Saturday, 31 December 2022

ঢাকা জেলায় এবারো ৬ষ্ঠ বারের মতো শ্রেষ্ঠ তরুণ করদাতা রোমান ভূঁইয়া

 

ঢাকা জেলায় এবারো ৬ষ্ঠ বারের মতো শ্রেষ্ঠ তরুণ করদাতা রোমান ভূঁইয়া

সুজন মিয়া স্টাফ রিপোর্টারঃ

এবারো ঢাকা জেলায় ৬ষ্ঠ বারের মতো শ্রেষ্ঠ তরুণ করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন সাভার উপজেলার আশুলিয়ার ব্যবসায়ী তানভীর আহম্মেদ রোমান ভূঁইয়া। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত ১০ টায় ঢাকা জেলায় ৬ষ্ঠ বারের মতো শ্রেষ্ঠ তরুণ করদাতা হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়টি সাংবাদিকদের  নিশ্চিত করে জানান তানভীর আহম্মেদ রোমান ভূঁইয়া।এর আগে বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১১ টায় ঢাকা অফিসার্স ক্লাবে তানভীর আহম্মেদ রোমান ভূঁইয়াকে শ্রেষ্ঠ করদাতা হিসেবে সম্মাননা ম্মারক প্রদান করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের পক্ষে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম

এমসয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি মাননীয় অর্থ মন্ত্র আ হ ম মোস্তফা কামাল ও বিশেষ অতিথি হিসেবে মাননীয় শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (এমপি) এবং অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতেমা ইয়াসমিন উপস্তিত ছিলেন।

তানভীর আহম্মেদ রোমান ভূইয়া আশুলিয়ার জামগড়া এলাকার মো. ছফিল উদ্দিন ভূঁইয়া ও তছিমন্নেছা দম্পতির তৃতীয় সন্তান। রোমান ভূঁইয়া বন্ধন ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাপ্লাইয়ার, নায়ফা ট্রেড বিডি ও গ্লোরী ডিস্ট্রিবিটিং কর্পোরেশনের স্বত্বাধিকারী।এবিষয়ে শ্রেষ্ঠ করদাতা তানভীর আহম্মেদ রোমান ভূঁইয়া বলেন, ব্যবসা বড় হতে থাকলেও কখনই কর ফাঁকি দেয়ার চিন্তা মাথায় ঢোকেনি। ব্যবসা শুরুর পরের বছর থেকে আমি আয়করদাতা হিসেবে রেজিস্ট্রেশন করি। ব্যবসা যত এগিয়েছে, কর দেয়া ততই বাড়িয়েছি। ২০১৬ সালে ঢাকা জেলায় প্রথম সেরা করদাতা হিসেবে সম্মননা পাই। এরপর ২০১৭, ২০১৮, ২০১৯,২০২০, ২০২১ এবং সর্বশেষ ২০২২ সালেও সেরা করদাতা নির্বাচিত হলাম। আমি মনে করি, রাষ্ট্রের সঙ্গে কখনই বেঈমানি করা উচিৎ নয়। কখনই সম্পদের হিসাব গোপন রাখা উচিৎ নয়।

আশুলিয়া ইউপি উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সুমন আহমদ ভুঁইয়া বিজয়ী

আশুলিয়া ইউপি উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী  সুমন আহমদ ভুঁইয়া বিজয়ী


সুজন মিয়া স্টাফ রিপোর্টারঃ

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের উপ-নির্বাচনে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ঘন কুয়াশা ও বিভিন্ন শিল্পকারখানা চালু থাকার কারণে ভোটারদের উপস্থিতি কম দেখা গেলেও দিনের শেষে ভোটারদের উপস্থিতি বেশি দেখা যায় প্রায় কেন্দ্রেই। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টায় থেকে ভোট গ্রহণ শুরু হয়। ইভিএম এর মাধ্যমে চলে ভোটগ্রহন। উপনির্বাচন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ ভুঁইয়া (আনারস) প্রতীক নিয়ে ১১,৬২০ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন মুসা (নৌকা) পেয়েছেন ৮,৫৬৮। আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৭ জন প্রার্থী উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদন্দিতা করেন। আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতিক) নিয়ে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুসা,স্বতন্ত্র থেকে (আনারস প্রতিক) নিয়ে প্রতিদন্দিতা করছেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ ভুঁইয়া,অন্যান্য প্রার্থীরা হলেন দেলোয়ার হোসেন সরকার(চশমা প্রতিক) বকুল ভুঁইয়া (ঘোড়া ),মোঃ আবুল হোসেন (মোটরসাইকেল ),মোঃ আকবর হোসেন মৃধা (অটোরিক্সা ), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনিত প্রার্থী মোঃ আব্দুর রহমান(হাত পাখা )। আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে সরজমিন ঘুরে দেখা যায়, ভোট গ্রহণ কার্যক্রম মনিটরিং করতে মাঠে রয়েছেন সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। কেন্দ্রসহ কেন্দ্রের আশপাশে সকাল থেকে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। বেশ কয়েকটি প্রিজনভ্যানও দেখা গেছে আশপাশে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোটের মাঠে কাউকে কোনো বাধা দেয়নি। বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়,নির্বাচনে আসা ভোটারা বিভিন্ন স্কুল মাঠে অবস্থান করেছিলেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়তে থাকে। পুলিশের পাশাপাশি র‌্যাব,আনসার সদস্য ও গোয়েন্দা পুলিশের সদস্যরাও নির্বাচন মাঠে নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিলেন। উল্লেখ্য,ইয়ারপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ আহম্মদ ভুঁইয়ার মৃত্যুতে শূন্য হওয়া আসনে উপ-নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৪২টি কেন্দ্রের ২৮৫টি ভোটকক্ষে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ চলে। ইয়ারপুর ইউনিয়ন উপ-নির্বাচনে মোট ভোটার ৮৬ হাজার ৩৬১ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৪৫ হাজার ৮৯০,মহিলা ৪০ হাজার ৪৭১ জন

কুটামনি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

 

কুটামনি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল  প্রকাশ

জামালপুর প্রতিনিধি:জুয়েল রানা

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের অন্তগর্ত কুটামনি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরন করা হয়েছে। 

গত কাল সকালে বিদ্যালয় মাঠে শতভাগ শিক্ষার্থীদের উপস্থিতিতে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। কুটামনি উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও কেন্দুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন কুটামনি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ¦ আব্দুল জব্বার, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আনিছুর রহমান, প্রধান শিক্ষক মো: খোরশীদ আলম, সহকারী প্রধান শিক্ষক মো: সাজ্জাদ হোসেন, সহকারী শিক্ষক মো: হুমায়ুন কবীর, মো: মামুনুর রশিদ প্রমুখ। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মো: আনিছুর রহমান, সিনিয়র শিক্ষিকা হাবিবা আক্তার, মাহবুবা আক্তার সিদ্দিকা, রওশন আরা বেগম, সহকারী শিক্ষক মো: মশিউর রহমান, মো: মাসুদুল হাসান, মো: নিজামুল হক, মো: সোহেল রানা, মোস্তাফিজুর রহমান, শরীর চর্চা শিক্ষক মো: নুরুল ইসলাম, সহ.গ্রন্থাগারিক মো: ই¯্রাফিল হোসেন, অফিস সহকারী মো: আনোয়ার হোসেন সহ আরো অনেকে। 

এসময় ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেনীতে উত্তীর্ন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট সহ অন্যান্য পুরস্কার তুলে দেন অ্যাডহক কমিটির সভাপতি সেলিম রেজা, প্রধান শিক্ষক খোরশীদ আলম সহ অন্যান্য অতিথি’রা। 

Friday, 30 December 2022

সানন্দবাড়ীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত

সানন্দবাড়ীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত

মোঃ শরিফ মিয়া 

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে  ৫ম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় সানন্দবাড়ি ডিগ্রী কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ উপজেলার উত্তরাঞ্চলের  চারটি ইউনিয়নের  ১০৩ টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৫৮৬ জন শিক্ষার্থী ডিআর ভুক্ত হলেও ৫৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষা  কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ আলমগীর আজাদ ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ মোখলেছুর রহমান।

কেন্দ্র সচিব অধ্যক্ষ সিরাজুল  ইসলাম বলেন, পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু,  সুন্দর ও নকল মুক্ত  পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 

উল্লেখ্য, টানা ১৩ বছর পর বৃত্তি পরীক্ষায় বসেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবার সারাদেশে এ পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় ছয় লাখ শিক্ষার্থী। বৃত্তি পাবে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। প্রাথমিক শিক্ষাসমাপনী পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা অনুযায়ী এবার ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। ট্যালেন্টপুলে বৃত্তির ক্ষেত্রে উপজেলা ভিত্তিক প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যার ভিত্তিতে মোট বৃত্তির ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রীদের মধ্যে জেন্ডারভিত্তিক মেধা অনুসারে প্রদান করা হবে। সাধারণ গ্রেডে ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক ৩ জন ছাত্রী হিসেবে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা করে পাবেন।

সানন্দবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

 

সানন্দবাড়ী  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মোঃ শরিফ মিয়া

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

 ২৬শে ডিসেম্বর সোমবার  সকাল ১০ থেকে  অনুষ্ঠান শুরু হয়ে বিকাল ৩টায় শেষ হয়।  

সানন্দবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব ছামিউল হক এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ চরআমখাওয়া   ইউনিয়ন শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রেজাউল করিম লাভলু। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানন্দবাড়ির ডিগ্রী কলেজের ইংরেজি বিষয়ের সহযোগী অধ্যাপক  মজিবুর রহমান,  চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ সদস্য জনাব মোঃ বাবুল আক্তার, সমাজ সেবক শহিদুর রহমান, সমাজ সেবক আলহাজ্ব মোগদম আলী, অথেনটিক সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ মোস্তাইন বিল্লাহ,  সানন্দবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক  রশিদুল আলম শিকদার, বিদ্যালয় পরিচালনা কমিটির  সভাপতি,  রেজাউল করিম লাভলু বলেন  শিক্ষাই জাতির মেরুদণ্ড, তা-ই  প্রতিটা ছাত্র/ছাত্রীকে সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি জামালপুর ১আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব আবুল কালাম আজাদ সাহবের জন্য দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন।

প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ও উক্ত শিক্ষা  প্রতিষ্ঠানের সকল শিক্ষক /শিক্ষিকা এবং ছাএ/ছাত্রীদের অভিভাবক গন ফলাফল ঘোষণা ও অতিথিদের বক্তব্য প্রদানের পরে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি শ্রেণী থেকে উত্তীর্ণ  শিক্ষার্থীর হাতে ভালো ফলাফলের জন্য সভাপতি  এবং অতিথিদের হাত দিয়ে  পুরস্কার তুলে দেয়া হয়। প্রতিষ্ঠানের সভাপতি বলেন, ভালো ফলাফলে তাদের প্রতিষ্ঠানের এ ধারা অব্যাহত থাকবে।

Monday, 26 December 2022

কিডনী রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়াই করছেন জাকির হোসেন।

কিডনী রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়াই করছেন জাকির হোসেন।


নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুরের সরিষাবাড়ী থানাধীন পোগলদিঘা ইউনিয়নের মোঃ জোরন আলীর ছেলে জাকির হোসেন দির্ঘদিন যাবত কিডনী রোগে আক্রান্ত হয়ে দিনের পর দিন মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছেন। জাকির হোসেন এর কাছ থেকে জানা যায় ২০১৯ সাল থেকে তিনি এই কিডনী রোগ সমস্যার সম্যুক্ষীন হন। ২০২২ এর অক্টোবর মাস থেকেই শুরু হয় তার ব্যয়বহুল ডায়ালাইসিস চিকিৎসা। প্রতি সপ্তাহে তার দুইটি ডায়ালাইসিস করতে হয় যার খরচ প্রায় দশ (১০) হাজার টাকা। ব্যয়বহুল এই চিকিৎসার জন্য বর্তমানে জাকির হোসেন তার পরিবার মানবেতর জীবন যাপন করছেন।

বিষয়ে স্থানীয় এলাকাবাসীদের কাছ থেকে জানা যায়তার দুইটি কিডনীই অকেজো হয়ে পড়েছে। ডাক্তার বলেছেন যত দ্রæ সম্ভব একটি কিডনীর ব্যবস্থা হলেও তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব কিন্তু এত টাকা দিয়ে কিডনী স্থানান্তর করার স্বাধ্য নেই জাকির হোসেন কিংবা তার পরিবারের

এমাবস্থায় তার চিকিৎসা বহাল রাখার জন্য সরকার দেশবাসীর কাছে বিশেষ আর্থিক সহায়তা চেয়েছেন জাকির হোসেন তার পরিবার।

Sunday, 25 December 2022

জামালপুরের প্রাচীন ঐতিহ্যবাহী রানীগঞ্জ বাজারে যাতায়াতের প্রধান রাস্তাটির বেহাল দশা

 

জামালপুরের প্রাচীন ঐতিহ্যবাহী রানীগঞ্জ বাজারে যাতায়াতের প্রধান রাস্তাটির বেহাল দশা


এম কাওসার সৌরভঃ

শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই দুর্গন্ধযুক্ত নোংরা পানি জমে থাকে এই স্থানটিতে।

যেন দেখার কেউ নেই, নির্মূলেও নেই কোন উদ্যোগ।

শহরের যেম নিরশনে এই রাস্তাটির গুরুত্ব অপরিসীম, তাই রাস্তার এই স্থানটিতে নোংরা পানি জমে থাকাতে, 

মানুষের ভোগান্তিও কষ্ট চরম আকার ধারণ করেছে।

জামালপুর পৌর মেয়রের সুদৃষ্টি আকর্ষণ করছি.

Saturday, 24 December 2022

ইসলামপুরে জাতীয় পার্টির চিনাডুলী ইউনিয়ন ১নং ওয়ার্ডের দ্বি বার্ষিকী সম্মেলন

 

ইসলামপুরে জাতীয় পার্টির চিনাডুলী ইউনিয়ন ১নং ওয়ার্ডেদ্বিদ দ্বি বার্ষিকী সম্মেলন


হাসর আলী 

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর জাতীয় পার্টি চিনাডুলী ইউনিয়নের ১নং ওয়ার্ডে এর  দ্বি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় গুঠাইল বাজার আলহেরা আইডিয়াল একাডেমিত প্রঙ্গনে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা আল মাহমুদ।

জাতীয় পার্টি ১ নং ওয়ার্ডে  সভাপতি ফেলু শেখ ঘুতুর সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক কাজী খোকন, জেলা সাবেক যুব সংহতি এড,আনিছুর হক মানিক, সেচ্ছা সেবক পার্টি আহবায়ক মালেক, জাতীয় পাটি জেলা পৌর আহবায়ক সাহাজাদা চৌধুরী, উপজেলা জাতীয় পার্টি সচিব জিল্লুর রহমান বিপু, যুগ্ম আহ্বায়ক ফেরদৌসুর সরকার,সাইফুল ইসলাম আরজু মিয়া, জেলা জাতীয় পার্টি সদস্য হারুন অর রশিদ উপজেলা জাতীয় পার্টি সদস্য আল- আমিন মাষ্টার,রোকনুজ্জামান সবুজ, আব্দুল খালেক, রাজা, জাতীয় সেচ্ছা সেবক পার্টি  সভাপতি জুয়েল সরকার, উপজেলা যুব সংহতি আহবায়ক শাহিন,যুগ্ম আহবায়ক জহুরুল মন্ডল, উপজেলা মহিলা জাতীয় পার্টি সহ-সভাপতি আনিছা বেগম,চিনাডুলী ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আলহাজ্ব আব্দুস ছাওার সাধারণ সম্পাদক আতিকুর রহমান লাঞ্জু,সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ হিরু প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে সভাপতি ফেলু শেখ ওরুফে ঘুতু এবং হানি শেখ কে সাধরণ সম্পাদক করে মোট ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের নির্দ্দেশ দেন।

জামালপুরে পল্লী বিদ্যুতের সদস্য সভা অনুষ্ঠিত

 

জামালপুরে পল্লী বিদ্যুতের সদস্য সভা অনুষ্ঠিত


জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরে পল্লী বিদ্যুৎ সমিতির ৩২তম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল ১১টায় শহরের বেলটিয়ায় পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

জামালপুর পল্লীবিদ্যুৎ  সমিতির সভাপতি মো. মেসবাহউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিবেদন উপস্থাপন করেন জেনারেল ম্যানেজার খন্দকার শামীম আলম। বাণী পাঠ করেন সহ-সভাপতি মোহাম্মদ মজিদুল আলম। এতে আয়-ব্যয় বিবরণী পাঠ করেন কোষাধ্যক্ষ মো. মাহফুজুল আলম বাবলু।

এ সময় উপস্থিত ছিলেন এজিএম এমএস আরিফ আহমেদ, সচিব মো. ফারুকুর রহমান, এলাকা পরিচালক খাদেমুল ইসলাম, রেজিয়া আক্তার, চাঁন মিয়া, নজরুল ইসলাম, হামিদুর রহমান, আনভীর আফজারী তালুকদার, শবনম মুস্তারী, রেবেকা সুলতানাসহ পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন জোনের কর্মকর্তারা। অনুষ্ঠানে সহযোগিতা করেন সকল এজিএমসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সভা শেষে গ্রাহক সদস্যদের লটারি অনুষ্ঠিত হয়।

Friday, 23 December 2022

অবৈধ গ্যাস সংযোগে খাবার হোটেল পরিচালনা, গ্রেপ্তার ১

 

অবৈধ গ্যাস সংযোগে খাবার হোটেল পরিচালনা, গ্রেপ্তার ১


সুজন মিয়া স্টাফ রিপোর্টার:

সাভারের আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে খাবার হোটেল পরিচালনা করার অভিযোগে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রাতে আশুলিয়ার রাজু মার্কেট এলাকার ক্যাফে রাজু হোটেল এন্ড রেষ্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।এরপর নিয়মিত রাষ্ট্রীয় সম্পদ অবৈধ গ্যাস সংযোগ চুরি করে নেওয়ার অভিযোগে তিন জনের নামে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন তিতাস গ্যাস কতৃপক্ষ। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম।এলাকাবাসী জানায়,আশুলিয়ার রাজু মার্কেট এলাকায় ক্যাফে রাজু হোটেল এন্ড রেষ্টুরেন্ট কতৃপক্ষ প্রশাসনের চোখ ফাকি দিয়ে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে হোটেলে খাবার তৈরি করে আসছিলেন। পরে রাতে সেখানে অভিযান পরিচালনা করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড।এসময় অভিযানের নেতৃত্ব দেন আশুলিয়া রাজস্ব।সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার হোসেন। এসময় সেখানে অবৈধ গ্যাস সংযোগ পাওয়ায় হোটেলটির ম্যানেজারসহ রাতে আশুলিয়া থানায় তিন জনের নামে মামলা দায়ের করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড। পরে রাতেই হোটেল থেকে ম্যানেজার জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও হোটেল থেকে অবৈধ গ্যাসের চুলাও জব্দ করা হয়। অপরদিকে অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার অভিযোগে গৌরিপুর এলাকায় একটি ওয়াশিং কারখানাকে নগদ আশি হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও গৌরিপুর এলাকায় প্রায় সাত শতাধিক বাসা বাড়ির প্রায় দুই কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করণ করা হয়। এসময় অবৈধ গ্যাস সংযোগ কাজে তিতাসের প্রায় পঞ্চাশ থেকে ৬০ সদস্যের একদল শ্রমিক মাটি খোড়াখুড়ির কাজে অংশ গ্রহণ করেন। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। এসময় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের উপ-মহা ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব,ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম,ব্যবস্থাপক প্রকৌশলী মহি উদ্দিন আহমেদ,উপ ব্যবস্থাপক আমিনুর তালুকদার,উপ ব্যবস্থাপক মাহমুদ,আনিসুজ্জমান ও সহকারী প্রকৌশলী আসাওয়াদসহ আরো অনেকে।

আশুলিয়ার নলামে জঙ্গল থেকে তরুনী মরদেহ উদ্ধার।

 

আশুলিয়ার নলামে জঙ্গল থেকে তরুনী মরদেহ উদ্ধার।


সুজন মিয়া স্টাফ রিপোর্টার

 সাভারের আশুলিয়ায় পরিত্যক্ত একটি বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার হওয়া নারীর লাশ পাওয়া গেছে। তার নাম পারভীন আক্তার (৩০)।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন পিবিআইয়ের ঢাকা জেলার উপ-পরিদর্শক সালেহ ইমরান।

এর আগে মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে আশুলিয়ার নলাম ফুলেরটেক এলাকায় জনৈক আশিকের মালিকানাধীন পরিত্যক্ত বাড়ির পাশের জঙ্গল থেকে পারভীনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পারভীন আক্তার (৩০) লক্ষীপুর জেলার সদর থানার ঘনে শ্যামপুর এলাকার জয়নাল আবেদীনের মেয়ে।      

স্থানীয়রা জানান, ওই জঙ্গল থেকে গন্ধ বের হতে থাকলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয় ইউপি সদস্যসহ কয়েকজন দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে জঙ্গলের মাঝে এক তরুণী লাশ পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পিবিআই।

পিবিআইয়ের ঢাকা জেলার উপ-পরিদর্শক সালেহ ইমরান বলেন, নিহতের গলায়, পেটে ও পায়ের সহ বিভিন্নস্থানে আঘাতের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। তার হত্যাকারীদের সনাক্ত করা হয়ে। আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে। আমরা আশাবাদী খুব শিগ্রই তাদেরকে গেপ্তার করতে সম্ভব হবো।

Thursday, 22 December 2022

কর্মীবান্ধব অত্যন্ত জনপ্রিয় নেতার নাম আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি ।

কর্মীবান্ধব অত্যন্ত জনপ্রিয় নেতার নাম আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক  মির্জা  আজম এমপি ।


সুজন মিয়া স্টাফ রিপোর্টার

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি একজন মাঠের নেতা, কর্মীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। সার্বক্ষণিকভাবে কর্মীদের সঙ্গে সংযুক্ত থাকেন। 
কর্মীদের সঙ্গে নিবিড় ভাবে যোগাযোগ করেন। কর্মীদের মধ্যে তার জনপ্রিয়তাও প্রবল। কর্মীদের সুখ, দুঃখে তিনি সবসময়ই খোঁজ-খবর নেন। কর্মীবান্ধব এবং মাঠ পর্যায়ে জনপ্রিয় নেতা হিসেবে তুমুল জনপ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। 
মির্জা আজম এমপি এই মুহূর্তে শেখ হাসিনার পর আওয়ামী লীগের জনপ্রিয় নেতাদের মধ্যে অন্যতম। বিশেষ করে তরুণ এবং প্রান্তিক পর্যায়ের কর্মীদের কাছে মির্জা আজম অত্যন্ত জনপ্রিয়। কারণ মির্জা আজম সবার কথা শুনেন, তাদের খোঁজ খবর রাখেন, তাদের সমস্যাগুলো শুনেন, সমাধানের চেষ্টা করেন। 
আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, সামনে আওয়ামী লীগের জন্য কঠিন সময়। নির্বাচন, আন্দোলন এবং বিরোধী দলের নানা রকম ষড়যন্ত্র মোকাবেলার জন্য এমন একজন সাধারণ সম্পাদক দরকার যিনি সার্বক্ষণিকভাবে দলকে ঐক্যবদ্ধ রাখবেন এবং সদা তৎপর হিসেবে কাজ করবেন। 
তাই সাধারণ সম্পাদক হিসেবে মির্জা আজম এমপি'র নাম আলোচনায় আছে। কিন্তু সবকিছুর পর আওয়ামী লীগের কাউন্সিল মানেই চমক। আর সেই চমকের অপেক্ষায় তৃণমূল আওয়ামী লীগের নেতৃবৃন্দ,,,,,,

ইসলামপুরে নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মানের দাবীতে মানববন্ধন

ইসলামপুরে নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মানের দাবীতে মানববন্ধন


হাসর আলী 

ইসলামপুর(জামালপুর)প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুর গাইবান্ধা ইউনিয়নের ডাকপাড়া গ্রামের নদী ভাঙ্গন থেকে রক্ষায় বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২২ডিসেম্বর ) দুপুরে দশানী নদীর পাড়ে এলাকাবাসী বসতবাড়ী, রাস্তা ঘাট,   মসজিদ,মাদরাসা,কবর স্থান,শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমিসহ বিস্তৃর্ণ এলাকা ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে এলাকাবাসীর বক্তব্য রাখেন,আব্দুল্লাহ আল ফারুক( সুজন) গোলাপ সরকার,আশরাফুল ইসলাম,হাজী আঃ হাই,নুরনবী মিয়া,মওলানা মোকাররম হোসাইন প্রমূখ। 

বক্তারা বলেন- গত তিন বছর থেকে শতাধিক বাড়ীঘর ঈদগাহ মাঠ,মসজিদ,মাদরাসা,গোরস্থানসহ ফসলি জমি নদীর গর্ভে বিলীন হয়ে যায়।

নদীর ভাঙনের কারণে অনেকেই বসতভিটা ফসলি জমি হারিয়ে গ্রাম ছেড়ে ঢাকায় বস্তিতে আশ্রয় নিয়ে দিনাতিপাত করছে।

 এভাবে চলতে থাকলে ডাকপাড়া,মরাবন,নতুন শাহ পাড়া,মালপাড়া,আর্দশ গ্রাম,চন্দনপুর,টুংরাপাড়া,নতুনশাহ পাড়া কয়েক টি গ্রামের অর্চরে নদীতে বিলীন হয়ে যাবে। এতে শত হাজার হাজার মানুষ নিঃস্ব হয়ে যাবে। আমরা এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট সকলের নিকট ভাঙনরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

ভাঙন রোধে এলাকাবাসী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপির সুদৃষ্টি কামনা করেন।

ইয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার ভোট চাচ্ছেন ও করছেন গণসংযোগ।

 


সুজন মিয়া স্টাফ রিপোর্টার:

 ঢাকার আশুলিয়ার ৪নং ইয়ারপুর ইউনিয়ন উপ-নির্বাচনে ১নং ওয়ার্ডের জামগড়া এলাকায় নৌকা মার্কার পক্ষে নির্বাচনী গণসংযোগে হাজার হাজার নেতাকর্মী ও জনতার ঢল মানুষের চোখে পড়ার মতো।

বুধবার (২১ ডিসেম্বর ২০২২) বিকেলে ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন উপ-নির্বাচনে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা মোশারফ হোসেন মুসা’র নৌকা মার্কার ভোট চাচ্ছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন ব্যবসায়ীরা। ১নং ওয়ার্ডের জামগড়া আব্বাস শপিং কমপ্লেক্স এর সামনে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য দেন আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক হাসান তুহিন, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন খাঁন, তিন বার ঢাকা জেলা শ্রেষ্ট করদাতা বিশিষ্ট ব্যবসায়ী হাজী তানভীর আহমেদ রোমান ভুঁইয়া, ১নং ওয়ার্ড মেম্বার হাজী হালিম মৃধা, ৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ জলিল উদ্দিন (রাজন ভুঁইয়া) ও সাভার উপজেলা আওয়ামীলীগ, আশুলিয়া থানা আওয়ামী লীগ ও ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগ, থানা যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ শত শত মানুষ ব্যবসায়ী ও এলাকাবাসী এসময় উপস্থিত ছিলেন।

ঢাকার আশুলিয়ার ৪নং ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা মোশারফ হোসেন মুসা’র নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী জামগড়া থেকে প্রচারণা শেষে আরও একাধিক এলাকায় প্রচারণায় অংশগ্রহণ করেন। আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার-আওয়ামীলীগ নেতা হাজী হালিম মৃধাসহ দলীয় নেতা কর্মীগণ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নৌকা মার্কার প্রচারণায় উপস্থিত থেকে ভোটারদের কাছে ভোট চাইছেন এবং দোয়া চেয়ে যাচ্ছেন। তারা ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের প্রতিটি এলাকার মানুষের কাছে গিয়ে নৌকা মার্কার পক্ষে প্রচারণা চালিয়ে ভোট প্রার্থনা করছেন।

আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন উপ-নির্বাচনে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মোল্লা মোশারফ হোসেন মুসা বলেন, আমি নৌকা মার্কায় ভোট চাই, সেই সাথে সবার কাছে দোয়া কামনা করছি। তিনি বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার রাস্তা-ঘাট ড্রেনেজ ব্যবস্থার জন্য দ্রুত  কাজ করবো। তিনি আরও বলেন, ই্য়ারপুর ইউনিয়নের কিছু এলাকায় বৃষ্টি না হলেও রাস্তায় সবসময় পানি জমে থাকে, বৃষ্টি হলেতো প্রায় সময়কাল ধরে রাস্তায় হাটু পানি দেখা যায়। এলাকার নয়নজুলি খালটিও প্রভাবশালীদের দখলে রয়েছে বলে তিনি বলেন, আমি চেয়ারম্যান হলে নয়নজুলি খালটি উদ্ধার করাসহ এসব সমস্যা সমাধান করবো। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর মার্কা নৌকা মার্কা, আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মার্কা-নৌকা মার্কা, আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিন, আমি ইয়ারপুরবাসীর সেবা করতে চাই, আমাকে একটিবার সুযোগ দিন, আমি নৌকা মার্কায় ভোট চাই, আপনারা সবাই ভোট দিলে ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে বিজয়ী হবো বলে আশাবাদী।

আশুলিয়া ১২২ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৩ করেছে র‌্যাব-৪।

 

আশুলিয়া ১২২ বোতল ফেন্সিডিলসহ  গ্রেফতার ৩ করেছে র‌্যাব-৪।

সুজন মিয়া স্টাফ রিপোর্টার,:

র‌্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় ২২ ডিসেম্বর ২০২২ ইং তারিখ সকাল ০৭.০০ ঘটিকার সময় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নবীনগর এলাকায় অভিযান পরিচালনা করে ১২২ বোতল ফেন্সিডিলসহ নিন্মোক্ত ০৩ মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ

মোঃ জাহাঙ্গীর আলম (৪৫), জেলা-চাঁপাইনবাবগঞ্জ।   মোঃ ইব্রাহিম (৫০), জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

মোঃ শফিকুল ইসলাম (২৬), জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

 উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Wednesday, 21 December 2022

করিতান গ্রামে কৃষকের জমি থেকে জোরপূর্বক কাটা হচ্ছে মাটি

করিতান গ্রামে কৃষকের জমি থেকে জোরপূর্বক কাটা হচ্ছে মাটি


 স্টাফ রিপোর্টারঃ

জামালপুরের ইসলামপুর থানাধীন নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের করিতান গ্রামের বেরিবাধঁ সংলগ্ন একাধিক কৃষকের আবাদী জমি থেকে দির্ঘদিন যাবত অবৈধভাবে মাটি কেটে আসছে একটি প্রভাবশালী মহল। জানা যায় জয়নাল এর নেতৃত্ত্বে বাবুল মিয়া, সওদাগর, খোরশেদ আলমসহ বেশকিছু প্রভাবশালী ব্যক্তি এর সাথে জড়িত আছে। আরো জানা যায় এখান থেকে মাহিন্দ্রা গাড়ি দিয়ে প্রতিদিন প্রায়  ১০০ থেকে ১৫০ গাড়ি মাটি নিয়ে বিক্রি করা হয় বিভিন্ন জায়গায়। এলাকার স্থানীয়দের কাছ থেকে জানা যায় কৃষকদের নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে এখান থেকে প্রতিনিয়তই মাটি কেটে বিক্রি করা হচ্ছে অন্যথায় । এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে কেউ এখানে টিকে থাকতে পারবেনা বলেও জানান এলাকাবাসী। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে মুঠো ফোনের মাধ্যমে যোগাযোগের পর ভূমি অফিসারকে সেই গঠনাস্থলে পাঠানোর আশ্বাস দেন তিনি।


Tuesday, 20 December 2022

আমির্তী গ্রামের ঝাড়কাটা নদীর শাখা থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন

আমির্তী গ্রামের ঝাড়কাটা নদীর শাখা থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন


রাসেল মাহমুদঃ

জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ঝাড়কাটা নদী আমির্তী গ্রামের অংশ থেকে দিনে দুপুরে চলছে অবৈধ বালু উত্তোলনের মহাউৎসব। এ যেন দেখার কেউ নেই ৷

উক্ত এলাকার  স্থানীয়রা জানান ঘোষেরপাড়া ইউনিয়নের বিল্লাল মিয়ার ছেলে কমল এর নেতৃত্ত্বে  সংবদ্ধ বালুখেকো দলটি দির্ঘদিন যাবত এ বালু উত্তোলন করে যাচ্ছে। অব্যাহত এই বালু উত্তোলনের ফলে ইতিমধ্যেই ফসলী জমিতে ভাঙন ধরেছে । ভাঙনের ফলে সাধারন কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে।

সংবদ্ধ চক্রটি প্রভাবশালী হওয়ায় এদের বিরুদ্ধে কেউ মুখ খুলেনি । তাই সংশ্লিষ্ট প্রশাসনকে সংবাদ প্রকাশের মাধমে অবহিত করে চক্রটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন সাধারন কৃষকরা।


কুটামনি উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা

কুটামনি উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা


জুয়েল রানা:

জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের অন্তগর্ত কুটামনি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি (অ্যাডহক কমিটি) সভাপতি নির্বাচিত হলেন কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের নর্ব নির্বাচিত সভাপতি মো: সেলিম রেজা । সেলিম রেজার ঘনিষ্ট জনের কাছে থেকে জানা যায়, তিনি ছাত্র রাজনীতি থেকেই বিভিন্ন সামাজিক  ও সাংস্কৃতিক অঙ্গনে তার অবাধ  প্রদচারণা ছিল। সেলিম রেজা জানান, অবহেলিত কুটামনি উচ্চ বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মান্নোয়নে তিনি নিরলস ভাবে কাজ করার কথা ব্যক্ত করেন। তিনি বিদ্যালয়ের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন । সেলিম রেজা গোপালপুর গ্রামের মৃত হানিফ উদ্দিন মেম্বারের তিন ছেলের মধ্যে বড়। 

ছাত্র রাজনীতে দক্ষতার সাথে ১৯৮৪ সালে কেন্দুয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালনের মধ্য দিয়ে রাজনীতি শুরু করেন। পরবর্তীতে ১৯৮৯সালে কেন্দুয়া থানা সাংগঠনিক শাখার ছাত্রলীগের  সহ-সভাপতি, ১৯৯৩সালে ছাত্রলীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন সুনামের সাথে। ১৯৯৮সালে কেন্দুয়া ইউনিয়ন যুবলীগের সদস্য , ২০১৩ সালে কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ২০২২সালে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে তৃণমূলের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। 

এছাড়াও তিনি কেন্দুয়া কালিবাড়ী রায়হান স্মৃতি কিন্ডার গার্টেন স্কুলের  পরিচালকের দায়িত্বে ছিলেন। ব্যক্তিগত জীবনে তিন মেয়ে  এক ছেলের জনক সেলিম রেজা। কুটামনি উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক খোরশীদ আলম। 


Sunday, 18 December 2022

ইসলামপুরে জোর পূর্বকভাবে বসতবাড়ী দখল

 

ইসলামপুরে জোর পূর্বকভাবে বসতবাড়ী দখল

জামালপুর প্রতিনিধিঃ হাসর আলী 

জামালপুরের ইসলামপুর পৌর শহরে টংগের আলগা গ্রামে জোর পূর্বকভাবে বসতভিটা জবর দখলের অভিযোগ পাওয়া গেছে।

জানাযায়, পৌর শহরের টংগের আলগা দক্ষিণ পাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলী ও গেন্দা সেখ দের বসতবাড়ী ভাংচুর করে জোর পূর্বক ভাবে দখল করেছে ভূমি দস্যু আশারুল, সমোজ উদ্দিন, আমিরুল ও ছামিউল গংদের একদল সন্ত্রাসী বাহিনী। ইতিমধ্যে ওই বসতভিটায় থাকা বাঁশের ঝাড় কেটে ফেলে ও বসতঘর ভেঙ্গে দেয়া হয়েছে।  

মামলা সূত্রে জানাযায়,আরওআর খতিয়ান নং ১৩১,দাগ নং ৩৩৮ জমির পরিমাণ ১.৭৪ শতাংশ এর মধ্যে বিআরএস খতিয়ান নং-১৫৪,দাগ নং-৩৬৩ জমি ২৫ শতাংশ রেকর্ড মূলে জমির মালিক গেন্দা শেখ ও মোহাম্মদ আলী। 

গেন্দা শেখ ও মোহাম্মদ আলীর মৃত্যুর পর তার ওয়ারিশগণ দীর্ঘদিন যাবত নিয়মিতভাবে জমি খারিজ করে খাজনা পরিশোধ করছেন ।    

আব্দুল আলী ওরুফে আশারু গংরা বাদী হয়ে আরওআর ও বিআরএস মুলে তারাই ওই জমির প্রকৃত মালিক ভেবে বিজ্ঞ সহকারী জজ আদালত, ইসলামপুর, জামালপুর বরাবর আরওআর ও বিআরএস রেকর্ড সংশোধনের জন্য মোঃ নং ১৫৪/২০১২ সন অন্য প্রকার মামলা দায়ের করেন।কিন্তু পরবর্তীতে বিজ্ঞ আদালত গেন্দা শেখ ও মোহাম্মদ আলীদের জমির কাগজপত্র সঠিক থাকায় তাদের পক্ষে রায় প্রদান করেন। 

বিজ্ঞ আদালতের রায় শুনে আব্দুল আলী ওরুফে আশারু গংরা পুনরায় হাইকোর্টে আপিল করে। আপিল করা পর ক্ষিপ্ত হয়ে আব্দুল আলী ওরুফে আশারু গংরা তাদের ভাড়াটিয়া লোকজন নিয়ে ১৫ ডিসেম্বর সকালে অতির্কিতভাবে হামলা চালিয়ে জোর পূর্বকভাবে বসতঘর,নলকুপ ভাংচুর করেন ও বাঁশঝাড় কেটে ফেলে জমি দখল করেন। 

গেন্দা শেখ ও মোহাম্মদ আলীর ওয়ারিশদের বিভিন্ন হুমকি ধামকি দেওয়ায় তাদের জীবনের নিরাপত্তার জন্য গত ১৩ ডিসেম্বর ইসলামপুর থানায় হেলাল উদ্দিন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। 

ইসলামপুর থানার এসআই আবু রায়হান জানান,আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি তখন কোন ঘরবাড়ি ভাংচুরের আলামত দেখা যায়নি। পরের দিন জানতে পারলাম ভাংচুর করে টিন দিয়ে ঘেরাও করেছে। এই ব্যাপারে এলাকার ওয়ার্ড সভাপতির নিকট মিমাংশা করার দায়িত্ব দিয়েছি।   

ভোক্তভোগী হেলাল উদ্দিন জানান,আমরা গরীব মানুষ। বাবার মৃত্যুর পর ওয়ারিশ হিসেবে উক্ত জমিতে দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছি। এলাকার কিছু কুচক্রিমহলের যোগসাজসে আমাদের বসতভিটা জোর পূর্বকভাবে দখল করেছে।

কেনু শেক,মুনু ও মনজুরুল শেখ জানান,আমরা ন্যয় বিচারের জন্য এলাকার মাতাব্বরগণদের দুয়ারে দুয়ারে  ঘুরেও কোন সঠিক বিচার পাচ্ছি না। তাই আমরা সঠিক বিচারের জন্য প্রশাসনের সদয় হস্তক্ষেপ কামনা করছি।   

এ ব্যাপারে আব্দুল আলী ওরুফে আশারু জানান, সোনা উল্লা শেখদের জমিজমা না থাকায় আমার বাবা তাদের থাকার জন্য জায়গা দিলে এখন তারা সেই জমি তাদের বলে দাবি করেন।

বীর মুক্তিযোদ্ধা লস্কর আলী আর নেই

বীর মুক্তিযোদ্ধা লস্কর আলী আর নেই



জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরের ইসলামপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ও ৯নং গোয়ালেরচর ইউনিয়নের চেয়ারম্যান লস্কর আলী আর বেঁচে নেই। ইসলামপুর পৌর শহরের দক্ষিণ দরিয়াবাদ গ্রামে নিজ বসতবাড়িতে রোববার রাত ৩.৩০ টার দিকে বার্ধক্য জনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন( মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ১মেয়ে, ৪ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

Friday, 16 December 2022

জাল শিক্ষকের তালিকায় দিগপাইতের ওয়াসিম মাস্টারের নাম ওয়াসিম উদ্দিন

 

জাল শিক্ষকের তালিকায়দি গপাইতের ওয়াসিম মাস্টারের নাম ওয়াসিম উদ্দিন

জাল শিক্ষকের তালিকায়দি গপাইতের ওয়াসিম মাস্টারের নাম ওয়াসিম উদ্দিন

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর সদর উপজেলার দিগপাইত ডি.কে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) মোহাম্মদ ওয়াসিম উদ্দিন মাস্টারের নাম জাল শিক্ষকের তালিকা- ১২ তে প্রকাশিত হয়েছে। জানা যায়, গত ৬ ডিসেম্বর জাতীয় দৈনিক আমাদের বার্তা পত্রিকায় এ তালিকা প্রকাশিত হয়। পরের দিন দৈনিক শিক্ষা ডট কম জাল শিক্ষকের তালিকা- ১২ প্রকাশ করে। এ তালিকায় জামালপুর সদর উপজেলার দিগপাইত ডি.কে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) মোহাম্মদ ওয়াসিম উদ্দিন মাস্টারের নাম ২৮ নং ক্রমিকে রয়েছে। সূত্রে প্রকাশ, জামালপুর /২৯এস/ঢাকা/২২৭৩/৪ তারিখ ০৫/০৪/২০১৮। সনদ প্রদানকারী প্রতিষ্ঠানের নাম: জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী, বগুড়া। তালিকায় আদায়যোগ্য অর্থের পরিমাণ: ১২,৪২,৩৩২.০০ টাকা। 

সুপারিশ করেছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, অনুরূপ ছোনটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) সুরাইয়া আকতার জাল সনদে চাকুরী করে আসছেন। তার নামও এ তালিকার ২৭ নং ক্রমিকে উল্লেখ রয়েছে।

দেওয়ানগঞ্জে মহান বিজয় দিবস বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

  

দেওয়ানগঞ্জে মহান বিজয় দিবস বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা
জামালপুরপ্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির সূর্য্য সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফার সভাপতিত্বে উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী আফরোজ  মিতু ও পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ সঞ্চালনায়।

দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সোলায়মান হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ মডেল থানার  সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল।

বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ  পৌর মেয়র নুরুন্নবী অপু, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্র ধর ,দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি  আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক শাজাহান আকন্দ   , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান,বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার খায়রুল, দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি তদন্ত মোঃ হাবিব সাত্তি ,জামালপুর - ১  আসনের এমপির প্রতিনিধি বিকাশ কবির ইমরান  প্রমুখ।

বিজয় দিবসে  অন্যান্য  কর্মসূচির মধ্যে ছিল(১৬ ডিসেম্বর)  সকালে সূর্যদয়ের সাথে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ  করা,  ৮ টায় পতাকা উত্তোলন, বেলুন ও পাঁয়রা ওড়ানো,কুচকাওয়াজ, মাচ পাস্ট,ডিসপ্লে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সব অনুষ্ঠানে অংশগ্রহন করেন। পরে আনুষ্ঠানিক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন।

ইসলামপুরে মহান বিজয় দিবস পালিত

 

ইসলামপুরে মহান বিজয় দিবস পালিত

 ইসলামপুর প্রতিনিধি :

সারাদেশের ন্যায় যথাযোগ্য  মর্যাদায় জামালপুরের ইসলামপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। 

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্য্যদ্বয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে মহান বিজয় পালিত হয়। 

এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামপুর প্রেসক্লাবসহ  সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অপর্ণ করেছেন।

পরে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের অংশ গ্রহণে  কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম জামাল আব্দুন নাসের বাবুল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস সালাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মানিকুল ইসলাম মানিক, বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন স্বাধীন, পৌর মেয়র আব্দুল কাদের সেক, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না, অফিসার ইনচার্জ মাজেদুর রহমান,অধ্যক্ষ জামান আব্দুন নাসের চৌধুরী চার্লেস, সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহীন, বীর মুক্তিযোদ্ধা ও  বিভিন্ন দপ্তরের সরকারি  কর্মকর্তা কর্মচারীবৃন্দ। 


এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার মুঃ তানভীর হাসান রুমানের সভাপতিত্বে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় ও জাতির শান্তি সমৃদ্ধি এবং অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত করা হয়

Thursday, 15 December 2022

মৌহাডাঙ্গা গ্রামের ঝিনাই নদীর শাখা থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন

মৌহাডাঙ্গা গ্রামের ঝিনাই নদীর শাখা থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন


জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঝিনাই নদী মৌহাডাঙ্গা গ্রামের অংশ থেকে দিনে দুপুরে চলছে অবৈধ বালু উত্তোলনের মহাউৎসব। এ যেন দেখার কেউ নেই ৷

উক্ত এলাকার  স্থানীয়রা জানান ঝাউগড়া ইউনিয়নের সাবেক মেম্বার তোতা মিয়ার ছেলে বাচ্চু’র নেতৃত্ত্বে  বিপুল ও জহুরুলের ছেলে শামীম, হানিফের ছেলে শফিকুল এবং অগ্যাত জামিনুর  সংবদ্ধ বালুখেকো দলটি দির্ঘদিন যাবত এ বালু উত্তোলন করে যাচ্ছে। অব্যাহত এই বালু উত্তোলনের ফলে ইতিমধ্যেই ফসলী জমিতে ভাঙন ধরেছে । ভাঙনের ফলে সাধারন কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে।

সংবদ্ধ চক্রটি প্রভাবশালী হওয়ায় এদের বিরুদ্ধে কেউ মুখ খুলেনি । তাই সংশ্লিষ্ট প্রশাসনকে সংবাদ প্রকাশের মাধমে অবহিত করে চক্রটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন সাধারন কৃষকরা।


Tuesday, 13 December 2022

জামালপুরে অগ্নীকান্ডের ঘটনায় রহমান ইলেক্ট্রনিক্স দোকান পুড়ে ছাই


জামালপুরে অগ্নীকান্ডের ঘটনায় রহমান ইলেক্ট্রনিক্স দোকান পুড়ে ছাই

জামালপুর জেলা প্রতিনিধিঃ 

জামালপুর শহীদ হারুন সড়ক রোডে অগ্নীকান্ডের ঘটনায় রহমান ইলেক্ট্রনিক্স নামের একটি দোকান পুড়ে ছাই হয়েছে। উক্ত ইলেক্ট্রনিক্স দোকানের এর স্বত্তাধিকারী জানান,এতে তার আনুমানিক ২০লাখ টাকার উপরে মালামাল পুড়ে গেছে। তিনি আরো জানান,মাঝ রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়’রা আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দিলে,তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে । প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্র ঘটতে পারে । পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Monday, 12 December 2022

দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের ১০১সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন।

দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের ১০১সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন।


স্টাফ রিপোর্টারঃ

দক্ষিণ কোরিয়া সিউলের একটি অভিজাত হোটেলে, সকলের সম্মতিক্রমে, মোঃ রফিকুল ইসলাম ভুট্টো কে সভাপতি ও   তফাজ্জল হোসেন রনো কে সাধারণ সম্পাদক করে(২০২২-২০২৫ )মেয়াদি  ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগ।

দলের কার্যক্রম সক্রিয় রাখতে  জননেত্রী শেখ হাসিনার হাতে শক্তিশালী করতে নতুন করে পূর্ণাঙ্গ কমিটির  গঠন করা হয়। 

উক্ত কমিটি তে উপদেষ্টা মন্ডলির সদস্য হিসেবে কিম সিরাজি রবিন,আরশাদ আলম ভিকি ও গিরিজা প্রসাদ ভট্টাচার্য সহ আরো কয়েকজন জায়গা পেয়েছেন।

সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ: হিরন বাবু, লুলু জামালি , সাইফুল হক ,সুজন শাহ,মিজান ,জাহিদ রেজা,শামস তাবরীজ খান, ওমর ফারুক, আশরাফুল আলম ও জসিম উদ্দিন।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন, মোঃ আবু নঈম রাহাত, বাপ্পি হোসান ,এইচ এম হাসান। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন, শেখ ওমর আলী, আব্দুল ওয়াদুদ জনি সরকার, লুৎফর রহমান, হাসানুজ্জামান ও মাহবুবুর রহমান।

মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান মুন ও শেলী সরকার।

 উক্ত কমিটিতে আরো রয়েছেন, কোষাধ্যক্ষ - শ্রী অশোক দাস  , আইন বিষয়ক সম্পাদক - বাপ্পি চক্রবর্তী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদ  - মোঃ বদরুজ্জাম , তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক - আসাদুজ্জামান রহমান, সমাজ কল্যা ণ বিষয়ক সম্পাদক - সুরঞ্জিত দাস , দপ্তর সম্পাদক - কায়সার আহমেদ , ধর্ম বিষয়ক সম্পাদক - নাজমুল হক মজুমদার ও সনজিৎ গোস্বামী।

উক্ত অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম ভুট্টো বলেন,দলের কার্যক্রম অব্যাহত রাখতে ও জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে , সকলের সম্মতি ক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছ

সকল নিয়ম-নীতি,বীধি নিষেধ অনুযায়ী সকলে ঐক্যবদ্ধ  থেকে দলের সকল কার্যক্রম পরিচালনা করবো , ইনশাআল্লাহ ।

ইসলামপুরে ইসলামিক ফাউন্ডেশনের ২০২৩ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থী বাছাই

 

ইসলামপুরে ইসলামিক ফাউন্ডেশনের ২০২৩ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থী বাছাই

হাসর আলীঃ

ইসলামপুরে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ২০২৩ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থী বাছাই সম্পন্ন হয়েছে। 

সোমবার (১২ ডিসেম্বর) সকাল থেকে সারাদিন ব্যাপী উপজেলার পৌর শহরে বিভিন্ন মসজিদে স্থাপিত ৮টি কেন্দ্র পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের বাছাই তালিকা সম্পন্ন করা হয়।

জানা যায়, ইসলামপুর উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের ৩০৭ টি কেন্দ্র রয়েছে তার মধ্যে প্রাক-প্রাথমিক স্তর ১৭৮টি, বয়স্ক সহজ কোরআন শিক্ষা ০৩টি, সহজ কোরআন শিক্ষার জন্য ১২৬টি প্রত্যেক কেন্দ্রে ৩০ জন করে শিক্ষার্থী বাছাই করা হয়।  

এ সময় উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের ইসলামপুর উপজেলার ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ শহিদুল ইসলাম, সাধারণ কেয়ার টেকার মোঃ আলতাফুর রহমান, সাংবাদিক হোসেন শাহ ফকির, মৌজাজাল্লা  ফকির বাড়ী ওয়াক্ত মসজিদের শিক্ষিকা তানিয়া আক্তারসহ বিভিন্ন মক্তব্যের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

Sunday, 11 December 2022

মুক্তিযোদ্ধার পরিবারের জন্য বরাদ্দকৃত ঘর নির্মাণে বাঁধা দেওয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ


মুক্তিযোদ্ধার পরিবারের জন্য বরাদ্দকৃত ঘর নির্মাণে বাঁধা দেওয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ


জামালপুর প্রতিনিধি ঃ

জামালপুরের সরিষাবাড়িতে মুক্তিযোদ্ধার পরিবারের জন্য বরাদ্দকৃত সরকারি ঘর নির্মাণে বাঁধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল কাদের এর পরিবারের সদস্যরা পৈতৃক সম্পত্তি উদ্ধার এবং বরাদ্দকৃত সরকারি ঘর নির্মাণের ব্যবস্থা করার দাবি জানিয়ে এবং পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধার পরিবার এবং এলাকাবাসী। 

আজ রবিবার সকালে উপজেলার মহাদান ইউনিয়নের রাজার মোড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার বীর মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত ঘর নির্মাণে যারা বাঁধা দিচ্ছে সেই কামরুন্নাহার ও তার ছেলেদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক।

এলাকাবাসী প্রকৌশলী মামুনুর রশীদ বলেন, শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল কাদের এর ঘর নির্মাণে বাঁধা দেওয়া মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বেয়াদবি করা।

মুক্তিযোদ্ধার পরিবারের পাশে থাকায় স্বর্ণপদক প্রাপ্ত  জনপ্রিয় চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েলের বিরুদ্ধে মিথ্যাচার করায় তীব্র নিন্দা জানাই। 

শহীদ মুক্তিযোদ্ধার সন্তান মোজাম্মেল হক কান্না জড়িত কন্ঠে বলেন, আমার পৈতৃক সম্পত্তি উদ্ধার এবং প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে সবার সহযোগিতা চাই। 

মানববন্ধনে অংশ নিয়ে শহীদ মুক্তিযোদ্ধার নাতনি তানিয়া আক্তার বলেন, আমরা সম্পত্তি উদ্ধার এবং 

সরকারি ঘর নির্মাণে মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি। মহাদান ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল জানান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন পাঠান এবং সরিষাবাড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ উপজেলা নির্বাহী কমকর্তা উপমা ফারিসার নেতৃত্বে আমরা মুক্তিযোদ্ধার বেদখল জমি উদ্ধার এবং বরাদ্দকৃত ঘর নির্মাণ করার ব্যবস্হা করতে গেলে কামরুন্নাহার ও তার ছেলেরা বাঁধা প্রদান করে আবার আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, আমি এর নিন্দা জানাই। আমি মুক্তিযোদ্ধার পরিবারের পাশে আছি, থাকবো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তি কথা বলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তি কথা বলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল


শরিফ মিয়া স্টাফ রিপোর্টার:

সরকারের উন্নয়ন কার্যক্রমকে ব্যাহত ও বিএনপি'র অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে শনিবার ১০ই ডিসেম্বর সন্ধ্যা জামালপুর ইসলামপুর পৌরসভা মোশারফ গঞ্জ বাজার শেখ রাসেল স্মৃতি সংঘ ক্লাব এর উদ্যোগ এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বের হয়ে বাজার ও প্রধান সড়ক প্রদর্শন করে। এ সময়  মোশারফগঞ্জ বাজারের সভাপতি সাফিউল হক বলেন এই বাজারে কোন বিএনপি'র লোক বাড়াবাড়ি করিলে দাঁতভাঙ্গা জবাব দেব ৷  উপজেলা সম্মানিত সদস্য  বলেন শেখ হাসিনাকে নিয়ে কোন ধরনের উল্টাপাল্টা কথা বললে ছার দেওয়া হবে না।  এ সময় উপস্থিত ছিলেন   বিল্লাল হোসেন সভাপতি শেখ রাসেল স্মৃতি সংঘ ক্লাব, কাজী বুলবুল সাধারণ সম্পাদক শেখ রাসেল স্মৃতি সংঘ ক্লাব, মিজানুর রহমান সিনিয়র সহ-সভাপতি শেখ রাসেল স্মৃতি সংঘ ক্লাব, আব্দুল সালাম যুগ্ন সাধারণ সম্পাদক শেখ রাসেল স্মৃতি সংঘ ক্লাব, মোহাম্মদ আলী সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল স্মৃতি সংঘ ক্লাব, রাসেল রাজ অর্থ বিষয়ক সম্পাদক শেখ রাসেল স্মৃতি সংঘ ক্লাব ও ক্লাবের সকল সদস্য  বৃন্দ।

Saturday, 10 December 2022

ঘোষের পাড়া গ্রামে অনিয়ম ও অবহেলায় চলছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র।

ঘোষের পাড়া গ্রামে অনিয়ম ও অবহেলায় চলছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র।


স্টাফ রিপোর্টারঃ

জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষের পাড়া গ্রামে নানান অনিয়ম ও অবহেলায় চলছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র। সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯ টা থেকে ৪ টা পর্যন্ত অফিস পরিচালনা করার কথা থাকলেও কোন মিল পাওয়া যায়নি এই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে। 


Friday, 9 December 2022

চরবানি পাকুরিয়া ইউনিয়নে বেড়েছে চোরের উপদ্রব আতংকে ইউনিয়নবাসী!

চরবানি পাকুরিয়া ইউনিয়নে বেড়েছে চোরের উপদ্রব আতংকে ইউনিয়নবাসী!

স্টাফ রিপোর্টারঃ

জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানি পাকুরিয়া ইউনিয়নে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। উক্ত ইউনিয়নে গত এক মাসে ৬টি বাড়ি হতে গরু চুরি হয়েছে। জানা যায় গরু চোর চক্রের সদস্যরা গৃহর্স্থ্যর বাড়ী হতে গরু চুরি করে নিয়ে গেছে ৷ একই বাড়ী হতে ৬টি গরু চুরি হওয়ার ঘটনায় গ্রামবাসীর মধ্যে আতংক বিরাজ করছে।গরিব অসহায় গ্রামবাসী মিলিত হয়ে  প্রতিরাতে চার থেকে পাঁচজন মিলে সারারাত গ্রাম পাহারা দিয়ে যাচ্ছে যাতে করে আর কোন অসহায় ব্যক্তির গরু চুরি না হয়, রাতের আধারে যেন এমন চুরির ঘটনা আর না ঘটে। এ বিষয়ে গ্রামবাসী উর্ধতন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন  বলেও জানা যায়।