Saturday, 28 January 2023

জামালপুরে সবুজ একাডেমির পরিচালকের বিরুদ্ধে হিন্দু শিক্ষিকাকে শ্রীলতাহানির অভিযোগে মানববন্ধন

জামালপুরে সবুজ একাডেমির পরিচালকের বিরুদ্ধে হিন্দু শিক্ষিকাকে শ্রীলতাহানির অভিযোগে মানববন্ধন

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর শহরের চামড়া গোদাম মোড় এলাকায় সবুজ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও জামালপুর  সদর উপজেলার আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ছানোয়ার হোসেন সবুজের বিরুদ্ধে তার প্রতিষ্ঠানের হিন্দু( সনাতন) ধর্মাবলম্বী শিক্ষিকা প্রিতাকা বণিককে শ্রীলতাহানির অভিযোগে মানববন্ধন হয়েছে। শনিবার সকালে শহরের দয়াময়ী মোড়ে এ মানববন্ধন এর আয়োজন করেন ভুক্তভোগীর পরিবার ও  জামালপুরবাসী।  মানববন্ধনে বক্তব্য রাখেন হিন্দু সনাতন ধর্মাবলম্বী  শিক্ষকার স্বামী জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ  দাস সুমন,জামালপুর জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান এর সাধারণ সম্পাদক রমেন বণিক,জেলা আওয়ামী যুবলীগের সদস্য তন্ময় বসাক,ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক আরমান,বিশিষ্ট ব্যবসায়ী পাপ্পু সরকার প্রমুখ।উল্লেখ্য বিগত ৬ অক্টোবর ২০২১ সালে বুধবার দুপুর ১ টা ৩০ মিনিটে ওই শিক্ষিকা তার প্রতিষ্ঠানের ক্লাস  শেষে বের হওয়ার সময় সবুজ একাডেমির পরিচালক  ছানোয়ার হোসেন সবুজ ওই শিক্ষিকা শ্রীলতাহানি করে।পরে ওই শিক্ষিকা জামালপুর কোর্টে ১৩ অক্টোবর ২০২১ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে  যার মামলা নং ৩০৭/২১। বর্তমানে মামলা টি জামালপুর পিবিআই এ তদান্তধীন করে কোর্ট চার্শীট প্রদান করেন ।  বক্তরা অভিযুক্ত ছানোয়ার হোসেন সবুজের শাস্তির  দাবিসহ দলীয় পদ থেকে অব্যাহতি  চেয়েছেন।

Wednesday, 25 January 2023

আশুলিয়া থানার মামলা তুলে না নেয়ায় বাদীর বাসায় লুটপাট

আশুলিয়া থানার  মামলা তুলে না নেয়ায় বাদীর বাসায় লুটপাট

স্টাফ রিপোর্টারঃ

মামলা তুলে নিতে রাজি না হওয়ায় বাদীর বাসায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ভাংচুর ও রুমের তালা ভেঙে লুটপাটের ঘটনা ঘটেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। 

বুধবার (২৫জানুয়ারি) সকালে আশুলিয়ার জামগড়া মোল্লা বাজার এলাকায় এঘটানা ঘটে।

অভিযুক্তরা হলো, ঢাকা জেলা আশুলিয়া থানা জামগড়া গফুর মন্ডল স্কুল এলাকার কসাই দারগ আলীর ছেলে জয়নাল আবেদীন মিয়া (৩৮) ও  মৃত নূরুর ছেলে রহমত আলী (৩৯) সহ অজ্ঞাত আরো ৪-৫ জন।

অভিযোগ সূত্রে জানা যায়, পোশাক শ্রমিক সোনিয়া আক্তার ও তার স্বামী মানিক মিয়া প্রতিদিনের ন্যায় সকালে কর্মস্থলে চলে গেলে জয়নাল ও রহমতের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভাড়া বাসায় তিন রুমের তালা ভেঙে আসবাবপত্র ভাংচুর ও তছনছ করে ২০ হাজার টাকার ক্ষতিসাধন করে এবং বাসায় রাখা ২১ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এব্যাপারে ভুক্তভোগী পোশাক শ্রমিক সোনিয়া আক্তার বলেন, প্রায় ছয়মাস আগে আমার স্বামীকে  জয়নালের ভাই কিশোর গ্যাং নেতা রুবেলের নেতৃত্বে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এঘটনায় আমি বাদী হয়ে মামলা দায়ের করি। সেই থেকেই আমাকে ও আমার স্বামীকে মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখিয়ে আসছে।

তাদের কথায় মামলা তুলে না নেয়ায় প্রায় আমাদের বাসায় এসে গালিগালাজ করে। এব্যাপারে কয়েকদিন আগে থানায় সাধারণ ডায়রি করি। গতকাল মঙ্গলবার রাতে আবারও জয়নাল এবং রহমত সহ ৫জন লোক এসে মামলা তুলে নিতে হুমকি দেয়। ওই রাতেই থানায় ফের আরেকটি সাধারণ ডায়েরি করেছি। পরের দিন সকালেই বাসায় তালা ভেঙ লুটপাট চালায় তারা।

বাড়ির ম্যানেজার জামাল বলেন, রাতে পাঁচজন লোক বাসায় এসেছিল, কেন এসেছিল জানিনা। তবে পরের দিন লুটপাটে সময় আমি ছিলাম না। এসে দেখি তিন রুমের তালা ভাঙ্গা।সাথেসাথে ওদের ফোন দিয়ে বিষয়টি জানাই। 

অভিযুক্ত জয়নাল বলেন, আমি রাতে মামলার বিষয়ে সোনিয়াদের বাসায় গিয়েছিলাম,কিন্তু সকালে ওদের বাসায় লুটপাটের বিষয়ে কিছুই জানিনা।

এব্যাপারে আশুলিয়া থানার উপসহকারী পরিদর্শক (এইআই) মো. নুর খান বলেন,এমন একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

রফিকুলের চুরি যাওয়া মহিষ দিয়াবাড়ী উদ্ধার, গ্রেফতার ৬

 

রফিকুলের চুরি যাওয়া মহিষ দিয়াবাড়ী উদ্ধার, গ্রেফতার ৬

এম কাওছার সৌরভঃ

জামালপর সদরে শ্রীপুর কুমারিয়া রফিকুলের গোয়ালঘর থেকে চুরি হয়ে যায় ২টি মহিষ।

গত ২২ জানুয়ারি রাত অনুমান ১০ ঘটিকা  হতে ২ ঘটিকার মধ্যে  অজ্ঞাত নামা চোরেরা এই  মহিষ ২টি চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মহিষ ফিরে পেতে জামালপুর সদর থানায় ২৩ জানুয়ারি মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন যার মামলা নং-৭৪(১)।

অভিযোগ পেয়ে মহিষ চোরের সংঘবদ্ধ দলকে ধরতে অভিযানে নামে সদর থানা পুলিশ।

মামলা রুজু হওয়ার ১২ ঘন্টার মধ্যেই অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমন এর দিক নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ রাসেল মিয়া ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় ডিএমপি এর উত্তরা পশ্চিম থানাধীন দিয়াবাড়ী এলাকা হইতে ২৪ জানুয়ারি  রাত ৩ ঘটিকার সময় উত্তরা পশ্চিম থানা পুলিশের সহযোগীতায় চুরি যাওয়া ০২টি মহিষ, ০১ টি পিক আপভেন এবং চোর চক্রের সক্রিয় ০৬  সদস্য ১। মোঃ শামীম (২৫), পিতা-মোঃআলম, সাং-ধনপুর, থানা-বিশম্ভরপুর,  জেলা-সুনামগঞ্জ, ২। মোঃ রাজু মিয়া (১৬), পিতা-জাবেদ আলী, সাং-কুচনীপাড়া, থানা-ঝিনাইগাতী, জেলা-শেরপুর, ৩। মোঃ রাজু মিয়া (১৪), পিতা-উসমান, সাং-লঙ্গলপাড়া, থানা-শ্রীবর্দী, জেলা-শেরপুর, ৪। মোঃ হৃদয় (২০) , পিতা-জামাল সরদার, সাং-বাংলা বাজার, থানা-গোসাইরহাট, জেলা-শরিয়তপুর,  ৫। মোঃ খোকন (১৯), পিতা-সেলিম, সাং-চুরা বাড়ীর মোড়, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ, এবং ৬। মোঃ নয়ন (২৭), পিতা-আব্দুল হক আকন, সাং-সঞ্চয়পুর, থানা ও জেলা-ঝালকাঠি এই সঙ্ঘবদ্ধ চুর সদস্যদের কে  গ্রেফতার করে জামালপুর  সদর থানায় নিয়ে আসেন।  

আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনাওয়াজ ইমন বলেন মামলা রুজু হওয়ার ১২ ঘন্টার মধ্যেই আমার দিক নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ রাসেল মিয়া ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় ডিএমপি এর উত্তরা পশ্চিম থানাধীন দিয়াবাড়ী এলাকা হইতে ২৪ জানুয়ারি  রাত ৩ ঘটিকার সময় উত্তরা পশ্চিম থানা পুলিশের সহযোগীতায় চুরি যাওয়া ০২টি মহিষ, ০১ টি পিক আপভেন এবং চোর চক্রের সক্রিয় ০৬  সদস্য গ্রেফতার করতে সক্ষম হই।

Monday, 23 January 2023

আকবর হোসেন মৃধার নিজস্ব অর্থায়নে ,নবী হোসেনের কুলখানির আয়োজন।

আকবর হোসেন  মৃধার নিজস্ব অর্থায়নে ,নবী হোসেনের কুলখানির আয়োজন।


সুজন মিয়া স্টাফ রিপোর্টারঃ

রবিবার (২২ইং) তারিখ আশুলিয়া জামগড়া ছয় তালা বেরণ তেতুলতলা এলাকায় আকবর হোসেন  মৃধার নিজস্ব অর্থায়নে, নবী হোসেনের কুলখানির এ অায়োজন করা হয়।

মৃত নবী হোসেন ( ৭০),সাত ছেলে এক মেয়ে রেখে মৃত্যুবরণ করেন। 

খোঁজ নিয়ে জানা যায় নবী হোসেন আজ থেকে ২০ বছর আগে, আলতাফ উদ্দিন  মৃধার বাড়ির  কেয়ারটেকার ছিলেন। সেই সুবাদেই  তার এ আয়োজন। 

 এসময় মরহুমের আত্মার মাগফেরাত  কামনায়  দোয়া ও মোনাজাত করা হয় ।

উক্ত অনুষ্ঠানে  প্রায় এক হাজার  লোককে নিজবাড়িতে দাওয়াত দিয়ে খাওয়া-দাওয়া করান তিনি।

এ বিষয়ে আকবর হোসেন মৃধার কাছে জানতে চাইলে তিনি বলেন, নবী হোসেন শুধু আমার বাড়ির কেয়ারটেকারই ছিলেন না, তিনি ছিলেন খুব কাছের একজন মানুষ। তিনি আমাদের বাড়ির কেয়ারটেকার থাকা অবস্থায়, অত্যন্ত দায়িত্ব ও গুরুত্বের সাথে তার সকল কাজ করে গেছেন।

কখনো কোন কাজে অবহেলা করতেন না। তিনি একজন বিনয়ী মানুষ ছিলেন। তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে, তার মৃত্যুর পর কুলখানি দোয়া ও মোনাজাতের আয়োজন করেছি। সকলে নবী হোসেনের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন। 

দাওয়াতি মেহমান মোঃ তারাজ উদ্দিন ভুইঁয়া ও মোঃ জিয়া  বলেন এত সুন্দর অনুষ্ঠান ও খাবার পরিবেশন অকল্পনীয়  আকবর হোসেন মৃধা আসলেই একজন শ্রমিক বান্ধব নেতা ভালো মনের মানুষ যে ব্যক্তির কোন অহংকার নেই, তার উদারতা আমাদের মুগ্ধ করেছে  আমরা তার সার্বক্ষণিক মঙ্গল কামনা করছি। 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Tuesday, 17 January 2023

আশুলিয়ায় ফুটপাতে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

 

আশুলিয়ায় ফুটপাতে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

সুজন মিয়া স্টাফ রিপোর্টার : 

আশুলিয়ায় মহাসড়কের পাশের ফুটপাতে দোকান থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে মাসুদ ও দুলাল নামে দুজনকে আটক করেছে র‌্যাব-৪। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় এক ভুক্তভোগী দোকানি মামলা দায়ের করলে তাদের সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তার দুজনকে আশুলিয়া থানায় হস্তান্তর করেছে র‌্যাব। পরে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে তাদের আটক করে র‌্যাব। তাদের কাছ থেকে চাঁদাবাজির প্রায় ছয় হাজার টাকাও জব্দ করা হয়েছে। একই মামলায় ইকবাল হোসেন রতন ও সজীব নামে আরো দুই আসামি পলাতক রয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- কিশোরগঞ্জের হোসেনপুর থানার শীধলা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মাসুদ রানা (৪২) ও লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার তোরাবগঞ্জের গ্রামের তোরাব আলীর ছেলে দুলাল (৪০)। তারা আশুলিয়ার নবীনগর এলাকার আশপাশে থাকেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী চটপটি দোকানি মাইন উদ্দিন খোকন সাভারে জাতীয় স্মৃতিসৌধের সামনে চটপটি বিক্রির সময় অভিযুক্ত ব্যক্তিরা প্রতিদিন ১০০ টাকা করে চাঁদা তোলে। সেখানে বেশ কয়েকটি দোকান থেকে এভাবে টাকা নেওয়া হয়। টাকা না দিলে মারধর করে দোকান উঠিয়ে দেওয়ার হুমকি দেয়। শুক্রবার সন্ধ্যায় জোর করে টাকা নিতে চাইলে টহলরত র‌্যাব সদস্যদের অবহিত করেন ওই দোকানি। পরে তারা দুজনকে হাতেনাতে আটক করেন এবং দুজন পালিয়ে যান।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোমেনুল ইসলাম বলেন, ‘ফুটপাতে চাঁদাবাজির মামলায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Saturday, 14 January 2023

আশুলিয়া পেশাদার খুনি ও কুখ্যাত ডাকাত হযরত আলী কে গ্রেফতার করেছে র‌্যাব-৪

 

আশুলিয়া  পেশাদার খুনি ও কুখ্যাত ডাকাত  হযরত আলী কে গ্রেফতার করেছে র‌্যাব-৪

সুজন মিয়া স্টাফ রিপোর্টার,,

 গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল অদ্য ১৩ জানুয়ারি ২০২৩ তারিখ দুপুরে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাসাইদ এলাকায় অভিযান পরিচালনা করে সাভারের চাঞ্চল্যকর ভিকটিম শহিদুল ইসলাম হত্যা ও তার লাশ গুম করে অটোরিকশা ডাকাতিসহ একাধিক ডাকাতি ও হত্যা মামলার পলাতক আসামী ডাকাত দলের নেতা *মোঃ হযরত আলী (৩৮)*, জেলা-ঢাকা’কে গ্রেফতার করতে সমর্থ হয়।

ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম শহিদুল ইসলাম শহীদ মানিকগঞ্জ জেলার বাড়ারিয়া এলাকার স্থানীয় বাসিন্দা। ভিকটিম শহীদ সাভার মডেল থানাধীন রাজাসন এলাকায় ভাড়া বাসায় থেকে ভাড়ায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে বসবাস করে আসছিল। প্রতিদিনের ন্যায় গত ১০ জুন ২০২২ তারিখ সন্ধ্যায় গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে রাতে আর বাসায় ফেরেনি। বাসায় না ফিরলে ভিকটিমের স্ত্রী লাইলী বেগম ভিকটিমের ব্যবহৃত মোবাইলে কল করলে তা বন্ধ পান। পরবর্তীদিন ১১ জুন ২০২২ তারিখে সকালে ভিকটিমের স্ত্রী অটোরিকশা গ্যারেজ, পরিচিত দোকানপাট, তাদের নিকট আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে না পেলে একপর্যায়ে ফেইসবুকের মাধ্যমে জানতে পারেন যে, সাভার মডেল থানাধীন আনন্দপুর সিটিলেনের একটি খালি প্লটের মাঝে একটি লাশ পাওয়া গেছে। পরবর্তীতে ভিকটিমের স্ত্রীর শনাক্তমতে সাভার মডেল থানা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী লাইলী বেগম বাদী হয়ে সাভার মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে একটি ডাকাতিসহ হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনায় প্রিন্ট ও ইলেক্ট্রনিকস্ মিডিয়াসহ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

উক্ত মামলার তদন্তকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক *আমীর হোসেন বাবু (২৫)* নামে একজন আসামী ধৃত হলে সে আসামী বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় ডাকাত দলের নেতা *হযরত আলী (৩৮)*সহ অন্যান্য আসামীদের সম্পৃক্ত করে ভিকটিম শহিদুল ইসলাম শহীদ’কে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। 

এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল অদ্য ১৩ জানুয়ারি ২০২৩ তারিখ দুপুরে আশুলিয়া থানাধীন বাসাইদ এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার খুনি ও কুখ্যাত ডাকাত সর্দার *হযরত আলী (৩৮)*’কে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে জড়িত বলে র‌্যাবের কাছে স্বীকারোক্তি প্রদান করেছে। সে একজন একজন পেশাদার খুনি এবং সক্রিয় ডাকাত দলের সর্দার। উপরোক্ত অপরাধ ছাড়াও সে বিভিন্ন ধরণের মারাত্মক অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। সে সাভারের আনন্দপুর সিটিলেন এলাকায় দিনে-দুপুরে পিস্তল ঠেকিয়ে ১৬ লক্ষ টাকা ডাকাতির ঘটনায় অভিযুক্ত। তার নামে সাভার মডেল থানায় হত্যা, অস্ত্র ও ডাকাতিসহ ০৪ টি মামলা রয়েছে যার ০৩ টি মামলায় তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং অন্যটির তদন্ত প্রক্রিয়াধীন।

Thursday, 12 January 2023

দেওয়ানগঞ্জ ভ্রাম্যমান আদালতে ৯ টি মামলায় ৮৯.৫০০ টাকা জরিমানা

 

দেওয়ানগঞ্জ ভ্রাম্যমান আদালতে ৯ টি মামলায় ৮৯.৫০০ টাকা জরিমানা

শরিফ মিয়া

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে  ৯ টি মামলায় ৮৯.৫০০ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা।

বৃহস্পতিবার দুপুরে দিকে দেওয়ানগঞ্জ পৌর এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় 

ভোক্তা অধিকার আইনে ৩ টি মামলা ও করাতকল  (লাইসেন্স) বিধিমালা আইনে ৬টি  মামলায় মোট ৯ টি মামলায় ৮৯,৫০০ টাকা জরিমানা করা হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন ,দেওয়ানগঞ্জ উপজেলা  বনবিভাগের কর্মকর্তা রাশেদ ইমনে  সিরাজ, দেওয়ানগঞ্জ সরকারি হাসপাতালে  ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ মিজানুর রহমান, উপজেলা অন্যান্য  কর্মকর্তাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান,  জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Tuesday, 10 January 2023

স্ত্রীর পরকিয়া জানতে পেরে প্রাণ হারালো প্রবাসী স্বামী

স্ত্রীর পরকিয়া জানতে পেরে প্রাণ হারালো প্রবাসী স্বামী


নিজস্ব প্রতিবেদকঃ

স্ত্রীর পরকিয়া জানতে পেরে প্রাণ হারালো প্রবাসী স্বামী এমনি এক ঘটনার অভিযোগ উঠেছে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার উত্তর চর বওলা গ্রামে। জানা যায় চর বওলা গ্রামের সৈয়দ জালাল উদ্দিন আহমেদ এর ছেলে  সৈয়দ আল মনসুর মাখন চর পাকের দহ গ্রামের রবিউল ইসলামের মেয়ে রিয়া আক্তার এর সাথে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক।

কিছুদিন পরই কাজের উদ্দেশ্যে সৌদি চলে যায় আল মনছুর মাখন। বিদেশে থাকা অবস্থাতেও থেমে ছিলনা রিয়া ও মাখনের প্রেমের সম্পর্ক। প্রায় প্রতিদিনই মোবাইল ফোনের মাধ্যমে কথপোকথন চালিয়ে যেত তারা। এক সময় তাদের এই প্রেমের কাহিনী জানতে পেরে দুই পরিবারের সম্মতিতে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে হয় রিয়া ও মাখনের। 

প্রবাসী মাখন প্রতি মাসেই তার কষ্টের উপার্জন করা অর্থ  নির্দিষ্ট সময়ে পাঠিয়ে দিত তার স্ত্রী রিয়ার কাছে। স্বামী-স্ত্রীর দুরুত্তের ব্যবধান থাকলেও কিছুদিন ভালই ছিল তাদের এই বৈবাহিক জীবন। এভাবে চলতে চলতেই  হঠাৎ করে পাল্টে যায় রিয়া। 

স্বামী-স্ত্রীর দুরুত্তের ব্যবধানে আস্তে আস্তে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে রিয়া। এক সময় অবৈধ এই  পরকিয়া প্রেম জটিল হয়ে গেলে বিবাহ ছিন্ন করার ভয় দেখিয়ে প্রবাসী মাখন এর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতে থাকে রিয়া। 

এ ঘটনা জানতে পেরে রিয়ার কথামত তার বাবা-মা ও তার পরিবারের লোকজন মিলে পরকিয়া করা সেই ছেলের সাথে রিয়াকে দ্বিতীয় বিবাহ দেওয়ার আয়োজন করে। দ্বিতীয় এ বিবাহের কাজে যেন কোন বাঁধা না আসে সে জন্য কৌশলে রিয়া প্রবাসী মাখনকে বলে তাদের বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

এ কথা শোনার পর মাখনের সন্দেহ জাগলে তাৎখনিক সে নিজবাড়ী থেকে রিয়ার বাড়িতে দুইজন ব্যক্তিকে পাঠায়। ঘটনাস্থলে গিয়ে তারা জানতে পারে রিয়ার দ্বিতীয় বিয়ে হচ্ছে। ওই দুইজন ব্যক্তির উপস্থিতি রিয়ার বাবা-মা টের পেয়ে তাদেরকে লাঞ্ছিত করে সেখান থেকে চলে যেতে বলে। অতঃপর মোবাইল ফোনের মাধ্যমে প্রবাস থেকে মাখন রিয়াকে দ্বিতীয় বিবাহ করতে বারন করে।

অবশেষে রিয়া তার স্বামীর আদেশ অমান্য করে দ্বিতীয় বিয়ে করায় প্রবাসে থাকা বাড়ীর ছাদে গলাড় দড়ি দিয়ে আত্মহ'ত্যা করে সৌদি প্রবাসী সৈয়দ আল মনসুর মাখন ।


Monday, 9 January 2023

জামালপুরে প্রায় ৪৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হবে আধুনিক মানের সার্কিট হাউজ



জামালপুরে প্রায় ৪৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হবে আধুনিক মানের সার্কিট হাউজ


রবিউল ইসলাম জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুর জেলার উন্নয়নের রূপকার বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির ঐকান্তিক প্রচেষ্টার ধারাবাহিকতায় এবার জামালপুর জেলাবাসী পেতে যাচ্ছে ৬ তলা বিশিষ্ট অত্যাধুনিক স্থাপত্য নকশার আলোকে প্রায় ৪৫ কোটি টাকা ব্যয়ে আধুনিক মানের সার্কিট হাউজ। জামালপুর আধুনিক সার্কিট হাউজ  নির্মাণ শীর্ষক প্রকল্পটি পরিকল্পনা কমিশনের প্রকল্প মুল্যায়ন কমিটির সভায় পাশ হয়েছে।

সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ জামালপুরে দাপ্তরিক সফরকালে নিরাপত্তাসহ আবাসন সুবিধা সৃষ্টি করার মাধ্যমে সরকারি কার্যক্রমে গতিশীলতা আনয়ন করার লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে ও গণপূর্ত মন্ত্রণালয়ের বাস্তবায়নে জামালপুরে প্রায় ৪৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হতে যাচ্ছে আধুনিক মানের এই সার্কিট হাউজ ভবনটি।

রোববার (৮ জানুয়ারি) পরিকল্পনা কমিশনের প্রকল্প মুল্যায়ন কমিটির 

সভায় প্রকল্পটি পাশ হয়। প্রকল্পটি জানুয়ারি ২০২৩ হতে ২০২৫ সালের ডিসেম্বর মেয়াদে সমাপ্ত হবে।

জামালপুর জেলায় শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল, শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী, শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির প্রশিক্ষণ কেন্দ্র, ইপিজেড, তিনটি বিদ্যুৎকেন্দ্র, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কামালপুর স্থলবন্দরের আধুনিকায়ন, জামালপুরে শেখ হাসিনা নকশীপল্লী, ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট প্রকল্পসহ সব মিলিয়ে সারা জেলায় প্রায় ৬০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে।

এসব প্রকল্পে কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে সরকারি কর্মকর্তাগণ তাদের সরকারি সফর ছাড়াও অবকাশ যাপনের জন্য জামালপুর জেলায় আগমন করেন। আগত অতিথিদের অবস্থানের জন্য সরকারি পর্যায়ে জামালপুর জেলায় ভালো কোনো রেস্ট হাউজ নেই। বিদ্যমান সার্কিট হাউজটিও পর্যাপ্ত সুযোগ-সুবিধার অপ্রতুলতা রয়েছে। এটি মুলত: একটি পুরাতন স্থাপনা, যার স্থাপত্যকাল ৮ মে ১৯৮০ সাল। বর্তমান সার্কিট হাউজের দ্বিতল ভবন উদ্বোধন করেন তৎকালীন ঢাকা বিভাগের কমিশনার খানে আলম খান। 

সার্কিট হাউজটি মুলত একটি দুতলা বিশিষ্ট পুরাতন ভবন যাতে মাত্র ৭টি আবাসিক কক্ষ রয়েছে। এর মধ্যে মাত্র ২ টি ভিআইপি কক্ষ ১টি অভ্যর্থনা কক্ষ রয়েছে। নিচতলায় একটি কনফারেন্স রুমে ১০০ লোক নিয়ে সভা করার সুবিধাও রয়েছে।

এই সার্কিট হাউজটি উর্ধ্বমুখী সম্প্রসারণের কোনো সুযোগ সুবিধা নেই। 

সেই পরিপ্রেক্ষিতে জামালপুর জেলায় একটি নতুন সার্কিট হাউজ এর স্থাপত্য নকশা অনুমোদন করা হয়েছে।

অনুমোদিত স্থাপত্য নকশার আলোকে বিদ্যমান পুরাতন সার্কিট হাউজের পাশে খালি জায়গায় একটি ৬ তলা আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন নতুন সার্কিট হাউজ (টাইপ-৩) নির্মাণের লক্ষ্যে প্রকল্পটি প্রস্তাব করা হয়েছে।

প্রকল্পের প্রস্তাবিত মুল কার্যক্রমের লক্ষ্যে অনুমোদিত স্থাপত্য নকশার আলোকে বিদ্যমান পুরাতন সার্কিট হাউজের পাশে প্রস্তাবিত ভবনে সার্বক্ষণিক সিসি ক্যামেরাসহ আধুনিক এবং উন্নতমানের আসবাবপত্র, অভ্যন্তরীণ সাজসজ্জা, উন্নতমানের ফিটিংস, রুম হিটার, গিজার ইত্যাদিসহ গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা থাকবে। এছাড়া একটি রান্নাঘর, বাগানের চতুর্দিকে ওয়াকওয়ে নির্মাণ, একটি ৪-তলা ভিত বিশিষ্ট ৪ তলা ভবন যার নিচ তলায় গ্যারেজ, সাব-স্টেশন, ২য় তলায় পুলিশের ব্যারাক, ৩য় এবং ৪র্থ তলায় ড্রাইভার ও স্টাফদের জন্য আবাসন ব্যবস্থা থাকবে।

প্রস্তাবিত নতুন সার্কিট হাউজের প্রতি তলায় সুযোগ-সুবিধা থাকবে। 

অত্যাধুনিক স্থাপত্য নকশার আলোকে প্রায় ৪৫ কোটি টাকা ব্যয়ে জামালপুর জেলায় আধুনিক মানের সার্কিট হাউজ নির্মাণ শীর্ষক প্রকল্পটি অনুমোদন করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ছাড়াও পরিকল্পনা মন্ত্রী জনাব মোঃ আব্দুল মান্নানকে জামালপুর জেলাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

অপরদিকে যার ঐকান্তিক প্রচেষ্টায় জামালপুর জেলায় হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে জেলার উন্নয়নের রূপকার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ এবং জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু। 

সব মিলিয়ে জামালপুর জেলায় প্রায় ৬০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কাজ হচ্ছে। এসব উন্নয়ন প্রকল্পের মধ্যে অনেক প্রকল্পের কাজ শেষ পর্যায়ে রয়েছে। কোনো কোনো প্রকল্প কাজ চলমান রয়েছে।

এসব উন্নয়ন কাজ বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদন্যতায় এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ।ঐকান্তিক প্রচেষ্টায় 

জামালপুরে প্রায় ৪৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হবে আধুনিক মানের সার্কিট হাউজ

জামালপুর জেলার উন্নয়নের রূপকার বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির ঐকান্তিক প্রচেষ্টার ধারাবাহিকতায় এবার জামালপুর জেলাবাসী পেতে যাচ্ছে ৬ তলা বিশিষ্ট অত্যাধুনিক স্থাপত্য নকশার আলোকে প্রায় ৪৫ কোটি টাকা ব্যয়ে আধুনিক মানের সার্কিট হাউজ। জামালপুর আধুনিক সার্কিট হাউজ  নির্মাণ শীর্ষক প্রকল্পটি পরিকল্পনা কমিশনের প্রকল্প মুল্যায়ন কমিটির সভায় পাশ হয়েছে।

সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ জামালপুরে দাপ্তরিক সফরকালে নিরাপত্তাসহ আবাসন সুবিধা সৃষ্টি করার মাধ্যমে সরকারি কার্যক্রমে গতিশীলতা আনয়ন করার লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে ও গণপূর্ত মন্ত্রণালয়ের বাস্তবায়নে জামালপুরে প্রায় ৪৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হতে যাচ্ছে আধুনিক মানের এই সার্কিট হাউজ ভবনটি।

রোববার (৮ জানুয়ারি) পরিকল্পনা কমিশনের প্রকল্প মুল্যায়ন কমিটির 

সভায় প্রকল্পটি পাশ হয়। প্রকল্পটি জানুয়ারি ২০২৩ হতে ২০২৫ সালের ডিসেম্বর মেয়াদে সমাপ্ত হবে।

জামালপুর জেলায় শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল, শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী, শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশ পল্লী

ইসলামপুরে প্রতিপক্ষের মামলা আসামীর মৃত্যু ও হুমকি-ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

ইসলামপুরে প্রতিপক্ষের মামলা আসামীর মৃত্যু ও হুমকি-ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

হাসর আলীঃ

জামালপুরের ইসলামপুরে একটি দূর্ঘটনার মৃত্যু ঘটনাকে হত্যা মামলা সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে জেল-জুলুম,হামলা ও হয়রানী ঘটনায় আসামী সিরাজ ফারাজীর মৃত্যু ও হুমকি-ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৯জানুয়ারি)সন্ধ্যায় ভোক্তভোগী নিজ বাড়ী গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর দক্ষিণপাড়া সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

সংবাদ সম্মেলনে ভোক্তভোগী পরিবারের নিহত আসামীর মেয়ে সিলিমা, নাজমা,রাজু আক্তার,শ্যামলাই,নাতিন সোহেল রানা, জামাই দেলু, অলি প্রধান(তমু)বক্তব্যে অভিযোগ করেন। 

গত ২০২০ইং সালে ৬জুলাই গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত দলিম উদ্দিন ফারাজীর ছেলে আব্দুল মমিন পারিবারিক কলহের জেরে উঠানে পড়ে গিয়ে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা হাসপাতালে মারা যায়, পরবর্তীতে এই দূর্ঘটনার মৃত্যু ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে হত্যা মামলা সাজিয়ে প্রতিপক্ষদের ফাঁসাতে নিহত পুত্র আবু বক্কর সিদ্দিক তার দুই জেঠা পরিবারের উপর দোষ চাপিয়ে মামলা দায়ের করে। যার জিআর নং-১৪২(২)২০২০ইং,দায়েরা নং-৬০৯/২০২২ইং। উক্ত মামলায় বাদীর দুই জেঠা সিরাজ ফারাজী ও অছিম উদ্দীন ও অছিম উদ্দীনের দুুই ছেলে আমেজ উদ্দিন ও আব্দুল্লাহ এবং শিশু আল আমিন সহ নির্দোষ- নিরপরাধ লোকদেরকেও আসামী করা হয়। উক্ত হয়রানী মূলক মামলার ৪নং আসামী সিরাজ ফারাজী দুই বার জেল খেটে এসেও বাদী বক্কর সিদ্দিক ও তার ভাইদের হুমকী ধামকী অত্যাচারে অসুস্থ হয়ে পড়ে এক পর্যায়ে মানষিক ভাবে ভেঙে পড়ে অবশেষে ১লা জানুয়ারি/২০২৩ইং রবিবার ভোর রাতে মারা যায়। এব্যাপারে ভোক্তভোগী পরিবারের লোকজন সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত সাজানো মামলা, জেল-জুলুম ও হয়রানী জেরে আসামী সিরাজ ফারাজী মৃত্যু ঘটনার প্রতিবাদ জানান ও ন্যায় বিচার পেতে উক্ত হয়রানী মূলক মামলা সঠিক তদন্ত  ও ন্যায় বিচার দাবী করেছেন।

ইসলামপুর পৌর মেয়রের বিরুদ্ধে কাউন্সিলরদের সংবাদ সম্মেলন

 

ইসলামপুর পৌর মেয়রের বিরুদ্ধে কাউন্সিলরদের সংবাদ সম্মেলন

ইসলামপুর প্রতিনিধিঃশরিফ মিয়া

জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে দূর্নীতি,স্বেচ্ছাচারিতা,ক্ষমতা অপব্যবহারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন পৌরসভার কাউন্সিলররা। 

রবিবার(৮জানুয়ারি) দুপুরে ১১জন কাউন্সিলর থানা মোড় বটতলা চত্বরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

সংবাদ সম্মেলনে কাউন্সিলর মোহন মিয়া তার লিখিত বক্তব্যে বলেন, মেয়র আব্দুল কাদের সেখ নিয়ম বহির্ভূতভাবে স্বেচ্ছাচারিতা, স্বজন প্রীতি, ক্ষমতা অপব্যবহার করে ভাতিজা মিন্টু ও ভাগিনা লেবুসহ ৩২জনকে পৌরসভার বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন। ইসলামপুর বাজারে অবস্থিত বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন (বি.জে.সি) গোডাউন, কাচ্চা প্রেসসহ মালামাল লুটপাট, জমি দখল করে অস্থায়ী দোকান ঘর নির্মাণ করে প্রতিমাসে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। মাস্টার রোলে নিয়োগকৃত কর্মচারী রাসেল কে পৌরসভার ঠিকাদারী লাইসেন্স দিয়ে মেয়র নিজেই পৌরসভার ঠিকাদারী করেন। সাত দিন পূর্বে নোটিশে প্রতি মাসের পৌর পরিষদের সভা হওয়ার কথা থাকলেও তিনি কোন নোটিশ প্রদান না করে পরিস্কার পরিচ্ছন্নতা ইন্সপেক্টর কে দিয়ে ফোনে ডেকে নিয়ে নোটিশ খাতা ও রেজুলেশন খাতায় স্বাক্ষর করিয়ে নেন। এছাড়াও তিনি ইচ্ছামতো নিয়ম বর্হিভূত অনেক বিষয়ে রেজুলেশন লিখেন। রেজাউলেশনের কপি কাউন্সিলরবৃন্দরা চাইলেও কোন কপি তিনি দেন না। এছাড়াও উন্নয়ন মূলক কাজে ঠিকাদারদের কাছে বিভিন্ন সুবিধা নিয়ে সম্পূর্ণ বিল পরিশোধ করার অভিযোগ রয়েছে।

প্যানেল মেয়র দেলোয়ার হোসেন লেবু বলেন, যদি দূর্নীতিবাজ মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে ৯জন কাউন্সিল ও ২জন মহিলা কাউন্সিলর একসাথে পদত্যাগ করে পৌর পরিষদ ভেঙ্গে দেয়া হবে। 

তিনি আরো জানান,ইতিপূর্বে আমরা ৯জন কাউন্সিল ও ২জন মহিলা কাউন্সিলর অভিযোগ সমূহ সুষ্ঠু তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সচিব স্থানীয় সরকার ও পল্লী সমবায় মন্ত্রনালয় ও জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি।

এ সময় পৌরসভার কাউন্সিলর জুলহাস মন্ডল, শফিকুল ইসলাম,খাজা আব্দুল্লাহ,মনজুরুল হক,ছামিউল হক,ফজলুল হক,পলাশ মিয়া,মাজেদা খাতুন,রত্না বেগমসহ জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুধীমহল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মিরসরাইয়ের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামী প্রভাত বড়ুয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চীফজুড়িশিয়াল মেজিস্ট্রেট চট্টগ্রাম ।

 

মিরসরাইয়ের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামী প্রভাত বড়ুয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চীফজুড়িশিয়াল মেজিস্ট্রেট চট্টগ্রাম ।

মোঃ কামরুল হাসান, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাই থানার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তুলাবাড়ীয়া গ্রামের স্থায়ী বাসিন্দা ভূপাল বড়ুয়ার দায়েরকৃত জোর করে জায়গা দখল এবং বসত বাড়ি আগুন দিয়ে পোড়ানোর মামালায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামী প্রভাত বড়ুয়াকে কারাগারে পাঠানো হয়েছে।

১৫/০১/২০২১ তারিখে ৪৩৬ ধারায় ভূপাল বড়ুার দায়েরকৃত মামলায় আসামী প্রভাত বড়ুয়াকে আদালত ১ বছরের সাজা এবং ১০০০ টাকা অর্থদন্ড প্রদান করেন এবং দঃবিঃ ৩২৩ ধারায় ৬ মাসের জেল এবং ৫০০ টাকা অর্থদন্ড সাজা দেওয়া হয়। 

আসামী দীর্ঘদিন পলাতক থাকলে মহামান্য আদালত আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। তার প্রেক্ষিতে আসামী আজসকালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে চট্টগ্রাম চীফজুড়িশিয়াল মেজিস্ট্রেট জনাবা কামরুন নাহার রুমি জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামীর ছেলে ইপতি বড়ুয়া ও হিমু বড়ুয়া সহ তাদের কয়েকজন বন্ধুর সন্ত্রাসী কার্য-কলাপে এলাকার জনগন ভূপল বড়ুয়ার ঘর পোড়ার সাক্ষী দিতে আগ্রহী হচ্ছে না এবং ভূপল বড়ুয়ার পরিবারকে প্রানে মারার হুমকি দিচ্ছে। এমতাবস্থায় এলাকার জনগন সন্ত্রাসী উৎপাত নিরবে সর্য করতেছে।গত ২৩/০৩/২০২১ তারিখে প্রভাত বড়ুয়া ও সুজন বড়ুয়া (পুলিশ) কুরুয়া মৌজার বি.এস. দাগ নং- ৮২৯৮ দাগের ৮ শতক জায়গা রেজিস্ট্রি করে দিয়েছে কিন্তু তারা অদ্যবদি সন্ত্রাসীদের শক্তিতে উক্ত ভিটার দখল ছাড়ছে না। এমতাবস্থায় ভূপালের পরিবার নিরাপত্তা হীনতার মধ্যে তথা অজানা বিপদশঙ্কার মধ্যে দিন যাপন করতেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ভূপালের পরিবার।

Sunday, 8 January 2023

মহাসড়কে কুমিরা হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান, ১৭ সিএনজি ও ৫ থ্রি-হুইলার আটক।


মহাসড়কে কুমিরা হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান, ১৭ সিএনজি ও ৫ থ্রি-হুইলার আটক।


মোঃ কামরুল হাসান,চট্টগ্রাম জেলা প্রতিনিধি। 

চট্টগ্রামের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে থ্রি-হুইলার বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে কুমিরা হাইওয়ে থানা পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডের বিভিন্ন জায়গায় ছোটদারোগা হাট, বড়দারোগা হাট, নিজামপুর কলেজ বাইপাস, টেরিয়াল বাজার সহ মহাসড়কের ৯ কিলোমিটার এলাকায় জুড়ে থ্রি-হুইলার সিএনজি নিষিদ্ধ করে এমন অভিযান পরিচালনা করা হয়।

এর আগে দুর্ঘটনা এড়াতে মহাসড়কে এ ছোট আকৃতির যানবাহন বন্ধে নির্দেশনা প্রদান করেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ। এরই পরিপ্রেক্ষিতে কুমিরা হাইওয়ে থানা পুলিশ শনিবার দিনভর অভিযান পরিচালনা করে। এতে নির্দেশনা অমান্য করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওঠায় ১৭টি সিএনজি এবং ৫টি অটোরিকশা থ্রি-হুইলার আটক করা হয়।

এবিষয়ে জানতে চায়লে কুমিরা হাইওয়ে থানার ওসি মোঃ শাহাদাত হোসেন বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় আমরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত নিষিদ্ধ যানবাহন আটকের অভিযান পরিচালনা করছি। শনিবার মহাসড়কের নিজামপুর কলেজ বাইপাস, ছোটদারোগা হাট, বড়দারোগা হাট এবং টেরিয়াল বাজার সহ বিভিন্ন এলাকা থেকে ১৭টি সিএনজি এবং ৫টি অটোরিকশা আটক করা হয়। আটককৃত অবৈধ সিএনজি থ্রি-হুইলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ও জানান তিনি।

তিনি আরো বলেন, হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে সিএনজি, ইজিবাইক, নসিমন, ভটভটিসহ আমরা কোনো থ্রি-হুইলার জাতীয় যানবাহন চলাচল করতে দেব না। তারপরও মহাসড়কের পাশের কিছু কিছু শাখা রোড দিয়ে আমাদের দায়িত্বরত পুলিশের চোখ ফাঁকি দিয়ে এসব যানবাহন মহাসড়কে উঠে যাচ্ছে। আমরা কঠোর নজরদারির মাধ্যমে আইন আমান্যকারী যানবাহনগুলোকে আটক করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

দুর্ঘটনা প্রতিরোধে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ওসি মোঃ শাহাদাত হোসেন।

Saturday, 7 January 2023

অন্যর জমিতে গাছ লাগিয়ে ভোগ দখলের চেষ্টা বসত ভিটার জমি !

অন্যর জমিতে গাছ লাগিয়ে ভোগ দখলের চেষ্টা বসত ভিটার জমি !


নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুর সদর উপজেলার ১১নং শাহাবাজপুর ইউনিয়নের কৈডোলা গ্রামে অন্যের জমিতে গাছ লাগিয়ে ভোগদখলের চেষ্টায় আছে ভূমিখেকো একটি প্রভাবশালী মহল। কৈডোলা গ্রামের  মৃত ঢামু শেখের ছেলে আলাল উদ্দিন এর ১৬ শতাংশ জমিতে দির্ঘদিন আগে ৬টি গাছ লাগিয়েছিল মৃত সাজু মন্ডল এর ছেলে ময়েন মিয়া । 

রাস্তার পাশে থাকা বসত ভিটার ঐ জমিটি বর্তমানে মূল্যবান হওয়ায় সেই জমির উপর নজর পড়ে ভূমিখেকো একটি প্রভাবশালী চক্রের । এর পর থেকেই শুরু হয় জমির মালিক আলাল উদ্দিন এর উপর নানান ধরনের অমানুষিক অত্যাচার। 

জানা যায়, আলাল উদ্দিন তার ঐ বসত ভিটার জমিতে ৬টি গাছ কেটে ফেলতে বললে তাতে বাধাঁ প্রদান করে ময়েন মিয়া ও তার ছেলে শাকিল, কালাম এর ছেলে সুজন, শাজাহান আলীর ছেলে জহির পচাঁসহ একটি প্রভাবশালী মহল। তাদের এই অত্যাচার সহ্য না করতে পেরে ভুক্তভোগী আলাল উদ্দিন বিষয়টি নিয়ে স্থানীয় এলাকাবাসীদের কাছে জানালে তাঁরা সবগুলো গাছ কেটে ফেলতে বললেও গন্ডগলটি চলমান রাখার জন্য সেখান থেকে মাত্র ২টি গাছ কাটে ময়েন মিয়া। 

এরই জের ধরে গত ২৪ ডিসেম্বর শনিবার ভোর ৬.৩০ মিনিটের সময় ময়েন মিয়া ও তার পরিবারের লোকজন মিলে আলাল উদ্দিনের স্ত্রীর উপর আক্রমণ করে। অতঃপর খবর পেয়ে স্ত্রীকে আহত অবস্থায় জামালপুর জেনার‌্যাল হাসপাতালে নিয়ে ভর্তি করে আলাল ‍উদ্দিন । 

অবশেষে স্ত্রীকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার আগে জামালপুর সদর এর নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দিয়ে আসে ভুক্তভোগী আলাল উদ্দিন। 

ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সুজন মিয়া স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সংগঠনেটির মূল উদ্দেশ্য, সমাজে হতদরিদ্র, খেটে খাওয়া, সুবিধা বঞ্চিত মানুষদের কল্যাণে কাজ করা।

বাংলাদেশ জলবায়ু অনুযায়ী শীত মৌসুম শুরু হয়, ডিসেম্বর মাসেই আর তা প্রকপ হয়ে উঠে জানুয়ারি মাসে।হত দরিদ্রদের বস্ত্র সংকটের কারণে শীত নিবারণে ব্যার্থ হয় তারা। এতে করে শীত মৌসুমে নানান শারীরিক জটিলতায় পড়তে হয়। নিউমোনিয়া সহ নানা ফুসফুসের রোগে আক্রান্ত হয় তারা।

তাই তো হত দরিদ্র,খেটে খাওয়া মানুষের দুঃখ ,কষ্ট , দুর্দশা লাঘব করতে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার সিদ্ধান্ত নেন এবং তারই ধারাবাহিকতায়,তিন দিন ব্যাপী শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণের কর্মসূচি গ্রহণ করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এবং ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম রাসেল ( ভি .পি রাসেল )  ,ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের  সহ-সভাপতি ও (ময়মনসিংহ প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক) মোঃ চাঁন মিয়া  , দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগ সভাপতি  ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য , এবং ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সহ-সভাপতি, রফিকুল ইসলাম ভুট্টো , 

সহ-সভাপতি নুরজাহান পারভীন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক,আনোয়ার হোসেন খান, বজলুর রহমান কাজল,  সম্মানিত সদস্য শাহনাজ সুলতানা।

উক্ত অনুষ্ঠানে, সংগঠনের সভাপতি আবুল কালাম রাসেল বলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনময়মনসিংহ জেলা, পরিচালনা করা হয় বঙ্গবন্ধুর আদর্শ দ্বারা। এ সংগঠনটি বঙ্গ কন্যা শেখ হাসিনা নিজের তত্ত্বাবধানে পরিচালিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন গরীব অসহায়ের দুঃখ-কষ্ট দেখে, চুপ করে থাকতে পারতেন না ঠিক তেমনি আমাদের সংগঠনটিও নিয়মিত সমাজের কল্যাণে ও গরিব অসহায়ের দুঃখ-কষ্ট দেখে বিভিন্নভাবে সাহায্যে সহযোগিতা করে থাকে। আমরা সংগঠনের প্রতিটি সদস্য বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলি এবং বঙ্গবন্ধুর দেখানো পথে সোনার বাংলা গড়তে বঙ্গ কন্যা ও দেশনেত্রী শেখ হাসিনাকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি। তারই যোগ্য উত্তরসরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ,আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ব ইনশাআল্লাহ।

আশুলিয়ায় গলায় গামছা পেঁচানো এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ!

 

আশুলিয়ায় গলায় গামছা পেঁচানো এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ!

 সুজন মিয়া স্টাফ রিপোর্টারঃ

ঢাকার আশুলিয়ার নবীনগর-টাঙ্গাইল মহাসড়কের পাশে কবিরপুর এলাকা থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছেন আশুলিয়া থানা পুলিশ। নিহতের কোনো পরিচয় নিশ্চিত করা যায়নি বলে পুলিশ জানায়।

শনিবার (৭ জানুয়ারি ২০২৩ইং) সকাল ৯টার দিকে ঢাকার আশুলিয়ার কবিরপুর গোলাম নবী হাফিজিয়া মাদ্রাসার পাশ থেকে পরিচয়বিহীন এক যুবকের লাশ উদ্ধার করা হয়। পথচারীরা সকালে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া আসার সময় লাশটি দেখতে পেয়ে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। পুলিশের কাছে জানতে চাইলে পুলিশ এই লাশের পরিচয় ও বিস্তারিত জানাতে পারেননি। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু মন্ডল গণমাধ্যমকে বলেন, আশুলিয়ার কবিরপুর এলাকা থেকে পথচারীদের

তথ্যের ভিত্তিতে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে কিন্তু নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি, লাশ ময়না তদন্ত করার পর

মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও বলেন, নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।

Thursday, 5 January 2023

মেলান্দহে সাংবাদিকের ক্যামেরা ভাংচুর !

মেলান্দহে সাংবাদিকের ক্যামেরা ভাংচুর !


নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুরের মেলান্দহ উপজেলার ৬নং আদ্রা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক হাকিম কর্তৃক সাংবাদিকের ক্যামেরা ভাংচুর এর অভিযোগ উঠেছে। গোপন সংবাদের ভিত্তিতে ৫ জানুয়ারি বৃহস্পতিবার ২.৩০ মিনিটের সময় উক্ত ইউনিয়নে ভিজিডি চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করতে যায় জামালপুর সদর উপজেলার কিছু সাংবাদিক। কুচিয়া মারা গ্রামের জামাল হাজীর বাড়িতে ভিজিডি এর চাউল এর বস্তা দফায় দফায় মজুত করতে থাকে হাকিম ও তমাস। এ চিত্র ভিডিও ধারন করার সময় হাকিম সাংবাদিকের হাত থেকে জোড় পূর্বক ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলে এবং এক পর্যায়ে ধস্তাধস্তি করে তাদের কাছ থেকে একটি মোবাইল ফোনও ছিনিয়ে নেয় আদ্রা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক হাকিম। 

এ ঘটনায় ৬নং আদ্রা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকা এর কাছে বিষয়টি জানাতে গেলে হাকিম এর পক্ষপাতিত্ব করে সাংবাদিকদের নিয়ে কটুক্তিকর কথা বলতে থাকেন তিনি।

অবশেষে বিষয়টি মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন'কে অবগত করেন সাংবাদিকরা।

Monday, 2 January 2023

মাদারগঞ্জে জোড়পূর্বক জমি ভোগদখল

 

মাদারগঞ্জে জোড়পূর্বক জমি ভোগদখল

আসিফ বিল্লাহঃ

জামালপুরের মাদারগঞ্জ থানাধীন বালিজুরি মোড় সংলগ্ন রাস্তার পাশে মোঃ বেলাল হোসেন এর ক্রয়কৃত এক অংশের জমি দির্ঘদিন যাবত জোড়পূর্বক ভোগদখল করে আসছে একই  এলাকার ইসরাইলের ছেলে পান্না, সুমন, রাসেলসহ একটি প্রভাবশালী চক্র ৷

এ বিষয়ে ভুক্তভোগী বেলাল হোসেন জানান, উক্ত জমিটির সিএস, আরওআর ও বিআরএস এর তথ্য ভূল থাকায় ঐ জমির উপর বহুদিন আগে একটি মামলা হয়েছিল ৷ পরে জামালপুর জজ কোর্ট থেকে খারিজ করার পর হাইকোর্ট থেকে খারিজ  করে সুপ্রিম কোর্টে প্রিটিশন করেন ভূল তথ্যে থাকা জমির মালিক সুজন কুমার আগরবল (হিন্দু বাবু)  ৷

সম্প্রতি এক (০১) জানুয়ারি মঙ্গলবার সকাল ১১ টার দিকে মাদারগঞ্জ থানার  সামনে পুলিশ সুপ্রিমকোর্ট  থেকে পাওয়া ঐ জমিতে কাজ বন্ধ রাখার নোটিশ নিয়ে বেলাল হোসেনকে উপস্থিত করলে ইসরাইল এর ছেলে পান্না বেলাল হোসেনকে অপমান অপদস্থ এবং পুলিশের সাথে একরকম ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি করে ৷ এক পর্যায়ে কোর্টের সেই নোটিশ বেলাল হোসেন এর কাছ থেকে কেড়ে নিয়ে টেনে ছিড়ে ফেলে পান্না মিয়া ৷

পরে সেখান থেকে মাদারগঞ্জ থানার এসআই এনামুল হক কবির এর সহায়তা নিয়ে নিজ বাড়িতে অবস্থান করেন বেলাল হোসেন ৷

অবশেষে বিষয়টি নিয়ে বেলাল হোসেনকে একটি মামলা দাঁড়় করাতে বলেন মাদারগঞ্জ থানার এসআই এনামুল হক কবির ৷

Sunday, 1 January 2023

ইসলামপুরে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতারণ করেন.... ধর্মপ্রতিমন্ত্রী

 

ইসলামপুরে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতারণ করেন.... ধর্মপ্রতিমন্ত্রী

হাসর আলী

জামালপুরের ইসলামপুরে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় ২০২৩শিক্ষাবর্ষের ৩০৭টি প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।  

রবিবার(১জানুয়ারি)সকালে ইসলামপুর মডেল মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল,এমপি।

উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান রুমাননের সভাপতিত্বে  উপস্থিত ছিলেন,জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ(বিএসসি), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম ও ইসলামিক ফাউন্ডেশন জামালপুরের ফিল্ড অফিসার মোবারক হোসেন ও উপজেলার ফিল্ড সুপার ভাইজার মোহাম্মদ শহিদুল ইসলাম, মডেল কেয়ার টেকার মোঃ সাইফুল ইসলাম, সাধারণ কেয়ার টেকার আলতাফুর রহমানসহ মসজিদ ভিত্তিক গণশিক্ষার শিক্ষক মন্ডলী ও স্থানীয়  আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

অথেন্টিক সেন্ট্রাল স্কুলে বিনামূল্যে ২০২৩ সালের নতুন বই বিতরণ

 

অথেন্টিক সেন্ট্রাল স্কুলে  বিনামূল্যে ২০২৩ সালের নতুন বই বিতরণ

মোঃ শরিফ মিয়া 

পূর্ব আকাশে সূর্যোদয়ের সাথেই উঁকি দিলো নতুন বছরের উৎসব উদযাপন। 

ক্যালেন্ডারের পাতা বদলিয়ে আমাদের মাঝে আসলো আরও একটি ইংরেজি নতুন বছর ২০২৩ সাল। নতুন দিনের নতুন বছরের ইংরেজি নববর্ষকে তাই আমরা জানাই সাদর আমন্ত্রণ জানায়। 

যে নতুন বছরে সকল ধরনের হতাশা ও ব্যর্থতা ভুলে আমরা আগামীর পথে এগিয়ে যাব এই বদ্ধ পরিকল্পনা নেব আজকেই। আর এই বার্তাকে সাথে রেখেই আপনাদের সকলকে জানাই ইংরেজী নববর্ষ 2023 এর শুভেচ্ছা।

এদিকে নতুন বছরের প্রথম দিনে সারা বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপিত হচ্ছে বিনামূল্যে বই বিতরণ উৎসব ২০২৩।বছররে প্রথম দিনে সারাদেশের ন্যায় অথেন্টিক সেন্ট্রাল স্কুলে  বিনামূল্যে ২০২৩ সালের নতুন বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

নতুন বছরের প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক

 রবিবার ( ০১ জানুয়ারি ২০২৩)  সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান  অথেন্টিক সেন্ট্রাল স্কুলের ৩য়-৯ম শ্রেণীর  শিক্ষার্থীদের হাতে প্রতি বছরের ন্যায় বিনামূল্যে নতুন বই তুলে দিয়ে ২০২৩ সালের বই বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন। 

এসময় বই বিতরণ কার্যক্রমে স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সানন্দবাড়ী  ডিগ্রী কলেজের সাবেক উপাধ্যক্ষ জনাব মোঃ লুৎফর রহমান, সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল কাদের সিদ্দিকী, 

সানন্দবাড়ী  বাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক  জনাব আলহাজ্ব কবি আজিজুর রহমান, বইউৎসব  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অথেনটিক সেন্ট্রাল স্কুলের পরিচালক জনাব মোঃ আব্দুস সবুর, অথেনটিক সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ মোস্তাইন বিল্লাহ,  অথেনটিক সেন্ট্রাল স্কুলের সিনিয়র সহকারী  শিক্ষক আমিনুল ইসলাম, অথেনটিক সেন্ট্রাল স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক জনাব মোঃ তোফায়েল আহমেদ, জনাম মোঃ আরেফিন দিপু,  জনাব মোঃ আলমাস হোসাইন, জনাব মোঃ সায়েদুল ইসলাম, শিক্ষিকা মমতা খাতুন,  চাদনী আক্তার,  আফরোজা বেগম সহ অনেকেই ।

 নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থী এবং অভিভাবকগণ অত্যন্ত আনন্দিত। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সানন্দবাড়ি লঞ্চঘাট ইজারাদার মমিনুল ইসলাম,  দেওয়ানগঞ্জ সাব-রেজিষ্টার অফিসের  দলীল  লেখক জনাব দেলোয়ার হোসেন দুলাল  অভিভাবকবৃন্দ সহ বিভিন্ন পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।