ি ফিরতে দেরি হচ্ছে দেখে তার মা হিরা বেগম  মেয়েকে খুঁজতে বের হলে বাড়ির কাছাকাছি এক স্থানে তার ব্যবহৃত জুতা পড়ে থাকতে দেখেন। 

কিছুক্ষণ পর তার বাবার  মোবাইল ফোনের এক লক্ষ পঞ্চাশ হাজার  টাকা মুক্তিপণ দাবি করে একটি অডিও কল আসে”- বলেন ইনচার্জ আব্দুর রহিম। 

আশরাফুল ইসলাম  আরও বলেন, “বিষয়টি পুলিশকে জানালে মেয়েকে মেরে ফেলা হবে বলে অডিও বার্তায় হুমকি দেওয়া হয়। হাবিবার বাবা আশরাফুল  বিষয়টি থানায় জানালে পুলিশের একাধিক ইউনিট হাবিবাকে উদ্ধারকাজে নামে। আজ সোমবার দুপুরে বাড়ির কাছের এক ঝোপ থেকে শিশুটির লাশ উদ্ধার হয়”।

এ বিষয়ে জানতে চাইলে দেওয়ানগঞ্জ মডেল থানার  অতিরিক্ত পুলিশ সুপার.......বলেন, “মেয়েটিকে জীবিত উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা করেছিল।  কিন্তু শেষ রক্ষা হলো না। এখন তার লাশ উদ্ধার করে জামালপুরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Sunday, 10 September 2023

জামালপুরে নৌকা বাইচ প্রতিযোগিতায় ইসলামপুর উপজেলার রকেট নৌকা চ্যাম্পিয়ন ।। ব্রহ্মপুত্রনদে মানুষের উপচে পড়া ভীড়

জামালপুরে নৌকা বাইচ প্রতিযোগিতায় ইসলামপুর উপজেলার রকেট নৌকা চ্যাম্পিয়ন ।।  ব্রহ্মপুত্রনদে মানুষের উপচে পড়া ভীড়

আ: হান্নান (সোহান), জামালপুর প্রতিনিধি ।। 

জামালপুরের আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার  ৯ সেপ্টেম্বর বিকালে পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে এই খেলাটি অনুষ্ঠিত হয়। শহরের যান্ত্রিক কোলাহল আর অপসংস্কৃতির আড়ালে দিন দিন হারাতে বসেছে বাঙালির প্রাণের উৎসব ও সংস্কৃতি। এমন সময়ে এধরনের ঐতিহ্যবাহী খেলার আয়োজনে  স্থানীয় মানুষগুলো অত্যান্ত খুশি।

নৌকা বাইচ উপলক্ষ্যে জামালপুর শহর জুড়ে  উৎসব মুখর পরিবেশ তৈরি হয়ে ছিল। চমৎকার এ দৃশ্য দেখতে দূরদূরান্ত থেকে বিভিন্ন অঞ্চলের প্রায় লক্ষাধিক মানুষ প্রচন্ড গরম ও রোদ অপেক্ষা করে  ভিড় জমাতে থাকে। ঢাকাস্থ্য জামালপুর সমিতি, জামালপুর পৌরসভা এবং জামালপুর ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এই নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ইসলামপুর উপজেলার রকেট নৌকা।

পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে  এবারই প্রথম আয়োজন করা হয়েছে এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠান। জামালপুর জেলার মোট ৭টি উপজেলা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ঢাকাস্থ্য জামালপুর সমিতির মহাসচিব (অবঃপ্রাপ্ত) ক্যাপ্টিন শেখ শফিকুল ইসলাম জানান  আগামীতে তারা পর্যায় ক্রমে ময়মনসিংহ বিভাগের মধ্যে এই প্রতিযোগিতা ছড়িয়ে দিতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে । এ বৎসর মোট ১৫টি প্রতিযোগী দল অংশ গ্রহণ করে। তাদের রঙ বেরঙের বাহারি পোশাক আর সুসজ্জিত নৌকা নিয়ে প্রতিযোগিতায় হাজির হন। প্রতিযোগিতা চলার সময় বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে জারি-সারি গান, আর পানিতে মাঝিদের বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে যেন পুরো এলাকা মুখরিত করে তোলে।

ব্রহ্মপুত্র নদের ছনকান্দা  জামালপুর-শেরপুর ব্রীজ এলাকায় নৌকা বাইচের উদ্বোধন করেন, প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক,সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন (সিআইপি), জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ মুহাম্মদ বাকী বিল্লাহ, পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ। ঢাকাস্থ্য জামালপুর সমিতির মহাসচিব,(অবঃ)ক্যাপ্টিন শেখ শফিকুল ইসলাম,জামালপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক,মীর্জা জিল্লুর রহমান প্রমুখ। এসময় বিভিন্ন দলের রাজনৈতিক,সামাজিক,সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ইসলামপুর উপজেলার রকেট নৌকা, দ্বিতীয় স্থান অর্জন করে একই উপজেলার মনিরাজ নৌকা এবং তৃতীয় স্থান অর্জন করে মেলান্দহ উপজেলার দক্ষিন ঝাওগড়ার একতা নৌকা। পরে প্রতিযোগিতা শেষে  প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ প্রথম স্থান অর্জনকারী দলকে একটি করে টফিসহ ১লাখ ৫০হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ১লক্ষ টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ৭৫ হাজার টাকা প্রদান করেন।

জামালপুরে পুলিশে চাকরি দেয়ার নামে অর্থ আত্মসাৎ ।। পুলিশ কনস্টেবল কারাগারে

জামালপুরে পুলিশে চাকরি দেয়ার নামে অর্থ আত্মসাৎ ।। পুলিশ কনস্টেবল কারাগারে

নিজস্ব প্রতিবেদকঃ

চাকরি দেয়ার নামে পুলিশ সুপারের গানম্যান পরিচয়ে ছত্রিশ লাখ টাকা আত্মসাতের অভিযোগের মামলায় মোঃ কামরুল হাসান (৩২) নামের এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গত মঙ্গলবার (২৮আগষ্ট ) উল্লেখিত আদালত পুলিশ কনস্টেবল মোঃ কামরুল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আসামি কতোয়ালী থানা ময়মনসিংহ জেলার বারেরারপাড় এলাকার মোঃ জয়নাল আবেদীনের ছেলে। 

বাদীপক্ষের অভিযোগ অনুযায়ী জানা যায়, পুলিশ কনস্টেবল মোঃ কামরুল হাসান ৩ জনকে পুলিশ কনস্টেবল পদে চাকরি নিয়ে দেয়ার কথা বলে মামলার বাদী মোঃ আনন্দের কাছ থেকে বিভিন্ন মাধ্যমে 

ছত্রিশ লাখ টাকা নেন। চাকরি দিতে ব্যর্থ হলে বাদী টাকা ফেরত চান। তবে আসামিরা টাকা ফেরত না দিয়ে বারবার সময়ক্ষেপণ করেন। একপর্যায়ে অস্বীকার করেন। পরে বাদী জামালপুর সদর আদালতে একটি অভিযোগ দাখিল করেন এবং আদালতের বিচারক তা আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন। পরে অভিযোগের সত্যতা পাওয়া গেলে  পুলিশ কনস্টেবল মোঃ কামরুল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। 

গত সোমবার ( ২৮ আগষ্ট ) জামালপুর সদরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে  মোঃ কামরুল হাসান জামিনের আবেদন করেন। তবে আদালতের বিচারক মাহমুদা আক্তার পুলিশ কনস্টেবল মোঃ কামরুল হাসানের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Saturday, 9 September 2023

তিতপল্লায় দুই'শ পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ

 

তিতপল্লায় দুই'শ পরিবারের যাতায়াতের  রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের সীমান্তবর্তী চরশী মুন্সিপাড়া এলাকায় দুই'শ পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগ উপজেলার  কেন্দুয়া ইউনিয়নের কোনাপাড়া এলাকার আনিসুর রহমান ওরফে বেলাল নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে৷ আনিসুর রহমান

বেলাল বলেন,চরশী  মুন্সিপাড়া গ্রামের আলাল উদ্দিনদের সঙ্গে জমি নিয়ে বিরোধে এই রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে,মিমাংসা নাহলে এই রাস্তা বন্ধই থাকবে। এ ছড়া  বিকল্প রাস্তা খুলে দেয়ার  কথা জানান তিনি। গতকাল  বুধবার সকালে  তিতপল্লা ইউনিয়নের  চরশী মুন্সিপাড়া এলাকায় সরেজমিনে গেল এই চিত্র দেখাগেছে। এলাকাবাসিরা জানান, ৫০বছর আগের নির্মিত এই রাস্তা দিয়ে কেন্দুয়া ইউনিয়নের সোনাকাতা ও কোনাপাড়া এলাকাসহ তিতপল্লা ইউনিয়নের চরশী মুন্সিপাড়া গ্রামের  প্রায় দুই'শ পরিবারের লোকজন এই রাস্তা দিয়ে যাতায়াত করে আসছে। এখন এই রাস্তা বন্ধ করে দেয়ায় তাদের সবার প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। তারা অতি জুরুরী ভিত্তিতে রাস্তা খুলে দেয়ার দাবি জানান সংশ্লিষ্টদের কাছে। এ ব্যাপারে  চরশী মুন্সিপাড়া এলাকার বিশিষ্ট সমাজ সেবক সিদ্দিকুর রহমান ভুঁইয়া  বলেন,ইউনিয়নের কামালখান বাজার থেকে কেন্দুয়া বাজার পর্যন্ত একটি পাকা রাস্তা রয়েছে। সেই অংশের কোনাপাড়া জামে মসজিদ থেকে প্রায় ১কিলোমিটার দৈর্ঘের একটি সড়ক পূর্ব দিকে বলেশ্বর নদীতে গিয়ে শেষ হয়েছে। এখানকার  লোকজন  কেন্দুয়া বাজার এবং কামালখান বাজারসহ শহরে যাতায়াতের  জন্য এই সড়কটির খুব দরকার। এছাড়া শিক্ষার্থীদের যাতায়াতের জন্য এবং কৃষি পণ্য বজনে এ সড়কই একমাত্র ভরসা। তিনিও এই সড়কের প্রতিবন্ধকতা  খুলে দেয়ার জন্য দাবি জানান। এ ব্যাপারে কেন্দুয়া কোনাপাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে আনিসুর রহমান ওরফে বেলাল বলেন, চরশী মুন্সিপাড়া এলাকার  ছেকান্দর আলীর কাছে আমার বাবায় আজ থেকে ত্রিশবছর আগে ১৫ শতাংশ জমি কেনা বাবদ দশ হাজার টাকা দিয়েছিলেন। অদ্যবধি পর্যন্ত ওই জমি কওলা দেননি আমাদের। এখন আমার বাবও মারা গেছে ছেকান্দর আলীও মারা গেছেন। তিনি বলেন,ছেকান্দর আলীর  পুত্র আলাল উদ্দিনসহ তার ওয়ারিশগণ ওই জমি আমাদের কওলা দেয়ার মালিক কিন্তু তারা দিচ্ছেন, উল্টো আমাদের হুমকী দেন তারা, এই জন্যা রাস্তাটি বন্ধ করে দিয়ে, আমাদের বাহীর বাড়ী( বাইডেক) দিয়ে যাতায়াতের জন্য সাময়ীকের  জন্য রাস্তা করে দিয়েছি। এ ব্যাপারে  ভোক্তভোগি আলাল উদ্দিন বলেন,আমার বাবা ছেকান্দর আলী মারা গেছে ২০০ সালে,জমি বেঁচে থাকলে ওই সময় কওলা নিতে পারত। এ ছাড়া হাবিবুর রহমান মারা গেছে ২০১৯ সালে, এতোদিন ওরা কিকরলো। তারা এই জন্য দুই'শ পরিবারের লোকদের  যাতায়াতের রাস্তা বন্ধ করতে পারেনা। তিনি রাস্তা খুলে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে কেন্দুয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেলের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বিষয়টির অবগত হয়ে রাস্তা খুলে দেয়ার জন্য বেলালকে বলেছি। এখন পর্যন্ত রাস্তাটি খুলে না দেয়া হয়ে থাকলে আমি ঢাকায় আছি,ওখান থেকে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

ইসলামপুরে যুবলীগের কমিটি ঘোষণা

ইসলামপুরে যুবলীগের কমিটি ঘোষণা

শরিফ মিয়া জামালপুরঃ

জামালপুরের ইসলামপুরে ৭ বছর পর যুবলীগের ইসলামপুর উপজেলা শাখার আংশিক কমিটির ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জামালপুর জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদ সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

শেখ মোহাম্মদ হারুনুর রশিদকে সভাপতি এবং মোঃ মোহন মিয়াকে সাধারণ সম্পাদক করে ইসলামপুর উপজেলা আওয়ামী যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। 

উল্লেখ্য ২০২৩ সালের ৮ জুলাই ইসলামপুর উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার আয়োজনে বঙ্গবন্ধু আলোকচিত্র প্রদর্শনী ও মুক্তিযোদ্ধা সম্মান স্মারক প্রদান

বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার আয়োজনে বঙ্গবন্ধু আলোকচিত্র প্রদর্শনী ও মুক্তিযোদ্ধা সম্মান স্মারক প্রদান

বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার আয়োজনে বঙ্গবন্ধু আলোকচিত্র প্রদর্শনী ও মুক্তিযোদ্ধা সম্মান স্মারক প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুরে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরনে আলোকচিত্র প্রদর্শনী ও বীর মুক্তিযোদ্ধা সাবেক ভূমি মন্ত্রী আলহাজ্ব মোঃ রেজাউল করিম হীরাকে মুক্তিযোদ্ধা সম্মান স্মারক প্রদান ও বাউল সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৭ অক্টোবর রাত ৯ টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি উদ্বোধন করেন জামালপুর জেলা পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সভাপতি এড. মুহাম্মদ বাকী বিল্লাহ, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বাবু বিজন কুমার চন্দ ও জামালপুর সদর ৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব  ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন জামালপুর পৌর মেয়র আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন ছানু ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক কাজী বোরহানউদ্দিন , বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন। জামালপুর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালেহীন রেজা , জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এসময় তারা এই আয়োজনের প্রসংসা করে বলেন, বঙ্গবন্ধু আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা হয়েছে। এটি একটি মহতি ও ভালো উদ্যোগ।

Sunday, 3 September 2023

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে গড়ে তুলতে হবে স্মার্ট নাগরিকঃ বিজন কুমার চন্দ

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে গড়ে তুলতে হবে স্মার্ট নাগরিকঃ বিজন কুমার চন্দ

 শুধু দেশ  জনগণের পক্ষে 

মাইনুল ইসলাম রিফাতঃ

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে গড়ে তুলতে হবে স্মার্ট নাগরিক, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষত করে দেশ ও জাতির উন্নয়ন তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের উপর দায়িত্বশীল হতে হবে শিক্ষকদের।

জামালপুর সদর উপজেলার ১৫নং রশিদপুর ইউনিয়নের তুলসীপুর কিন্ডারগার্টেন এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন জামালপুর জেলা আ-লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ। 

উক্ত অনুষ্ঠানে রশিদপুর ইউনিয়ন আ-লীগের সভাপতি আসাদুজ্জামান চাঁন বিএসসির সভাপতিত্বে বক্তব্য রাখেন উদ্ভোধক রশিদপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক খন্দকার ফজলুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আ-লীগ, জামালপুর জেলা শাখার উপদেষ্টা আঃ আজিজ খান, তুলসীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস,এম জাহাঙ্গীর আলম লিচু, জামালপুর সদর উপজেলা আ-লীগের শিক্ষা ও মানব সম্পাদক আনিছুর রহমান, রশিদপুর ইউনিয়ন আ-লীগের সাধারন সম্পাদক অধ্যাপক এ কে এম সারোয়ার হোসেন মিস্টার, জামালপুর সদর উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সাবেক ডেপুটি কমান্ডার ও সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দীন ফকির, পাকুল্যা মাদ্রাসার সুপার মোঃ ফজলুল হক আকন্দ প্রমুখ।

এ ছাড়াও সেখানে স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন বয়সের আমন্ত্রিত অতিথিদের উপস্থিাতি দেখা গেছে।

উদ্বোধনী এ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ আ-যুবলীগ, জামালপুর সদর উপজেলার দপ্তর সম্পাদক লুৎফর রহমান সবুজ।

অবশেষে নতুন শিক্ষা প্রতিষ্ঠানটির শুভকামনা ও আনন্দ উল্লাসের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে গড়ে তুলতে হবে স্মার্ট নাগরিকঃ বিজন কুমার চন্দ

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে গড়ে তুলতে হবে স্মার্ট নাগরিকঃ বিজন কুমার চন্দ


মাইনুল ইসলাম রিফাতঃ

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে গড়ে তুলতে হবে স্মার্ট নাগরিক, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষত করে দেশ ও জাতির উন্নয়ন তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের উপর দায়িত্বশীল হতে হবে শিক্ষকদের।

জামালপুর সদর উপজেলার ১৫নং রশিদপুর ইউনিয়নের তুলসীপুর কিন্ডারগার্টেন এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন জামালপুর জেলা আ-লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ। 

উক্ত অনুষ্ঠানে রশিদপুর ইউনিয়ন আ-লীগের সভাপতি আসাদুজ্জামান চাঁন বিএসসির সভাপতিত্বে বক্তব্য রাখেন উদ্ভোধক রশিদপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক খন্দকার ফজলুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আ-লীগ, জামালপুর জেলা শাখার উপদেষ্টা আঃ আজিজ খান, তুলসীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস,এম জাহাঙ্গীর আলম লিচু, জামালপুর সদর উপজেলা আ-লীগের শিক্ষা ও মানব সম্পাদক আনিছুর রহমান, রশিদপুর ইউনিয়ন আ-লীগের সাধারন সম্পাদক অধ্যাপক এ কে এম সারোয়ার হোসেন মিস্টার, জামালপুর সদর উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সাবেক ডেপুটি কমান্ডার ও সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দীন ফকির, পাকুল্যা মাদ্রাসার সুপার মোঃ ফজলুল হক আকন্দ প্রমুখ।

এ ছাড়াও সেখানে স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন বয়সের আমন্ত্রিত অতিথিদের উপস্থিাতি দেখা গেছে।

উদ্বোধনী এ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ আ-যুবলীগ, জামালপুর সদর উপজেলার দপ্তর সম্পাদক লুৎফর রহমান সবুজ।

অবশেষে নতুন শিক্ষা প্রতিষ্ঠানটির শুভকামনা ও আনন্দ উল্লাসের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Friday, 1 September 2023

পানি বৃদ্ধির সাথে ফসলি জমি বাড়িঘর ভাঙ্গন,নিঃস্ব মানুষ

পানি বৃদ্ধির সাথে ফসলি জমি বাড়িঘর ভাঙ্গন,নিঃস্ব মানুষ

শরিফ মিয়া  জামালপুরঃ 

উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও টানা বৃষ্টিতে তৃতীয় দফায় বৃদ্ধি পাচ্ছে যমুনা ব্রহ্মপুত্র নদীর পানি। 

জামালপুরের দেওয়ানগঞ্জে পানি বৃদ্ধির সাথে শুরু হয়েছে নদ-নদীগুলোর ভাঙন। ভাঙনের সাথে সাথে নিঃস্ব হচ্ছে নদীর পাড়ের মানুষ। 

বৃহস্পতিবার (৩১আগস্ট) থেকে উপজেলার বড়খাল, মাঝিপাড়া ও বওলাতলী খানপাড়ায় যমুনা নদীর ভাঙন শুরু হয়েছে। আজ একইভাবে ভাঙন বিদ্যমান রয়েছে। বিগত দিনে অল্প ভাঙন হলেও এবার তীব্র স্রোতে বসত ভিটা নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। 

গত কয়েক দিনেই যমুনা গর্ভে বিলীন হয়ে গেছে দশটি পরিবারের বসতভিটা। এছাড়াও ভাঙন আতঙ্কে রয়েছে আরো শতাধিক পরিবার। অনেকে শেষ সম্বল এই ভিটা। এই হারিয়ে অসহারের মত পথেই ঠায় হচ্ছে তাদের। 

পানি উন্নয়ন বোর্ড গত ২০২১ সালের শুরুতে বড়খাল গ্রামে ভাঙন কবলীত যমুনার বামতীরে ১০০ মিটার বালি ভর্তি জিও ব্যাগ ফেলে । 

বর্ষা মৌসুমের প্রথম দিকে তার ভাটিতে আরও ১৫০ মিটার বালি ভর্তি জিও ব্যাগ ফেলা হয়। 

সে ডাম্পিং তীব্র স্রোতে নদীর গর্ভে বিলীন হয়ে যায় এবং পূর্বের ন্যায় আবারও ওই স্থানে ভাঙন শুরু হয়।

তৃতীয় দফায় হঠাৎ করে যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে ভাঙন চাপে বড়খাল, মাঝিপাড়া ও বওলাতলী খানপাড়ায়। 

বৃহস্পতিবার একদিনেই অন্তত ১০টি পরিবারের বসতভিটা ভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে যায় যমুনার গর্ভে। 

ভাঙনের মুখে দাাঁড়িয়ে এখন উপজেলার ঐতিহ্যবাহী বড়খাল উচ্চবিদ্যালয় ও হলকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদসহ অন্যান্য  স্থাপনা এবং শতশত পরিবারের বসতভিটা। 

একটি সূত্র জানায়, বড়খাল উচ্চ বিদ্যালয়ে অর্ধকোটি টাকা ব্যয়ে তিনতলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ করা হয়। বিদ্যালয় দুটি থেকে যমুনার ভাঙনরত পাড় মাত্র ত্রিশ মিটার দূরে। কর্তৃপক্ষের দাবি দ্রুত ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা না নেওয়া হলে এক সপ্তাহ সময়ের মধ্যে যমুনার গর্ভে বিলীন হয়ে যাবে প্রতিষ্ঠান দুটিসহ শতশত পরিবারের বসতভিটা।

ভাঙনের শিকার হোসেন আলী খুত্তু বলেন, এক সময় আবাদী জমি বসতভিটা সবই ছিল। সর্বনাশা যমুনার গর্ভে তা বিলীন হয়ে গেছে। 

শেষবারে যেখানে আশ্রয় নিয়েছিলা সে স্থানটিও যমুনার ভাঙনে বিলীন হয়ে গেল। 

এখন পরিবার নিয়ে মাথাগুঁজার নেই। অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে কোনো রকমে দিনাতিপাত করছি।

বড়খাল গ্রামের তোতা মিয়া জানান, দীর্ঘ দিন থেকে এ এলাকা যমুনার ভাঙনে জর্জরিত। 

পানি উন্নয়ন বোর্ড তড়িঘড়ি করে জিও ব্যাগ ফেলে সাময়িক ভাবে ভাঙন রোধের ব্যবস্থা করে। 

সে চেষ্টাও বিফলে গেল এ বছর। 

যমুনায় তীব্র স্রোতের তোড়ে ভেঙে নেয় জিও ব্যাগের ডাম্পিং। ভাঙন রোধে স্থায়ী পদ্ধতি প্রয়োগের দাবি জানান তিনি ।

মাঝিপাড়া গ্রামের গ্রামের বাদল চন্দ্র দাস বলেন, যমুনার গর্ভে এ অঞ্চলের হাজার হাজার একর জমি ও শত শত মানুষের বসত ভিটা বিলীন হয়ে গেছে। 

যমুনা যে ভাবে ভাঙছে স্থায়ী ব্যবস্থা না নেওয়া হলে অল্প সময়ের মধ্যে বড়খাল, মাঝিপাড়া ও বওলাতলী খানপাড়াসহ চরডাকাতিয়া ও খোলাবাড়ী যমুনার গর্ভে বিলীন হয়ে যাবে।আমাদের দিনরাত কাটছে এখন ভাঙন আতঙ্কে।

বড়খাল গ্রামের আলী হায়তার বাবুল ও শফিকুল ইসলাম জানান, পানি উন্নয়ন বোর্ডর জিও ব্যাগের ডাম্পিং যমুনার স্রোতের কাছে তুচ্ছ। দেওয়ানগঞ্জের অস্তিত্বকে টিকিয়ে রাখার স্বার্থে বড়খাল, মাঝিপাড়া ও বওলাতলী খানপাড়া গ্রামকে ভাঙনের হাত থেকে বাঁচাতে স্থায়ী ব্যবস্থা করতে হবে। না হলে দেওয়ানগঞ্জের মানচিত্র থেকে হারিয়ে যাবে  ঐতিহ্যবাড়ী বড়খাল গ্রাম। 

চিকাজানী ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম আক্কাস বলেন, জিও ব্যাগের ডাম্পিংএর পরিবর্তে ইটের ব্যারেক করে ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থা না নিলে এ নদীর ভাঙন রোধ করা সম্ভব হবে না। 

যমুনার ভাঙন কবলীত বড়খাল, মাঝিপাড়া, বওলাতলী খানপাড়াসহ চরডাকাতিয়া হয়ে খোলাবাড়ি পর্যন্ত ভাঙনরোধের স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্যে জেলা পাউবোকে জানানো হয়েছে।

জামালপুর জেলা পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, যমুনার ওই স্থানে ভাঙন রোধের স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্যে সমীক্ষা চলমান রয়েছে। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেওয়ানগঞ্জ উপজেলার  সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ ফরহাদ রেজা
 স্টাফ রিপোর্টারঃ 

প্রতিষ্ঠার ৪৫ বছর উদযাপন উপলক্ষে  আজ ১ লা সেপ্টেম্বর (শুক্রবার) সকালে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয় গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। দলটি প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রা এবং আলোচনা সভাও করে। কেন্দ্রীয় কর্মসূচির বাইরে জেলা ইউনিট, উপজেলা, ইউনিয়নের সকল অঙ্গসংগঠন গুলো কর্মসূচি পালন করেছে নিজেদের মত করে।

১৯৭৮ সালের এই দিনে ঢাকার রমনা রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন।

এরই ধারাবাহিকতায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে সকাল ৯:৩০ ঘটিকায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি,এন,পি)'র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল'র চর আমখাওয়া ইউনিয়ন এর আহবায়ক মো. মজিবুর রহমানের সঞ্চালনায় ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল চর আমখাওয়া ইউনিয়ন সভাপতি জনাব আলহাজ্ব মো. নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্য অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন।

এসময়, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল'র ইউনিয়ন সভাপতি মো.আলমগীর হোসেন বাদশা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল'র ইউনিয়ন সভাপতি নাজমুল ইসলাম (ডন), বাংলাদেশ জাতীয়তাবাদী তাতী দল'র ইউনিয়ন সভাপতি শাহার আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল'র ইউনিয়ন সভাপতি মো. মনিরুজ্জামান (মনি), বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল'র সভাপতি বাবুল আক্তার, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল'র ইউনিয়ন যুগ্ন-আহবায়ক এমদাদুল হক মিলন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল'র ইউনিয়ন সদস্য সচিব বাবুল আক্তার (মেম্বার), যুবদল সদস্য রফিকুল ইসলাম (মেম্বার), বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউনিয়ন শাখার ছাত্র বিষয়ক সম্পাদক আল-মামুন দেওয়ান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউনিয়ন শাখার সহ-সভাপতি  আতিকুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি,এন,পি) অত্র ইউনিয়ন'র সাধারণ সম্পাদক মো. আবুল হাশেম (মাস্টার), এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি,এন,পি) অত্র ইউনিয়ন সভাপতি আলহাজ্ব মো. নুরুল ইসলাম সহ প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তৃতাকালে বক্তারা ক্ষমতাসীন দলের কঠোর সমালোচনা করে বলেন, আমরা আজ ভোটবিহীন অবৈধ সরকারের ক্ষমতার অপব্যবহারের স্বীকার, মিথ্যা মামলায় জর্জরিত, তারা মামলা দিয়ে আমাদের দমিয়ে রাখতে চায়। প্রশাসনকে ব্যবহার করে তাদের ক্ষমতায় টিকে থাকতে চায়, কিন্তু সেটা আমরা হতে দিব না। এখন তারা তাদের নির্যাতনের চরম সীমানায় পৌছে গেছে, এবার আমাদের রুখে দাড়াবার পালা। আর বেশীদিন তাদের ক্ষমতায় থাকতে দিব না, তাদের বুঝিয়ে দিতে চাই জোর করে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না।

যতক্ষণ পর্যন্ত তাদের ক্ষমতা কেড়ে নিতে না পারব, আন্দোলনের কর্মসূচি দিয়ে রাজপথে অবস্থান করে আমরন লড়ে যাব। লাগাতার আন্দোলনের মাধ্যমে অবৈধ এ সরকারের পতন নিশ্চিত করেই আমরা ঘরে ফিরব।

এসময় তাঁরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বেগম খালেদা জিয়ার শারিরীক সুস্থতা কামনা করেন।

সবশেষে, আগত নেতৃবৃন্দ সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা ও কেন্দ্রীয় কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহবান জানিয়ে আলোচনা সভার সভাপতি তার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।