Sunday, 30 July 2023

জামালপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নামে সরকারি টাকা হরিলুট

জামালপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নামে  সরকারি টাকা হরিলুট

নিজস্ব প্রতিবেদকঃ 

গ্রামীণ উন্নয়ন প্রকল্পের সরকারি বরাদ্দের আওতাভুক্ত জামালপুর সদর উপজেলার, শরিফ পুর ইউনিয়নের  গোদাশিমলা  ডাক্তার বাড়ি হতে পালোয়ান বাড়ি পর্যন্ত কাচারাস্তা সংস্কারের জন্য ২০২১-২০২২ অর্থবছরের দ্বিতীয় পর্যায়ে বরাদ্দ ১১ লক্ষ ৩৬ হাজার টাকা। এতে ৭৪ জন দিয়ে শ্রমিক কাজ করার কথা থাকলেও নামমাত্র শ্রমিক দিয়ে কাজ করে প্রকল্পের টাকা হরিলুটের অভিযোগ উঠেছে  ।  কাজ না করেই প্রকল্পের টাকা উত্তোলনের  বিষয়টি জানতে চাওয়া হলে ২ নং শরিফপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার এমদাদুল হক কথা বলে রাজি হয়নি।

অপর দিকে একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রণরামপুর কোমর মেম্বার এর বাড়ি হতে আঃ সালাম দুদুর বাড়ি হয়ে রণরামপুর উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্তা সংস্কার ও হামিদপুর হতে ডেঙ্গারগড় রাস্তায় একটি বক্স কালভার্ট নির্মাণ বরাদ্দ ২০২১-২০২২ অর্থ বছরে বরাদ্দের ১১ লক্ষ ৮৬ হাজার টাকা । সেই বক্সকার্লভাটিও হয়নি।এদিকে হামিদপুর হতে ডেঙ্গারগড় রাস্তয়  ৬৮ জন শ্রমিক কাজ করার কথা থাকলেও কাজ করা হয়নি । এমন গায়েবি প্রকল্পের নামে হরিলুট করে,  সরকারি টাকা   পকেটেস্হ করেছে প্রকল্পের সংশ্লিষ্টরা। এব্যাপারে প্রশ্ন করে উত্তর মিলেনি ওয়ার্ডের মেম্বার আনিসুর রহমানসহ শরিফপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমানের কাছেও। প্রকল্প ইঞ্জিনিয়ার মনিরা সাথে মুঠোফোনে কথা বললে সে জানায় প্রকল্পে টাকা সবাই মিলেই তো খা। এটা তো নতুন  কিছু না।

কোন কাজ না করেই সরকারি লাখ লাখ টাকার হরিলুটের খবরে  এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।  স্হানীয়  এলাকাবাসী বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সরিষাবাড়ীতে আওয়ামীলীগের গণমিছিল ও গণ সমাবেশ

সরিষাবাড়ীতে আওয়ামীলীগের গণমিছিল ও গণ সমাবেশ

 বিপুল মিয়া 

সারাদেশে বিএনপি জামায়াতের নৈরাজ্য, অগ্নি সন্ত্রাস, দেধ বিরোধী ষড়যন্ত্র, প্রতিহত এবং জামালপুর ৪ সরিষাবাড়ী আসনের নৌকা প্রতিকে জননেতা অধ্যক্ষ আব্দুর রশিদের  মনোনয়ন দাবীতে বীরমুক্তিযোদ্ধা, ছাত্র, শ্রমিক, জনতার বিশাল গণমিছিল ও গণসমাবেশ অনুষ্টিত হয়েছে৷শনিবার (২৯ জুলাই) বিকাল ৪ টায় সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর ব্যানারে আয়োজনে  সরিষাবাড়ী স্টেশন চত্ত্বর থেকে  প্রায় ১০ সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে গণমিছিল বের করা হয়। গণমিছিলটি সরিষাবাড়ী উপজেলার শিমলা বাজার, আমতলা, প্রেস ক্লাব, ডাকবাংলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার সামনে বিকাল ৫ টায় গণসমাবেশে মিলিত হয়। গণমিছিলে নেতাকর্মীরা আনন্দ উৎসবে মেতে উঠে। এ সময় নেতাকর্মীরা ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার সরকার বার বার দরকার,’ স্লোগানে মুখরিত করে তুলেন রাজপথ। 

সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি পৌর মেয়র মনির উদ্দিন এর সভাপতিত্বে তেজগাঁও থানা আওয়ামীলীগের সভাপতি ও সরিষাবাড়ী আসনের নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী আব্দুর রশিদ প্রধান অতিথির বক্তব্য রাখেন।  পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান এর সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমএ গণি, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,  পোগলদিঘা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামস উদ্দিন,সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুন  প্রমুখ বক্তব্য রাখেন।  এ সময় সাতপোয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের, কামরাদের চেয়ারম্যান আব্দুস সালাম, মহাদানের চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল, আওনা ইউনিয়ন এর চেয়ারম্যান বিল্লাল হোসেন,   সাতপোয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রউফ গফুর, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,  মহাদান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন,ডোয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জলিল ফকির,  আওনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনামুক হক সোহেল মাষ্টার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

জামালপুরে ব্র্যাকের নাগরিক সংগঠন প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভা

জামালপুরে ব্র্যাকের নাগরিক সংগঠন প্রতিনিধিদের নিয়ে আলোচনা  সভা

বিপুল মিয়াঃ

যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে নাগরিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে  সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে আলোচনা  সভা অনুষ্ঠিত হয়েছে। 

ব্র্যাক অধিকার এখানে, এখনই প্রকল্পের ২৩ টি জেলায়  যুবদের যৌন ও প্রজনন অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে ,রাইট হিয়ার রাইট নাও প্রকল্প। বিষয়ে সচেতনতা তৈরী এবং শিক্ষা প্রতিষ্ঠানে এ বিষয় একটি সহায়ক পরিবেশ সৃষ্টি করে। 

রোববার দুপুরে    ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের  উদ্যোগে সুইড জামালপুর বুদ্ধি প্রতিবন্ধী হলরুমে সভার আয়োজন করা হয়।

দিকনির্দেশনা মূলক  বক্তব্য দেন  ব্র্যাকের রাই হিয়ার রাইট নাও প্রকল্পের-২ এর এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান। বক্তব্য দেন তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খানম, সূর্য তোরন সমাজ সেবা সংস্থা'র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম,  সিড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি  আরিফা ইয়াসমিন ময়ূরী, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর  আরিফ হোসেন , ওয়ান স্টপ ক্রাইসিস সেল (ওসিসি) প্রোগ্রাম অফিসার পাপিয়া আক্তার, তথ্যসেবা কর্মকর্তা রুমি আক্তার, প্রতিদিনের সংবাদের জামালপুর প্রতিনিধি মঞ্জুরুল হক, আমার সংবাদের জামালপুর প্রতিনিধি বিপুল মিয়া,  ইএসডিও প্রকল্প কর্মকর্তা হাসানুজ্জামান টুটুল, ইয়ুথ সমন্বয়কারী কামরুন্নাহার কেয়া।

 অনুষ্ঠানের সহযোগীতা করেন ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের-২ এর ডিওয়াইএম কাকলী  আক্তার ।

Friday, 28 July 2023

এস,এস ,সি-তে রাজশাহী বোর্ড পাসের হারে সর্বসেরাঃ

এস,এস ,সি-তে রাজশাহী বোর্ড পাসের হারে সর্বসেরাঃ

এম, শামসুল আলম
(রাজশাহী জেলা প্রতিনিধি)

এবৎসরে এস,এস ,সি, পরীক্ষায় রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৮৭ দশমিক ৮৯ ভাগ। আজ ২৮ জুলাই-২০২৩ শুক্রবার ফলাফল ঘোষণা করা হয়।

এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধিনে সর্বমোট ২ লাখ ৫৮০২ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাশ করেছে ১ লাখ ৭৮ হাজার ৯৫৮ জন। জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ৮৭৭ জন।

গত বারের চেয়ে এবার জিপিএ-৫ কমেছে ১৫ হাজার ৬৪৬ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলো ৪২ হাজার ৫১৭ জন।

তাদের মধ্যে ছাত্র ১ লাখ ৬২৩ জন এবং ছাত্রী ছিলো ৯৯ হাজার ৫৭৯ জন। তাদের মধ্যো পাশ করেছে ৮৭ দশমিক ৮৯ ভাগ।

গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৯৬ হাজার ৬০০ জন। অর্থাৎ এই বছর রাজশাহী শিক্ষা বোর্ডে ৯ হাজার ২০২ জন পরীক্ষার্থী বেড়েছে। এ বছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৯১ হাজার ৫৫৭ জন। মানবিক বিভাগ থেকে এক লাখ ৭ হাজার ৮৩৫ জন এবং বাণিজ্য বিভাগ থেকে ৬ হাজার ৪১০ জন।

এই শিক্ষা বোর্ডের অধীনে রাজশাহী বিভাগের আট জেলা থেকে মোট ২ হাজার ৬৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেয়। আর বোর্ডের অধীন সর্বমোট ২৬৫টি কেন্দ্রে ২ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে রাজশাহী জেলার ৫৩টি কেন্দ্রে ৫০৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩২ হাজার ২৬৬ জন শিক্ষার্থী অংশ নেয়।

Wednesday, 26 July 2023

মেষ্টায় সাদারবাড়ি খাল খনন প্রকল্প পরিদর্শন

মেষ্টায় সাদারবাড়ি খাল খনন প্রকল্প পরিদর্শন

বিপুল মিয়াঃ 

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের দিগারবাড়ী হতে সাদারবাড়ী ঝিনাই নদী পর্যন্ত খাল খনন প্রকল্প স্থানীয় সরকার অধিদপ্তরের ক্ষুত্তাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়  পরিকল্পনা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার সকালে ইউনিয়ন পরিষদের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।মেষ্টা  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব  নাজমুল হক বাবুর সভাপতিত্বে বক্তব্য দেন  জামালপুর এলজিইডি সমাজ বিজ্ঞানী দীপক সরকার, ঢাকা এলজিইডির সহকারী প্রকৌশলী মোঃ জুয়েল মোল্লা, পানি সম্পদ প্রকৌশলী মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন  ইউপি মহিলা  সদস্য মাবিয়া আক্তার রিক্তা,আঁখি আক্তার 

মফিজুর রহমান মুক্তা, নূর মোহাম্মদসহ এলাকার বিভিন্ন পেশাজীবি মানুষ। আলোচনা সভা শেষে খাল খনন প্রকল্প পরিদর্শক করেন প্রকল্পের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানসহ ইউপি সদস্যগণ।

ভাটারায় সাবেক কৃষি কর্মকর্তার চারা গাছ কর্তন

ভাটারায় সাবেক কৃষি কর্মকর্তার  চারা গাছ কর্তন

বিপুল মিয়াঃ

 সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের ধোপাদহ গ্রামের  অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা  মোঃ আব্দুল হামিদ ও অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষিকা মোছাঃ আলেয়া খাতুনের চারা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে  দুর্বৃত্তদের বিরুদ্ধে। 

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত মোঃ  আব্দুল হামিদ বলেন আমরা বর্তমানে গ্রামের বাড়িতে বসবাস করি এবং চাকরীর সুবাদে দুই ছেলে ঢাকায় বসবাস করে। চিহ্নিত চোরের উত্তাপ এবং দুর্বৃত্তদের কারণে এখন  এলাকায় টিকে থাকা অসম্ভব হয়ে পড়েছে। আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভোগছি। তিনি বলেন গত, কয়েকদিন আগে তাদের  পুকুর পাড়ে ৪০টি বিভিন্ন জাতের  গাছের চারা রোপন করেন। পরে দুর্বৃত্তরা ১৯ জুলাই রাতে ১৫টি গাছের চারা কেটে  ফেলে । এ ব্যাপারে 

স্থানীয়দের সাথে কথা বললে এর সত্যতা পাওয়া যায়। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিকে অবহিত   

করা হয়েছে। পুকুরের মাছ, গাছের ফল-ফলাদি এবং ঘরের জিনিসপত্র প্রতিনিয়ত চুরি  হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত তাঁর বড় ছেলে আলী কাউসার, হাতের আঙ্গুলের ছাপ পরীক্ষার মাধ্যমে প্রকৃত অপরাধীকে সনাক্ত করে বিচারের আওতায় আনার দাবী জানান। অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ গাছ কাটা ও জীবনের  নিরাপত্তার জন্য দাবি জানান প্রশাসনের নিকট।

Monday, 24 July 2023

জামাালপুর এক চেয়ারম্যান বিরুদ্ধে ইজিপিপি কর্মসূচির ৭০ লক্ষ টাকা আত্মসাতে অভিযোগ দায়ে

জামাালপুর এক চেয়ারম্যান বিরুদ্ধে  ইজিপিপি কর্মসূচির  ৭০ লক্ষ টাকা আত্মসাতে অভিযোগ দায়ে

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুরে মেলান্দহ উপজেলার ৬ নং আদ্রা ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকা'র  বিরুদ্ধে ভুয়া প্রকল্প দেখিয়ে এবং ক্ষমতার অপব্যবহার করে  এবং ইজিপিপি প্লাস প্রকল্পের ৭০ লক্ষ টাকা অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ তুলেছেন পরিষদের সদস্যরা ও প্রকল্পের তালিকাভুক্ত শ্রমিকরা। ন্যায়বিচার চেয়ে  উপজেলা নির্ওবহী অফিসার ও জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন,

অভিযোগ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম খোকা,  চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে পরিষদে সরকারি বরাদ্দ করা অর্থ আত্মসাৎ করছেন। তিনি টিআর, কাবিখা, এডিপি, এলজিএসপি, ইজিপিপি প্লাস প্রকল্পের ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাৎ করেছেন। তা ছাড়াও প্রকল্পের শ্রমিকদের  টাকা না দিয়ে এবং সিম নিজেদের কাছে রেখে টাকা উত্তোলন করে  আআত্মসাৎ করেছে। শুধু তাই নয় মাতৃত্বকালীন ভাতা প্রদানের ক্ষেত্রেও কমিশন নিয়ে থাকেন।

পরিষদের সদস্যদের সঙ্গে সমন্বয় না করে নিজের ইচ্ছেমতো কাজ করেন তিনি। কেউ প্রতিবাদ করলে তাকে আইন-আদালতের ভয় দেখানো হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। পরিষদের নারী স্টাফ,সেবাগ্রহীতা ও সাধারণ সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও অশ্লীল ভাষা প্রয়োগ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব অনিয়মের বিচার চেয়ে ইউপি সদস্য ও প্রকল্পের তালিকা ভুক্ত শ্রমিক ২৩ জুলাই রবিবার  মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার ও জামালপুর জেলা প্রশাসক বরাবর  অভিযোগ দায়ের করেন।

আদ্রা  ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকা তার বিরুদ্ধে করা সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কোনো অভিযোগের সত্যতা নেই। আমি দলের চেয়ারম্যান। কাউ কে হিসাব দিয়ে কাজ করার প্রয়োজন মনে করি না।

ঢাক প্রতিদিন বন্ধের চক্রান্তের প্রতিবাদে ময়মনসিংহে সাংবাদিক সমাবেশ।

ঢাক প্রতিদিন বন্ধের চক্রান্তের প্রতিবাদে ময়মনসিংহে সাংবাদিক সমাবেশ।

স্টাফ রিপোর্টারঃ

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানর আদর্শে লালিত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উনয়ন অগ্রযাত্রার সমর্থক দৈনিক ঢাকা প্রতিদিন ধারাবাহিক ষড়যন্ত্রের শিকার। ৮ম ওয়েজবোর্ড সর্বোচ্ছ বিজ্ঞাপনভূক্ত এ পত্রিকায় কাস্টমস কর্মকর্তা ডঃ তাজুল ইসলামর লুটপাট ও বেশুমার সহায় সম্পদর বিবরণ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশের পর পরই তিনি প্রভাব খাটিয়ে পত্রিকাটির ডিক্লিয়ারেশন ও ডিএফপি’র তালিকাভুক্তি বাতিল কুটকৌশল করেন। উচ্চ আদালতের রায়ে পত্রিকাটি আবার সচল হয়। উক্ত কাস্টমস কর্মকর্তা আবারও পত্রিকাটি বন্ধ করার পায়তারা চালানোসহ সম্পাদককে নানারকম হুমকি ধমকি দিয় চলছেন। অনেক পরিবারের রুটিরুজির প্রতিষ্ঠান ঢাকা প্রতিদিন রক্ষা করাসহ দাপুটে ওই কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্হা গ্রহণের জন্য এর দাবিতে ময়মনসিংহ সাংবাদিক সমাজ প্রতিবাদ সভা ও স্বারকলিপি প্রদান করে। রবিবার সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে শতাধিক সংবাদকর্মী এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, দুর্নীতিবাজ কাস্টমস কর্মকর্তা ডঃ তাজুল ইসলামের বিরুদ্ধে উচ্চ আদালতের নির্দেশে দুদক ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তারা আরো বলেন, এ প্রভাবশালী কর্মকর্তাকে চাকরিতে বহাল রাখায় চলমান এ তদন্ত প্রভাবিত হওয়ার আশংকা রয়েছে। এ অবস্হায় তাকে সাময়িক বরখাস্ত করে নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করতে ময়মনসিংহ সাংবাদিক সমাজ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।

আজকের বসুন্ধরার চীফ ক্রাইম রিপার্টার শিবলী সাদিক খানের সঞ্চালনায় সাংবাদিক সমাবেশে ঢাকা প্রতিদিন পত্রিকার উপদষ্টা সম্পাদক সাইদুর রহমান রিমন শুভেচ্ছা বক্তব্য রাখেন।

সমাবেশে ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি এম এ আজিজ, ব্যুরো চিফ মো. মাইন উদ্দিন উজ্জ্বল, দৈনিক আলোকিত সকালের ময়মনসিংহ প্রতিনিধি বদরুল আমীন, নিউজ মেইল পত্রিকার ময়মনসিংহ প্রতিনিধি তাজুল ইসলাম বাবু, ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার ব্যবস্হাপনা সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ঢাকা টাইমস ময়মনসিংহ প্রতিনিধি জয়নাল আবেদীন, আমাদের ময়মনসিংহ পত্রিকার সম্পাদক কামরুল হাসান, আমাদের সময়ের ময়মনসিংহ প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক স্বজন পত্রিকার বার্তা সম্পাদক মো: কামাল হোসেন, স্বদেশ সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার রঞ্জন মজুমদার শিবু, জামালপুর মডেল প্রেসক্লাব কার্যকরী সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, ডেইলি শেরপুর পত্রিকার সম্পাদক মনিরুজ্জামান মনির, আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ন মহাসচিব নুর আলম সিদ্দিকী মানু, জাতীয় সাংবাদিক সংস্হার শেরপুর জেলা কমিটির জনকল্যাণ সম্পাদক আমিরুল ইসলাম, ভালুকা প্রতিনিধি রফিকুল ইসলাম, বকশীগঞ্জ সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক এইচএম মুসা আলী, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রুহুল আমিন, ফুলবাড়িয়া উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলামসহ বিভাগীয় শহরের বিভিন্ন দৈনিক কর্মরত সাংবাদিক ও বিভিন্ন জেলা, উপজলা প্রতিনিধিগণ উপস্হিত ছিলেন।

পরে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করা হয়।

Sunday, 23 July 2023

সরিষাবাড়িতে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথি দলের আমরা শক্তি আমরা বল

সরিষাবাড়িতে   ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথি দলের আমরা শক্তি আমরা বল

বিপুল মিয়াঃ

যে স্বপ্ন দেখে  এমন ১৩ হতে ১৭ বছর বয়সী  কিশোরী দের নিয়ে ১৯ জুলাই বিকেলে জামালপুর জেলার  সরিষাবাডি উপজেলার  পৌরসভার কামরাবাদ গ্রামে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে স্বপ্নসারথি দলের 

আমরা শক্তি আমরা বল পর্ব -১ অনুষ্ঠিত  হয়। স্বপ্নসারথি দলের  কিশোরীরা অন্যকে জানি,মনোবলকে শক্তিশালী এবং  কাছের মানুষকে খুঁজে  বের করি  উপস্থাপন করে।তারা যে স্বপ্ন দেখে তা বাস্তবায়ন করার জন্য  পরিকল্পনার কৌশল এবং বাল্যবিবাহ রুখে দেবার অঙ্গিকার করে।এ সময়  উপস্থিত ছিলেন    সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক হাফিজা খানম, নুরুল আশেকিন,বিনাতন প্যাট্রিক টুডু(MEAL& QC) পল্লী সমাজের সভাপ্রধান  বকুল  খাতুন ও সেলপ অফিসার সুরাইয়া পারভীন।

Friday, 21 July 2023

জামালপুরে বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম গাদু ও আম্বিয়া হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

জামালপুরে বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম গাদু ও আম্বিয়া হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের জালিয়ারপাড় এলাকার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ও আম্বিয়া বেগম হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন -  বিক্ষোভ সমাবেশ করেছে  ভুক্তভোগী পরিবার। শুক্রবার  দুপুরে জালিয়ারপাড় আনন্দ বাজার মোড় এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ঘন্টাব্যাপী  মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ছেলে লিটন মিয়া, পুত্রবধু জায়েদা বেগম,  নাতি  লিজা খাতুন ও রফিকুল ইসলাম রফিক।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ও তার পুত্রবধু আম্বিয়াকে নির্মমভাবে হত্যা করে স্থানীয় সন্ত্রাসীরা। ১৯৯৮  সালে ২৩ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম গাদু কে হত্যা করা হয়। গাদু হত্যা মামলায় ১৩ জন ও আম্বিয়া হত্যা মামলায় ১০ জন কে আসামি করা হয়।

এই হত্যাকান্ডের ঘটনায় লেবু মিয়াকে প্রধান আসামী করে ২৩ জনের দুটি মামলাদায়ের হলেও মাত্র চারজন আসামী গ্রেপ্তার করেছে পুলিশ। বাকী আসামীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান স্বজন ও এলাকাবাসী।

উল্লখ্য, পারিবারিক বিরোধের জেরে ১৯৯৮ সালে  সদর উপজেলার জালিয়ার পাড় গ্রামের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে পিটিয়ে হত্যার পর একটি টয়লেটে ফেলে রাখে সন্ত্রাসীরা। ২৫ বছর পর গত ১৫ জুন ওই মামলার আসামীরা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামরে পুত্র বধু আম্বিয়া বেগমকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে।

Thursday, 20 July 2023

সানন্দবাড়ী মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সানন্দবাড়ী মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

জাকিউল ইসলাম 
দেওয়ানগঞ্জ জামালপুর প্রতিনিধি 

জামালপুর জেলার দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী বাজারে দোকানের জমি লিজ নিয়ে দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন আল মামুন ও তার ভুক্তভোগী পরিবার। 

বুধবার (১৯ জুলাই) দুপুরে সানন্দবাড়ী প্রেসক্লাবে এক লিখিত অভিযোগে ভুক্তভোগী মো. মামুন বলেন, ২০১০ সালে সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র মাদরাসার অধীনে থাকা একটি দোকানের জমি, যেটা ১৬ বছরের জন্য চুক্তিতে ভাড়া নেয় তারা। যার মেয়াদ আছে ২০২৬ সাল পর্যন্ত, কিন্তু মাদরাসার অধ্যক্ষ আব্দুর রশিদ আকন্দ ভুক্তভোগীকে না জানিয়ে চুক্তির সময় শেষ না হওয়ার আগেই সে জালিয়াতির মাধ্যমে শাখাওয়াত হোসেন শাহিনের সাথে নতুন করে চুক্তি করে। 

ভুক্তভোগী মামুন আরো বলেন, জালিয়াতির মাধ্যমে চুক্তি পত্র করে শাখাওয়াত হোসেন শাহিন দোকানের অবৈধ দখলের পায়তারা করছে এবং দোকান ছাড়ার জন্য প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে, ভুক্তভোগী পরিবারটি এর একটি সঠিক সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মামুনের বাবা বলেন আমার চুক্তি শেষ হওয়ার আগেই অধ্যক্ষ আব্দুর রশিদ আকন্দ  নতুন করে শাহিনের কাছে দোকান দিয়েছে, শাহিন জোর পূর্বক আমার দোকানে তালা লাগিয়েছিলো,উপজেলা কৃষি কর্মকর্তা ও ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া এর মাধ্যমে দোকানের তালা খুলে দেওয়া হয়,তালা খুলার পর থেকেই শাকাওয়াত হোসেন শাহিন ও অধ্যক্ষ আব্দুর রশিদ আকন্দ এর লোকজন আমাকে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে, আমাকে জীবন নাশের হুমকিও দিচ্ছে, আমি আপনাদের মাধ্যমে ইউএনও স্যারের সহযোগিতা কামনা করছি এবং সঠিক তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্হা গ্রহণের কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি।

Tuesday, 18 July 2023

মৌলভীরচর উচ্চ বিদ্যালয়ে মাদক প্রতিরোধে সচেতনতা মূলক সভা

মৌলভীরচর উচ্চ বিদ্যালয়ে  মাদক প্রতিরোধে সচেতনতা মূলক সভা

জাকিউল ইসলাম 
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নে মাদক বিরোধী  প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ জুলাই  (মঙ্গলবার) উপজেলার মৌলভীরচর উচ্চ  বিদ্যালয়ের হলরুমে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে এ সচেতনতা মূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা। 

মৌলভীরচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াজেদ আলীর  সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, সহকারী পরিচালক মাদক নিয়ন্ত্রকের কার্যালয় জামালপুর  মুস্তাফিজুর রহমান, ইন্সপেক্টর তারেক মাহমুদ পরিদর্শক  মাদকদ্রব্য নিয়ন্ত্রক জামালপুর,

সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক চেয়ারম্যান শেখ নাজিম উদ্দীন,

মৌলভীরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ জালাল উদ্দীন, 

মৌলভীরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ সোহেল রানা, সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আমিনুল ইসলাম, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ সদস্য রফিকুল ইসলাম, সদস্য বাবুল আক্তার প্রমূখ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকাসক্তরা শুধু নিজেদের মেধা ও জীবনীশক্তিই ধ্বংস করছে না, তারা সমাজ ও রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলাও বিঘ্নিত করছে নানাভাবে। যেসব পরিবারের সদস্য নেশাগ্রস্ত হয়েছে, সেসব পরিবারের দুর্দশা অন্তহীন। জীবনবিধ্বংসী এ নেশার কবলে পড়ে অসংখ্য তরুণের সম্ভাবনাময় জীবন নিঃশেষিত হচ্ছে। মাদকাসক্তি আসলে নেশাগ্রস্ত ব্যক্তির বিবেক-বুদ্ধি, বিচারক্ষমতা, নৈতিকতা, মূল্যবোধ, ব্যক্তিত্ব, আদর্শ সবকিছুকে খেয়ে ফেলে।

যেহেতু মাদকাসক্তি একটি জঘন্য সামাজিক ব্যাধি, তাই জনগণের সামাজিক আন্দোলন, গণসচেতনতা ও সক্রিয় প্রতিরোধের মাধ্যমে এর প্রতিকার করা সম্ভব। যার যার ঘরে পিতা-মাতা থেকে শুরু করে স্কুল, কলেজ, মাদ্রাসা, পাড়া, মহল্লা বা এলাকায় মাদকদ্রব্য ব্যবহারের বিরুদ্ধে ব্যাপকভাবে ঘৃণা প্রকাশের আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকদ্রব্যের ভয়াবহ পরিণতি সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে নিয়মিত সভা,উঠান বৈঠক আয়োজন করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় বিধিবিধান-সম্পর্কিত শিক্ষামূলক ক্লাস নিতে হবে। মাদকদ্রব্য চোরাচালান, ব্যবহার, বিক্রয় প্রভৃতি বিষয়ে প্রচলিত আইনের বাস্তব প্রয়োগ ও কঠোর বিধান কার্যকর নিশ্চিত করতে হবে।

মাদক নিরাময়ে চাই পরিবারের আন্তরিকতা ও পারস্পরিক ভালোবাসা। ধর্মভীরু পরিবারের পিতা-মাতাই সন্তানকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পারেন। তাই এলাকার সুনাম রক্ষার্থে সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

পরে উপস্থিত সবাই মাদক বিরোধী শপথ পাঠ করেন এবং মাদক প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Sunday, 16 July 2023

মাটি খেকোদের দৌড়াত্বে দিশেহারা কৃষক

 

মাটি খেকোদের দৌড়াত্বে দিশেহারা কৃষক

জাকিউল ইসলাম দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 

অবৈধভাবে মাহিন্দ্রা,  ভেকু ও ড্রেজার মেশিনের মাধ্যমে মাটি কাঁটায় ভেঙে যাচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক। যেনো দেখার কেউ নাই। 

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কদমতলি মেইন রাস্তার পুর্বপাশে নিমাইমারী এলাকায় ভুক্তভোগী কৃষক আবু সাঈদ, আতাউর রহমান এর ফসলি জমি ও মহির উদ্দিন, জনাব আলী, হাবেল,ছমের এর বসত বাড়ি বন্যার পানি ঢোকার আগেই ভেঙে যাচ্ছে।

ভুক্তভোগীগণ জানান ব্রম্মপুত্র নদের পানি বেড়ে যাওয়ায় কদমতলি মেইন রাস্তার উপর নতুন ব্রিজের নীচ দিয়ে পানি দ্রুত এলাকায় ঢুকতে শুরু করেছে।

এদিকে কদমতলি মেইন রাস্তার ২০০ গজ পুর্বপাশে থেকে জিঞ্জিরাম নদী পর্যন্ত বিভিন্ন যান্ত্রিক মাটি কাঁটায় খালের সৃষ্টি হয়েছে। মৌখিক অভিযোগ আছে,  বালু ও মাটি ব্যবস্যায়ী আয়জুদ্দিন,জয়নুদ্দিন,জামাল,মোতালেব (মোতাল), সালাম, মারফত, হাবিবুর,হাফিজুর এর নেতৃত্বে অবৈধভাবে মাটি বিক্রি হয়েছে,যার কারণে তাদের ফসলি জমি ও বাড়ি ভেঙে গেছে। 

ফসলি জমি ও বাড়ি ভেঙ্গে যাবার ভয়ে বাড়ির মালিক মহির উদ্দিন বলেন একাধিক বার মাটি খননে বাধা দিলেও অদৃশ্য খুঁটির জোরে তা বন্ধ করা যায় নি।

পরে ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ডিসি'র কাছে লিখিত অভিযোগ করে মাটি কাঁটা বন্ধ করা সম্ভব হয়। কিন্তু ততক্ষনে   আমার বাড়ি প্রায় ভেঙে যাচ্ছে এর ক্ষতিপূরণ কে দিবে।

জমির মালিক আবু সাঈদ ও আতাউর রহমান বলেন বারবার লিখিত অভিযোগ কারার পরও তারা প্রশাসনের তোয়াক্কা না করে ফসলি জমি মাটি কেটে খাল বানিয়েছে এখন আমাদের ফসলি জমি ভেঙে যাচ্ছে আমরা এর দ্রুত সমাধান চাই। আমরা দেওয়ানগঞ্জ উপজেলা ভুমি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করছি।

Saturday, 15 July 2023

ইসলামপুরে যমুনার পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত ফসলের ক্ষতি

ইসলামপুরে যমুনার পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত ফসলের ক্ষতি

শরিফ মিয়া , জামালপুর

উজানের ঢল, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে জামালপুরে ইসলামপুরে যমুনার পানি বৃদ্ধি অব্যহত রয়েছে। 

এতে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল।

প্রতিনিয়তই নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে পানি লোকালয়ে ঢুকে পড়ছে। 

গবাদিপশুর চারণভূমি সহ ডুবে যাচ্ছে ফসলি জমি ।

শনিবার সরেজমিনে দেখা যায়, উপজেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জের বেশ কিছু এলাকায় পানি বন্দি শঙ্কায় রয়েছে অনেক পরিবার। 

বন্যা আতংকে দিন কাটাচ্ছেন নদীর পাড়ের মানুষদের।

বন্যা কবলিত ইসলামপুর উপজেলার চিনাডুলী, নোয়ারপাড়া ইউনিয়নের একাধিক ব্যক্তি বিটিসি নিউজকে বলেন, গত কয়েক দিন থেকে বন্যার পানি বৃদ্ধি অব্যহতি থাকায় ফসলি জমি ও ঘর বাড়িতে পানি ঢুকে পরেছে। খাবার পানিসহ গবাদিপশুর খাবারে সংকটে পড়ছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ৩৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী আরও দুইদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হাসান রুমান বিটিসি নিউজকে জানান, বন্যা মোকাবিলা সব ধরনের পূর্ব প্রস্তুতি নেওয়া হয়েছে।

ঢাকা ইউনাইটেড হসপিটালে ময়না চেয়ারম্যানর হার্ডে রিং স্থাপন করা হয়েছেঃ

ঢাকা ইউনাইটেড হসপিটালে ময়না চেয়ারম্যানর হার্ডে রিং স্থাপন করা হয়েছেঃ

এম, শামসুল আলম
(রাজশাহী জেলা প্রতিনিধি)

রাজশাহী জেলাধীন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান, তৃণমূল জনগনের আস্থাভাজন- নিরহংকারী ও উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি- জননেতা যুবরাজ, লুৎফর হায়দার রশীদ ময়না

গত ৮- জুলাই তানোর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের পরিচিতি সভায় দলীয় কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থাকা কালিন সময়ে হঠাৎ তার বুকে প্রচন্ড ব্যাথায় লুটিয়ে পড়েন।

তৎক্ষনিক ভাবে নেতা-কর্মীগণ তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  গেলে; কর্তব্যরত চিকিৎসক তাকে

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে- পারিবারিক উদ্যোগে ও দলীয় নেতা-কর্মীগণের সহয়তায়

গত কাল ১১-জুলাই বেলা ৩-০০ মিনিটে ময়না চেয়ারম্যানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হতে- উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকা ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা ইউনাইটেড হাসপাতালে বিজ্ঞ চিকিৎসক ডাঃ শফিকুল ইসলাম [Enzogram] করে তার হার্ডে ব্লক দেখতে পেলে- সেসময় দ্রুত তার হার্ডে একটি রিং পরানো হয়।

বর্তমানে ময়না চেয়ারম্যান সুস্থ এবং  ভালো আছেন। বর্তমানে তাকে [CCU] অবজারভেশনে রাখা হয়েছে।

তিনি সবার সাথে কুশল বিনিময় ও কথা বলতে পারছেন। তাঁর পরিবারের পক্ষ হতে ও 

নেতা-কর্মীগণের পক্ষ থেকে সকল জনগনের দোয়া, আর্শীবাদ ও প্রার্থনা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন; রাজশাহী জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ এর সাধারণ সম্পাদক- জননেতা মাহাবুর রহমান (মাহাম)।

মাহাম গত কাল ১১-জুলাই (মঙ্গলবার) সন্ধায় ঢাকা ইউনাইটেড হসপিটালে অবস্থান করেন এবং ময়না চেয়ারম্যান এর শারীরিক অবস্থার খোঁজ-খবর রাখেন।

মুঠো ফোনে মাহাবুর রহমান (মাহাম) সকল শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক নেতা-কর্মীদের নিকট ময়না চেয়ারম্যান এর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া- আর্শীবাদ প্রার্থনা করছেন।

তার সাথে-সাথে তানোর উপজেলার সকল প্রতিবন্ধী ব্যক্তিগণে পক্ষ থেকে সভাপতি- শামসুল আলম এবং সাধারণ সম্পাদক- ইমরান হোসাইন তার দ্রুত সুস্থ্যতা কামনা করেছেন।।

Friday, 14 July 2023

বিলের পানি হতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

বিলের পানি হতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মোঃ ফরহাদ মোঃরেজা, স্টাফ রিপোর্টার:

জামালপুরের সীমান্ত ঘেসে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার ঢুশমারা থানার আওতাধীন মোহনগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কলকি হারা গ্রামের সামনের বিলের পানি হতে অজ্ঞাত যুবক (২৫) এর মরদেহ উদ্ধার করেন ঢুশমারা থানা পুলিশ। 

১৪ জুলাই শুক্রবার সকাল ৯টার সময় স্থানীয়রা দেখতে পায় বিলের পানিতে ভাস্যমান  অজ্ঞাত যুবকের মরদেহ। 

এলাকাবাসী ঢুশমারা থানা পুলিশকে অবগত করেন। আশেপাশের লোকজন মরদেহ দেখতে ভিড় জমায়। 

মোহনগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন (কারেন্ট আনোয়ার) ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন। 

ঢুশমারা থানা অফিসার ইনচার্জ (ওসি)  মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে পুলিশ টিম মরদেহ উদ্ধার করেন। মরদেহটির পরিচয় সনাক্ত না হওয়ার ঢুশমারা থানায় নিয়ে যায় পুলিশ। 

জানা যায়, গত ১৩ জুলাই বৃহস্পতিবার সকাল ৯টায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ী পশ্চিম পাড়া (কাজির খেয়ার পশ্চিম পাশে) কোলপাড়া হতে নেমে আসা এক অজ্ঞাত যুবক বিলের পানিতে ডুবতে দেখে কয়েকজন। পরে সেখানে খোঁজা-খুঁজি করেও পাওয়া যায়নি অজ্ঞাত যুবককে। সকলের ধারণা এটাই সেই অজ্ঞাত যুবক যার পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।

ঢুশমারা থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোস্তাফিজুর রহমান বলেন- স্থানীয়দের সংবাদ পেয়ে আমরা এসে মরদেহ উদ্ধার করি, এখন পর্যন্ত পরিচয় বা মরদেহের ওয়ারিশ পাইনি। মরদেহ থানায় নিয়ে যাচ্ছি ওয়ারিশ খোঁজার সকল প্রকার  আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Tuesday, 11 July 2023

জামালপুরে অপহরণ মামলায় ইউপি সদস্য রীনা বেগম গ্রেফতার

জামালপুরে অপহরণ মামলায় ইউপি সদস্য  রীনা বেগম গ্রেফতার

জামালপুর প্রতিনিধি

জামালপুরে অপহরণ মামলায় মেষ্টা ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য রীনা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।  সোমবার (১০ জুলাই)  রাত ১০:৩০ মিনিটে জামালপুরের মেষ্টা ইউনিয়নের হাজীপুর বাজার এলাকা থেকে থেকে তাকে গ্রেফতার করে সরিষাবাড়ী থানা পুলিশ। মঙ্গলবার  ১১ জুলাই দুপুর ২:৫০ মিনিটে অপহরণ মামলায় মহিলা মেম্বার রীনা বেগম কে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা  সরিষাবাড়ী থানার এসআই শিব্বির আহমেদ। 

এজাহার ও পারিবারিক সুত্রে জানা যায়, গত ৮ জুন সরিষাবাড়ী উপজেলার কাশারিপাড়া এলাকার মো: সরাফত আলীর ছেলে আবু বক্কর সিদ্দিকের বড় মেয়ের শাশুড়ী মারা যায়।  পরিবারের সবাই লাশ দাফনের ব্যস্ত থাকার সুবাদে দুপুর ১২ টায় আবু বক্করের ১৩ বয়সী মেয়েকে  মহিষাবাদুরিয়া এলাকার রায়হান শেখের ছেলে মো: পিয়াস ( ২৫) সহ মামলার অন্যান্য আসামীদের   সহযোগিতায় অপহরণ করে নিয়ে যায়।  এ ছাড়াও ইতিপূর্বে একই এলাকায় আরো ২ জনকে মেয়েকে পিয়াস অপহরণ করে নিয়ে ৩ দিন পর পরিবারের কাছে বুঝিয়ে দেয় বলে তথ্য পাওয়া যায়। পরে মেয়ের বাবা মো: আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে সরিষাবাড়ী উপজেলার  মহিষাবাদুরিয়া এলাকার রায়হান শেখের ছেলে মো: পিয়াস,  জামালপুর সদর উপজেলার আরংহাটি গ্রামের আ: জলিল এর স্ত্রী রীনা বেগম, রায়হান শেখের ছেলে বোরহান, মরহুম আবুল শেখের ছেলে রায়হান শেখ @রেহেন আলী, তার স্ত্রী পারুল বেগমসহ অজ্ঞাত ২/৩ জনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং-২০) এর ৭ / ৩০ ধারায় মামলা দায়ের করে। সরিষাবাড়ী থানার মামলা নং - ২৫, তারিখ: ১৬/৬/২০২৩ ইং।  

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, অপহরণের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে মহিলা মেম্বার রীনা বেগম কে গ্রেফতার করা হয়েছে ।  জামালপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।  তবে অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। ভিকটিমকে উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

Monday, 10 July 2023

ইসলামপুরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এবং নদী ভাঙ্গন ৩৭০ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ।

ইসলামপুরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এবং নদী ভাঙ্গন ৩৭০ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ।

হাসর আলী 

ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি:জামালপুরের ইসলামপুরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এবং নদীর ভাঙ্গন অসহায় পরিবারের মাঝে হাবিবুর রহমান খান(এইচ আর খান ফাউন্ডেশন)এর উদ্যোগে ঢেউটিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ জুলাই) দুপুরে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার ৩৭০ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণের শুভ উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।

হামদার্দ ফাউন্ডেশন ও ওয়াকফ এস্টেট এর সার্বিক সহযোগিতায় ঢেউটিন  বিতরণে অনুষ্ঠানে (এইচ আর খান ফাউন্ডেশন)এর সহ-সভাপতি আকরাম হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি আশরাফ আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.আব্দুস সালাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান শাহজাহান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধুরী চার্লেস, অধ্যক্ষ(ভার:)ফরিদ উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান চৌধুরী শাহিন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক সরকার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা পারভীন লিপি, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শিবলী, উপজেলা কৃষকলীগের সভাপতি শাহ মোঃ নুরুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সভাপতি নূরে আজাদ ইমরান,ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মাজেদুর রহমানসহ, আরো অনেকে।

Saturday, 8 July 2023

পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে দেওয়ানগঞ্জের সানন্দবাড়িতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে দেওয়ানগঞ্জের  সানন্দবাড়িতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ 

সুইডেনের রাজধানী স্টকহোমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় উগ্রবাদীদের দ্বারা পবিত্র কুরআন পোড়ানোর ধৃষ্টতা দেখানোর প্রতিবাদে ওলামা পরিষদ  সানন্দবাড়ী এর উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেল ৫ টায় দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ি এলাকায় বিক্ষোভ মিছিল,  সংক্ষিপ্ত প্রতিবাদ ও শান্তিপূর্ণ  সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে তৌহিদী জনতা ও  নেতাকর্মীদের নারায়ে তাকবির, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম, এক হও এক হও। আল কুরআনের অপমান, সইবে না রে মুসলমান। সালওয়ান মোমিকারওই হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও। আল কুরআনের আলো, বিশ্বব্যাপী জ্বালো। আল হাদীসের আলো, বিশ্বব্যাপী জ্বালো ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সংক্ষিপ্ত সমাবেশে সানন্দবাড়ী ওলামা পরিষদের  সভাপতি মাওলানা  আব্দুল মজিদ  তার বক্তব্যে বলেন, গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় উগ্র ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের বিতর্কিত নেতা সালওয়ান মোমিকা  পবিত্র কুরআনে অগ্নিসংযোগ ও পদদলিত  করেছেন। যা শুধু কুরআন নয়; বরং বিশ্বের সকল মুসলমানসহ শান্তিকামী প্রতিটি মানুষের কলিজাকে দগ্ধ করেছে।

নেতাকর্মীরা বলেন, পৃথিবীর কোনো সভ্য জাতি বা দেশ কারো ধর্মের ওপর এভাবে আঘাত হানতে পারে না। এর আগেও ২০২০ সালে সুইডেনে একই কাজ করেছিল উগ্রপন্থীরা। এ নীতিহীন ন্যক্কারজনক নেক্কার অপকর্মের ফলে বিশ্বের বিভিন্ন স্থানে সহিংসতার সৃষ্টি হয়েছিল, যাতে বহু মানুষ নিহত হয়েছিল। ফলে শুধু মুসলমান নয়; বরং বিশ্বের শান্তিকামী দেশ ও মানুষ থেকে ধিক্কার ও ঘৃণা কুড়িয়েছিল সুইডেন। এগুলো কোনোভাবেই বাক-স্বাধীনতা নয়; বরং বাক-স্বাধীনতার নামে চরম ধৃষ্টতা। এক্ষেত্রে সুইডেন সরকারের নীরব ভূমিকা বিশ্ববাসীকে হতবাক করেছে।

নেতৃবৃন্দ বলেন, এগুলো কী শুধু অবমাননা, নাকি এর পেছনে মুসলমানদের বিরুদ্ধে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে তা বিবেচনায় নেয়ার জন্য আমরা মুসলিম নেতৃবৃন্দসহ বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাই। একই সাথে এমন নিকৃষ্ট কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে জাতিসঙ্ঘ, ওআইসি, আরবলীগসহ সকল মুসলিম দেশ, নেতৃবৃন্দ ও শান্তিকামী মানুষের প্রতি আহ্বান জানান।

মাওলানা মাহবুব শাহ জিহাদীর সঞ্চালনায়  বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে

বক্তব্য রাখেন, লেখক সাহিত্যিক ও গবেষক এবং  সানন্দবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব এম. এ বারী আকন্দ, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, বাংলাদেশ আওয়ামী লীগ চরআমখাওয়া ইউনিয়ন শাখা ও সানন্দবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক রেজাউল করিম  লাভলু, সানন্দবাড়ী ইমাম ও ওলামা পরিষদের সভাপতি আব্দুল মজিদ, লংকার চর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা শফিকুল ইসলাম, 

এ সময় বক্তারা আরও বলেন, সুইডেনে গত বুধবার(২৮ জুন )মত প্রকাশের স্বাধীনতার নামে সুইডিস সরকারের মদদে রাজধানীর স্টকহোম সেন্ট্রাল মসজিদের সামনে পুলিশি নিরাপত্তায় মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র আল কুরআনের পাতা ছিড়ে পুড়িয়ে এবং পায়ের নিচে  দেয়। ইসলামের সাথে পশ্চিমাদের আচরণে এটা দিবালোকের ন্যায় প্রমাণিত হয়েছে যে, ইউরোপ আজো মধ্যযুগীয় সংকীর্ণ চিন্তা থেকে বের হতে পারেনি।

সাম্প্রতিক সুইডেনে যেভাবে রাষ্ট্রীয় মদদে মত প্রকাশের নাম দিয়ে পবিত্র কুরআনে অগ্নিসংযোগ ও পদদলিত  করে বিশ্বের কোটি কোটি মানুষের বিশ্বাস ও শ্রদ্ধার প্রতি আঘাত করা হয়েছে তা অকল্পনীয়। কোন সভ্য সমাজে এই ধরণের আচরণ চিন্তাও করা যায় না। সুইডেনে যা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানাচ্ছি যে, সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে জোড়ালো প্রতিবাদ জানাতে হবে।

কোরআন পুড়ানো ব্যক্তির নাম সালওয়ান মোমিকা। 

মানববন্ধনে বক্তারা বলেন মহাগ্রন্থ পবিত্র আল কোরআন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ভবিষ্যতে যাতে করে পৃথিবীর কোথাও এই ধরনের নেক্কারজনক ঘটনা না ঘটে সেজন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বক্তারা।

Saturday, 1 July 2023

দেওয়ানগঞ্জে ঈদ পরবর্তী শুভেচ্ছায় কেন্দ্রীয় ছাত্রদল নেতা মিজান

দেওয়ানগঞ্জে ঈদ পরবর্তী শুভেচ্ছায় কেন্দ্রীয় ছাত্রদল নেতা মিজান

জাকিউল ইসলাম দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 

পবিত্র ঈদুল-আযহার শুভেচ্ছা জানাতে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ৮ টি ইউনিয়নে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে ছুটে চলেছে দেওয়ানগঞ্জের কৃতিসন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। 

০১জুলাই শনিবার বিকাল ৩:০০ ঘটিকায় ডাংধরা ইউনিয়নের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে দলীয় কার্যক্রম বেগবান করার লক্ষ্যে বক্তব্য রাখেন ছাত্রনেতা মিজান। তার সফর সঙ্গী ছিলেন জামালপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি তুষার চৌধুরী, জামালপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল,জামালপুর জেলা ছাত্রদলের সদস্য নজরুল ইসলাম,কলাবাগান থানা ছাত্রদলের সদস্য ও ১৭ নং ওয়ার্ড ১ম,২য় ইউনিটের সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক,  সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্য সিয়াম মিয়া,দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আরিফ মিয়া।

ডাংধরা ইউনিয়ন বিএনপি দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের মাঝে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি, ডাংধরা ইউনিয়ন বিএনপির কর্ণধার সারোয়ার-ই আলম,ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুস ছামাদ, সহ-সভাপতি মহসিন উদ্দিন মিলন,বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ইউসুফ আলী,ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মমতাজুল ফারুক বিপ্লব, ছাত্রনেতা আল মামুন,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহীন আলম প্রমূখ।

আলোচনা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান সকল কর্মসূচিতে এবং যেকোনো ধরনের সহযোগিতায় নেতাকর্মীদের পাশে থাকবেন বলে আস্বস্ত করে আলোচনার সমাপ্তি ঘটে।